21/02/2025
আসন্ন রমাদানে মাসব্যাপী বিশুদ্ধ কুরআন শিক্ষা কোর্সে রেজিষ্ট্রেশনের জন্য
https://forms.gle/6HCt6Qi7MKnXysUu7
(উক্ত লিংকে) ক্লিক করে ভর্তি আবেদন করে IIED'র মাসব্যাপী অনলাইন সহীহ কুরআন লার্নিং কোর্সে ভর্তি হোন।
✅ কোর্স ও ভর্তি সংক্রান্ত তথ্যঃ👇👇
⭕লেভেল ক্যাটাগরিঃ
১. (লেভেল A)- যারা আরবী অক্ষর চিনেন/জানেন না কিংবা যারা দেখে দেখে কুরআন পড়তে পারেন না।
২. (লেভেল B)- যারা তাজভীদ সহকারে বিশুদ্ধভাবে কুরআন পড়তে জানেন না।
🔸 কোর্সের মেয়াদ ২৫ দিন।
🔸 ১লা রমাদান থেকে ২৫শে রমাদান পর্যন্ত।
🔸 এডমিশন ফি ৫০০/- এবং কোর্স ফি ১৫০০/- টাকা মাত্র (রেগুলার কোর্স ফি ২০০০৳ রমাদান উপলক্ষ্যে ৫০০ ছাড় ) ।
🔸 ১লা মার্চ ২০২৫ইং এর মধ্যে ভর্তি হতে হবে।
🔸 ১লা রমাদান থেকে ক্লাস শুরু হবে ইন শা আল্লাহ।
🔸 আমাদের নির্ধারিত অনলাইন ভর্তি ফরম পূরণ করে ভর্তি হতে হবে।
🔸 অনলাইন ভর্তি ফরম পূরণ করে সাবমিট করার পর কোর্স ফি ০১৮৫৮০৮৪৭৪১( বিকাশ)/(নগদ) উক্ত নাম্বারে পরিশোধ করে ভর্তি নিশ্চায়ন করতে হবে।
✅ কেন আপনি কুরআন শিখবেন?
------------------------------------------------
০১. কুরআন শিক্ষা মুসলমানদের জন্য ফরজঃ
প্রত্যেক মুসলিমকে কুরআন সহিহ করে পড়া জানতে হবে। যে নিজেকে মুসলিম হিসাবে দাবী করবে তাকে অবশ্যই কুরআন শিক্ষা করতে হবে। কুরআন শিক্ষা করা এতো গুরুত্বপূর্ণ বিষয় যে, আল্লাহ তা‘আলা কুরআন শিক্ষা করা ফরয করে দিয়েছেন। আল্লাহ তা‘আলা বলেন:
﴿ اقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِي خَلَقَ ﴾ [العلق: ١]
অর্থ: ‘পড় তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন’ [সূরা আলাক : ১]।
০২. কুরআন শিক্ষায় কোন প্রকার অবহেলা করা যাবে না। উম্মাতকে কুরআন শিক্ষার নির্দেশ দিয়ে ইবন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, «تَعَلَّمُوا الْقُرْآنَ ، وَاتْلُوهُ»
অর্থ:‘তোমরা কুরআন শিক্ষা কর এবং তিলাওয়াত কর’
[মুসান্নাফ ইবন আবী শাইবাহ:৮৫৭২]।
০৩. বিশুদ্ধ সালাত আদায়ের জন্য কুরআন শিখা বাধ্যতামূলক।
০৪. কুরআন-এর লা'নত থেকে বাঁচার জন্য।
০৫. ক্বেয়ামতের দিন নবীজির সুপারিশ পাওয়ার জন্য।
০৬. দুনিয়া ও আখেরাতের শাস্তি থেকে বাঁচার জন্য।
💠 বিশুদ্ধ কুরআন শেখার অত্যাধুনিক ও নির্ভরযোগ্য প্রতিষ্ঠান IIED. তাই আর দেরি না করে আজই আপনার কুরআন তিলাওয়াত সহিহ শুদ্ধ করতে অনলাইন আবেদন ফর্মে রেজিষ্ট্রেশন করুন।
☎ ভর্তি ও কোর্স সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুনঃ ০১৮৫৮-০৮৪৭৪১, ০১৩১৪-৩১৫৬১৬।