Study zone

Study zone educational

গতি
08/11/2025

গতি

28/10/2025
08/09/2025

📢ভর্তি চলছে!
📢ভর্তি চলছে!!
📢ভর্তি চলছে!!!

🔖প্রতিটি স্কুলের রোল ১-৫ পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের জন্য থাকছে কোর্স ফি হতে বিশেষ ছাড় 😲 !!

📣 সুপ্রিয় SSC/DAKHIL'26 শিক্ষার্থী বন্ধুরা,
আসসালামু আলাইকুম,

তোমাদের অল্প কিছুদিন পরেই শুরু হবে তোমাদের স্কুল জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ পরীক্ষা টেস্ট পরীক্ষা । এই পরীক্ষার ফলাফলের উপর নির্ভর করছে তোমাদের বোর্ড পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ । তাই টেস্ট পরীক্ষায় ভালো ফলাফল করা যেমনি জরুরী তেমনি কম সময়ে ভালো প্রস্তুতি চ্যালেঞ্জই বটে । ভালো ফলাফল অর্জন করার লক্ষ্যেই "স্টাডি জোন" কোচিং সেন্টার, লোহাগাড়া,চট্টগ্রাম আয়োজন করেছে তোমাদের জন্য ৫ মাসের সুবিন্যস্ত একটি চমৎকার কোর্স পরিকল্পনা । যেখানে নিয়মিত ক্লাস ও পরীক্ষার মাধ্যমে তোমাদের সকল সমস্যার শর্টকাট সমাধান করা হবে । তাই আর দেরি না করে চলে এসো আমাদের টেস্ট পরীক্ষার প্রস্তুতিমূলক কোর্স
"SSC/Dakhil Test Preparation-25" কোর্সে।

তোমাদের সফলতায় আমরাও সফল হবো ইনশাআল্লাহ 🏵️।

➡️ আমাদের কোর্সের বৈশিষ্ট্যঃ-
🧿 আলাদা এক্সাম ব্যাচে ভর্তির সুযোগ!!
🧿 সবচেয়ে বেশি ক্লাস, সবচেয়ে বেশি পরীক্ষা!
🧿 সপ্তাহে ৬ দিন ক্লাস, প্রতিদিন তিন বিষয়ে পাঠদান।
🧿 বিভিন্ন স্কুল, কলেজের দক্ষ ,অভিজ্ঞ ও নৈতিকতা সম্পন্ন শিক্ষক ও প্রভাষক দারা পাঠদান!!
🧿 শিক্ষার্থীদের পরীক্ষা ভীতি দূর করতে সাপ্তাহিক অধ্যায় ভিত্তিক Tutorial exam, Monthly Memory Test, দ্বি-মাসিক Semi Model Test ও স্কুলের টেস্ট পরীক্ষার পূর্বে টেস্ট পরীক্ষার ন্যায় Final Model Test- এর ব্যবস্থা।
🧿 অপেক্ষাকৃত দুর্বল শিক্ষার্থীদের জন্য Extra Care ও অতিরিক্ত ক্লাসের ব্যবস্থা!!
🧿 SMS-এর মাধ্যমে রেজাল্ট প্রেরণ।
🧿 শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি শীট সংরক্ষণ এবং অনুপস্থিত থাকলে অভিভাবকদের জানানোর ব্যবস্থা।
🧿 প্রতিমাসে Star Of The Month প্রদান ও আয়োজিত বিভিন্ন পরীক্ষায় ভালো ফলাফল করা শিক্ষার্থীদের বিভিন্ন উৎসাহ মূলক পুরষ্কার প্রদান।
🧿 গুরত্বপূর্ণ অধ্যায়/বিষয়ের উপর Lecture Sheet, Practice Sheet এবং Hand Note প্রদান!!
🧿 সুনির্দিষ্ট পরিকল্পনা তথা রুটিনের আলোকে ক্লাস এবং পরীক্ষা গ্রহণ!!
🧿 মাদ্রাসার সকল স্টুডেন্টদের যথাযথ প্রস্তুতি!! সম্পূর্ণ আলাদা ব্যাচে।
🧿 ছাত্র-ছাত্রী আলাদা ব্যাচ!!
🧿 অনলাইনের মাধ্যমে ২৪ ঘন্টা সাপোর্ট।
🧿 বিজ্ঞানের প্রয়োজনীয় সকল প্রকার প্রযুক্তি দ্বারা প্র্যাকটিক্যাল ক্লাসের ব্যবস্থা।

📢 তাই আর দেরী নয়, চলে এসো " স্টাডি জোন" পরিবার আঙ্গিনায়!
🪷তোমাদের মেধা ও প্রচেষ্টা + আমাদের যথাযথ পরিচর্যা + পিতা-মাতার দোয়া+সৃষ্টিকর্তার অপার কৃপায় তোমাদেরকে নিয়ে যেতে চাই সফলতার মঞ্জিলে!!

➡️ যোগাযোগঃ-
স্টাডি জোন কোচিং সেন্টার, লোহাগাড়া,চট্টগ্রাম।
রশিদের পাড়া,আব্বাস টাওয়ার ( ইকরা স্কুল সংলগ্ন)

📞 01858-453775
📞 0 1572-233429

04/08/2025

আগে যেটা ছিলো সেটার পক্ষে ছিলাম, এখন যেটা হচ্ছে স্যাটার পক্ষে নাই 🤭 আজ সেই রাত! মনে আছে?

Address

Amirabad

Website

Alerts

Be the first to know and let us send you an email when Study zone posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category