Khelar Pata

Khelar Pata প্রতিটি ম্যাচের পূর্বে কোন দল জয়লাভ করবে -
প্রতিটি ম্যাচের দল সম্পর্কে বিস্তারিত ধারণা পেতে আমাদের পেইজটি Follow দিয়ে রাখুন..!!🏏💥💟

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক এখন মোস্তাফিজুর রহমান!🔝🔥
21/09/2025

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিব আল হাসানকে টপকে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক এখন মোস্তাফিজুর রহমান!🔝🔥

এই লোকটা অনবদ্য । প্রতিদিন  নিজের  কাজটা করেন। কাজ শেষে  বাড়ি ফিরেন৷ হাত, মুখ ধুয়ে সুয়ে পড়েন। পরেরদিন আবার কাজে ফিরেন। ন...
21/09/2025

এই লোকটা অনবদ্য ।
প্রতিদিন নিজের কাজটা করেন।
কাজ শেষে বাড়ি ফিরেন৷ হাত, মুখ ধুয়ে সুয়ে পড়েন। পরেরদিন আবার কাজে ফিরেন। নিজের কাজটা আবার ঠিকভাবেই করেন।

কোন ঝামেলা নাই , সেলিব্রিটি হিসেবে নিজেকে প্রকাশ করার ইচ্ছা নাই৷ উইকেট নিয়ে সেলিব্রেশন নাই । কোন কিছু নিয়ে অযুহাত নাই৷ মিডিয়াতে এসে চিল্লাপাল্লা নাই ।
খেলা শেষে ক্রিকেট নিয়ে আর কোন ভাবনা নেই ।
পিওর মেগাস্টার । বাকি ১০ জন যদি দলের বিভিন্ন অঙ্গ হয় মুস্তাফিজ তাহলে দলের হৃদপিন্ড৷
ম্যান অফ দ্যা ম্যাচ খুব একটা হন না, কিন্তু তিনিই প্রতিটা ম্যাচের প্রধান চরিত্র 💛💚

এই পাগল এর ব্যপারে কিছু বলে জান সবাই      "ভালো খেলছে বাংলাদেশ, কিন্তু এখনো চ্যাম্পিয়ন হওয়ার মতো দল নয়!" – আকাশ চোপড়া
21/09/2025

এই পাগল এর ব্যপারে কিছু বলে জান সবাই
"ভালো খেলছে বাংলাদেশ, কিন্তু এখনো চ্যাম্পিয়ন হওয়ার মতো দল নয়!" – আকাশ চোপড়া

বাংলাদেশের এশিয়া কাপের ফাইনালে যাওয়ার রিয়েলিস্টিক ইকুয়েশন ব্যক্তিগতভাবে যা দেখি:প্রথমত, ভারত যেহেতু অলরেডি বাকি টিমগুলোর...
21/09/2025

বাংলাদেশের এশিয়া কাপের ফাইনালে যাওয়ার রিয়েলিস্টিক ইকুয়েশন ব্যক্তিগতভাবে যা দেখি:

প্রথমত, ভারত যেহেতু অলরেডি বাকি টিমগুলোর চেয়ে অনেক এগিয়ে, তাই চাইবো ভারত শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে খুব বড় ব্যবধানে জিতুক। আর বাংলাদেশের উচিত হবে ভারতের বিরুদ্ধে যত ছোট ব্যবধানে সম্ভব হার মানা।

বাংলাদেশের টার্গেট থাকবে পাকিস্তানকে যেভাবেই হোক হারানো।

এতে শ্রীলঙ্কা–পাকিস্তান ম্যাচে যেই জিতুক না কেন, বাংলাদেশ–পাকিস্তান ম্যাচে বাংলাদেশ জিতলেই ফাইনাল।

সাইফের মা শ্রীলঙ্কান হওয়ায় নানাবাড়ির দলের বিপক্ষেই ক্যারিয়ার সেরা ইনিংস খেলে জয় এনে দিলেন Saif Hassan. পারফর্ম করে দলে আ...
21/09/2025

সাইফের মা শ্রীলঙ্কান হওয়ায় নানাবাড়ির দলের বিপক্ষেই ক্যারিয়ার সেরা ইনিংস খেলে জয় এনে দিলেন Saif Hassan. পারফর্ম করে দলে আসলে তার সুফল দল ও প্লেয়ার উভয়ই পায়! ধন্যবাদ Rangpur Riders, প্রতিভাবান খেলোয়াড়দের ঘষামাজার মাধ্যমে জাতীয় দলের পাইপলাইন শক্তিশালী করার জন্য! ওপেনিং এ Emon এর শক্ত প্রতিদ্বন্দ্বী পাওয়া গেলো! দলে টিকে থাকতে হলে পারফর্ম করেই জায়গা পাকাপোক্ত করতে হবে। আর এই হেল্থি কম্পিটিশন একাদশে প্রতিযোগিতা বাড়াবে! আশা করি এই স্কোয়াডটা সময়, সুযোগসুবিধা আর স্কিল ট্রেনিং ক্যাম্প করালে আগামীতে টিটুয়েন্টিতে জায়ান্ট হবে টিম বাংলাদেশ!!! 🇧🇩🇧🇩

শ্রীলংকার ম্যাচ চলা অবস্থায় বাংলাদেশ সম্পর্কে ধারাভাষ্য কক্ষে রবি শাস্ত্রী বলেন...⬇️সুনীল দা এশিয়া কাপ শুরুর আগেই আমি বল...
20/09/2025

শ্রীলংকার ম্যাচ চলা অবস্থায় বাংলাদেশ সম্পর্কে ধারাভাষ্য কক্ষে রবি শাস্ত্রী বলেন...⬇️

সুনীল দা এশিয়া কাপ শুরুর আগেই আমি বলেছি বাংলাদেশ এবার এশিয়া কাপের সুপার ফোরে যাবে, আমার কথা মিলে গেছে! 🔴🔴

ধারাভাষ্য কক্ষে ভারতের ধারাভাষ্যকার -
🗣️ রবি শাস্ত্রী।

এবারের এশিয়া কাপ- কে জিতবে বলে মনে করেন …?১: বাংলাদেশ 🇧🇩২: পাকিস্তান 🇵🇰 ৩: শ্রীলংকা 🇱🇰৪: ভারত 🇮🇳
18/09/2025

এবারের এশিয়া কাপ- কে জিতবে বলে মনে করেন …?
১: বাংলাদেশ 🇧🇩
২: পাকিস্তান 🇵🇰
৩: শ্রীলংকা 🇱🇰
৪: ভারত 🇮🇳

এশিয়া কাপের সুপার ফোরের সময় সূচি 🥶💥
18/09/2025

এশিয়া কাপের সুপার ফোরের সময় সূচি 🥶💥

ইন্তেকাল করেছেন পেসার এবাদত চৌধুরীর বাবা..🚨“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"
18/09/2025

ইন্তেকাল করেছেন পেসার এবাদত চৌধুরীর বাবা..🚨
“ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন"

অনেক জল্পনা–কল্পনা, নানা সমীকরণের পর অবশেষে এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ.......!!
18/09/2025

অনেক জল্পনা–কল্পনা, নানা সমীকরণের পর অবশেষে এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশ.......!!

এসএ-২০ লীগের ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড় হয়ে গেলেন বেবি এবিডি 💥বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ১১ কোটি তাকে দলে ভিড়িয়েছে Pret...
10/09/2025

এসএ-২০ লীগের ইতিহাসে সবচেয়ে দামী খেলোয়াড় হয়ে গেলেন বেবি এবিডি 💥

বাংলাদেশী টাকায় প্রায় সাড়ে ১১ কোটি তাকে দলে ভিড়িয়েছে Pretoria Capitals 💥

এসএ টুয়েন্টিতে দল পেয়েছেন তাইজুলডারবান সুপার জায়ান্টসের হয়ে এসএ টুয়েন্টি খেলবেন তাইজুল।
09/09/2025

এসএ টুয়েন্টিতে দল পেয়েছেন তাইজুল

ডারবান সুপার জায়ান্টসের হয়ে এসএ টুয়েন্টি খেলবেন তাইজুল।

Address

Narayanganj
Araihazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Khelar Pata posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share