It’s Juyel

It’s Juyel নেশা হোক ভ্রমনে,
ভালবাসা হোক বুনো পথে,
প্রেম হোক প্রকৃতির সাথে

এমন রাতের কুয়াকাটাকে কি কেউ দেখেছেন? কুয়াকাটার এত সুন্দর ছবি আগে ক্যাপচার করার সৌভাগ্য হয়নি
07/10/2025

এমন রাতের কুয়াকাটাকে কি কেউ দেখেছেন?
কুয়াকাটার এত সুন্দর ছবি আগে ক্যাপচার করার সৌভাগ্য হয়নি

নাগিন টাগিন বাদ! এখন থেকে ডাইরেক্ট বাশ হবে! বাশ!!  বাংলাদেশ 👊
20/09/2025

নাগিন টাগিন বাদ!
এখন থেকে ডাইরেক্ট বাশ হবে! বাশ!!
বাংলাদেশ 👊

অনেকদিন পরে দুই বন্ধু একসাথে কিছু সময় কাটালাম। কেমন হলো বন্ধুরা? 😊
10/09/2025

অনেকদিন পরে দুই বন্ধু একসাথে কিছু সময় কাটালাম। কেমন হলো বন্ধুরা? 😊

04/09/2025

এই পোষ্টে যার কমেন্টে কোন রিপ্লাই থাকবে না সেই একজন It’s Juyel এর পক্ষ থেকে ৩০০ টাকা পাবেন 😊।

মাঝেমাঝে মনে হয় আমি থমকে গেছি অথবা আমার গম্ভীর হওয়ার জন্য যথেষ্ঠ বয়স হয়েছে। খেয়াল করে দেখলাম লাস্ট ১ বছরে আমি মনে হয় ১০ ...
19/08/2025

মাঝেমাঝে মনে হয় আমি থমকে গেছি অথবা আমার গম্ভীর হওয়ার জন্য যথেষ্ঠ বয়স হয়েছে। খেয়াল করে দেখলাম লাস্ট ১ বছরে আমি মনে হয় ১০ টা ছবি তুলি নাই অথবা ছবি তোলার জায়গায় যাওয়া হয়নি অথবা গেলেও ছবি তোলার ফিলিংশ হয়নি । মানে হচ্ছে আমি গুটীয়ে যাচ্ছি ,যা আমার চরিত্রের বিপরীত। যারা আমাকে চিনেন তারা এই ব্যাপারটা খুব ভালো বুঝবেন । মনে হচ্ছে আমি একই চক্রে বারবার ঘুরছি । সত্যি কথা বলতে আমি যে এই পেইজে নিয়মিত ফানি ভিডিও পোস্ট করছি এটাও এখন বিরক্ত লাগছে । বুঝেন কোথায় আছি? হয়ত এই সময়টা আমার চরিত্রের ট্রান্সফরম এর সময় । এমন তো হয় যে ১০ বছরের বাচ্চা যখন ১৮ তে চলে যায় তখন তার চারিত্রিক অবস্থার চেঞ্জ হয় । আমার সন্নাসি হতে মন চায় কিন্তু আমার পরিবারের প্রত্যেকটা মানুষ আমার প্রান ।এখন পরিবার নিয়ে তো সন্নাসি জীবনযাপন করা যায় না । পুরাই বিদিক অবস্থায় আছি 🙂।

মাত্র ২ দিন আগে ছেলেটা এই পোস্ট দিয়েছিলো। আজকে আর নেই! তবে কি মানুষ মৃ/ত্যুর আগেই তার মৃ/ত্যুর কথা বুঝতে পারে? জীবন কত ছ...
21/07/2025

মাত্র ২ দিন আগে ছেলেটা এই পোস্ট দিয়েছিলো। আজকে আর নেই! তবে কি মানুষ মৃ/ত্যুর আগেই তার মৃ/ত্যুর কথা বুঝতে পারে? জীবন কত ছোট 😭

21/07/2025

দিশেহারা তুই💔

৩০ সেকেন্ডে ফলোয়ার বাড়িয়ে নেওয়ার একটা খেলা হয়ে যাক। যারা যারা এই ছবিতে লাইক- কমেন্টস করবে তারা একজন আরেকজনকে ফলো করবে। স...
20/07/2025

৩০ সেকেন্ডে ফলোয়ার বাড়িয়ে নেওয়ার একটা খেলা হয়ে যাক। যারা যারা এই ছবিতে লাইক- কমেন্টস করবে তারা একজন আরেকজনকে ফলো করবে। সবাই একসাথে এগিয়ে যাক কাংখিত লক্ষ্যের দিকে

“প্রত্যেক জন্মদিন আমাদের মনে করিয়ে দেয় যে জীবন এক অনন্য উপহার – যা আমরা প্রতিদিনের ছোট ছোট মুহূর্তে উদযাপন করতে পারি। শু...
19/07/2025

“প্রত্যেক জন্মদিন আমাদের মনে করিয়ে দেয় যে জীবন এক অনন্য উপহার – যা আমরা প্রতিদিনের ছোট ছোট মুহূর্তে উদযাপন করতে পারি।
শুভ জন্মদিন RH Juyel 🙂

কখনো কখনো জীবন এমন এক ভার হয়ে দাঁড়ায়, যেখানে প্রতিটি নিঃশ্বাসও মনে হয় দায়িত্ব।দিন যায়, রাত আসে, অথচ কিছুই বদলায় না...
28/06/2025

কখনো কখনো জীবন এমন এক ভার হয়ে দাঁড়ায়, যেখানে প্রতিটি নিঃশ্বাসও মনে হয় দায়িত্ব।
দিন যায়, রাত আসে, অথচ কিছুই বদলায় না।
ঘড়ির কাঁটার মতো ঘুরতে থাকে আমরাও,
একঘেয়ে পথের যাত্রী হয়ে—নিরব, নিস্তব্ধ, নিঃস্ব।

কখনো মনে হয়, হাঁটছি শুধু, গন্তব্য নেই।
চারপাশে সবাই ব্যস্ত, কিন্তু মনটা শূন্য।
চোখে ঘুম নেই, অথচ শরীর ক্লান্ত।
মনে শান্তি নেই, অথচ হাসি মুখে আঁকা।

তবুও বাঁচতে হয়—হয়তো পরিবারের জন্য,
হয়তো স্বপ্নের জন্য, কিংবা শুধুই অভ্যাসবশত।
এই ক্লান্তি, এই নীরব যুদ্ধ—
বুঝে না কেউ, বোঝানোও যায় না।

তবে মনে রেখো—
যতই ঘন অন্ধকার হোক না কেন,
সূর্য একদিন ঠিকই উঠে।
এই ক্লান্ত পথের শেষেও,
একটা আশার আলো অপেক্ষা করে।

শিশুটি আর নেই! জন্মের মাত্র ২৪ ঘন্টার মধ্যে বরিশাল-কুয়াকাটা হাইওয়ের মরনফাদ তাকে পৃথিবী থেকে ছিনিয়ে নিলো। আর কত জীবন দিলে...
21/06/2025

শিশুটি আর নেই!
জন্মের মাত্র ২৪ ঘন্টার মধ্যে বরিশাল-কুয়াকাটা হাইওয়ের মরনফাদ তাকে পৃথিবী থেকে ছিনিয়ে নিলো। আর কত জীবন দিলে বরিশাল-কুয়াকাটা হাইওয়ে সিক্সলেন অথবা ফোরলেন হবে?

Address

Barishal
Amtali
8710

Alerts

Be the first to know and let us send you an email when It’s Juyel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to It’s Juyel:

Share

Category