প্রিয় চট্টলা

প্রিয় চট্টলা চট্টগ্রামের ঐতিহ্য, শিক্ষা, বিনোদন নিয়ে.. "ফলো দিয়ে আমাদের সাথেই থাকুন"
(9)

21/11/2025

কনটেন্ট ক্রিয়েটর কি একটা অবস্থা!!

21/11/2025

বাংলাদেশ ইসলামী যুবসেনা ও ছাত্রসেনা ১নং বৈরাগ ইউনিয়ন ৩ ও ৯ ওয়ার্ড শাখার নাতে মোস্তফা (সঃ) অনুষ্ঠিত

21/11/2025

আবারও উত্তাল আনোয়ারা!
চট্টগ্রাম -১৩ আনোয়ারা ও কর্ণফুলি বিএনপি'র মনোনিত প্রার্থী'র মনোনয়ন বাতিলের দাবিতে বিক্ষোভ করেছে বিএনপির একাংশ

20/11/2025

আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী রুস্তম হাঁটে গণসংযোগ কালে হযরত শাহ মোহসেন আউলিয়া (রহ:)'র মাজার জিয়ারত করেন অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী

20/11/2025

জকসু নির্বাচনে পাঠাগার ও সেমিনার সম্পাদক’ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আনোয়ারা বরুমচড়ার ইমন আহমেদ।

‘স্মার্ট লাইব্রেরি ও ক্যারিয়ারমুখী সেমিনার’ গড়ার প্রত্যয়ে আনোয়ারা প্রার্থী ইমন আহমেদের ভাবনা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনকে সামনে রেখে ক্যাম্পাসে বইছে ভোটের হাওয়া। দীর্ঘ ৩৮ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই ঐতিহাসিক নির্বাচন ঘিরে সাধারণ শিক্ষার্থীদের প্রত্যাশা যেমন তুঙ্গে, তেমনি প্রার্থীদের মাঝেও দেখা যাচ্ছে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নিয়ে উৎসাহ। আসন্ন নির্বাচনে কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদে ‘পাঠাগার ও সেমিনার সম্পাদক’ পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মার্কেটিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইমন আহমেদ। সম্প্রতি তিনি গণমাধ্যমের কাছে নিজের ভাবনা ও নির্বাচনী পরিকল্পনা তুলে ধরেন।

নির্বাচন নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে ইমন আহমেদ বলেন, "দীর্ঘ ৩৮ বছর পর 'জগাবাবুর পাঠশালা' খ্যাত আমাদের এই প্রিয় ক্যাম্পাসে প্রথমবারের মতো বিশ্ববিদ্যালয় হিসেবে জকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এটি কেবল একটি নির্বাচন নয়, বরং শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার আদায়ের উৎসব। ক্যাম্পাসে এখন এক উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। অনেক শিক্ষার্থী তাদের জীবনে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন, যা নিঃসন্দেহে আমাদের জন্য গর্বের।"

নিজের প্রার্থিতা ও অভিজ্ঞতার বিষয়ে তিনি বলেন, "২০২২ সালে পাবলিকিয়ান হিসেবে এই ক্যাম্পাসে আমার যাত্রা শুরুর পর থেকেই আমি দেখেছি, এই ছোট ক্যাম্পাসে আমাদের কত সীমাবদ্ধতার সাথে লড়াই করতে হয়। ক্লাসরুম সংকট থেকে শুরু করে লাইব্রেরি ও সেমিনার কক্ষের অপ্রতুলতা—এসব সমস্যা আমি নিজেও একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে প্রতিনিয়ত ফেস করছি। আমাদের ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকারগুলো প্রায়ই আন্দোলন করে আদায় করতে হয়। সেই অভিজ্ঞতা থেকেই আমি অনুধাবন করেছি, একজন শিক্ষার্থীকে বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে উন্নত পাঠাগার ও মানসম্মত সেমিনারের কোনো বিকল্প নেই।"

পাঠাগার ও সেমিনার সম্পাদক নির্বাচিত হলে তিনি কী কী উদ্যোগ গ্রহণ করবেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু পরিকল্পনার কথা জানান। তার পরিকল্পনাগুলোর মধ্যে রয়েছে:

১. পাঠাগারের আধুনিকায়ন: কেন্দ্রীয় লাইব্রেরির পরিধি বৃদ্ধি করে শিক্ষার্থীদের জন্য আরামদায়ক পড়াশোনার পরিবেশ নিশ্চিত করা। ২. ডিজিটাল বা ই-লাইব্রেরি সিস্টেম: জার্নাল, রিসার্চ পেপার ও আর্টিকেল তৈরির প্রক্রিয়া সহজ করতে ই-লাইব্রেরি পরিধি বৃদ্ধি করা। পাশাপাশি একটি ওয়েবসাইট বা অ্যাপ তৈরি করা যেখানে একাডেমিক, ক্যারিয়ার, সাহিত্য ও গবেষণাধর্মী বইগুলোর পিডিএফ সংরক্ষিত থাকবে। ৩. বিভাগভিত্তিক পাঠকক্ষ: কেন্দ্রীয় লাইব্রেরির চাপ কমাতে প্রত্যেকটি বিভাগে আলাদা পাঠকক্ষ (Reading Room) চালু করার উদ্যোগ গ্রহণ। ৪. বইয়ের সংখ্যা বৃদ্ধি: একাডেমিক বইয়ের পাশাপাশি সমসাময়িক ও নতুন প্রকাশিত বইয়ের সংগ্রহ বাড়ানো। ৫. স্কিল ডেভেলপমেন্ট ও সেমিনার: প্রতি মাসে অন্তত দুটি সেমিনার বা ওয়ার্কশপ আয়োজন করা। এর মধ্যে সফট স্কিল, হায়ার স্টাডিজ, মেন্টরশিপ প্রোগ্রাম এবং ক্যারিয়ার বিষয়ক সেমিনার প্রাধান্য পাবে। পাশাপাশি জব ফেয়ার (Job Fair) আয়োজনের পরিকল্পনাও রয়েছে। ৬. মাল্টিমিডিয়া সেমিনার কক্ষ: সেমিনার কক্ষগুলোকে আধুনিক ও মাল্টিমিডিয়া সুবিধাসম্পন্ন করে গড়ে তোলা।

পরিশেষে শিক্ষার্থীদের সমর্থন চেয়ে ইমন আহমেদ বলেন, "আমার লক্ষ্য শিক্ষার্থীদের জন্য একটি আইটিনির্ভর আধুনিক পাঠাগার ও প্রাণবন্ত সেমিনার ব্যবস্থা নিশ্চিত করা। খুব শীঘ্রই আমি আমার পূর্ণাঙ্গ ইশতেহার ঘোষণা করব। আমার এই লড়াইয়ে আমি আমার সকল শিক্ষার্থী ভাই-বোনদের দোয়া, পরামর্শ ও মূল্যবান ভোট প্রত্যাশা করছি।"

তার নির্বাচনী স্লোগান— "আইটিনির্ভর পাঠাগার ও প্রাণবন্ত সেমিনার, আপনার ভোটে বাস্তবায়িত হোক আমার অঙ্গীকার।"

#জকসু
#জকসুনির্বাচন২০২৫
#জগন্নাথবিশ্ববিদ্যালয়

19/11/2025

আনোয়ারা-কর্ণফুলীতে সাংবাদিকদের সাথে এনসিপি মনোনয়ন প্রত্যাশী প্রার্থীর মতবিনিময়

এনসিপির মতবিনিময় সভা-
কৃষিবান্ধব, শিল্পবান্ধব আনোয়ারা গড়ার আশ্বাস

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র চট্টগ্রাম মহানগর সমন্বয়কারী সদস্য, মিডিয়া সেলের প্রধান সমন্বয়কারী ও চট্টগ্রাম-১৩ আসন থেকে মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ রিদুয়ান হৃদয়ের সাথে আনোয়ারা ও কর্ণফুলীতে কর্মরত বিভিন্ন পত্রিকার প্রতিনিধি ও সংবাদদাতাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ০৭টায় উপজেলার কালাবিবির দিঘিস্থ একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এসময় এনসিপি নেতা রিদুয়ান হৃদয় বলেন, আমরা ৭১কেও ধারণ করি, ২৪কেও ধারণ করি তবে ৭১ ও ২৪কে বিক্রি করে যারা পকেট ভারি করেছে তাদের ঘৃণা করি। গত জুলাই অভ্যুত্থানে এসব চেতনা ব্যবসায়ীদের কবর রচনা করা হয়েছে। আগামীর বাংলাদেশ তরুণ-যুবক নতুন প্রজন্মের বাংলাদেশ। তরুণ প্রজন্ম দেশের ক্ষমতায় আসীন হলে এদেশে প্রকৃত উন্নয়ন সম্ভব হবে। এসময় দলীয় মনোনয়ন পেয়ে চট্টগ্রাম-১৩ আসন থেকে সাংসদ নির্বাচিত হলে তিনি আনোয়ারা-কর্ণফুলীকে শিল্পবান্ধব-কৃষিবান্ধব উপজেলা হিসেবে গঠন করার প্রত্যয় ব্যক্ত করেন।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র চট্টগ্রাম দক্ষিণ জেলা যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, কর্ণফুলী সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী ইমরান হোসেন তারা, জাতীয় যুব শক্তি আনোয়ারা উপজেলা সংগঠক সৈয়দ মামুনুর রশিদ। উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা সমন্বয় কমিটির সদস্য কাজী জাবেদ, আনোয়ারা উপজেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়কারী মাহমুদুল হাসান, কর্ণফুলী সমন্বয় কমিটির কমিটির সদস্য আরফিন সুমন, যুবশক্তি দক্ষিণ জেলার সংগঠক, ইশতিয়াকুল ইসলাম জয় প্রমুখ।*

প্রমোশন ভিডিও এভাবেও করা যায় 🤔🤣
19/11/2025

প্রমোশন ভিডিও এভাবেও করা যায় 🤔🤣

19/11/2025

জকসু নির্বাচনে লড়ছেন আনোয়ারা রায়পুরের সন্তান 'মইন উদ্দিন হাসান'।

শিক্ষার্থীদের জন্য ক্যাম্পাসে ‘আওয়ারলি পেইড’ জবের প্রতিশ্রুতি দিয়ে সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে লড়ছেন তিনি

আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ‘সমাজসেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক’ পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞানের মেধাবী শিক্ষার্থী মুহাম্মদ মইন উদ্দিন হাসান। শিক্ষার্থীদের আত্মনির্ভরশীল ও স্বাবলম্বী করে গড়ে তোলার লক্ষ্যে তিনি ঘোষণা করেছেন এক সময়োপযোগী ও আধুনিক ইশতেহার।
মইন উদ্দিন হাসানের নির্বাচনী ইশতেহারের মূল চমক হলো ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের জন্য খণ্ডকালীন কর্মসংস্থান বা ‘পার্ট-টাইম জব’-এর ব্যবস্থা করা। উন্নত বিশ্বের বিশ্ববিদ্যালয়গুলোর আদলে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও ‘আর্ন হোয়াইল ইউ লার্ন’ (Earn while you learn) সংস্কৃতি চালু করতে চান।
নিজের প্রার্থিতা ও পরিকল্পনা সম্পর্কে এক বিবৃতিতে মইন উদ্দিন হাসান বলেন, “আমাদের অনেক মেধাবী শিক্ষার্থী আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে পড়াশোনা চালিয়ে যান। টিউশনির ওপর নির্ভরতা কমিয়ে যদি ক্যাম্পাসের ভেতরেই—যেমন লাইব্রেরি, ক্যাফেটেরিয়া কিংবা প্রশাসনিক দপ্তরে—শিক্ষার্থীদের জন্য ‘আওয়ারলি পেইড’ (Hourly Paid) বা ঘণ্টাচুক্তিতে কাজের সুযোগ তৈরি করা যায়, তবে তারা সম্মানের সাথে নিজেদের খরচ চালাতে পারবেন। নির্বাচিত হলে প্রশাসনের সাথে আলোচনা করে এই ব্যবস্থা কার্যকর করাই হবে আমার প্রধান লক্ষ্য।”
কর্মসংস্থানের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের স্বাস্থ্যসেবা, আবাসন সংকট নিরসন এবং ক্যাম্পাসের সার্বিক জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বিশ্বাস করেন, একজন শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায় ও কল্যাণে কাজ করাই তার মূল দায়িত্ব।
একটি আধুনিক, শিক্ষার্থীবান্ধব এবং স্বাবলম্বী ক্যাম্পাস গড়ার লক্ষ্যে মুহাম্মদ মইন উদ্দিন হাসান আসন্ন নির্বাচনে দল-মত নির্বিশেষে সকল সাধারণ শিক্ষার্থীর মূল্যবান ভোট ও সমর্থন প্রত্যাশা করছেন।

18/11/2025

আনোয়ারা বরুমচড়ার রোজী আক্তার নামে একজনের স্মার্ট কার্ডটি নতুন ব্রীজে পাওয়া গেছে।

যোগাযোগের ঠিকানা: আনোয়ারা ডুমুরিয়া অথবা অফিস চট্টগ্রাম কোর্ট বিল্ডিং রেজিষ্ট্রেশন কমপ্লেক্স
নাম্বার, ০১৮৬৬৩৯০৭৯৮

©

আনোয়ারা বরুমচড়া বাঘমারা চরে বিষধর সাপের কামড়ে কচ্ছপ শিকারীর মৃত্যু। ©saraanowara
18/11/2025

আনোয়ারা বরুমচড়া বাঘমারা চরে বিষধর সাপের কামড়ে কচ্ছপ শিকারীর মৃত্যু।

©saraanowara

নিখোঁজ সংবাদ তাজুশ শরীয়াহ্ দরসে নিযামী মাদ্রাসার ছাত্র রিফাতগতকাল বিকেলে জামায়ের মাঠ থেকে রিফাত নিখোঁজ হয়ে যায়।সেই থেকে...
17/11/2025

নিখোঁজ সংবাদ
তাজুশ শরীয়াহ্ দরসে নিযামী মাদ্রাসার ছাত্র রিফাত

গতকাল বিকেলে জামায়ের মাঠ থেকে রিফাত নিখোঁজ হয়ে যায়।
সেই থেকে পরিবারে শুরু হয়েছে এক অসহনীয় দুঃস্বপ্নের মতো অপেক্ষা।
এখনো তার কোনো খোঁজ মেলেনি…
প্রতিটি মুহূর্তে রিফাতের মা-বাবা কান্নায় ভেঙে পড়ছেন।

রিফাতের বাড়ি আনোয়ারা উপজেলার জুইদন্ডী ইউনিয়নে।
পিতা শুকুর, কাতারে প্রবাসী—দূর দেশে বসে ছেলের খবর না পেয়ে অসহায় ব্যথায় কাঁদছেন।
পরিবারের সবার চোখ এখন শুধুই আশায়
“হয়তো কোনো দয়ার মানুষ রিফাতকে দেখে খবর দেবে…”

📞 যদি কেউ রিফাতকে কোথাও দেখে থাকেন, দয়া করে এই নাম্বারে যোগাযোগ করুন:
+880 1624-988277

সবার কাছে বিশেষ অনুরোধ—দয়া করে পোস্টটি শেয়ার করুন।
আপনার একটি শেয়ার হয়তো ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের হারানো শান্তি,
একজন বাবার হাসি,
একজন মায়ের বুকভরা দোয়া।

---

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারীকে (২৪) প্রায় এক মাস দ'লব'দ্ধ ধ'র্ষ'ণে'র অভিযোগ উঠেছে। দীর্ঘ নির্যাতনে...
17/11/2025

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মানসিক প্রতিবন্ধী নারীকে (২৪) প্রায় এক মাস দ'লব'দ্ধ ধ'র্ষ'ণে'র অভিযোগ উঠেছে। দীর্ঘ নির্যাতনে তিনি অসু'স্থ হয়ে পড়লে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। পরে রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সহযোগিতায় ওই নারীকে উ'দ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
উপজেলার জুঁইদন্ডী ইউনিয়নের ১নং ওয়ার্ডে এই চাঞ্চ'ল্যকর ঘট'না ঘ'টে বলে জানা গেছে।

Address

Chittagong
Anowara
4000

Telephone

+8801815204732

Website

Alerts

Be the first to know and let us send you an email when প্রিয় চট্টলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to প্রিয় চট্টলা:

Share

Category