
02/09/2025
ঐক্যবদ্ধ আহলে সুন্নাত ওয়াল জামাত ও পূর্ব ঝিওরী এলাকাবাসীর ব্যবস্থাপনায় আগামীকাল (০৩-০৯-২০২৫ ইং রোজ বুধবার) বিশ্বের মানবতার মুক্তির অনন্য দিশারী, ছরকারে দো'আলম, নূরে মুজাচ্ছম, শফিউল মোজনবীন, রহমাতুল্লিল আলামীন, হযরত মুহাম্মদ মুস্তাফা ﷺ'র শুভ বেলাদত শরীফ উপলক্ষে ঝিওরী মাজার গেইট হইতে জশনে জুলুস বের হবে।
উক্ত জুলুস আজিমুশশান সফলতা কামনা করছি।
জমায়াতের সময়ঃ সকাল ৭টা, জুলুস আরম্ভ সকাল ৮টা
জমায়াতের স্থানঃ ঝিওরী হাকিমীয়া দরবার শরীফ, আনোয়ারা, চট্টগ্রাম।
জুলুস সমাপ্তিঃ পূর্ব ঝিওরী জামে মসজিদ, আনোয়ারা, চট্টগ্রাম।