Masum Rana Munna

Masum Rana Munna Welcome to My Page

Every bad boy dream like this........................
29/06/2025

Every bad boy dream like this........................

28/06/2025

ভালোবাসা শুধু মোহে গড়ে ওঠে না, টিকে থাকতে হয় বাস্তবতায়। একজন নারী হতে পারেন পুরুষের অনেক কাঙ্ক্ষিত – রূপে, কথায়, হাসিতে কিংবা উপস্থিতিতে। তবুও দেখা যায়, অনেক পুরুষ একসময় সেই “সখের নারী”কেও ছেড়ে চলে যান। কেন এমনটা ঘটে? এই প্রশ্নের উত্তর খুঁজলে দেখা যায়— ভালোবাসা টিকিয়ে রাখতে শুধু চাওয়া নয়, লাগে বোঝাপড়া, সম্মান ও অভ্যন্তরীণ প্রশান্তি।

বিনা যৌ /তু /কে বিয়ে করার মত হাজারো ছেলে আছে। তবে ১০ হাজার টাকা দে 'ন 'মো 'হ 'রে বিয়ে করবে এমন মেয়ে খুঁজে পাওয়া কঠিন...
21/06/2025

বিনা যৌ /তু /কে বিয়ে করার মত হাজারো ছেলে আছে। তবে ১০ হাজার টাকা দে 'ন 'মো 'হ 'রে বিয়ে করবে এমন মেয়ে খুঁজে পাওয়া কঠিন।
টাকা দিয়ে ধনী গরীব পা 'র্থ 'ক্য করা যায়, কিন্তু মানুষ নয়।
Give and Take সম্পর্কে বি 'শ্বা 'সী হলে, বছরে দশবার বিদেশ ট্যুর দেয়ার মত সঙ্গীও তুমি পাবে। তবে উত্তম সঙ্গী পাওয়া এত সহজ নয়।

মাঝে মাঝে রিলেশনশিপ আপনার জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তবু আপনি রিলেশনশিপ আঁকড়ে ধরে রাখেন! মনে করেন, একদিন হয়ত সব ঠিক হয়ে যাবে।...
08/06/2025

মাঝে মাঝে রিলেশনশিপ আপনার জন্য বোঝা হয়ে দাঁড়ায়। তবু আপনি রিলেশনশিপ আঁকড়ে ধরে রাখেন! মনে করেন, একদিন হয়ত সব ঠিক হয়ে যাবে।

কিন্তু সত্যি কি সবকিছু ঠিক হয়? কখন বুঝবেন সম্পর্ক থেকে সরে আসার সময় এসেছে?

কিছু বিষয় হিসাব নিকাশ করতে পারেন। যেমন:

১. বিশ্বাস ভেঙে গেছে
সম্পর্কের মূলে থাকে বিশ্বাস। যদি সেটা নষ্ট হয়ে যায়, তাহলে সম্পর্ককে আর এগিয়ে নেওয়া উচিত হবে না। প্রতারণা কিংবা কথায় কথায় মিথ্যা বলার প্রমাণ পেলে দ্রুত সরে আসুন।

২. আপনি যখন সস্তা
যখন সঙ্গী আপনাকে সস্তা ভাবতে শুরু করে, তখন বুঝতে হবে, এই সম্পর্ক আপনার আত্মসম্মানকে ধ্বংস করছে। মনে রাখবেন, ভালোবাসার সম্পর্কেও আত্মসম্মান জরুরি।

৩. মনোযোগ আর নেই
ভালোবাসা মানে পারস্পরিক যত্ন। যদি দেখেন, সঙ্গী আপনার প্রতি আগ্রহ হারিয়ে ফেলেছে কিংবা আপনাকে অবহেলা করছে, তবে হয়তো সম্পর্ক টিকিয়ে রাখা আর সম্ভব নয়।

৪. শ্রদ্ধার অভাব
প্রতিটি সম্পর্কের ভিত্তি শুধু ভালোবাসা নয়, শ্রদ্ধাও। যদি সঙ্গী আপনাকে বারবার অপমান করে কিংবা অসম্মান করে, তবে সেটা সম্পর্ক শেষ করার বড় সংকেত।

৫. দৈনিক ঝগড়া
যদি প্রতিদিনই কোনও না কোনও বিষয় নিয়ে ঝগড়া হয়, এবং সমাধানের চেষ্টা সত্ত্বেও সমস্যার শেষ না হয়, তবে হয়তো সেই সম্পর্ককে আর চালিয়ে নেওয়া ঠিক নয়।

নিজেকে ভালোবাসুন, নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দিন। মাথায় রাখবেন, সম্পর্ক শেষ হওয়ার মানে জীবনের শেষ নয়। বরং এটি একধরনের নতুন শুরু, জীবনে আরও সুন্দর কিছু ঘটার সম্ভাবনা তৈরি হওয়া।

জীবন ছোট। এমন সম্পর্ক টেনে নিয়ে চলার কোনও মানে নেই, যা শুধু কষ্ট আর হতাশা উপহার দেয়।

যে সম্পর্ক মানসিক কষ্ট দেয়, আপনাকে অসম্মানিত করে সেটা জীবন থেকে মুছে ফেলুন — তা সে যে-ই হোক না কেন — বন্ধু, আত্মীয়-স্বজন কিংবা খুব কাছের কেউ।

06/06/2025

২০২৬ সালের এপ্রিল মাসে জাতীয় নির্বাচন ঘোষণা করে দিয়েছেন ইউনুস সাহেব।

06/06/2025

ইলেকশন আর ৯ মাস পরে হবে।
ফেব্রুয়ারি কিংবা মার্চের মধ্যেই।
ইউনুস সাহেব হয়তোবা আজকে এমনটাই ঘোষণা দিতে পারেন।

05/06/2025

মাটি পোড়ালে ইট (🧱) হয়। এই যে দেখতেছেন (🧱) এটা মাটি দিয়ে তৈরি। কিন্তু এই ইটে (🧱) যতই পানি ঢালেন না কেন এটা (🧱) আর মাটিতে পরিণত হবে না। ঠিক তেমনি একটা পুরুষের মনে আঘাত অবহেলা করতে করতে সেটা পাথরে (🪨) পরিণত হয়ে যায়। সেখানে আর যতই ভালোবাসা দেখেন সেটা আর গলে না।

এভাবে বলার জন্য হলেও তোমাকে আমার চাই......................
31/05/2025

এভাবে বলার জন্য হলেও তোমাকে আমার চাই......................

আমারেও কি তুমি ভালোবাস?
31/05/2025

আমারেও কি তুমি ভালোবাস?

দিল্লি না ঢাকা দিল্লি নয়, এখন ঢাকা থেকেই শেনজেন ভিসা! 🇪🇺ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে শেনজেন ভিসা আবেদন কেন্দ্র।এখন থে...
01/12/2024

দিল্লি না ঢাকা
দিল্লি নয়, এখন ঢাকা থেকেই শেনজেন ভিসা! 🇪🇺
ঢাকায় আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে শেনজেন ভিসা আবেদন কেন্দ্র।
এখন থেকে ক্রোয়েশিয়া, অস্ট্রিয়া, ডেনমার্ক, জার্মানি এবং সুইডেনের ভিসা আবেদন করতে পারবেন সরাসরি ঢাকায়।
আপনার ইউরোপ ভ্রমণের স্বপ্ন আরেক ধাপ কাছে!
• দিল্লি যাওয়ার ঝামেলা শেষ।
• দ্রুত, সহজ এবং সুবিধাজনকভাবে আবেদন করুন।
• শেনজেন ভিসায় ২৭টি দেশে ভ্রমণের সুযোগ!
আজই আবেদন করুন এবং আপনার ইউরোপ যাত্রার প্রস্তুতি নিন!
বিশেষ সুবিধা এখন ঢাকাতেই।

জিশান ও সাইফুদ্দিনের টর্নেডো ফিফটিতে হংকং সিক্সেসে ওমানকে ১৪৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ....🚨
01/11/2024

জিশান ও সাইফুদ্দিনের টর্নেডো ফিফটিতে হংকং সিক্সেসে ওমানকে ১৪৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ....🚨

হায়রে মোটিভেশন 🙃
01/11/2024

হায়রে মোটিভেশন 🙃

Address

Arazi Naogaon

Website

Alerts

Be the first to know and let us send you an email when Masum Rana Munna posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Masum Rana Munna:

Share