
22/07/2025
সবাই দৌড়াচ্ছিল বাইরে। আগুন লেগেছে স্কুলে। মাইলস্টোন স্কুলের আকাশে তখন ধোঁয়া আর চিৎকার। কিন্তু রজনী ছুটলেন উল্টো দিকে—ভেতরের দিকে। মেয়েটা কি শ্রেণিকক্ষে আটকে আছে? আগুনের ভয় ভুলে তিনি ছুটলেন মেয়েকে বাঁচাতে। কেউ বলেছিল, “যেও না, কিছু হবে না”—কিন্তু তিনি থামেননি। তখনও জানতেন না, তার মেয়ে আগেই বের হয়ে গেছে স্কুল থেকে।
মেয়েটা বেঁচে গেছে।
আর রজনী?
তিনি ফিরলেন না। আগুনে পুড়ে প্রাণ দিলেন।
শুধু এই ভেবে—"আমার মেয়ে ভেতরে"।
এই গল্প কেবল এক জন মায়ের মৃত্যু নয়, এ এক ভালোবাসার শ্রেষ্ঠ উদাহরণ। মা মানে কী? মা মানে, আগুনের মাঝেও ছুটে যাওয়া। নিজের জীবন দিয়ে সন্তানকে আগলে রাখার শেষ চেষ্টাটা করা।
#আমার #সবাই #মা