PLABON

PLABON PLABON ❤️NOUVY

06/12/2025

যার যোগ্যতা আছে এবং নিজের উপর কনফিডেন্স আছে,সে অন্যের সাফল্যে কখনোই হিংসা করে না। মানুষের খারাপ করে কখনো নিজের জীবন সুন্দর করা যায় না।যা করবেন,তাই ফেরত পাবেন।কখনো ধীরে কখনো বা খুব তাড়াতাড়ি।

🤫NP.Creation

26/11/2025

সব দেখবা সব শুনবা,শুধুই দেখবা কিন্তু কি করবা তা জানবা না।তার সাথেই খেলা যায় যে ভালো খেলতে পারে,আমিও খেলতেই চাই,খেল কতটা খেলার ক্ষমতা আছে।

🤫NP.Creation…

23/11/2025

মানুষের উপকার করে দেখছি,ভালোবেসেও দেখছি। মানুষ আসলে কিচ্ছু মনে রাখে না।আবেগ নিয়ন্ত্রনে আমি ধ্বংসের শেষ প্রান্তে।আমি বেঁচে আছি হতাশার কাছে পরাজিত না হয়ে।আমি হেরে গেলে শেষ হয়ে যাবে আমি নামে ছিল কেউ।

🤫NP.Creation…

22/11/2025
22/11/2025

এই পৃথিবীতে আমি কেবল একজনই।আমার কোন অনুলিপি নেই থাকবেও না।আমার মৃত্যুর পর আমাকে আবার সংস্কার করা যাবে না।আমার ভেতরে যা কিছু আছে,আমি বলে না গেলে,এই পৃথিবী কখনো জানতে পারবে না।

🤫NP.Creation…

21/11/2025

জীবনের গন্তব্যস্থল হারিয়ে ফেলেছি আমি।নিজেকে গোপন রাখতে গিয়ে বিলুপ্তির দিকে ছুটেছি মনের অজান্তে।নিজেকে খুঁজতে যেয়ে দেখি আমার অস্তিত্ব প্রায় বিলীন হওয়ার পথে।আমার সঙ্গী নিঃসঙ্গতা আমার সঙ্গী ছিলাম আমি।ইদানীং নিজেকেও আর খুঁজে পাইনা।ঘনিয়ে আসা অন্ধকারে প্রায় মিশে গেছি।নিরুপায় হয়ে ভাবি জীবনে এতটা পিছিয়ে যাবো কখনোই ভাবিনি।

🤫NP.Creation…

20/11/2025

Value না দিলে আমিও আর same energy দেখাই না,সেইটা যেই হোক।আমার জীবনে priority অনেক বড় ভূমিকা রাখে।১০১টা পথ চিনলেও আমি সবাইকে সব কিছু দেখাই না।মানুষের উপর ছোট ছোট investment করলেই বোঝা যায় সেই investment হইতে পারে সময়,মেধা,সুযোগ,কায়িক শ্রম কিংবা ভরসা। Investment এর কিচ্ছু রিটার্ন দরকার নাই।শুধু সেইম spark টা কাজ করে কিনা।যদি না করে,সেই স্টেইজ কিংবা প্লাটফর্ম আমার জন্য না।Save my energy,Execute your plan-B…?

🤫NP.Creation…

20/11/2025

একাকীত্ব উপভোগ করতে শিখুন পৃথিবীর সবচেয়ে সুখী মানুষের তালিকায় থাকবেন।ভালোবাসার কথা না হয় বাদই দিলাম তরে আমি যেভাবে চাইছিলাম না তার এক শতাংশও বেশি যদি অন্য কেউ চেয়ে থাকে আমার নামের ওপর থুতু দিস।

🤫NP.Creation

19/11/2025

সুখ কিনতে শখ বিক্রি করতে হয়,সুখের বিনিময়ে দুঃখ কিনেছি আমি।আমার জীবনে আমি কিছুই করতে পারিনি।আমার সামনের দেয়ালটা অনেক বড়,তাই আরালেই পরে থাকি।আশা না ছাড়া ব্যক্তিকে হারানো এত সোজা না।
🤫NP.Creation

19/11/2025

ক্ষমতা লড়তে শিখায়,ক্ষমতা না বুদ্ধি দিয়ে বাঁচতে শিখুন জিততে শেখাবে।রিক্স নিলে চরমভাবে নিব,বাঁচলে পরিবার খুশি মরলে প্রতিবেশী খুশি।আলহামদুলিল্লাহ্।
🤫NP.Creation

Address

Arazi Naogaon

Alerts

Be the first to know and let us send you an email when PLABON posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PLABON:

Share