প্রথম আনোয়ারা

প্রথম আনোয়ারা আনোয়ারা'র ঐতিহ্য, শিক্ষা, বিনোদন নিয়ে

ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন
(10)

কোরিয়ান ইপিজেডে চাকরির আশ্বাস দিয়ে আনা হয় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। একটি নির্জন ঝুপড়ি ঘরে এক তরুণীকে প্রথমে ধ*র্ষণ কর...
07/08/2025

কোরিয়ান ইপিজেডে চাকরির আশ্বাস দিয়ে আনা হয় চট্টগ্রামের আনোয়ারা উপজেলায়। একটি নির্জন ঝুপড়ি ঘরে এক তরুণীকে প্রথমে ধ*র্ষণ করে এক যুবক, পরদিন ভোরে একই স্থানে আরও চারজন মিলে গণ ধ*র্ষণ করে। এমন এক অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় দুই আসামিকে আটক করেছে পুলিশ।

আটককৃত ব্যক্তিরা হলেন, উপজেলার রায়পুর ইউনিয়নের উত্তর পারুয়াপাড়া এলাকার বৈদ্যের বাড়ির মৃত হাফেজ আব্দুল খালেকের পুত্র এনামুল হক ওরফে রিপন (২৭) এবং বারশত ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের নজীর আহমেদের পুত্র মোঃ সাইফুদ্দিন (৩৪)।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, সম্প্রতি চাকরির সন্ধানে দেশের দক্ষিণাঞ্চলের এক তরুণী চট্টগ্রামে তার আত্মীয়ের বাসায় আসেন। কর্ণফুলী ইপিজেডের একটি গার্মেন্টসে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে এনামুল হক গেল সোমবার (৪ আগস্ট) সকালে নিয়ে যান। সারা দিন বিভিন্ন কারখানায় ঘোরানোর পর সন্ধ্যার দিকে ওই যুবক তরুণীকে আনোয়ারা থানাধীন বোয়ালিয়া এলাকার একটি নির্জন খামারের পাশে পলিথিনে মোড়া একটি ঝুপড়ি ঘরে নিয়ে গিয়ে ধ*র্ষণ করেন। পরে তাকে নিজ বাড়িতে নিয়ে গেলে পারিবারিক উত্তেজনার সৃষ্টি হয়। রাতে পাশের একটি বাড়িতে থাকার ব্যবস্থা করা হয় তার জন্য।

পরদিন, ৫ আগস্ট ভোরে ওই যুবক তাকে শহরে ফিরিয়ে নেওয়ার কথা বলে আবারও একই পথ দিয়ে ফেরার সময় আগে থেকে ওঁত পেতে থাকা আরও চারজন, যাদের মধ্যে একজন চিহ্নিত ও বাকি তিনজন অজ্ঞাত, তরুণীকে জোর করে আবারও ওই ঝুপড়ি ঘরে নিয়ে যায় এবং সংঘবদ্ধভাবে ধ*র্ষণ করে।

তরুণীর চিৎকারে এবং ওই যুবকের ৯৯৯-এ ফোন করার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং তাকে উদ্ধার করে। এ সময় স্থানীয় লোকজনের সহায়তায় এনামুল হককে আটক করা হয়। বাকি আসামিরা পালিয়ে যায়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করে জানান, ‘আমরা ৯৯৯-এ নাম্বারে ফোন পেয়ে অভিযান চালিয়ে দুইজনকে আটক করি। পরবর্তীতে থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামীদের জেলহাজতে প্রেরণ করা হয়। বাকি আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে। ভুক্তভোগী বর্তমানে আইনি সহায়তা ও চিকিৎসা প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।’

আনোয়ারায় পার্কে ঝোপঝাড়ে চলছে অনৈতিক কর্মকাণ্ড!স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে জড়িয়ে পড়ছে এইসব কর্মকাণ্ডে...
07/08/2025

আনোয়ারায় পার্কে ঝোপঝাড়ে চলছে অনৈতিক কর্মকাণ্ড!
স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীরা ক্লাস ফাঁকি দিয়ে জড়িয়ে পড়ছে এইসব কর্মকাণ্ডে।

বিস্তারিত: https://www.somoyerkonthosor.com/post/2025/08/07/6894b2d33869f

Atiqul Ha-meem ❣️❣️

07/08/2025

বিউটিফুল কর্ণফুলি

07/08/2025

চট্টগ্রাম অক্সিজেন সড়কের অবস্থা😭

🚨চট্টগ্রামবাসী জরুরি ঘোষণা🚨 অতিবৃষ্টিতে দেবে গেছে চট্টগ্রাম শহরের ২নং গেইট থেকে অক্সিজেন যাওয়ার পথে স্টারশিপ ব্রিজ নামক ...
07/08/2025

🚨চট্টগ্রামবাসী জরুরি ঘোষণা🚨
অতিবৃষ্টিতে দেবে গেছে চট্টগ্রাম শহরের ২নং গেইট থেকে অক্সিজেন যাওয়ার পথে স্টারশিপ ব্রিজ নামক স্থানে, বিকল্প রাস্তা ব্যবহার করুন, তীব্র যানজট আশেপাশে।

06/08/2025

চট্টগ্রামের আতুরার ডিপো এলাকায় ট্রে'নের ধা'ক্কা'য় উ'ড়ে গেল যুবক 😥😥

06/08/2025

পাহাড়,নদী সবুজে ঘেরা
আনোয়ারা উপজেলা সবার সেরা!

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল এলাকায় মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে...
06/08/2025

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের পূর্ব চাম্বল এলাকায় মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। মাদকাসক্ত ছেলে তপন রুদ্র (২০) তার পিতা দুলাল রুদ্রকে কু*পিয়ে হত্যা করেছে। মা*দকের জন্য টাকা না পেয়ে সে এই কাণ্ড ঘটায়।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, তপন রুদ্র আগে একটি সেলুন চালাত। সেটি বন্ধ হয়ে যাওয়ার পর সে বেকার হয়ে পড়ে এবং মাদকাসক্ত হয়ে পড়ে। মঙ্গলবার সন্ধ্যায় সে তার বাবার কাছে মাদকের জন্য টাকা চায়। বাবা টাকা দিতে রাজি না হওয়ায় তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। একপর্যায়ে তপন ক্ষিপ্ত হয়ে একটি ধারালো দা দিয়ে তার বাবাকে এলো*পাতাড়ি কো*পাতে থাকে

সুত্র: দৈনিক আজাদী

সাপের কামড়ে আরেকটি জীবনের মৃ.ত্যু-বোয়ালখালীর কড়লডেঙ্গা নিবাসী মুহাম্মদ আবদুল মাবুদ জহির তালুকদার এর মেঝছেলে মুহাম্মদ আরম...
05/08/2025

সাপের কামড়ে আরেকটি জীবনের মৃ.ত্যু-
বোয়ালখালীর কড়লডেঙ্গা নিবাসী মুহাম্মদ আবদুল মাবুদ জহির তালুকদার এর মেঝছেলে মুহাম্মদ আরমান (শিক্ষার্থী চট্টগ্রাম পলিটেকনিকেল) সাপের কামড়ে মারা গেলো।

বি:দ্র: রাতে ঘরে শুয়ে শুয়ে মোবাইল টিপছিল। মাটির ঘরের জানালার পাশে ছিল তার পা। সেই পায়ে সাপে কামড় দিয়েছে খেয়াল করে নি। মোবাইলের ধ্যানে থাকায় বুঝতে পারে নি, সাপে কামড় বসিয়েছে পায়ে!! খারাপ লাগার এক পর্যায়ে বুঝতে পারলো সাপে কামড়ে এই অবস্থা!

প্রথমে পটিয়া হাসপাতালে! তারপর চট্টগ্রাম হাসপাতাল! দুইবার বমি করার পর মৃত্যুর কোলে ডলে পড়লো তরতাজা প্রাণ।

#মোবাইল আসক্তি আরেকটি প্রাণ ঝড়ে গেল! #সাবধানে চলাচল করুন।

আনোয়ারায় দেয়াং পাহাড় ও কেইপিজেডে ঘুরে বেড়াচ্ছে বন্য হাতি!আজ দুপুর ২:২০ মিনিট দুইটি হাতি বটতলী কলেজের পাশে পাহাড়ে অবস্থান...
05/08/2025

আনোয়ারায় দেয়াং পাহাড় ও কেইপিজেডে ঘুরে বেড়াচ্ছে বন্য হাতি!
আজ দুপুর ২:২০ মিনিট
দুইটি হাতি বটতলী কলেজের পাশে পাহাড়ে অবস্থান করতে দেখেছে স্থানীয়রা!

05/08/2025

৩৫ জুলাই ছাত্র হ*ত্যাকারী স্বৈরশাসক শেখ হাসিনার পতন হয়!
ছাত্র জনতার জয় হয়!আজ এক বছর পূর্ণতা পেল!
নতুন স্বাধীনতা কেমন উপভোগ করছেন?

04/08/2025

চট্টগ্রামে ড্রেনের স্ল্যাব ভে*ঙে নালায় পড়ে গেলে নারী
#ড্রেন #চট্টগ্রাম #ভাইরালভিডিওシভিডিও

গত কয়দিন আগে গাজীপুরে একই ভাবে নালায় পড়ে মৃত্যু হয় অবুঝ দুই সন্তানের মায়ের, ৩৬ ঘন্টা পর মৃতদেহ খোঁজে পায়!

Address

Anowara
Anowara

Telephone

+8801815204732

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রথম আনোয়ারা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রথম আনোয়ারা:

Share

Category