Mohammad Hanif Vai

Mohammad Hanif Vai Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mohammad Hanif Vai, Digital creator, Chittagong.

ভালো লাগলে একবার ঘুরে আসুন 👈 আমার পেইজে♥️👈
আমি Ai সহ সব ধরনের ভিডিও🎬 দিয়ে থাকি 👈 এই পৃথিবীটা সারা জীবনের জন্য নয় অল্প দিনের জন্য মনে রাখবেন 👈

22/08/2025

মন ভালো নেই মা অসুস্থ তাই তেমন একটা পোস্ট দেই না সবাই আমার মার জন্য দোয়া করবেন🤲♥️

সুন্দর নিদেশন ♥️রোজ গার্ডেন প্যালেস বাংলার ঢাকায় একটি প্রাসাদ এবং বাগান।  19 শতকের শেষভাগে নির্মিত, এটি আওয়ামী লীগের জ...
10/08/2025

সুন্দর নিদেশন ♥️রোজ গার্ডেন প্যালেস বাংলার ঢাকায় একটি প্রাসাদ এবং বাগান। 19 শতকের শেষভাগে নির্মিত, এটি আওয়ামী লীগের জন্মস্থান হয়ে ওঠে 23 জুন 1949, বিভাজনের পরে, যখন পূর্ব বাঙালি উদারপন্থী এবং সামাজিক গণতন্ত্রীরা পাকিস্তানে মুসলিম লীগের বিরুদ্ধে একটি বিকল্প রাজনৈতিক শক্তি গঠন করতে ঢাকায় একত্রিত হয়।

অট্টালিকাটি নির্মাণ করেছিলেন একজন হিন্দু জমিদার (জমিদার) হৃষিকেশ দাস। এক দশক ধরে ওই প্রাসাদে থাকতেন। 1927 সালে, তিনি দেউলিয়া হয়ে পড়েন এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নবীনগরের আরেক জমিদার বশিরুদ্দিন সরকারের কাছে বাড়িটি বিক্রি করেন। পরে বশিরুদ্দিন সরকারের মৃত্যুর পর বাড়িটি এক ব্যবসায়ীর কাছে বিক্রি করে দেয় তার পরিবার।👈👈 Mohammad Hanif Vai

#প্রত্নতত্ত্ব #দুর্গ #ইতিহাসের_অধ্যায় #মোঘল_সাম্রাজ্যে #তারিখহিন্দ #ইতিহাসনামা #ইতিহাস #নবাব

দেশের স্বর্ণ রত্ন দেশপ্রেমিক আমরা  চিনি না আমরা বিনদেশের পচা আবর্জনা জিনিস নিয়ে আমরা ঘাটাঘাটি করি বেশি😍😰👈তাহলে মন দিয়ে ...
06/08/2025

দেশের স্বর্ণ রত্ন দেশপ্রেমিক আমরা চিনি না আমরা বিনদেশের পচা আবর্জনা জিনিস নিয়ে আমরা ঘাটাঘাটি করি বেশি😍😰👈

তাহলে মন দিয়ে একটু পড়ুন এই লাইন গুলো 👈 😭

প্রতিবছর পাশের দেশের ডা. দেবি শেঠির মূলা ঝুলিয়ে দেশ থেকে চলে যাচ্ছে হাজার হাজার ডলার।

➡️আমীরে জামায়াত ডা: শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারী যিনি করেছেন ডা: জাহাঙ্গীর কবির স্যার এশিয়া না শুধু, পৃথিবীর ওয়ান অফ দা বেস্ট কার্ডিয়াক সার্জন।

➡️গতকাল ইউটিউবে ওনার একটা সাক্ষাৎকার দেখছিলাম ২০২৩ সালের। তখন পর্যন্ত প্রায় ২৮হাজার কার্ডিয়াক সার্জারী ওনি পারফর্ম করে ফেলেছিলেন। সংখ্যাটা একবার ইমাজিন করেন জাস্ট।

➡️চ্যাটজিপিটিতে সার্চ করলাম। পাশ্ববর্তী দেশ ভারতের ডা. দেবি শেঠির সম্ভবত ১৫হাজার অপারেশন করার অভিজ্ঞতা আছে।

➡️ডা. দেবি শেঠি পাশের দেশে হিরোদের মতো সম্মান পায়,কয়েকশো ডকুমেন্টারি তৈরী হয়েছে উনাকে নিয়ে।

➡️আমাদের হিরোকে আমরা কয়জন চিনি? কতোটা গ্লোরিফাই করি তার এবং তার টিমের এই অর্জন??

➡️অথচ প্রতিবছর ডা. দেবি শেঠির মূলা ঝুলিয়ে দেশ থেকে চলে যাচ্ছে হাজার হাজার ডলার। বাংলাদেশের রোগীদের কেন্দ্র করে ইন্ডিয়ায় গড়ে উঠেছে বিশাল বানিজ্য। এই বানিজ্য যাতে পূর্ন বহাল থাকে তার জন্য ইন্ডিয়ান গোয়েন্দা সংস্থা,বাংলাদেশের ইন্ডিয়ার পা চাটা সরকার আর দেশের হলুদ সাংবাদিকরা আমাদের জাহাঙ্গীর স্যারের মতো হিরোকে গ্লোরিফাই করে না। করলেই তো ভারতের মার্কেট লস।

➡️আমিরে জামায়াতকে ডাক্তার সমাজের পক্ষ থেকে ধন্যবাদ যে আমাদের দেশের চিকিৎসকদের উপর ভরসা রেখেছেন। পাশাপাশি অদূর ভবিষ্যতে বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তি,সচিবসহ সকলের জন্য চিকিৎসার নামে বিদেশের বিলাসিতার পথটা কঠিনই করে তুললেন।

➡️ওনার এই কাজকে আমার আধুনিক মালয়েশিয়ার জনক মাহাথির মোহাম্মদের মতো লেগেছে। হার্ট অপারেশন করানোর জন্য মাহাথির বিদেশ যান নাই। নিজ দেশেই হার্ট সেন্টার প্রতিষ্ঠা করে সেখানে অপারেশন করেছেন।

- সাজিদ আল আমিন

  """ আমেরিকার এফ-৩৫ যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্পেন। ২০১৭ সাল থেকে এই এফ-৩৫ যুদ্ধ বিমান কেনার আলোচনা শ...
06/08/2025



""" আমেরিকার এফ-৩৫ যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত থেকে সরে এসেছে স্পেন। ২০১৭ সাল থেকে এই এফ-৩৫ যুদ্ধ বিমান কেনার আলোচনা শুরু করে। এক পর্যায়ে সিদ্ধান্ত হয় যে স্পেনের নৌ বাহিনীর জন্য ৮-১২ টা বিমান কিনবে স্পেন। আমেরিকা তখন একেকটা বিমানের দাম চায় প্রায় ৩০০ মিলিয়ন ডলার করে। এই দামের মধ্যে আবার বিমানের ইঞ্জিন এবং অন্যান্য কিট যুক্ত না। সেগুলোর দাম পরে যুক্ত করা হবে। তখন স্পেন এ নিয়ে দর কষাকষি করতে চায়। আমেরিকা জানায় এতো অল্প কয়টা বিমান কিনলে কোনও দরকষাকষি করার সুযোগ নেই। যদি বেশি বিমান কিনে তাহলে দামে ছাড় দিবে। পরবর্তীতে স্পেন তার বিমান বাহিনীর জন্যও ৮০ টা এফ৩৫ যুদ্ধ বিমান কেনার সিদ্ধান্ত নেয়। আমেরিকা দাম কিছুটা কমিয়ে ধরে। মোট প্রায় ১০-১১ বিলিয়ন ডলারের চুক্তি হয়।

ঠিক সেই মুহূর্তে স্পেন আবার ইউরোপের ইউরোফাইটার প্রকল্পে যুক্ত ছিল। এই দুই জায়গায় টাকা দিতে পারবে না বলে স্পেন ইউরোফাইটার প্রকল্প থেকে নিজেকে কিছুটা গুছিয়ে নেয়।

গত ২ বছরে বিশ্বে অনেক কিছুর পরিবর্তন হয়েছে। এখন আর আমেরিকার মিত্ররাও আমেরিকাকে বিশ্বাস করতে পারছে না। নতুন নতুন অস্ত্র নিয়ে আসছে কিছু দেশ। তাদের কাছ থেকে অস্ত্র কিনছে।

স্পেন এখন বলছে সে এখন আর আমেরিকার এফ৩৫ নিবে না। তার প্রয়োজন সে ইউরোপের অন্য সব দেশের যুদ্ধ বিমানের মাধ্যমে পূরণ করবে।👈
Mohammad Hanif Vai

06/08/2025

I got over 10 reactions on one of my posts last week! Thanks everyone for your support! 🎉

ভারত - আমেরিকা ১। আমেরিকায় বিদেশি শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভারতীয়রা। দেশটির বিদেশি শিক্ষার্থীদের ২৯% ভারতীয়। ২। ব...
05/08/2025

ভারত - আমেরিকা

১। আমেরিকায় বিদেশি শিক্ষার্থীদের মধ্যে সবচেয়ে বেশি ভারতীয়রা। দেশটির বিদেশি শিক্ষার্থীদের ২৯% ভারতীয়।
২। বিশ্বে সবচেয়ে বেশি ভারতীয় অভিবাসী বসবাস করে আমেরিকায়। প্রায় ৫০ লাখ ভারতীয় আমেরিকায় আছে। আর আমেরিকায় বসবাসকারী অভিবাসীদের সংখ্যায় ভারতীয়রা মেক্সিকোর পরে দ্বিতীয় অবস্থানে আছে।
৩। আমেরিকার IT সেক্টরে সবচেয়ে বেশি কাজ করে ভারতীয়রা। সংখ্যাটা কোন কোন ২ থেকে আড়াই লাখেরও বেশি হতে পারে বলে ধারনা করছে।
৪। আমেরিকার সবচেয়ে বড় বড় বহুজাতিক IT কোম্পানিগুলোর CEO বা প্রধান পরিচালকের পদে বেশি আছে ভারতীয়রা।
৫। আমেরিকা ভারতের সবচেয়ে বড় রপ্তানি বাজার। গতবছর আমেরিকায় প্রায় ৮০ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করেছে ভারত।
৬। রাশিয়ার পর আমেরিকা হচ্ছে ভারতের কাছে দ্বিতীয় বৃহত্তম অস্ত্র বিক্রিকারি দেশ। ভারত তার অস্ত্র আমদানির প্রায় ৪০-৪৫% কিনে আমেরিকার কাছ থেকে।
৭। আমেরিকায় শক্তিশালী লবি আছে যে সব দেশের তার মধ্যে ভারত অন্যতম একটি।
৮। বর্তমান ট্রাম্প প্রশাসনে খুব সম্ভবত ইহুদিদের পর সবচেয়ে বেশি লোক আছে ভারতীয় বংশোদ্ভূত!

এত কিছুর পরেও ট্রাম্প ভারতের উপর ক্ষ্যাপা!
কারণ?

রাশিয়ার কাছ থেকে তেল কিনছে!
আর ট্রাম্পকে থ্যাংকস জানায় নাই !

শুধু এই দুইটি কারণই দেখানো হয়েছে।

কিন্তু আসলেই কি এই দুইটি কারণেই ট্রাম্পের এত রাগ

04/08/2025

আমার মার জন্য সবাই দোয়া করবেন আমার মা খুব অসুস্থ

ফেসবুকের কারিঘর মার্ক জুকারবার্গ এর ২০০০-এর দশকের শুরুর দিকে, হার্ভার্ড ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র মার্ক জাকারবা...
02/08/2025

ফেসবুকের কারিঘর মার্ক জুকারবার্গ এর ২০০০-এর দশকের শুরুর দিকে, হার্ভার্ড ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের ছাত্র মার্ক জাকারবার্গ একটা ছোট্ট অনলাইন প্রজেক্ট শুরু করেন। নাম ছিল “Thefacebook”। ওটা ছিল মূলত হার্ভার্ডের ছাত্রদের নিজেদের মধ্যে যুক্ত হতে সাহায্য করার জন্য তৈরি একটি ডিজিটাল ডিরেক্টরি।

কিন্তু সেই সাধারণ আইডিয়া খুব দ্রুত জনপ্রিয় হয়ে ওঠে। কয়েক সপ্তাহের মধ্যেই এটি ছড়িয়ে পড়ে অন্যান্য আইভি লিগ বিশ্ববিদ্যালয়েও।

জাকারবার্গ তখন বন্ধুদের সঙ্গে হাত মেলান। ডাস্টিন মোস্কোভিটজ, এডুয়ার্ডো স্যাভেরিনসহ কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু নিয়ে দিন-রাত কাজ করতে থাকেন প্রজেক্টটি বড় করার জন্য।

একসময় সিদ্ধান্ত নেন- পুরোপুরি ফেসবুকেই মনোযোগ দেবেন। তাই হার্ভার্ড ছেড়ে চলে যান সিলিকন ভ্যালিতে। সেখান থেকেই শুরু হয় নতুন অধ্যায়।

যে জিনিসটি একসময় ছিল শুধুমাত্র ছাত্রদের জন্য বানানো একটি ক্যাম্পাস সোশ্যাল ডিরেক্টরি, সেটাই আজ হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগমাধ্যম- ফেসবুক।

Good morning Everyone ♥️🎊👈  🌹🎊♥️
02/08/2025

Good morning Everyone ♥️🎊👈
🌹🎊♥️

Address

Chittagong
POSTCODE

Telephone

01818594786

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mohammad Hanif Vai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share