22/03/2025
কাঁধে কাঁধ মিলিয়ে সকল মজলুম, ছাত্র-জনতা এক হয়ে যে স্বৈরাচার জালিম শাসকের পতন ঘটালেন, বছর না ঘুরতেই তাদের পুনর্বাসন কেমনে চান?
আজ আমরা নিজেরা বিভক্ত হয়ে গেছি অন্যদিকে জালিমরা সুযোগ পেয়ে বসছে।
আল্লাহ আমাদের বিজয়কে সমুন্নত রাখুক, ঐক্য ধরে রাখার তৈফিক দান করুক। জালিম শাসকের হাত থেকে আমাদের রক্ষা করুক।