Robin Islam SumoN

Robin Islam SumoN ⏪Digital Marketing♦️App Developer Android♦️SEO Professional♦️CPA Marketing♦️YouTube Marketing⏩

কাউকে নিয়ে সমালোচনা করা,            যতটা সহজ,     তার জায়গায় দাঁড়িয়ে,  তার পরিস্থিতি বোঝা ঠিক,           ততটাই কঠিন।
06/11/2022

কাউকে নিয়ে সমালোচনা করা,
যতটা সহজ,
তার জায়গায় দাঁড়িয়ে,
তার পরিস্থিতি বোঝা ঠিক,
ততটাই কঠিন।

⚠️আজ রাতে খেপুপাড়া দিয়ে উপকূল অতিক্রম করতে পারে সিত্রাং😢⚠️ভোলার চরাঞ্চলের কিছু এলাকা ৫ থেকে ৭ ফুট প্লাবিত⚠️বাতাসের গতি ঘ...
24/10/2022

⚠️আজ রাতে খেপুপাড়া দিয়ে উপকূল অতিক্রম করতে পারে সিত্রাং😢
⚠️ভোলার চরাঞ্চলের কিছু এলাকা ৫ থেকে ৭ ফুট প্লাবিত
⚠️বাতাসের গতি ঘণ্টায় ১১০ কি.মি. হতে পারে

যে যেখানে আছেন সাবধানে থাকার চেষ্টা করবেন।
বিপদের আশঙ্কা বেশি মনে হলে নিকটবর্তী নিরাপদ আশ্রয় কেন্দ্রে যাওয়ার অনুরোধ রইলো।

আল্লাহ আমাদের এ বিপদ থেকে রক্ষা করবেন🙏

ব্রেকিং নিউজ.......আজ সকাল ৮টা ৩০মিনিটের সময় চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে রানীরহাটের পরে সুগারমিল ব্রীজের উপর পাহাড়িকাবাস...
24/10/2022

ব্রেকিং নিউজ.......

আজ সকাল ৮টা ৩০মিনিটের সময় চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কে রানীরহাটের পরে সুগারমিল ব্রীজের উপর পাহাড়িকাবাস- কার্গো ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ।
অনেকের অবস্থা খুবই আশঙ্কাজনক।১০ জনের বেশি আহত হয়েছে বলে জানা গেছে। চালক ও হেলপার সহ আরও কয়েকজন কে চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

ইউরোপ আমেরিকা নয় এটি বাংলাদেশের কক্সবাজার রেলওয়ে স্টেশন🥰
23/10/2022

ইউরোপ আমেরিকা নয় এটি বাংলাদেশের কক্সবাজার রেলওয়ে স্টেশন🥰

চলে এলো ফেসবুকের নতুন আপডেট Sub Account ফিচার...!!😍★এখন থেকে আপনি আপনার আইডি থেকে চাইলেই আরো ৫ টি আইডি ক্রিয়েট করতে পারব...
21/10/2022

চলে এলো ফেসবুকের নতুন আপডেট Sub Account ফিচার...!!😍
★এখন থেকে আপনি আপনার আইডি থেকে চাইলেই আরো ৫ টি আইডি ক্রিয়েট করতে পারবেন... এক আইডি অন্য আইডির সাথে লিংক থাকায় থাকছে না লগ আউট করার ঝামেলা... সেই সাথে প্রতিটি অ্যাকাউন্টেই পাচ্ছেন আলাদা আলাদা নিউজফিড...!!
ফিলিংস শেয়ার করার জন্য যারা ফ্যামিলি মেম্বারদের ব্লক লিস্টে রাখেন তারা নিঃসংকোচে এখন আনব্লক করতে পারেন...🤭
★এই ফিচারটি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ফেইক অ্যাকাউন্ট ক্রিয়েট করা বন্ধ করা...🚫
★Sub Account ক্রিয়েট করার জন্য প্রথমে আপনার প্রোফাইলে গিয়ে থ্রি-ডট এ যাবেন। সেখানে একেবারে নিচেই পেয়ে যাবেন "Create Another Profile" অপশনটি...

20/10/2022

আতিফ আহমেদ নিলয় এর স্ত্রীর বর্তমান অবস্থা😭😭

আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একবার বলেছিলেন....আপনি যখন ব্যাবসা শুরু করবেন তখন দেখবেন,প্রথম যে মানুষগুলো আপনাকে বিশ্বাস...
20/10/2022

আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা একবার বলেছিলেন....

আপনি যখন ব্যাবসা শুরু করবেন তখন দেখবেন,
প্রথম যে মানুষগুলো আপনাকে বিশ্বাস করবে, তারা সবাই আপনার অপরিচিত মানুষ । কিন্তু প্রথমে

আপনার খুব কাছের বন্ধুরা হয়ত আপনার থেকে দূরত্ব বজায় রেখে চলবে।

কেউ কেউ হয়ত আপনার বিপক্ষেই দাঁড়িয়ে যাবে।
কেউ হয়ত ভাববে আপনি কিছুই করতে পারবেন না,
আপনাকে দিয়ে কিছুই হবে না ।

আপনি যখন আপনার কোন আত্মীয়ের কাছে কোন প্রডাক্ট বিক্রি করেন, তারা এটা ভাববে আপনি কতো টাকা লাভ করলেন কিন্তু তারা এটা ভাববে না তাদের কতো টাকা সেভিংস হলো !

এমনকি তারা আপনাকে ব্যতিত অন্যত্রে পন্য কিনে ঠকতেও দ্বিধা করবে না !

এরপর একটা সময় আসবে, যখন আপনি আপনার পরিশ্রমের ফল পাবেন।

হয়ত একটা ফ্যামিলি ডিনারের সবার গেট-টুগেদারের বিল দিবেন ।

দেখবেন সেই টেবিলটায় আপনার সব বন্ধু-বান্ধব, কাছের মানুষজন সবাই সেদিন উপস্থিত আছেন ।
নেই শুধু সেই অপরিচিত মানুষগুলোই। যারা আপনাকে বিশ্বাস করেছিলো !

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ।
05/10/2022

রাঙ্গামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে সাজেকের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ।

এক গলি রাস্তার মোড় দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তাকিয়ে দেখি ইলেকট্রিক পোষ্টের সাথে একটি কাগজ ঝুলছে। উৎসাহ নিয়ে সামনে এগিয়ে দ...
10/09/2022

এক গলি রাস্তার মোড় দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তাকিয়ে দেখি ইলেকট্রিক পোষ্টের সাথে একটি কাগজ ঝুলছে। উৎসাহ নিয়ে সামনে এগিয়ে দেখি কাগজের গায়ে লেখা, 'আমার ৫০ টাকার একটা নোট এখানে হারিয়ে গেছে। আপনারা যদি কেউ খুঁজে পান তবে আমাকে সেটি পৌঁছে দিলে বাধিত হব, আমি বয়স্ক মহিলা চোখে খুব কম দেখি।' তারপরে নিচে একটি ঠিকানা।

আমি এরপর খুঁজে খুঁজে ঐ ঠিকানায় গেলাম। হাঁটা পথে মিনিট পাঁচেক। গিয়ে দেখি একটি জরাজীর্ণ বাড়ির উঠোনে এক বয়স্ক বিধবা মহিলা বসে আছেন। আমার পায়ের আওয়াজ পেয়ে জিজ্ঞাসা করলেন "কে এসেছ?"
আমি বললাম, "মা, আমি রাস্তায় আপনার ৫০ টাকা খুঁজে পেয়েছি আর তাই সেটা ফেরত দিতে এসেছি।"
এটা শুনে মহিলা ঝরঝর করে কেঁদে দিয়ে বললেন, ' বাবা, এই পর্যন্ত অন্তত ৩০-৪০ জন আমার কাছে এসেছে এবং ৫০ টাকা করে দিয়ে বলেছে যে তারা এটি রাস্তায় খুঁজে পেয়েছে। বাবা, আমি কোন টাকা হারাই নাই, ঐ লেখাগুলোও লিখিনি। আমি খুব একটা পড়ালেখা জানিও না।

আমি বললাম, সে যাইহোক সন্তান মনে করে আপনি টাকাটা রেখে দিন। আমার কথা শোনার পর টাকাটা নিয়ে বললেন 'বাবা আমি খুব গরীব কি যে তোমায় খেতে দিব! একটু বসো।একটু জল অন্তত খাও। 'বলে ঘরে গিয়ে এক গ্লাস জল নিয়ে এলেন। ফেরার সময় তিনি বললেন, 'বাবা, একটা অনুরোধ তুমি যাওয়ার সময় ঐ কাগজটা ছিঁড়ে ফেলো সত্যি আমি লিখিনি।"

আমি ওনার বাড়ি থেকে বের হওয়ার সময় মনে মনে ভাবছিলাম, সবাইকে উনি বলার পরেও কেউ ঐ কাগজটি ছেড়েনি!
আর ভাবছিলাম ঐ মানুষটির কথা যিনি ঐ নোটটি লিখেছেন। ঐ সহায়সম্বলহীন বয়স্ক মানুষটাকে সাহায্য করার জন্য এত সুন্দর উপায় বের করার জন্য তাকে মনে মনে ধন্যবাদ দিচ্ছিলাম। হঠাৎ ভাবনায় ছেদ পড়লো একজনের কথায়। তিনি এসে বললেন, 'ভাই, এই ঠিকানাটা কোথায় বলতে পারেন, আমি একটি ৫০ টাকার নোট পেয়েছি, এটা ওনাকে ফেরত দিতে চাই।'

ঠিকানাটা দেখিয়ে দিয়ে হঠাৎ করে দেখি চোখে জল চলে আসল, আর আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বললাম, দুনিয়া থেকে মানবতা শেষ হয়ে যায়নি! এই ভাবেই বেঁচে থাকুক আমাদের মধ্যে মানবতা।

#সংগৃহীত

গল্পটি পড়ে আমার নিজের চোখ ও জ্বলজ্বল করে উঠলো, তাই আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না।

08/09/2022
১.কেউ যন্ত্রণা দিচ্ছে ? 🤫 চুপ হয়ে যান। ২.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি ? 🤫 চুপ হয়ে যান। ৩.কোন মানুষ অনেক অপ'মান ...
29/08/2022

১.কেউ যন্ত্রণা দিচ্ছে ?
🤫 চুপ হয়ে যান।
২.কেউ অনেক ভালবাসার পরও প্রাপ্যটা দেয়নি ?
🤫 চুপ হয়ে যান।
৩.কোন মানুষ অনেক অপ'মান করছে?
🤫 চুপ হয়ে যান।
৪.কেউ ঠকিয়ে গেছে ?
🤫 চুপ হয়ে যান।
৪.কেউ আপনাকে নিয়ে তুমুল মি'থ্যা দোষা'রোপ করছে ?
🤫 চুপ হয়ে যান।
৫.কেউ বিশ্বাস ঘা'ত'ক'তা করছে ?
🤫 চুপ হয়ে যান।
✅ এমন নিরব হয়ে যান সে মানুষগুলো যেনো আর কখনই আপনার শব্দ কিংবা ছায়া না দেখে । মৃ'ত হয়ে যান তাদের কাছে।
প্রতিজ্ঞা করুন আর কখনই ঘুরে তাকাবেন না । শুধু এই প্রতিজ্ঞাটা করতে পারলে আপনি কষ্ট পাবেন না । এই যে নিরবতা আপনাকে দম বন্ধ করা আ'র্ত'নাদ দিবে কিন্তু অপর পক্ষকে দিবে আফসোস । আসলে আমরা হারাবার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ করি ।
কিন্তু আপনি জানেন কি ? যে মানুষগুলো আপনাকে মানুষ বলে মূল্যায়ন করেনি , আপনাকে দম'বন্ধ কান্নার অনুভূতি দিয়েছে তারা আপনার কেউ না । তাই শব্দ দিয়ে , কান্না দিয়ে দুনিয়ার সমস্ত প্রায়োরিটি দিলেও ওরা আপনার মূল্য বুঝবে না ।

✅ তাই নিজের স্বার্থে বাঁচুন
নিজেকে ভালোবাসুন,,
আপনার একজন "রব" আছেন.!
সেজদায় গিয়ে বলে দিন,,
তিনি দুঃখ মুছার উপশম বিলি করেন..!!

- কেউ হাজার চেয়েও পায় না!😴- আবার কেউ পেয়েও রাখতে জানে না।
26/08/2022

- কেউ হাজার চেয়েও পায় না!😴

- আবার কেউ পেয়েও রাখতে জানে না।

🥰
24/08/2022

🥰

17/08/2022

এক ব্যাক্তির স্ত্রীর পঁয়তাল্লিশ বছর বয়সে মৃত্যু হল,সবাই যখন দ্বিতীয় বিয়ের পরামর্শ দিল।
উনি তখন বললেন স্ত্রীর সবচেয়ে বড় উপহার ছেলে আছে ওকে নিয়েই কেটে যাবে।
ছেলে যখন বয়স্ক হল ছেলেকে সব ব্যাবসা বুঝিয়ে দিয়ে কখনও নিজের আর কখনও বন্ধুর অফিসে সময় কাটাতে লাগলেন।
ছেলের বিয়ের পর উনি আরও বেশি একাকী হয়ে পড়লেন।
তখন পুরো বাসাতে বৌমার অধিকারে দিয়ে দিলেন।
ছেলের বিয়ের এক বছর পরে উনি দুপুরে খাবার খাচ্ছিলেন ছেলেও অফিস থেকে এসে হাত মুখ ধুয়ে খাবার খাওয়ার জন্য তৈরি হচ্ছিল।
ছেলে শুনতে পেল বাবা খাবার পর দই চাইল আর বৌ জবাব দিল আজকে ঘরে দই নেই!
খাবার খেয়ে বাবা বাহিরে হাটতে চলে গেল।
কিছু পরে ছেলে তার বৌয়ের সাথে খাবার খেতে বসল।
খাবারে পাত্র ভরে দই ছিল ছেলে কোন প্রতিক্রিয়া না জানিয়ে খাবার খেয়ে অফিস চলে গেল।
কিছু দিন পর ছেলে নিজের বাবাকে বললেন ---"আজ আপনাকে কোর্টে যেতে হবে আর আজ আপনার বিবাহ হচ্ছে "।
পিতা আশ্চর্য হয়ে ছেলের দিকে দেখল আর বললেন "বাবা! আমার আর বিয়ের দরকার নেই, আর আমি তোমাকে এত স্নেহ দিই যে তোমারও মায়ের দরকার নেই, তো আবার বিয়ে কেন??
ছেলে বলল "বাবা, না আমি নিজের জন্য মা আনছি, না নিজের স্ত্রীর জন্য শ্বাশুড়ি আনছি!
আমি তো কেবল আপনার জন্য দই এর ব্যাবস্থা করছি! কাল থেকে আমি ভাড়া বাড়িতে আপনার বৌমার সাথে থাকব আর আপনার অফিসের এক কর্মচারীর মত বেতন নেব যাতে আপনার বৌমা জানতে পারে দই এর দাম কত।
*মা-বাবা আমাদের জন্যে ATM কার্ড হতে পারেন*
*কিন্তু তারা আমাদের দয়ায় না বরং আমরা তাদের দয়ায় বেঁচে থাকি।
________

🤣🤣🤣!এক বুড়ি ময়মনসিংহের বাসে উঠেছে ! বাসে উঠেই সে হেল্পারকে বলল, ভালুকা আইলে আমারে কইয়েন !হেল্পার তাকে আশ্বস্ত করে বললোঃ ...
16/08/2022

🤣🤣🤣!
এক বুড়ি ময়মনসিংহের বাসে উঠেছে !
বাসে উঠেই সে হেল্পারকে বলল, ভালুকা আইলে আমারে কইয়েন !
হেল্পার তাকে আশ্বস্ত করে বললোঃ ঠিক আছে,ঠিক আছে। বাস চলতে শুরু করলো।
বুড়ি দুই মিনিট পরেই হেল্পারকে বললোঃ ভালুকা আইছে? হেল্পার উত্তরে ‘না’ বলল !
কিন্তু বুড়ি দুই মিনিট পর পর হেল্পারকে এই প্রশ্ন করতে লাগল! হেল্পার ও বাসের যাত্রীরা বিরক্ত হয়ে বুড়িকে ধমক দিল! বুড়ি তখন ভয়ে চুপ।
এদিকে বাস চলতে চলতে ভালুকা ছাড়িয়ে সামনের স্টপেজের মাঝামাঝি চলে এলো।
তখন হেল্পারের মনে পড়লো যে, বুড়িমা তো ভালুকার কথা বলে রেখেছিল!
বাসের সব যাত্রী তখন হেল্পারকে বকাঝকা করে বাস ঘোরাতে বললো।
তো বাস আবার ঘুরিয়ে ভালুকায় এলো।
হেল্পার বুড়িকে বললোঃ বুড়িমা, ভালুকা আসছে !
আপনে নামেন !
বুড়ি চোখ কুঁচকে জবাব দিলঃ নামমু কে?
আমি যাইয়াম মমিসিং (ময়মনসিংহ) ডাক্তার আমারে ডাহাত্তন (ঢাকা থেকে) একটা ট্যাবলেট খাওয়াইয়া কইছে ভালুকায় গিয়া আরেকটা খাইতে !
আমি এখন ট‍্যাবলেট খাইবাম! পানি দে!😆😆

©️সংগৃহীত

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে প্রাইভেটকারের ৪ আরোহী নিহত, আহত ২
15/08/2022

রাজধানীর উত্তরায় বিআরটি প্রকল্পের ক্রেন থেকে গার্ডার পড়ে প্রাইভেটকারের ৪ আরোহী নিহত, আহত ২

I am going to Dhaka🥰
10/08/2022

I am going to Dhaka🥰

Address

Ashuganj

Alerts

Be the first to know and let us send you an email when Robin Islam SumoN posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Robin Islam SumoN:

Share