People’s Voice

People’s Voice It's a page of People's Voice of Amtali -PVA and PVA TV. It works with citizen journalism.

পাথরঘাটা উপজেলা পর্যায়ের সরকারী সেবাদানকারীদের সাথে ডায়লগ ।। আজ সকালে পাথরঘাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সুইডেন সরকারের...
21/08/2025

পাথরঘাটা উপজেলা পর্যায়ের সরকারী সেবাদানকারীদের সাথে ডায়লগ ।।

আজ সকালে পাথরঘাটা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সুইডেন সরকারের আর্থিক সহায়তায় ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এনএসএস'র উদ্যোগে সিআরইএ প্রকল্পের আওতায় সরকারী সেবাদানকারী ও অন্যান্য স্টেকহোল্ডারের সাথে ডায়লগ অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ নীল রতন সরকার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মুনিরুল ইসলাম, পাবলিক প্রসিকিউটর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এ্যডভোকেট নাহিদ সুলতানা লাকি ও সাব ইন্সপেক্টর ভাস্বর চন্দ্র।
এতে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন সিআরইএ প্রকল্প সমন্বয়কারী নারগীস পারভিন মুক্তি, গ্রুপ সদস্য লিজা খাতুন, পাপড়ী রাণী, কবির হোসেন।

অংশগ্রহণকারীরা ভেরীবাধ নির্মান, স্লুইস গেট মেরামত, সুপেয় পানির ব্যবস্থা, সাইক্লোন সেল্টার মেরামত ও রক্ষণাবেক্ষণ, বাল্যবিবাহ বন্ধ, চিকিৎসা সেবা সহজ লভ্য করাসহ সরকারী সেবায় প্রবেশাধিকারের দাবী জানান ।

আমতলী পৌরসভা ও হলদিয়া ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা। সোমবার সকালে আমতলী উপজেলা পরিষদ হল রুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ...
18/08/2025

আমতলী পৌরসভা ও হলদিয়া ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ঘোষণা।

সোমবার সকালে আমতলী উপজেলা পরিষদ হল রুমে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এনএসএস’র উদ্যোগে আমতলী উপজেলার আমতলী পৌরসভা ও হলদিয়া ইউনিয়নকে বাল্য বিয়ে মুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয়। আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান ফলক উম্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা করেন।


অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসান,উপজেলা মৎস্য কর্মকর্তা তন্ময় কুমার দাস, আমতলী থানার ওসি তদন্ত সাইদুল ইসলাম,ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের আমতলী এপি ম্যানেজার বিপ্লব আইজাক সরদার।এতে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস বরগুনা জেলা প্রতিনিধি একেএম খায়রুল বাশার বুলবুল,উপজেলা সমবায় কর্মকর্তা আজাদুুর রহমান, সাংবাদিক ইউনিয়ন সভাপতি জসিম সিকদার,সাংবাদিক আবু সাইদ খোকন,স্থানীয় সরকার ফ্যাসিলেটেটর মোঃ মাইনুল ইসলাম,সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মিলন চন্দ্র শীল, শিক্ষক মাঈনুল ইসলাম,প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার ভিডিসি সভাপতি হেলালুর রহমান ও যুব ফোরাম সভাপতি সন্দিগ্ধ মুক্তি।

ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় বেসরকারী সংস্থা এনএসএস আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়ন ও আমতলী পৌরসভাকে বাল্য বিবাহ মুক্ত ঘোষণা,পৌরসভার চরপাড়া গ্রামকে অপুষ্টি মুক্ত গ্রাম,লোচা, মহিষডাঙ্গা ঘোপখালী, পশ্চিম চিলাগ্রামকে পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা ও আড়পাঙ্গাশিয়া ইউনিয়নকে শিশু শ্রম মুক্ত ইউনিয়ন এবং ১০ টি সবুজ বিদ্যালয় ঘোষনা করা হয়।

আজ পাথরঘাটা Youth Hub এ এ্যকশন এইড বাংলাদেশের সহযোগিতায় এনএসএস'র উদ্যোগে Action for Transformation প্রকল্পের আওতায়  Orie...
17/08/2025

আজ পাথরঘাটা Youth Hub এ এ্যকশন এইড বাংলাদেশের সহযোগিতায় এনএসএস'র উদ্যোগে Action for Transformation প্রকল্পের আওতায় Orientation on People-Centered Election Manifesto অনুষ্ঠিত।

বরগুনায় জলবায়ু পরিবর্তন ও পারিবারিক সহিংসতা বিষয়ক ডায়ালগ।।১৩ আগস্ট সকালে বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুইডেন সরকা...
15/08/2025

বরগুনায় জলবায়ু পরিবর্তন ও পারিবারিক সহিংসতা বিষয়ক ডায়ালগ।।

১৩ আগস্ট সকালে বরগুনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সুইডেন সরকারের আর্থিক সহায়তায় ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় সিআরইএ প্রকল্পের আওতায় জলবায়ু পরিবর্তন ও পারিবারিক সহিংসতা বিষয়ক ডায়ালগ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) অনিমেষ বিশ্বাস। বেসরকারী উন্নয়ন সংস্থা এনএসএস এ ডায়ালগের আয়োজন করে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি অধিদপ্তরের উপ পরিচালক রথিনদ্রনাথ বিশ্বাস,
সহকারী পুলিশ সুপার এ এনএম সাইফুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ মহসীন,প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মিজানুর রহমান, সমাজসেবা অধিদপ্তরের প্রবেশনাল কর্মকর্তা মো. হেমায়েত উদ্দীন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন ও প্রেসক্লাবের সাবেক সভাপতি জাকির হোসেন মিরাজ।

এতে অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন এনএসএস'র ডিরেক্টর প্রোগ্রাম মোঃশহিদুল ইসলাম,জিকা কমিটির সভাপতি ও সাংবাদিক শফিকুল ইসলাম খোকন, সাংবাদিক জাকির হোসেন, সিআরইএ প্রকল্প সমন্বয়কারী নারগীস পারভিন মুক্তি, গ্রুপ সদস্য লিজা খাতুন, তুলশি রাণী, আব্দুর রহমান ও মরজিনা আকতার।

ডায়লগে অংশগ্রহণকারীরা ভেরীবাধ নির্মান,স্লুইস গেট মেরামত, সুপেয় পানির ব্যবস্থা, সাইক্লোন সেল্টার মেরামত ও রক্ষণাবেক্ষণসহ সরকারী সেবায় প্রবেশাধিকারের দাবী উপস্থাপন করেন । প্রধান অতিথি ও সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তারা সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

ডায়লগে সরকারী কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, জিকা কমিটির সদস্যবৃন্দ, গ্রুপ সদস্য ও কিশোরী দলের সদস্যসহ ৪০ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

"মিনি পার্কে বেড়ে উঠুক শিশুর স্বপ্ন ও সম্ভাবনা।।খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শিশুদের শারীরিক বৃদ্ধি, মানসিক বিকাশ ও সৃজ...
15/08/2025

"মিনি পার্কে বেড়ে উঠুক শিশুর স্বপ্ন ও সম্ভাবনা।।

খেলাধুলা শুধু বিনোদন নয়, এটি শিশুদের শারীরিক বৃদ্ধি, মানসিক বিকাশ ও সৃজনশীলতার ভিত্তি। প্রাথমিক বিদ্যালয়ে মিনি পার্ক তৈরি হওয়ায় শিশুরা আনন্দের সাথে স্কুলে আসবে, খেলতে খেলতে শিখবে, আর গড়ে তুলবে উজ্জ্বল ভবিষ্যৎ।
World Vision Bangladesh-এর সহযোগিতায় এবং এনএসএস-এর বাস্তবায়নে আমতলী এপি প্রোগ্রামের আওতায় আমতলী পৌরসভা, আমতলী সদর ইউনিয়ন, আরপাংগাশিয়া ও হলদিয়া ইউনিয়নের ১০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিনি পার্ক নির্মাণ করা হয়েছে। এসব পার্কে নানান রাইডের মাধ্যমে ছোট শিক্ষার্থীরা খেলাধুলার সুযোগ পাবে, যা তাদের শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশে সহায়তা করবে। একই সঙ্গে স্কুলে আসার আগ্রহ বাড়াবে, উপস্থিতির হার বৃদ্ধি পাবে, পড়াশোনায় মনোযোগ বাড়বে এবং ড্রপআউট হার কমে আসবে।

সরকারী ও বেসরকারী উদ্যোগে আমতলীর সকল স্কুলে মিনি পার্ক তৈরীর প্রচেষ্টা অব্যাহত থাকুক।

আমতলীতে ৬৮৯ শিশুর মাঝে উপহার বিতরণবৃহস্পতিবার দুপুর ১২টায় আমতলী পৌরসভা হল রুমে ওয়ার্ল্ড ভিশন ও এনএসএস নিবন্ধিত ৬৮৯ জন শি...
15/08/2025

আমতলীতে ৬৮৯ শিশুর মাঝে উপহার বিতরণ

বৃহস্পতিবার দুপুর ১২টায় আমতলী পৌরসভা হল রুমে ওয়ার্ল্ড ভিশন ও এনএসএস নিবন্ধিত ৬৮৯ জন শিশুর মাঝে বার্ষিক উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে । বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান ।

এনএনএস’র নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন ওয়ার্ল্ড ভিশন আমতলী এপি (এরিয়া প্রোগ্রাম) ম্যানেজার বিপ্লব আইজ্যাক সরদার, এনএসএস কর্মকর্তা মো. জহিরুল ইসলাম.সাংবাদিক জাকির হোসেন,ওয়ার্ল্ড ভিশনের স্পন্সরশিপ অফিসার লিটন হিউবাট কোরাইয়া, প্রোগ্রাম ম্যানেজার মৃদুল চন্দ্র সরকার, উদীচী সম্পাদক আবু জিয়াদ ও কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার তানিয়া আক্তার।

নিবন্ধিত ৬৮৯জন শিশুশুর প্রত্যেককে ১টি টিশার্ট, ১টি টিফিন ক্যারিয়ার ১টি চার্জার লাইট, ডিটারজেন্ট পাউডার ১কেজি ও ১টি হ্যান্ড ওয়াশ। কর্পোরেট দাতা পিএম ইন্টারন্যাশনাল উপহার সামগ্রী বিতরনে আর্থিক সহযোগিতা করেন।

আমতলীতে মৌলিক ফ্রিল্যান্সিং কোর্স সম্পন্ন।। আজ সকালে এডুকোর সহযোগিতায় এমপাওয়ার প্রকল্পের আওতায় এনএসএস  লোকজ রিসোর্স সেন্...
15/08/2025

আমতলীতে মৌলিক ফ্রিল্যান্সিং কোর্স সম্পন্ন।।

আজ সকালে এডুকোর সহযোগিতায় এমপাওয়ার প্রকল্পের আওতায় এনএসএস লোকজ রিসোর্স সেন্টারে মৌলিক ফ্রিল্যান্সিং কোর্স সম্পন্ন হয়েছে। এনএসএস দেড় মাস ব্যাপী এ প্রশিক্ষনের আয়োজন করে। প্রশিক্ষন শেষে অংশগ্রহণকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।

প্রশিক্ষনে ১৫ জন Adloscent and Youth Club সদস্যরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষন পরিচালনা করেন ইঞ্জিনিয়ার তানবির মোরশেদ নাদিম।

আমতলীতে সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক নিহত।শুক্রবার দুপুরে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার চুনাখালী সেতু সংলগ্ন...
15/08/2025

আমতলীতে সড়ক দুর্ঘটনায় নির্মাণ শ্রমিক নিহত।

শুক্রবার দুপুরে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার চুনাখালী সেতু সংলগ্ন স্থানে সাকুরা পরিবহণের বাসের চাপায় একজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। নিহতের নাম শুভ হাওলাদার (৪৫) বাড়ি চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামে।

জানাগেছে, আমতলী উপজেলার চাওড়া ইউনিয়নের পাতাকাটা গ্রামের গণেশ হাওলাদারের ছেলে শুভ হাওলাদার চুনাখালী সেতু সংলগ্ন একটি বাড়ীতে নির্মাণ কাজ করছিল। দুপুর ২ টায় বালু আনতে সড়কের পাশে যায়। এ সময় কুয়াকাটাগামী সাকুরা পরিবহণ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে স্তুপ করা বালুর ওপরে পড়ে । এতে ওই নির্মাণ শ্রমিক শুভ গাড়ীর নিচে চাপা পড়ে। প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আমতলী থানা পুলিশ ও ফায়ার সার্ভিস তাকে উদ্ধার করে। পরে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ লুনা বিনতে হক তাকে মৃত্যু ঘোষণা করেন।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ লুনা বিনতে হক বলেন, হাসপাতালে আনার পুর্বেই তার মৃত্যু হয়েছে।

আজ লোকজ রিসোর্স সেন্টার আমতলী ইম্পাওয়ার ওয়ার্ল্ডভিউ চ্যাম্পিয়নদের চিহ্নিতকরণ বিষয়ক এক  কর্মশালার আয়োজন করা হয়। ওয়ার্ল্...
13/07/2025

আজ লোকজ রিসোর্স সেন্টার আমতলী ইম্পাওয়ার ওয়ার্ল্ডভিউ চ্যাম্পিয়নদের চিহ্নিতকরণ বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়। ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় এনএসএস এ কর্মশালার আয়োজন করে। কর্মশালার উদ্বোধন করে ওয়ার্ল্ড ভিশন আমতলী এপি ম্যানেজার বিপ্লব আইজ্যাক সরদার।

আমতলীতে ৪০৮০ শিশুর ব্যতিক্রমী জন্মদিন ।  জন্মদিন মানেই আনন্দ । আর একসাথে ৪ হাজার ৮০ জন শিশুর জন্মদিন -উৎসবে মেতেছিল  শিশ...
13/07/2025

আমতলীতে ৪০৮০ শিশুর ব্যতিক্রমী জন্মদিন ।

জন্মদিন মানেই আনন্দ । আর একসাথে ৪ হাজার ৮০ জন শিশুর জন্মদিন -উৎসবে মেতেছিল শিশু এবং অভিভাবকরা ।

বৃহসপতিবার সকালে আমতলী উপজেলা হল রুমে ওয়ার্ল্ড ভিশনের সহযোগিতায় এনএসএস এ ব্যতিক্রমী জন্মদিনের আয়োজন করে। কেক কেটে জন্মদিনের উদ্বোধন করেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো রোকনুজ্জামান খান। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন আমতলী এপি ম্যানেজার বিপ্লব আইজাক সরদার,জাইকার আমতলী উপজেলা কর্মর্কতা মো.মাঈনুল ইসলাম । এ সময় শিশুদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেয়া হয় । নাচ ও গানসহ উৎসবমুখর পরিবেশে শিশুরা তদের জন্মদিন পালন করে ।

PVA TV'তে সংবাদকর্মী হিসেবে কাজ করতে আগ্রহী?তাহলে এই সুযোগ আপনার জন্য! আমরা তরুণ ও উদ্যমী প্রার্থীদের অগ্রাধিকার দিচ্ছি।...
14/04/2025

PVA TV'তে সংবাদকর্মী হিসেবে কাজ করতে আগ্রহী?

তাহলে এই সুযোগ আপনার জন্য! আমরা তরুণ ও উদ্যমী প্রার্থীদের অগ্রাধিকার দিচ্ছি। ছেলে কিংবা মেয়ে উভয়ই পাবেন এই সুযোগ।

যোগাযোগ করুন কমেন্ট বক্সে!

10/04/2025

শত শত কর্মী নিয়ে ঢাকা যাওয়ার সংবাদ পেয়ে ফ্যাসীবাদী বাদল খানকে বিএনপি ও স্থানীয় জনগণ অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ডেভিল হান্ট অভিযানে তাকে গ্রেফতার করে।

Address

Amtali Upazila
Amtali
8710

Alerts

Be the first to know and let us send you an email when People’s Voice posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share