08/07/2025
মনে হচ্ছে আবার ১৫ টা মাস 🕰️ নিজের জীবন থেকে হারিয়ে ফেললাম!😔
বলা হয়, তুমি প্রতিদিন এক পারসেন্ট 📈 হলেও নিজেকে develop করো। কিন্তু আমি সেটাও করতে পারিনি... 😞
নিজের অভিজ্ঞতা ও পরিকল্পনার মাধ্যমে নিজের লক্ষ্যের পথে এগিয়ে গিয়েছিলাম ঠিকই 🎯, কিন্তু তার থেকে বেশি পিছিয়ে এসেছি... 🔙
খুব ভালো হতো যদি জীবনে উপদেষ্টা গুলো একটু কম হতো বোধহয়🤐। এজন্যই হয়তো বলা হয়, স্বার্থপর হন তবে অস্থায়ীভাবে — এমনকি নিজের পরিবারের প্রতিও 🧍♂️➡️🏠
প্রস্তুতির এই সময়টাই নিজেকে কিছুটা স্বার্থপর হওয়া প্রয়োজন 💭।
পারিবারিক ও সামাজিক দায়িত্ব যতটা সম্ভব এড়িয়ে চলা 🛑🤝
মনে রেখো — একজন অসফল মানুষ দিনশেষে পরিবারের কাছেও বোঝা হয়ে যায় 🎒😔