PK360

PK360 our popular page page PK 360 everyone like my page and share with your friends thank you �

07/10/2025

*"কর্মই মানুষকে উপরে তুলে"* এই মূল বার্তা নিয়ে একটি ছোট ও অনুপ্রেরণামূলক গল্প দেওয়া হলো:
“কাজের দাম”*

রফিক ছিলো গ্রামের এক দরিদ্র ছেলের নাম।
ছোটবেলা থেকেই বাবার সাথে ক্ষেতে কাজ করত, স্কুলে যেত ছেঁড়া জামা পরে।
সবার হাসি-ঠাট্টা মুখ বুজে সহ্য করত।
সে জানতো, *“পড়াশোনা আর কঠোর পরিশ্রমই একদিন তাকে উঠিয়ে নিয়ে যাবে জীবনের উপরে।”*

দিন গেছে, রফিক কলেজে ভর্তি হলো, রাত জেগে পড়তো আর দিনে ছোটখাটো কাজ করতো খরচ চালাতে।
অনেকে বলতো, “তুই পারবি না রে!”
কিন্তু সে থামেনি।

বছর দশেক পর…
একদিন গ্রামের মানুষ অবাক হয়ে দেখলো — রফিক এখন একজন সরকারি কর্মকর্তা!
গাড়িতে চড়ে নিজ গ্রামে এলো সে।
তখন সবাই বুঝলো, *কপালের চেয়ে বড় শক্তি হচ্ছে ক












25/09/2025

💌 ছোট্ট স্কুলপড়ুয়া প্রেমের গল্প

ক্লাস টেন।
সে প্রতিদিন প্রথম বেঞ্চে বসে, আর মেয়েটি জানালার পাশে।
ছেলেটি সবসময় বই খুলে রাখে, কিন্তু চোখ চলে যায় মেয়েটির দিকে।
মেয়েটিও গোপনে তাকায়, তবে লজ্জায় কখনো ধরা দেয় না।

একদিন টিফিনে হঠাৎ মেয়েটির কলম মাটিতে পড়ে যায়।
ছেলেটি তুলে দিয়ে বললো—
“তুমি না লিখলে আমার পড়াতেও মন বসে না।”

মেয়েটির মুখটা লাল হয়ে গেলো।
তখন থেকেই দুজনের চোখে চোখ পড়লেই এক অদ্ভুত হাসি খেলে যায়।
এমনকি স্যার রাগ করে বলেন—
“তোমরা পড়বে, না সিনেমা বানাবে?” 😅

তারা দুজনেই জানে, সামনে বোর্ড পরীক্ষা।
তবু বুকের ভেতর একটা অজানা টান,
যেটা পড়ার চেয়ে অনেক বেশি মিষ্টি…
এটাই হয়তো প্রথম ভালোবাসা। ❤️

---song by :suman ismail

✨ ভাইরাল হ্যাশট্যাগ

#প্রথমভালোবাসা #ক্লাসটেন_লাভস্টোরি #মিষ্টি_প্রেম #স্কুললাইফ #হার্টটাচিং_স্টোর ゚viralシfypシ゚ ゚viralシfypシ゚viralシalシ

*“মায়ের স্বপ্ন”*ছোটবেলাতেই ফাতেমার বাবা মারা যায়।  সংসারের হাল ধরেন তার মা।  প্রতিদিন ভোরে উঠে কাঁধে ঝুঁড়ি নিয়ে বাজারে স...
21/09/2025

*“মায়ের স্বপ্ন”*
ছোটবেলাতেই ফাতেমার বাবা মারা যায়।
সংসারের হাল ধরেন তার মা।
প্রতিদিন ভোরে উঠে কাঁধে ঝুঁড়ি নিয়ে বাজারে সবজি বিক্রি করতেন।
ছোট্ট ফাতেমাকে কোলে নিয়ে বসতেন দোকানের পাশে।

ফাতেমাকে বড় করে তোলার স্বপ্ন মায়ের চোখে।
*“আমার মেয়ে একদিন ডাক্তার হবে…”* — এই স্বপ্নে ভরসা নিয়ে মায়ের কষ্ট চলতে থাকে।

সেই ছোট্ট ফাতেমা আজ একজন *ডাক্তার*।
সফলতা পেয়েও সে ভুলে যায়নি মায়ের কষ্টের দিনগুলো।

আজ ফাতেমা তার *ডাক্তারি পোশাকে* মায়ের পাশে দাঁড়িয়ে আছে ঠিক সেই বাজারে,
যেখানে তার মা একসময় ঘাম ঝরিয়ে বিক্রি করতেন সবজি।
মায়ের হাত ধরে বলে—
*“আজ আমি যা কিছু, সব তোমার জন্য মা…”*

মায়ের চোখে জল, মুখে হাসি।
স্বপ্ন পূরণ হয়েছে।
Hindi movie Saiyaara song
singer Fhameed Abdullah
#মায়ের_স্বপ্ন










*তুমি আছো নিরবে*তুমি আছো নিরবে, বাতাসের সুরে,  মন মাখা ছোঁয়ায়, নীরব ভালোবাসায়।  চোখে দেখি ছায়া, তোমার মধুর হাসি,  কথা না...
21/09/2025

*তুমি আছো নিরবে*

তুমি আছো নিরবে, বাতাসের সুরে,
মন মাখা ছোঁয়ায়, নীরব ভালোবাসায়।
চোখে দেখি ছায়া, তোমার মধুর হাসি,
কথা না বলেও, বোঝো আমার ভাষা।

তুমি আছো দূরে, যেন কাছে আকাশ,
হারিয়ে যাওয়ায়ও, তোমায় পাই প্রবাস।
নীরবতার মাঝে তোমার গান বাজে,
হৃদয়ের গভীরে তোমায় আমি খুঁজে পাই।

তুমি আছো নিরবে, জীবনের পথে,
আমার সঙ্গী তুমি, মন ছুঁয়ে যাত্রা রবে।

---

🔥 *Facebook Viral Tags:*
#তুমি_আছো_নিরবে








Address

Alfadanga

Alerts

Be the first to know and let us send you an email when PK360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PK360:

Share

Category