Mohosin Reza

Mohosin Reza "সাফল্য 🏆, চূড়ান্ত নয় ⛔, ব্যর্থতাও ❌, সর্বনাশা নয় ⚠️: যা গুরুত্বপূর্ণ 🔑, তা হলো এগিয়ে যাওয়ার সাহস 💪।" -উইনস্টন চার্চিল

08/07/2025

মনে হচ্ছে আবার ১৫ টা মাস 🕰️ নিজের জীবন থেকে হারিয়ে ফেললাম!😔
বলা হয়, তুমি প্রতিদিন এক পারসেন্ট 📈 হলেও নিজেকে develop করো। কিন্তু আমি সেটাও করতে পারিনি... 😞
নিজের অভিজ্ঞতা ও পরিকল্পনার মাধ্যমে নিজের লক্ষ্যের পথে এগিয়ে গিয়েছিলাম ঠিকই 🎯, কিন্তু তার থেকে বেশি পিছিয়ে এসেছি... 🔙

খুব ভালো হতো যদি জীবনে উপদেষ্টা গুলো একটু কম হতো বোধহয়🤐। এজন্যই হয়তো বলা হয়, স্বার্থপর হন তবে অস্থায়ীভাবে — এমনকি নিজের পরিবারের প্রতিও 🧍‍♂️➡️🏠
প্রস্তুতির এই সময়টাই নিজেকে কিছুটা স্বার্থপর হওয়া প্রয়োজন 💭।
পারিবারিক ও সামাজিক দায়িত্ব যতটা সম্ভব এড়িয়ে চলা 🛑🤝
মনে রেখো — একজন অসফল মানুষ দিনশেষে পরিবারের কাছেও বোঝা হয়ে যায় 🎒😔

04/07/2025
07/06/2025

🕋🐐 ঈদ-উল-আযহা মোবারক! 🐐🕋
ত্যাগের মহিমায় ভরে উঠুক হৃদয়,
ভালোবাসা ও শান্তিতে ভরে উঠুক প্রতিটি জীবন ✨🤍
এই ঈদ হোক ভ্রাতৃত্ব, সহমর্মিতা আর আল্লাহর নৈকট্য লাভের অনন্য সুযোগ 🤲🌙
সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ –
ঈদ মোবারক! 💫🎉
#ঈদমোবারক

05/06/2025

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক—

সবাইকে হাম্বা মোবারক🙂
31/05/2025

সবাইকে হাম্বা মোবারক🙂

ভালো মানুষ মানেই বোকা নয়। 🤓সে শুধু বুঝে,পৃথিবীতে কষ্ট দিয়ে জেতার চেয়ে,নিজে কষ্ট পেয়ে কাউকে ভালো রাখা অনেক বেশি সম্মা...
30/05/2025

ভালো মানুষ মানেই বোকা নয়। 🤓
সে শুধু বুঝে,
পৃথিবীতে কষ্ট দিয়ে জেতার চেয়ে,
নিজে কষ্ট পেয়ে কাউকে ভালো রাখা অনেক বেশি সম্মানের। 🌍🕊️

এই সমাজের বড় এক অসুখ হলো—
ভালো মানুষদের ধৈর্যকে দুর্বলতা ভেবে বসা। 😔
তাই তো একদিন যার পাশে দাঁড়াও,
সে-ই বলে বসে— "তুই তো তেমন কিছু করিসনি!" 🗣️🔪
অথচ তুমি নিজের দিন, সময়, মন, আত্মা পর্যন্ত দিয়েছো… 🕰️❤️💔

ভালো হওয়ার জন্য
তোমার হাতে প্ল্যাকার্ড থাকতে হয় না—
"আমি ভালো মানুষ, আমাকে সম্মান দাও" 📢
বরং দিনের শেষে নিজেকে আয়নার সামনে দেখে
বলে ওঠা লাগে— "আমি কারও ক্ষতি করিনি, আলহামদুলিল্লাহ!" 🪞🤲

তাই আজও ভালো মানুষরা ভালো থাকে,
অবহেলিত হয়েও... 🙍‍♂️
ভুল বোঝা হয়েও...
কান্না লুকিয়ে রেখেও...
শুধু এই বিশ্বাসে—
আল্লাহ সব দেখছেন। 🕋🌌

17/05/2025

আল্লাহর ভয়ে তুমি যা কিছু ছেড়ে দিবে, আল্লাহ তোমাকে অবশ্যই তার চেয়ে উত্তম কিছু দান করবেন।

- Hazrat Muhammad (SAW)

❤️‍🩹😢
16/05/2025

❤️‍🩹😢

😐😐
16/05/2025

😐😐

আমি কখনো ভাবিনি—জীবনের একদিন এমনও আসবে,যেদিন নিজেকে মহাসমুদ্রের মাঝখানে একা, অসহায় আর ডুবে যেতে যেতে আবিষ্কার করবো…🌊😔🧍‍...
16/05/2025

আমি কখনো ভাবিনি—
জীবনের একদিন এমনও আসবে,
যেদিন নিজেকে মহাসমুদ্রের মাঝখানে একা, অসহায় আর ডুবে যেতে যেতে আবিষ্কার করবো…
🌊😔🧍‍♂️

চারপাশে শুধু পানি…
নিচে গভীর অন্ধকার,
উপরে ঝড়ো আকাশ,
আর আমার ভিতরটা তখন কাঁপছিলো ভয়ে।
জীবন যেন থেমে যাচ্ছিলো ধীরে ধীরে…
⛈️💦🌫️

**কিন্তু ঠিক তখনই—
মনে পড়লো একটিই নাম…
‘আল্লাহ’
না কোনো মানুষ, না কোনো টাকা, না কোনো সহায়তা…
শুধু সেই এক নাম—যিনি সব কিছুর উপরে।
হে আল্লাহ, আমাকে বাঁচাও…
🕋🤲💔

আশ্চর্য লাগে—
স্বাভাবিক জীবনে যেখানে আমরা হাজারো চিন্তা নিয়ে দৌড়ে বেড়াই,
সেখানে বিপদের মুহূর্তে একমাত্র আল্লাহই মনে পড়ে।
যেন হৃদয়টা তখন সত্যিই বুঝে ফেলে,
কে আসল সাহায্যকারী, কে আসল অভিভাবক!"
🧎‍♂️🌌🫀

ভাবি…
যদি এমন ভরসা নিয়ে আমরা প্রতিদিন চলতে পারতাম,
তাহলে রিজিক নিয়ে দুশ্চিন্তা করতাম না,
ভবিষ্যৎ নিয়ে হতাশ হতাম না,
মানুষের কথায় কষ্ট পেতাম না।
🛤️🌱☁️

**আল্লাহ আমাদের সবকিছুর খবর জানেন,
তিনি দেন সঠিক সময়ে, সঠিকভাবে।
আমরা শুধু ধৈর্য রাখি আর বিশ্বাস করি—
‘যিনি সমুদ্রের মাঝে আমাকে ভুলে যাননি,
তিনি নিশ্চয়ই জীবনের প্রতিটি মুহূর্তে আছেন আমার সাথে।’
🌊❤️🕊️

সংগৃহীত —Story Teller✍️

Address

Arazi Naogaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohosin Reza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share