সাদিয়ার আব্বু

সাদিয়ার আব্বু Hello everyone,THIS i's সাদিয়ার আব্বু official.

মাইলষ্টোনের এই শিক্ষকার নাম মাহিরীন চৌধুরী। বাড়ি নীলফামারী। বিমান যখন দু'র্ঘটনা ঘটে তখন উনি বের হবার সুযোগ পেয়েছিলেন।কিন...
22/07/2025

মাইলষ্টোনের এই শিক্ষকার নাম মাহিরীন চৌধুরী। বাড়ি নীলফামারী। বিমান যখন দু'র্ঘটনা ঘটে তখন উনি বের হবার সুযোগ পেয়েছিলেন।

কিন্তু আ'গুনের মধ্যে থেকে টেনে টেনে বাচ্চাদের বের করেন। অন্তত ২০ টা বাচ্চাকে সে নিরাপদে সরিয়ে আনতে সক্ষম হন।

তাকে যখন উ'দ্ধার করা হয় তখন প্রায় মৃ'ত্যু। হাসপাতালে নেয়ার পর আজ সন্ধ্যায় ই'ন্তেকাল করেন। ইন্না-লিল্লাহ ওয়া ইন্না-লিল্লাহ রাজেউন। আল্লাহ সবাইকে শোক

22/07/2025

মাইলস্টোন স্কুলে ঘটে যাওয়া মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীর ভাবে শোকাহত। যারা প্রাণ হারিয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করি এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি জানাই গভীর সমবেদনা। এই দুঃসময়ে সকলকে ধৈর্য ধারন করার আহবান করছি। আল্লাহ আমাদের সবাইকে এই শোক কাটিয়ে উঠার শক্তি দিক। আমিন। আল্লাহ

18/07/2025

🕊️ শ্রদ্ধা শহীদ মীর মুগ্ধকে 🕊️
জুলাই অভ্যুত্থানের এক সাহসী সৈনিক

"দেশপ্রেমের পথে যে জীবন দিয়েছে, সে হারেনি—সে ইতিহাস হয়েছে।"
আজ আমরা স্মরণ করছি শহীদ মীর মুগ্ধকে—এক সাহসী তরুণ, যিনি জুলাইয়ের অভ্যুত্থানে দেশের জন্য বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, সত্য ও গণতন্ত্রের পক্ষে প্রতিবাদ করেছিলেন।

তার রক্তে রঞ্জিত হয়েছে এই মাটির ইতিহাস, তার আত্মদানের মধ্য দিয়ে আমাদের বিবেক জেগে ওঠে। মীর মুগ্ধ শুধু একটি নাম নয়, এটি এক প্রেরণার প্রতীক—যা আমাদের সাহস, প্রতিবাদ আর পরিবর্তনের স্বপ্ন দেখায়।

🙏 চিরকাল মনে রাখবো তোমার আত্মদান, শহীদ মীর মুগ্ধ।
✊ ইতিহাস তোমার রক্ত ভুলবে না।

#শহীদ_মীর_মুগ্ধ
#জুলাই_অভ্যুত্থান
#প্রতিরোধেরপ্রেরণা
#স্মৃতিতেঅমর

🕯️ সোহাগ, তুমি নেই — কিন্তু আমরা তোমাকে ভুলিনি…সোহাগ ছিলো আমাদের ভাই, বন্ধু, সহপাঠী, প্রতিবেশী — আর সবচেয়ে বড় কথা, সে ছ...
16/07/2025

🕯️ সোহাগ, তুমি নেই — কিন্তু আমরা তোমাকে ভুলিনি…

সোহাগ ছিলো আমাদের ভাই, বন্ধু, সহপাঠী, প্রতিবেশী — আর সবচেয়ে বড় কথা, সে ছিলো একজন মানুষ, একজন স্বপ্নবান তরুণ।
একটি নিষ্পাপ প্রাণকে এভাবে ছিনিয়ে নেওয়া — এটা কেমন দেশ? কেমন সমাজ?

আজ তার শূন্য চেয়ারটা তাকিয়ে থাকে,
বন্ধুরা খুঁজে ফেরে পুরনো আড্ডায়,
মা এখনো অপেক্ষা করে দরজায়...
কিন্তু সোহাগ আর ফিরবে না।

তাকে হত্যা করা হয়েছে — নির্মমভাবে।
এটা শুধু একটা খুন নয়, এটা আমাদের মানবতা, নিরাপত্তা, এবং ন্যায়বিচারের উপর প্রশ্ন ছুঁড়ে দিয়েছে।

---

🔴 আমরা প্রশ্ন রাখি রাষ্ট্রের কাছে:

কেন বিচারপ্রক্রিয়া এত ধীরগতির?

কেন সাধারণ মানুষের জীবনের মূল্য এত তুচ্ছ?

---

🔥 আমাদের দাবি:

সোহাগ হত্যার দ্রুত বিচার হোক

দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক

ভবিষ্যতে এমন ঘটনা যেন আর না ঘটে, সেই প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হোক

---

💔 সোহাগ, আমরা তোমাকে প্রতিদিন মনে করি —
তোমার হাসি, তোমার স্বপ্ন, তোমার পথচলা আজও আমাদের কাঁদায়।
তুমি আমাদের চোখে একজন শহীদ, অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক।

---

#সোহাগহত্যা #আমারভাইসোহাগ #স্মৃতিরসোহাগ #অন্যায়এরবিচার_হোক #বাংলাদেশ

---

25/06/2025
25/06/2025

ইরান vs ইসরাইল
যুদ্ধে আপনার মতে বিজয়ী কে?

24/06/2025

Celebrating my 5th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

সাদিয়া ঘুরতে বের হয়েছে । ঢাকায় প্রথম বার
23/06/2025

সাদিয়া ঘুরতে বের হয়েছে । ঢাকায় প্রথম বার

20/06/2025

মুসলমানদের জয় সুনিশ্চিত

06/06/2025

গার্মেন্টসের মেয়েদের অস্থির নাচ।

আমি শুধুমাত্র বিরাট  জন্য   সাপোর্ট করি।
03/06/2025

আমি শুধুমাত্র বিরাট জন্য সাপোর্ট করি।

এই ছবির ইনকাম যা হবে।সব টাকা এতিমখানায় দান করে দেবো। একটা লাইক দিলে আপনিও এতিমখানায় সাহায্যের সওয়াব পাবেন 🕋
27/05/2025

এই ছবির ইনকাম যা হবে।সব টাকা এতিমখানায় দান করে দেবো। একটা লাইক দিলে আপনিও এতিমখানায় সাহায্যের সওয়াব পাবেন 🕋

Address

Amtali

Alerts

Be the first to know and let us send you an email when সাদিয়ার আব্বু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাদিয়ার আব্বু:

Share

Category