Rashed-রাশেদツ

Rashed-রাশেদツ আর তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়বে না, জালেমদের সহযোগী হবে না। তাহলে (জাহান্নামের) আগুন তোমাদেরও স্পর্শ করবে।’ (সুরা হুদ ১১৩)

22/03/2025

কাঁধে কাঁধ মিলিয়ে সকল মজলুম, ছাত্র-জনতা এক হয়ে যে স্বৈরাচার জালিম শাসকের পতন ঘটালেন, বছর না ঘুরতেই তাদের পুনর্বাসন কেমনে চান?
আজ আমরা নিজেরা বিভক্ত হয়ে গেছি অন্যদিকে জালিমরা সুযোগ পেয়ে বসছে।
আল্লাহ আমাদের বিজয়কে সমুন্নত রাখুক, ঐক্য ধরে রাখার তৈফিক দান করুক। জালিম শাসকের হাত থেকে আমাদের রক্ষা করুক।

21/03/2025

"তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ মাফ করে দেন। নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল, পরম দয়ালু।"
— (সূরা আজ-জুমার: ৫৩)

আজ ঐতিহাসিক বদর দিবস।বদর একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ঘটনা, যা ইসলামের প্রথম যুদ্ধ হিসেবে পরিচিত। ৬২৪ খ্রিস্টাব্দের ১৭ র...
17/03/2025

আজ ঐতিহাসিক বদর দিবস।
বদর একটি ঐতিহাসিক ও গুরুত্বপূর্ণ ঘটনা, যা ইসলামের প্রথম যুদ্ধ হিসেবে পরিচিত। ৬২৪ খ্রিস্টাব্দের ১৭ রমজান, মদিনার মুসলমানদের একটি ছোট দল এবং মক্কার কুরাইশদের মধ্যে এই যুদ্ধ সংঘটিত হয়। মুসলমানদের সংখ্যা ছিল মাত্র ৩১৩ জন, আর কুরাইশদের বাহিনী ছিল প্রায় ১০০০ জন। যদিও মুসলমানরা সংখ্যায় কম ছিল, তবে আল্লাহর সাহায্যে তারা বিজয়ী হয়। এই যুদ্ধে মুসলমানদের নেতৃত্ব দেন মহানবী হযরত মুহাম্মদ (সা.) এবং বহু বিশিষ্ট কুরাইশ নেতা নিহত হয়। বদরের যুদ্ধ ইসলামের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং মুসলমানদের আত্মবিশ্বাস দৃঢ় করে।

আলহামদুলিল্লাহ! এখন পর্যন্ত ৩২কপি "সহজ কোরআন" বিতরণ শেষ হয়েছে। ৪টি গ্রামে দেওয়া হয়েছে। আইলহাস, শিশিরদাড়ি, বাগুন্দা এ...
14/03/2025

আলহামদুলিল্লাহ! এখন পর্যন্ত ৩২কপি "সহজ কোরআন" বিতরণ শেষ হয়েছে। ৪টি গ্রামে দেওয়া হয়েছে। আইলহাস, শিশিরদাড়ি, বাগুন্দা এবং সোনাতন। আপনিও আখিরাত মুখী এই কাজে অংশ নিতে পারেন।
#কোরআনের আলোয় আলোকিত হোক এই নষ্ট প্রজন্ম।
আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে আপনিও অংশ নিতে পারেন আমাদের এই কাজে।

"আলহামদুলিল্লাহ! আমাদের গ্রামে স্কুল,কলেজ পড়ুয়া যুবকদের মাঝে পবিত্র কোরআন হাদিয়া দেওয়া হলো। আমাদের লক্ষ্য— সবাই কোরআন শে...
10/03/2025

"আলহামদুলিল্লাহ! আমাদের গ্রামে স্কুল,কলেজ পড়ুয়া যুবকদের মাঝে পবিত্র কোরআন হাদিয়া দেওয়া হলো। আমাদের লক্ষ্য— সবাই কোরআন শেখো, বুঝো এবং জীবনে অনুসরণ করো। পাড়া-মহল্লার প্রতিটা যুবকের হাতে কোরআন পৌছে দেওয়াই আমাদের উদ্দেশ্য।

—"আমি তো কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, তবে আছে কি কেউ উপদেশ গ্রহণকারী?"
📚 (সূরা আল-কামার: ১৭)
ইনশাআল্লাহ, এটি আমাদের জন্য সাদাকাহ জারিয়াহ হবে! ❤️📖 "

07/03/2025

রাসুলুল্লাহ (সা.) বলেছেন,
"রোজা হলো (জাহান্নামের আগুন থেকে) একটি ঢাল। যখন তোমাদের কেউ রোজা রাখে, তখন সে অশ্লীল ও অশান্তিপূর্ণ কথা বলবে না এবং যদি কেউ তার সঙ্গে ঝগড়া করে বা গালি দেয়, তাহলে সে যেন বলে: ‘আমি রোজাদার’।"
(বুখারি: ১৮৯৪, মুসলিম: ১১৫১)

06/03/2025
02/03/2025

রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেন—
"তোমাদেরকে কি আমি সবচেয়ে বড় গুনাহ সম্পর্কে জানাবো না?"
সাহাবিরা বললেন, হ্যাঁ, নিশ্চয়ই হে আল্লাহর রাসুল!
তিনি বললেন—
"(১) আল্লাহর সাথে শরিক করা,
(২) পিতামাতার অবাধ্যতা
(৩) এবং মিথ্যা সাক্ষ্য প্রদান করা।"
(সহিহ বুখারি, হাদিস: ২৬৫৩; সহিহ মুসলিম, হাদিস: ৮৭)

01/03/2025

"بلغوا عني ولو آية"

অর্থ: "আমার পক্ষ থেকে (মানুষকে) পৌঁছে দাও, যদিও তা একটি আয়াত হয়।"
(বুখারি, হাদিস নং ৩৪৬১)

Address

Alamdanga

Alerts

Be the first to know and let us send you an email when Rashed-রাশেদツ posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share