সাদিয়ার আব্বু

সাদিয়ার আব্বু Interesting page Follow me
Page owner - Ibrahim howladar

05/10/2025

ইনকাম করতে চাইলে এনগেজমেন্টের বিকল্প নেই
পাশে থাকবেন ইনশাল্লাহ
বেশি বেশি কমেন্ট করুন

04/10/2025

শুভ রাত্রি বন্ধুরা

neutral beauty Quin ♥️
04/10/2025

neutral beauty Quin ♥️

আমার একটা রাজকন্যা আছে
04/10/2025

আমার একটা রাজকন্যা আছে

04/10/2025

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি 0 বল করা প্লেয়ারের নাম
মোস্তাফিজুর রহমান
🇧🇩🏏

আমার পিছনে রিকশায় বসে কান্না করা মহিলাটা হলেন ২৪এর জুলাই আন্দোলনে আশুলিয়া থানার সামনে নিহত ভ্যানে লা*শ পু/ড়ি/য়ে দেয়া শহী...
04/10/2025

আমার পিছনে রিকশায় বসে কান্না করা মহিলাটা হলেন ২৪এর জুলাই আন্দোলনে আশুলিয়া থানার সামনে নিহত ভ্যানে লা*শ পু/ড়ি/য়ে দেয়া শহীদ আবুল হোসেনের স্ত্রী হতভাগা লাকী আক্তার।

সেই নিহত আবুল হোসেন এবং দুইটা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া একই এলাকার মানুষ। এই মূহুর্তে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পাওয়ার সম্পর্কে কারোই অজানা নাই, তিনি ইচ্ছা করলেই যেকোন সচিব, এসপি, ডিসি, আমলাকে একটা ফোন দিয়ে তাদের চেয়ার গরম করে দিতে পারেন।বলা যায় উনার একক ইচ্ছায় সাকিব আল হাসানকেও বাংলাদেশ ক্রিকেটে নিষিদ্ধ করা সম্ভব হয়েছে, তিনি আসলেই অনেক কিছু করার ক্ষমতা রাখেন কিন্তু তিনি তার প্রতিবেশী আবুল হোসেনের পরিবারের ব্যাপারে খুবই উদাসীন।

দুইটা এতিম বাচ্চার দিকে তাকিয়ে হলেও তো আপনি শহীদ আবুল হোসেনের নামটা গেজেটেডভুক্ত করে দেয়ার জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে একটা কল দিতে পারতেন। গত ১৪ মাস যাবৎ লাকী আক্তার কোলে একটা অবুঝ বাচ্চাকে নিয়ে রাস্তার ভিখারির মত এই দ্বার থেকে সেই দ্বারে ঘুরে বেড়াচ্ছেন। তিনি নাহিদ ইসলাম, হাসনাত আব্দুল্লাহর সাথেও দেখা করেছেন উনার দুর্দশার কথা বলেছেন উনারা তার কথা শুনে খুব আফসোস করলেন এবং যোগাযোগের জন্য একটা করে নাম্বার দিয়েছেন কিন্তু পরবর্তীতে সেই নাম্বারে কল ডুকলেও কেউ রিসিভ করে না।

একদিন লাকী আক্তার আসিফ মাহমুদের সাথে দেখা করতে না পেরে উনার চলন্ত গাড়ির সামনে শুয়ে পরেছিলেন, তবুও আসিফ মাহমুদ সেদিন লাকী আক্তারকে পাশ কাটিয়ে চলে গিয়েছিলেন এবং দেখা করার সময়টুকু পাননি।

কিছুদিন আগে অবশ্য আসিফ মাহমুদ লাকী আক্তার সহ কুমিল্লার আরো সকল নিহত পরিবারের সাথে দেখা করেছিলেন সেদিন প্রথম আসিফ মাহমুদকে কাছে পেয়ে লাকী আক্তার তার সব না বলা কথাগুলো বলেছিলেন, উপদেষ্টা সাহেব উনাকে আশ্বস্ত করে একজনের কন্টাক্ট নাম্বার দিয়েছিলেন ফোন করে রেগুলার যোগাযোগ করার জন্য কিন্তু কোন দিন সেই ফোনে কল দিয়ে যোগাযোগ করা আর সম্ভব হয়নি।

যাই হোক, আমি লাকী আপাকে কথা দিয়েছিলাম উনার বাচ্চাগুলোর জন্য হলেও আমি শেষ পর্যন্ত উনার সাথে থাকব। আমি লাকী আপাকে সাথে নিয়ে বিভিন্ন মন্ত্রণালয়, ডিসি অফিস, সিভিল সার্জন কার্যালয় , আদালত বিভিন্ন জায়গায় গিয়েছি। মাঝে মাঝে একা একাও অনেক জায়গায় গিয়েছি কিন্তু কোথাও গিয়ে নিহত আবুল হোসেন ভাইয়ের নামটা গেজেটভুক্ত করতে পারি নাই। আল্লাহ সঠিক বিচার চাই তোমার কাছে
copy Post

04/10/2025

আপনার এলাকার বিখ্যাত একটা কিছুর নাম বলেন
😂
আমার এলাকায় -লুচ্চা বেশি

04/10/2025

সোহান ফিনিশার হিসেবে কেমন

03/10/2025

পারভেজ ইমন ২ গা রান করছে 🏏🏏😂

03/10/2025

আপনারা আর কবে ভালো খেলবেন ভাই 😭

03/10/2025

জীবন বড়ই বিচিত্র

Address

Amtali

Alerts

Be the first to know and let us send you an email when সাদিয়ার আব্বু posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to সাদিয়ার আব্বু:

Share

Category