28/09/2025
আনোয়ারায় সড়ক নির্মাণে ব্যাপক অনিয়মের অভিযোগ!উপজেলা প্রকৌশলীর যোগসাজশে অনিয়ম হচ্ছে: এলাকাবাসী
সংগ্রহীতঃ আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের জয়নগর পাড়ার বটতলী তালুকদার ক্লাব সড়কের নির্মাণ কাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠান ও উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে। প্রায় ১৩০০ মিটার এ সড়কের কাজে ব্যবহার করা হচ্ছে নিম্নমানের নির্মাণ সামগ্রী। এ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ , নিম্নমানের ইট ব্যবহার করে সড়ক নির্মাণ করা হচ্ছে। ভাঙা ও দুই নাম্বার ইট কিনে নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছে। এসব বিষয়ে উপজেলা প্রকৌশলীকে অভিযোগ দিলেও তিনি কোন ব্যবস্থা নিচ্ছেন না। ঠিকাদারী প্রতিষ্ঠান ও উপজেলা প্রকৌশলীর যোগসাজশে এসব অনিয়ম-দুর্নীতি হচ্ছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয় বাসিন্দা মো. খলিল জানান, এই সড়কের কাজ বহু বছর ধরে বন্ধ ছিল। বর্তমানে কাজ শুরু হলেও এতে ভালো মানের ইট ব্যবহার করা হচ্ছে না। ভাঙা ইট এনে এখানে দেওয়া হচ্ছে। ইঞ্জিনিয়াররা এসে দেখে গেলেও কাজের কোনো উন্নতি হচ্ছে না। এতে আমরা কোনো সুফল পাব বলে মনে হচ্ছে না।
এ বিষয়ে জানতে চাইলে দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের প্রতিনিধি ও ইউপি সদস্য মুন্নি বেগম সাংবাদিকদের সঙ্গে বিরূপ আচরণ করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, স্থানীয়রা অনেকবার অভিযোগ দিয়েছে, ইঞ্জিনিয়াররাও এসে কাজ দেখে গেছেন। অভিযোগ দিলে কিছু আসে যায় না।
স্থানীয় সূত্রে জানা যায়, ঠিকাদার মুন্নি বেগমের স্বামী জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মরত আছেন। তাঁর প্রভাব খাটিয়েই আনোয়ারায় এ ধরনের কাজ চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ উঠেছে।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলী মো. জাহেদুল আলম চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, কাজ ভালো হচ্ছে, সেটা আমরা দেখব। আপনার এত তথ্যের দরকার কি? কাজের বরাদ্দ সম্পর্কিত কোন তথ্যও দেওয়া হবে না। আমরা ইঞ্জিনিয়ার, কাজের মান আমরাই দেখব।
স্থানীয়দের অভিযোগ, প্রকৌশলীদের উদাসীনতা এবং প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়ায় নিম্নমানের নির্মাণ কাজ চলমান থাকলেও সড়কটির টেকসই উন্নয়ন নিয়ে শঙ্কিত তারা।