বীর চট্টলা

বীর চট্টলা বীর চট্টলার রয়েছে হাজার বছরের ইতিহাস। চট্টলাকে জানতে "বীর চট্টলা" Follow করে সাথে থাকুন ❤️
(পরীক্ষামূলক সম্প্রচার চলছে)

যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে ৩৬ কোটি টাকা বৃত্তির অফার পেলেন চট্টগ্রামের মীম #বীর_চট্টলা
04/08/2025

যুক্তরাষ্ট্রের ২৫ বিশ্ববিদ্যালয়ে ৩৬ কোটি টাকা বৃত্তির অফার পেলেন চট্টগ্রামের মীম
#বীর_চট্টলা

04/08/2025

চট্টগ্রামের মেজ্জান। দুনিয়া কাইত হয়ে গেলেও খানা চলবে৷ 🔥
#মেজ্জান
#বীর_চট্টলা

03/08/2025

আনোয়ারা-কর্ণফুলী ❤️
#বীর_চট্টলা

প্র-তা-র-ক চো*র কে ধরিয়ে দিন।। আজ আনোয়ারার ওয়ান মাবিয়া সিটি সেন্টারে আমাদের সহপাঠী সাহাব উদ্দিন এর  "মোবাইল গ্যালারী" দো...
03/08/2025

প্র-তা-র-ক চো*র কে ধরিয়ে দিন।।
আজ আনোয়ারার ওয়ান মাবিয়া সিটি সেন্টারে আমাদের সহপাঠী সাহাব উদ্দিন এর "মোবাইল গ্যালারী" দোকান থেকে কথার ছলে ফেলে ছবিতে সংযুক্ত ব্যাক্তি "Redmi note 10s" মোবাইলটি নিয়ে চলে যায়।।

মামলার প্রস্তুতি চলমান।
তাকে দেখামাত্র ধরে রাখুন।
পোষ্ট টি শেয়ার করে চো*র কে ধরতে সহযোগিতা করার অনুরোধ রইলো।।

যোগাযোগ :- সাহাব উদ্দিন
01865-875797

কেনার সময় ইলিশ মাছটার ওজন ছিলো ২ কেজি প্লাস। চাঁদপুরের ট্যুর হতে বাসায় ফেরার পথে ওখানকার লঞ্চঘাটের বাজার থেকে মাছটা কিনে...
03/08/2025

কেনার সময় ইলিশ মাছটার ওজন ছিলো ২ কেজি প্লাস। চাঁদপুরের ট্যুর হতে বাসায় ফেরার পথে ওখানকার লঞ্চঘাটের বাজার থেকে মাছটা কিনে এনেছিলাম।
মাছটা কেনার সময় গোলগাল লেগেছিল বাট বাসায় এনে কাটার পর দেখলাম মাছটা সাগরের লম্বা টাইপের ইলিশ মাছ আর এর পেটে প্রায় ৪/৫ ফুট লম্বা অব্যবহৃত নেটজাল ঢোকানো, জাল ছাড়া পেটে কোন নাড়ীভূড়ী বা ডিম ছিলো না।
কাজটা এতোটাই দক্ষতার সাথে করা হয়েছে যে, একজন নিয়মিত মাছ ক্রেতা হয়েও আমি তা বুঝতে পারিনি!!

এতে মাছ বিক্রেতার ২টা লাভ হলো- ১/ ওজন বাড়লো, ২/ মাছটা গোলগাল ও টাইট দেখাচ্ছিলো।
রান্নার পর কেনো যেনো আমরা বাসার কেউই মাছটা খেতে পারি নাই।

দূরত্বের কারণে মাছ বিক্রেতাকে যেয়ে ধরাটাও আর সম্ভব হবে না।

কথাগুলো ঠকে যাওয়া একজন মাছ ক্রেতার,মানুষ কতটা খারাপ হলে এভাবে বাটপারি করতে পারে 😔

সবাই শেয়ার করে অন্যকে দেখার সুযোগ দিন। এতে করে অনেকেই প্রতারণার হাত থেকে বাঁচবে।

(সংগৃহীত)

ঢাকায় ছাত্রদলের সমাবেশ
03/08/2025

ঢাকায় ছাত্রদলের সমাবেশ

03/08/2025

ভয়া-বহ ঘট-না।
ফটিকছড়ি পেলাগাজীদিঘির মোড়ে
৩ জন বাইক কিনতে আসলে বিক্রেতা উল্টো ক্রেতাদের থেকে ১জন কে অপহ-রণ করে নিয়ে যায় বিস্তারিত বাকি দুইজন থেকে শুনুন।

03/08/2025

হাসপাতালে এন্টিভেনম নেই। সাপে কে*টেছে ছোট শি- *শুকে। আহাজারি করছে মা। এম্বুলেন্স ও পাওয়া যায় নি হাসপাতালে। পরে বাইকে করে শহরের উদ্দেশ্যে যাত্রা।

#বীর_চট্টলা

03/08/2025

সেন্টমার্টিনে বড়শিতে ধরা পড়লো আজব মাছ
#বীর_চট্টলা

03/08/2025

নিজেকে জাহির করতে গিয়ে নতুন ব্রীজের পাইপে আ*টকে গেছে এক যুবক 😇
আপনার এমন বন্ধুকে মেনশন করে যান।
#বীর_চট্টলা

সামর্থ্য থাকলে এদেশে থাকা উচিতই না।বসবাস অযোগ্য!
03/08/2025

সামর্থ্য থাকলে এদেশে থাকা উচিতই না।
বসবাস অযোগ্য!

03/08/2025

আনোয়ারায় পুকুর থেকে ম *র দে*হ উদ্ধার।
দুই ঘন্টা পর ফায়ার সার্ভিস উদ্ধার করে।
#বীর_চট্টলা

Address

Anowara

Website

Alerts

Be the first to know and let us send you an email when বীর চট্টলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share