গল্পের শহর

গল্পের শহর Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from গল্পের শহর, Video Creator, Ashuganj, Brahmanbaria, Ashuganj.

মানব সেবা শ্রেষ্ঠ ধর্ম🌹🌹🌹
💞 আলাপন মধুর হয় নির্জনে স্মৃতি ভেসে আসে একাকিত্বে।
ব্যর্থতার গল্পে 😭😭 থাকা সত্বেও সুখ সাফল্যে নিশ্চিত।
আগাতের পাল্টা জবাবে চুপ থাকা উত্তম।
🌹ফুটপাতে ঘুমিয়ে থাকা ব্যক্তি সর্বোচ্চ সুখী🌹
🌹কারো প্রয়োজনে তুমি সবার প্রিয়জন🌹

31/01/2025

শুভ সন্ধ্যা।

😂😂(পাগলের কথা)😂😂😂😂লিখেছি নিজেই চ্যাটের বাল😂😂আমার চ্যাটের মরিচ ক্ষেত যেই ভাবে খুশী সেই ভাবে আগাছা পরিষ্কার করব তোমাদের এত...
23/09/2024

😂😂(পাগলের কথা)😂😂
😂😂লিখেছি নিজেই চ্যাটের বাল😂😂
আমার চ্যাটের মরিচ ক্ষেত যেই ভাবে খুশী সেই ভাবে আগাছা পরিষ্কার করব তোমাদের এত মাথা ক্যান।
আগে যখন পাঙ্গাশ খাইছি ইলিশ মনে করে এখন খাইলে সমস্যা কি।
এখনতো মনের ভাব প্রকাশ করতে পারি।
ইন্ফেক্ট,খাইয়া ডাইল নিও কিন্তু পরে নিও এই কথা বলে না কেহ।
দিন শেষে পাঁচশত টাকার কামলা আমি ডোনাল্ড ট্রাম্পের ভাব লইয়া লাভ কি?

আয়না ঘর নিয়ে কত কল্পকাহিনী সবার ঘরেই আছে আয়না ঘর তারপরও কত বাহাদুরি।
ফখরুল ভাই আর কাদের ভাই পুংটামির শেষ নাই।
আমার ভাই তোমার ভাই ফখরুল ভাই আর কাদের ভাই,ভাইদের মাথায় তেল দিতে বাবার পিঠের ছাল নাই।

আমার বাবা তোমার বাবা আরো আছে ভন্ড বাবা,আলেম ওলামার অভাব নাই হক কথা কহিবার সাহস নাই।
ভন্ড বাবা তাবিজ দেয় ইল বাবা ইস আমার তাবিজ নিস।
আলেম ওলামা ফতুয়া দেয় সুদ খাওয়া হারাম,সুদের বাড়িতে ভোজন শেষে লম্বা মোনাজাত।

আমি পাগল তুমি পাগল,পাগল কেউ না,
পাগল ঘুরে শূণ্য পকেটে নাইকো তার ঠিকানা।
ডাক্তার আছে সেবা দিচ্ছে তবু ডাক্তার নহে
নানান জনের নানান উক্তি করছেনা কেহ যুক্তি,ডাক্তার বাবু হারাইছে কি শক্তি।

দিন আনি দিন খাই,আমার কোনও চিন্তা নাই,ফখরুল কাদেরের ধরকার নাই।
কইতে কইতে বেলা শেষ,মরিচ ক্ষেতের জীবন শেষ।
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

এক সাথে আর হবেনা পথ চলা,একসাথে হবেনা আর চায়ের দোকানে আড্ডা,একসাথে আর হবেনা মেঘনার তীরে জাহাজে গল্প করা,এক সাগর বেদনা দিয়...
01/09/2024

এক সাথে আর হবেনা পথ চলা,
একসাথে হবেনা আর চায়ের দোকানে আড্ডা,
একসাথে আর হবেনা মেঘনার তীরে জাহাজে গল্প করা,এক সাগর বেদনা দিয়ে গেলে অবশেষে।
ভালো থেকো তুমি কোন এক নতুন শহরে।

"সৃষ্টি সেবার ইবাদত ------ইনসানিয়াত ইনসানিয়াত।"সৈয়দ আল্লামা ইমাম হায়াত=====================আল্লামা ইমাম হায়াত এর নির্দেশ...
22/08/2024

"সৃষ্টি সেবার ইবাদত ------
ইনসানিয়াত ইনসানিয়াত।"
সৈয়দ আল্লামা ইমাম হায়াত
=====================

আল্লামা ইমাম হায়াত এর নির্দেশনায় বিশ্ব ইনসানিয়াত বিপ্লব এর উদ্যোগে বি-বাড়ীয়া জেলার বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে খাদ্যদ্রব্য সামগ্রী এবং প্রয়োজনীয় ঔষধ সরবরাহ নিয়ে বি-বাড়ীয়া আখাউড়া যাচ্ছেন আমাদের প্রতিনিধি টিম। সার্বিক সহযোগীতায় থাকবেন বি-বাড়ীয়া জেলার সম্মানিত নেতৃবৃন্দ।

সার্বিক তত্ত্বাবধানেঃ
------------------------------
জনাব শাহজাদ হক - 01925832544
আল্লামা শওকত মাহমুদ - 01710221525
মঞ্জু আহমেদ - 01620327869
কেফায়েত উল্লাহ - 01611645827
শেখ রাসেল - 01746704218
আশরাফুল সরকার - 01618474633
নাজমুল হুসাইন - 01893335755
আবদুল রাহিম - 01756006590

সেখানে ভলান্টিয়ার কাজে আগ্রহীগন যোগাযোগ করুন উপরের যেকোন নাম্বারে-
------------------------------------

যারা সহযোগিতা করতে চান নিম্নোক্ত বিকাশ নাম্বার ও একাউন্ট নাম্বারে সহযোগিতা পাঠাতে পারেন-
----------------------------------------
01521517028 (Bikash+Rocket)
01620327869
01746704218

ব্যাংক ডিটেইলসঃ
-------------------------
Ashraful Sarkar Naiem
2121050015283
Brahmanbaria Branch
Ducth Bangla Bank

MD Munju Mia
Premier bank
Account number:0012100002100
Brahmanbaria Branch

চিনতে পারছেন কি?মনে আছে কি?চিনতে পারলে সাহস করে দু এক লাইন বলে যান।
20/08/2024

চিনতে পারছেন কি?
মনে আছে কি?
চিনতে পারলে সাহস করে দু এক লাইন বলে যান।

06/08/2024
যদি ভালো লাগে কেউ আমিন না বলে যাবেন না।
11/07/2024

যদি ভালো লাগে কেউ আমিন না বলে যাবেন না।

06/07/2024

যেই দেশে নেতা হতে গিয়ে মায়ের বুক খালি হয় সেই দেশে রাজনীতি বলে কিছু আছে মনে হয়না

25/06/2024

কি কামডা করলাম।

কখনও কখনও চেনা পথ অচেনা হয়ে যায় কিছু কিছু অপ্রকাশিত গল্প নিয়ে।আকাশে মেঘ ভেসে বেড়ায়,মনের গহীনে অঝোরে ঝরে বৃষ্টি।অবাক চোখে...
25/06/2024

কখনও কখনও চেনা পথ অচেনা হয়ে যায় কিছু কিছু অপ্রকাশিত গল্প নিয়ে।
আকাশে মেঘ ভেসে বেড়ায়,মনের গহীনে অঝোরে ঝরে বৃষ্টি।
অবাক চোখে চেয়ে দেখি হাজারো রকমের চিন্তা শক্তি।

22/06/2024

মসজিদে কপাল ঠুকলে মুমিন বান্দা হওয়া যায়না।

Address

Ashuganj, Brahmanbaria
Ashuganj

Telephone

+8801918577594

Website

Alerts

Be the first to know and let us send you an email when গল্পের শহর posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to গল্পের শহর:

Share

Category