Habib tech technology

Habib tech technology Review, Tips & tricks, Tech video, Apps & media
(25)

"রোগ অনুযায়ী কোন ডাক্তার দেখাবেন?"সাধারণ সমস্যাঃজ্বর, সর্দি-কাশি, শরীর ব্যথা, ডায়রিয়া → মেডিসিন ডাক্তার / জেনারেল ফিজিশ...
23/08/2025

"রোগ অনুযায়ী কোন ডাক্তার দেখাবেন?"

সাধারণ সমস্যাঃ

জ্বর, সর্দি-কাশি, শরীর ব্যথা, ডায়রিয়া → মেডিসিন ডাক্তার / জেনারেল ফিজিশিয়ান

শিশুর অসুখ (০–১৪ বছর বয়স) → পেডিয়াট্রিশিয়ান (শিশুরোগ বিশেষজ্ঞ)

বয়সজনিত সাধারণ সমস্যা (বৃদ্ধদের) → জেরিয়াট্রিশিয়ান

অঙ্গভিত্তিক রোগ
হৃদরোগ, বুক ধড়ফড়, হার্ট ব্লক, হার্ট অ্যাটাক → কার্ডিওলজিস্ট (হৃদরোগ বিশেষজ্ঞ)

শ্বাসকষ্ট, হাঁপানি, ফুসফুস সমস্যা, কাশি দীর্ঘদিন ধরে → পালমোনোলজিস্ট (ফুসফুস বিশেষজ্ঞ)

পেট ব্যথা, গ্যাস্ট্রিক, লিভার, কিডনি বা হজম সমস্যা → গ্যাস্ট্রোএনটেরোলজিস্ট (পেট/লিভার বিশেষজ্ঞ)

কিডনি রোগ, প্রস্রাবের সমস্যা, ডায়ালাইসিস → নেফ্রোলজিস্ট (কিডনি বিশেষজ্ঞ)

হাড়, জয়েন্ট ব্যথা, আর্থ্রাইটিস, ভাঙা হাড় → অর্থোপেডিক সার্জন

চোখের সমস্যা, কম দেখা, ছানি, চশমা লাগবে কিনা → অপথ্যালমোলজিস্ট (চক্ষু বিশেষজ্ঞ)

কান, নাক, গলা ব্যথা, শ্রবণ সমস্যা, টনসিল → ইএনটি ডাক্তার

দাঁত, মাড়ি ব্যথা, দাঁত ওঠানো/সেট করা → ডেন্টিস্ট (দন্ত চিকিৎসক)

বিশেষ রোগ

ডায়াবেটিস, থাইরয়েড, হরমোন সমস্যা → এন্ডোক্রাইনোলজিস্ট (হরমোন বিশেষজ্ঞ)

ত্বকের সমস্যা, একজিমা, চুল পড়া, ব্রণ, এলার্জি → ডার্মাটোলজিস্ট (ত্বক বিশেষজ্ঞ)

মস্তিষ্ক, স্নায়ু, মাথা ব্যথা, খিঁচুনি, স্ট্রোক → নিউরোলজিস্ট (স্নায়ু বিশেষজ্ঞ)

মানসিক চাপ, ডিপ্রেশন, ঘুমের সমস্যা → সাইকিয়াট্রিস্ট (মানসিক রোগ বিশেষজ্ঞ)

ক্যান্সার, টিউমার → অঙ্কোলজিস্ট (ক্যান্সার বিশেষজ্ঞ)

মহিলা রোগ (পিরিয়ড সমস্যা, গর্ভধারণ, ডেলিভারি) → গাইনোকোলজিস্ট

প্রসবের সময় বাচ্চা বের করার অপারেশন → অবসটেট্রিশিয়ান

চর্ম যৌন রোগ, এইডস, যৌন সমস্যা → ভেনেরিওলজিস্ট / চর্ম ও যৌন বিশেষজ্ঞ

সার্জারি

অ্যাপেন্ডিক্স, গলস্টোন, টিউমার অপারেশন → জেনারেল সার্জন

ব্রেইন টিউমার, মাথায় আঘাত, মস্তিষ্ক অপারেশন → নিউরোসার্জন

হৃদযন্ত্রের বাইপাস, হার্ট সার্জারি → কার্ডিয়াক সার্জন

প্লাস্টিক সার্জারি, পোড়া জায়গার চিকিৎসা → প্লাস্টিক সার্জন

চোখের অপারেশন (ছানি/লেজার ইত্যাদি) → অকুলার সার্জন

অ্যান্ড্রয়েড ফোনে ভলিউম বা সাউন্ড কমে গেলে— ১. বেসিক সেটিংস চেক করুনভলিউম বাটন চাপ দিয়ে দেখুন সব ভলিউম (Media, Ring, Al...
22/08/2025

অ্যান্ড্রয়েড ফোনে ভলিউম বা সাউন্ড কমে গেলে—

১. বেসিক সেটিংস চেক করুন

ভলিউম বাটন চাপ দিয়ে দেখুন সব ভলিউম (Media, Ring, Alarm, Call) ঠিক আছে কি না।

সেটিংস > Sound & Vibration এ গিয়ে ভলিউম লেভেল বাড়ান।

২. স্পিকার/হেডফোন পরিষ্কার করুন

স্পিকারের গর্তে ধুলো বা ময়লা জমলে সাউন্ড কম শোনা যায়।

নরম ব্রাশ বা ব্লোয়ার দিয়ে পরিষ্কার করুন (জল ব্যবহার করবেন না)।

৩. হেডফোন/ব্লুটুথ ডিভাইস চেক করুন

হেডফোন/ইয়ারফোন লাগানো থাকলে খুলে আবার লাগান।

ব্লুটুথ ডিভাইস কানেক্ট থাকলে ডিসকানেক্ট করে দেখুন।

⚙️ ৪. সফটওয়্যার সেটিংস ও অ্যাপ চেক করুন

Do Not Disturb / Silent Mode চালু আছে কি না দেখে বন্ধ করুন।

কোনো ইকুয়ালাইজার বা ভলিউম কন্ট্রোল অ্যাপ থাকলে সেটি ঠিক করুন বা আনইনস্টল করুন।

ফোন রিস্টার্ট করে দেখুন।

22/08/2025

NATO সদস্য -৩২ টি
Commonwealth -৫৬টি
OIC -৫৭টি। NAM-১২১ টি
জাতিসংঘের সদস্য কতটি?

জন্ম নিবন্ধন (Birth Certificate) নিজে নিজে ডাউনলোড করুন। 👉জন্ম নিবন্ধন সার্টিফিকেট নিজে বের করার নিয়ম১. অফিসিয়াল ওয়েবসাই...
21/08/2025

জন্ম নিবন্ধন (Birth Certificate) নিজে নিজে ডাউনলোড করুন।

👉জন্ম নিবন্ধন সার্টিফিকেট নিজে বের করার নিয়ম

১. অফিসিয়াল ওয়েবসাইটে যান

👉 https://bdris.gov.bd/br/search
এটাই জন্ম নিবন্ধন যাচাই ও ডাউনলোডের সরকারী ওয়েবসাইট।

২. আপনার তথ্য দিন

সেখানে গিয়ে:

জন্ম নিবন্ধন নম্বর (১৭ ডিজিট)

জন্ম তারিখ (Date of Birth)
ঠিকভাবে লিখে "Search" বাটনে ক্লিক করুন।

৩. জন্ম নিবন্ধন তথ্য দেখুন

আপনার জন্ম নিবন্ধনের তথ্য সঠিকভাবে পাওয়া গেলে একটি প্রিভিউ দেখাবে।
এখানে নাম, জন্ম তারিখ, পিতা-মাতার নাম ইত্যাদি সব মিলিয়ে নিন।

৪. প্রিন্ট বা ডাউনলোড করুন

ওয়েবসাইট থেকে সরাসরি PDF ফাইল ডাউনলোড করতে পারবেন।

চাইলে প্রিন্ট আউট নিয়ে সেটাই ব্যবহার করতে পারবেন।

👍 কিছু গুরুত্বপূর্ণ তথ্য

অনলাইন থেকে পাওয়া সার্টিফিকেট আসল (Valid) এবং সরকারি কাজে ব্যবহারযোগ্য।

যদি আপনার নিবন্ধন তথ্য খুঁজে না পান, তবে হয়তো এখনো আপনার জন্মনিবন্ধন ডিজিটাল সিস্টেমে এন্ট্রি হয়নি।

সেই ক্ষেত্রে স্থানীয় ইউনিয়ন পরিষদ/পৌরসভা/সিটি কর্পোরেশন অফিসে যোগাযোগ করতে হবে।

Facebook-এ একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সফল হতে চাইলে?🔹  কনটেন্টে ভ্যালু দাও👉 মানুষের সমস্যার সমাধান দাও, তথ্য দাও, অথব...
20/08/2025

Facebook-এ একজন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে সফল হতে চাইলে?

🔹 কনটেন্টে ভ্যালু দাও

👉 মানুষের সমস্যার সমাধান দাও, তথ্য দাও, অথবা বিনোদন দাও।
👉 দর্শক যেন মনে করে তোমার কনটেন্ট দেখে তারা নতুন কিছু শিখেছে বা আনন্দ পেয়েছে।

🔹 নিয়মিত পোস্ট করো

👉 নির্দিষ্ট সময়ে পোস্ট/রিল আপলোড করো।
👉 সপ্তাহে অন্তত ৩–৫টা কনটেন্ট দাও।

🔹 ফেসবুকের অ্যালগরিদম বুঝো

👉 রিল (short video) এখন সবচেয়ে বেশি রিচ পাচ্ছে।
👉 কনটেন্ট ১০–৯০ সেকেন্ডের মধ্যে হলে ভিউস বেশি আসে।
👉 ভালো থাম্বনেইল ও আকর্ষণীয় টাইটেল ব্যবহার করো।

🔹 অডিয়েন্সের সঙ্গে যোগাযোগ রাখো

👉 কমেন্টের রিপ্লাই দাও, ইনবক্সে ভদ্রভাবে উত্তর দাও।
👉 লাইভে আসো, প্রশ্নোত্তর করো।

🔹 ধৈর্য ধরো

👉 একদিনে সফলতা আসবে না।
👉 ধারাবাহিকভাবে ৬–১২ মাস কাজ করলে রেজাল্ট আসবে।

✅ ছোট্ট টিপস:

শুরুতে রিলস বানাও (ভাইরাল হবার সম্ভাবনা বেশি)।

ভিডিওর প্রথম ৩ সেকেন্ডে হুক (আকর্ষণ) তৈরি করো।

ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করলে দ্রুত ভিউস আসে।❤️❤️

17/08/2025

দোয়া করবেন

15/08/2025

সবাই ভালো থাকুন ❤️
শুভ রাত্রি

14/08/2025

Content monetization
এখনো কে কে পাননি?
❤️❤️❤️

👍কোন কিছু হতে হলে পড়াশোনার বিকল্প নাই। ❤️
10/08/2025

👍কোন কিছু হতে হলে পড়াশোনার বিকল্প নাই। ❤️

09/08/2025

ফেসবুকে সফলতা পাওয়ার একমাত্র উপায় ধৈর্য।
নিয়মিত ভিডিও আপলোড করুন।

"Google Storage ফুল!!ফোন স্লো? ৫ মিনিটে সমাধান করুন। ২. Gmail থেকে স্টোরেজ খালি করুন:বড়/পুরাতন ইমেইল খুঁজে মুছুন:1. Gmai...
08/08/2025

"Google Storage ফুল!!ফোন স্লো? ৫ মিনিটে সমাধান করুন।

২. Gmail থেকে স্টোরেজ খালি করুন:
বড়/পুরাতন ইমেইল খুঁজে মুছুন:
1. Gmail খুলুন → সার্চ বারে লিখুন
larger:10M
(মানে ১০ মেগাবাইটের বেশি যেসব ইমেইল)
2. পুরনো যেসব ইমেইলে অ্যাটাচমেন্ট আছে → সেগুলো ডিলিট করুন
3. এরপর "Trash" ফোল্ডারে যান → সব ডিলিট করে দিন

৩. Google Drive থেকে অপ্রয়োজনীয় ফাইল সরান:
1.https://drive.google.com/drive/quota এ যান (সবচেয়ে বড় ফাইলগুলো লিস্ট করে দেবে)
2. দরকার নেই এমন ফাইলগুলো বেছে ডিলিট করুন
3. এরপর Trash ফোল্ডারে যান → সব ফাইল permanently delete করুন

৪. Google Photos থেকে অপ্রয়োজনীয় ছবি/ভিডিও ডিলিট করুন:
1. https://photos.google.com
2. Screen Record, WhatsApp Image, Screenshot, Downloaded videos — এইসব খুঁজে ডিলিট করুন
3. Photos → Trash → Empty Trash
“Free up space” অপশনেও ক্লিক করতে পারেন → সেটা আপনার ফোনে থাকা ব্যাকআপ হওয়া ছবি গুলো সরিয়ে দেবে

৫. সব একসাথে ক্লিন করার Google এর অফিসিয়াল টুল: https://one.google.com/storage/management
এখানে ঢুকে আপনি একসাথে দেখতে পারবেন:
Deleted emails
Spam mails
Large attachments
Google Drive suggestions
সেখান থেকেই ক্লিক করে ক্লিয়ার করে দিন।

"ফোনে ডিলিট হওয়া ছবি বা মেসেজ ফিরে পাবেন "১. Google Photos থেকে ডিলিট হওয়া ছবি উদ্ধার করুন (Android)যেভাবে করবেন:1. Goog...
07/08/2025

"ফোনে ডিলিট হওয়া ছবি বা মেসেজ ফিরে পাবেন "

১. Google Photos থেকে ডিলিট হওয়া ছবি উদ্ধার করুন (Android)

যেভাবে করবেন:
1. Google Photos অ্যাপ খুলুন।
2. নিচে গিয়ে Library > Bin (Trash) অপশনে ক্লিক করুন।
3. এখানে ৩০ দিন পর্যন্ত ডিলিট হওয়া ছবি বা ভিডিও থাকে।
4. ছবি সিলেক্ট করে Restore দিলেই আবার গ্যালারিতে ফিরে আসবে।

নোট: ৩০ দিনের বেশি হয়ে গেলে Google Photos থেকেও রিকভার করা সম্ভব না।

২. Gallery App এর Trash বা Recycle Bin চেক করুন

অনেক ফোনের Gallery অ্যাপে নিজের একটা Trash / Recently Deleted ফোল্ডার থাকে।

যেভাবে করবেন:
1. Gallery অ্যাপ খুলুন
2. “Albums” বা “More” অপশনে যান
3. Trash / Recently Deleted নামে অপশন দেখবেন
4. সেখান থেকে Restore করুন
৩. WhatsApp ডিলিট হওয়া মেসেজ বা ছবি ফিরে পেতে চাইলে

Backup থেকে Restore করুন:
1. WhatsApp আনইনস্টল করুন
2. আবার ইনস্টল করে লগইন করুন
3. OTP দেওয়ার পর “Restore from Google Drive” অপশন আসবে
4. Restore দিলেই আগের মেসেজ, ছবি, অডিও, ভিডিও ফিরে পাবেন (যদি ব্যাকআপ থাকে)

সেটিংসে গিয়ে WhatsApp Backup চেক করতে পারেন: Settings > Chats > Chat Backup

৪. Third-Party App দিয়ে রিকভার করুন (যারা Root ছাড়া কাজ করে)
আপনার ফোনে ব্যাকআপ না থাকলে, নিচের কিছু অ্যাপ দিয়ে চেষ্টা করতে পারেন:
👍👍 DiskDigger Photo Recovery
🔸 Google Play Store থেকে ডাউনলোড করুন
🔸 Scan করুন > Deleted Photo গুলো দেখাবে
🔸 রিকভার করে সেভ করুন

গুরুত্বপূর্ণ কিছু টিপস:

ছবি বা মেসেজ ডিলিট হওয়ার পর ফোনে বেশি কিছু সেভ বা ইনস্টল করবেন না, না হলে পুরাতন ডেটা হারিয়ে যেতে পারে।

নিয়মিত Google Drive, Photos বা WhatsApp এর Backup চালু রাখুন।

Address

Amtali
8710

Alerts

Be the first to know and let us send you an email when Habib tech technology posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Habib tech technology:

Share

Category