19/11/2024
যে ধরনের পুরুষকে বিয়ে করা থেকে বিরত থাকা উচিতঃ
_
১) নিয়ন্ত্রণে রাখতে চাওয়া পুরুষঃ দাম্পত্য জীবনের সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় এক শ্রেণীর পুরুষ। খুব সরল মাটির মানুষ হলেই এই ধরণের ছেলেদের সঙ্গে সংসার করা অসম্ভব। আধুনিক বা প্রগতিশীল নারীদের এদের থেকে দূরে থাকাই শ্রেয়।
_
২) যারা আঁচলে নিচে থাকতেই পছন্দ করে মায়ের আঁচলের তলায় থাকা ছেলেদের মধ্যে পুরুষ সুলভ ব্যক্তিত্ব থাকে না। অনেক সময় মায়ের অন্যায় আচরণ সহ্য করে স্ত্রীর বিরুদ্ধাচরণ করে। এই প্রকার ছেলেদের ক্ষেত্রে আবার উলটোটাও করার প্রবণতা থাকে। বিয়ের পর মা-এর সঙ্গে বিরোধ করে স্ত্রীর প্রতি অতিমাত্রায় দুর্বল হয়ে যায়। এটাও সুস্থ সংসারে কাম্য নয়।
_
৩) বেশি বোঝা পুরুষ আমি সব জানি, আমি সব বুঝি। সব বিষয়ে আমার সমান দক্ষতা। এই মানসিকতার ছেলেরা নিজেদের মতামতকেই বেশি প্রাধান্য দিয়ে থাকে। অন্যের মতের কোনও গুরুত্বই থাকে না এদের। এই ধরণের ছেলেরা স্বামী হিসেবে সুখকর হয় না।
_
৪) অতিরিক্ত আত্মকেন্দ্রিক পুরুষ অতিরিক্ত আত্মকেন্দ্রিক ছেলেরা স্বামী হিসেবে খুব খারাপ হয়। তাদের মধ্যে সব সময় নিজেকে সকলের কাছে জাহির করার প্রবণতা থাকে। যার ফলে স্বামী হিসেবে নিজের গুণাগুণ সর্বত্র ফলাও করে প্রচার করতে থাকে। যা একসময় প্রবল বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়।
_
৫) খারাপ স্বভাবের পুরুষ শেষের কারণটা খুব গুরুত্বপূর্ণ। বহুল প্রচলিত একটা কথা রয়েছে যে খারাপ ছেলেদের প্রতি মেয়েদের আকর্ষণ বেশি থাকে। কথাটির মধ্যে বিন্দুমাত্র ভুল নেই। নানা গবেষণায় এই প্রবাদটির সত্যতা প্রমাণিত হয়েছে। মেয়েদের ধারণা থাকে যে পরে ছেলেটির পরিবর্তন হবে। নিজগুণে পুরুষ সঙ্গীর মধ্যে বদল আনবেন বলেও মনে করেন অনেক মহিলা। কিন্তু, এই ভাবনা মহিলাদের বিরাট ভুল। যার খেসারত দিতে হয় দাম্পত্য জীবনে। এই প্রকারের ছেলেরা কখনোই ভালো হয় না।
_
৬) যে পুরুষ দাড়ি রাখে না, এবং সুন্নত মোতাবেক চলে না।
_
৭) যে পুরুষ ফোনের পাসওয়ার্ড দিবেনা, ফেসবুকের পাসওয়ার্ড দিবেনা
_
৮.) যেই পুরুষ স্ত্রীকে সময় দেয়না
_
৯) যেই পুরুষের অতীতে একাধিক প্রেম ছিলো
_
১০) যেই পুরুষ নারীর স্বাধীনতা খর্ব করতে চায়
_
১১) যেই পুরুষ মেয়েদের পন্য মনে করে
_
১২) যে পুরুষ মনে করে নারীর কাজ শুরু বাচ্চার জন্ম দেওয়া আর সংসার করা
_
১৩) যে পুরুষ স্ত্রী নয় নিজের পরিবারকে অগ্রাধিকার দেয় বেশি
_
লেখাঃ নাম প্রকাশে অনিচ্ছুক