07/10/2025
*"কর্মই মানুষকে উপরে তুলে"* এই মূল বার্তা নিয়ে একটি ছোট ও অনুপ্রেরণামূলক গল্প দেওয়া হলো:
“কাজের দাম”*
রফিক ছিলো গ্রামের এক দরিদ্র ছেলের নাম।
ছোটবেলা থেকেই বাবার সাথে ক্ষেতে কাজ করত, স্কুলে যেত ছেঁড়া জামা পরে।
সবার হাসি-ঠাট্টা মুখ বুজে সহ্য করত।
সে জানতো, *“পড়াশোনা আর কঠোর পরিশ্রমই একদিন তাকে উঠিয়ে নিয়ে যাবে জীবনের উপরে।”*
দিন গেছে, রফিক কলেজে ভর্তি হলো, রাত জেগে পড়তো আর দিনে ছোটখাটো কাজ করতো খরচ চালাতে।
অনেকে বলতো, “তুই পারবি না রে!”
কিন্তু সে থামেনি।
বছর দশেক পর…
একদিন গ্রামের মানুষ অবাক হয়ে দেখলো — রফিক এখন একজন সরকারি কর্মকর্তা!
গাড়িতে চড়ে নিজ গ্রামে এলো সে।
তখন সবাই বুঝলো, *কপালের চেয়ে বড় শক্তি হচ্ছে ক