পিরান-বাড়ি

পিরান-বাড়ি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from পিরান-বাড়ি, Digital creator, Ati.

"জামদানির আভিজাত্যে নিজেকে উপস্থাপন করুন।বাংলার ঐতিহ্যের অন্যতম নিদর্শন জামদানি। প্রতিটি বুননে মিশে আছে আমাদের সংস্কৃতি,...
22/01/2025

"জামদানির আভিজাত্যে নিজেকে উপস্থাপন করুন।
বাংলার ঐতিহ্যের অন্যতম নিদর্শন জামদানি। প্রতিটি বুননে মিশে আছে আমাদের সংস্কৃতি, রুচি এবং শৈল্পিকতার গল্প। শুধু পরিধান নয়, এটি আমাদের আত্মবিশ্বাসের প্রতিচ্ছবি।

নিজেকে তুলে ধরুন ভিন্নধর্মী স্টাইলে, যেখানে ঐতিহ্য ও আধুনিকতার মিলন। "জামদানির সৌন্দর্যে হয়ে উঠুন আরও অনন্য।"

একই সাজে আপন আর প্রিয়জন
জামদানি কাপল সেট!
💑 নিজের ও প্রিয়জনের জন্য আদর্শ উপহার।

কাপল সেট অর্ডার করতে ইনবক্সে মেসেজ করুন।

#জামদানি_কাপলসেট #বাংলারঐতিহ্য #কাপলগোলস #পাঞ্জাবি_থ্রিপিস

পিরান-বাড়ি পেইজে  জামদানি শাড়ি এবং থ্রিপিস এর উপর ডেলিভারি চার্জ ফ্রি অফার চলছে সেটা কি জানেন তো? পুজা উপলক্ষে এই অফার ...
01/10/2024

পিরান-বাড়ি পেইজে জামদানি শাড়ি এবং থ্রিপিস এর উপর ডেলিভারি চার্জ ফ্রি অফার চলছে সেটা কি জানেন তো?

পুজা উপলক্ষে এই অফার কিন্তু থাকবে আগামী মাসের ৯ তারিখ পর্যন্ত!

যাইহোক, ছবিতে হাফসিল্ক জামদানি থ্রিপিস এর সুন্দর সুন্দর কালার কম্বিনেশন।।

অর্ডার করতে দ্রুত ইনবক্সে মেসেজ করুন।

01/09/2024

দেখে কি মনে হচ্ছে?
সুই সুতায় তোলা নকশা তাই না!
একদমই না। এটা তাঁতে তোলা জামদানির নকশা। কতটা ইউনিক তাই না😍

এমন সুন্দর জামদানিটা পাবেন পিরান-বাড়ি পেইজে।

#পিরানবাড়ি

হাফসিল্ক জামদানি থ্রিপিস মানেই সৌন্দর্যের স্বপ্নীল...!! আবহমান জামদানির প্রাচুর্যতা এবং এর প্রতি মানুষের দুর্বলতা সেই আদ...
13/08/2024

হাফসিল্ক জামদানি থ্রিপিস মানেই সৌন্দর্যের স্বপ্নীল...!!

আবহমান জামদানির প্রাচুর্যতা এবং এর প্রতি মানুষের দুর্বলতা সেই আদিকাল থেকে এখনো পর্যন্ত আছে......

হাফসিল্ক জামদানি থ্রিপিস, মার্জিত রুচিসম্মত ও রুচিশীল ড্রেস.....যে কোন অকেশনে জামদানি ড্রেস গুলো একটা স্মার্ট লুক এনে দেয়।

জামদানি ড্রেস গুলো সব সময়ই নতুন, যা আপনাকে ভিন্ন সাজে নতুন করে সাজাবে৷৷৷

▶️হাফসিল্ক জামদানি থ্রিপিস৷
👉কামিজের কাপড় সাড়ে তিন গজ৷
👉সালোয়ারের কাপড় আড়াই গজ৷
👉ওড়নার লম্বা পাঁচ হাত৷
👉বহর সোয়া দুই হাত৷

#পিরানবাড়ি
#জামদানি_থ্রিপিস

প্রয়োজনীয় পোস্ট।  এটি শেয়ার করে রাখুন। কোনো শিক্ষার্থীকে মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানি করা হলে তাদের সাথে যোগাযোগ করুন...
17/07/2024

প্রয়োজনীয় পোস্ট। এটি শেয়ার করে রাখুন।

কোনো শিক্ষার্থীকে মিথ্যা মামলায় গ্রেফতার ও হয়রানি করা হলে তাদের সাথে যোগাযোগ করুন।

(তারা বিনা ফিতে আইনগত সহায়তা দিতে প্রস্তুত)

আইনজীবী টিমঃ

অ্যাডভোকেট তাজুল ইসলাম (রাবি)
মোবাইল:+880 1739-079866

ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া (ঢাবি)
মোবাইল:+880 1711-945604

অ্যাডভোকেট আলী নাছের খান (ঢাবি)
মোবাইল:+880 1729-921148

অ্যাডভোকেট তারেক আব্দুল্লাহ (ঢাবি)
মোবাইল:+8801925117636

অ্যাডভোকেট এস এম তাসমিরুল ইসলাম (এম আই ইউ, JnU)
মোবাইল: +8801686668225

সংগৃহীত

দারুণ না! এই সুন্দর জামদানী শাড়ি পেয়ে যাবেন আমাদের পেইজে।
05/07/2024

দারুণ না!
এই সুন্দর জামদানী শাড়ি পেয়ে যাবেন আমাদের পেইজে।

পিওর মসলিন শাড়িতে অপরাজিতা পেইন্ট। সাদার উপর অপরাজিতা পেইন্ট টা চমৎকার ভাবে ফুটে আছে।  আপনি চাইলে আপনার পছন্দের ডিজাইন অ...
25/06/2024

পিওর মসলিন শাড়িতে অপরাজিতা পেইন্ট। সাদার উপর অপরাজিতা পেইন্ট টা চমৎকার ভাবে ফুটে আছে।

আপনি চাইলে আপনার পছন্দের ডিজাইন অর্ডার করে রেডি করতে পারেন।

ডিজাইন কাস্টমাইজ করতে পিরান-বাড়ি পেইজে মেসেজ করুন।

পিওর কটনের হ্যান্ডপেইন্ট টুপিস।  পুরো ওড়নায় এই পেইন্ট থাকবে। কামিজে নিচে আর গলার অংশে থাকবে। আপনি চাইলে আপনার পছন্দের ডি...
25/06/2024

পিওর কটনের হ্যান্ডপেইন্ট টুপিস।
পুরো ওড়নায় এই পেইন্ট থাকবে।
কামিজে নিচে আর গলার অংশে থাকবে।

আপনি চাইলে আপনার পছন্দের ডিজাইন অর্ডার করে রেডি করতে পারেন।

ডিজাইন কাস্টমাইজ করতে পিরান-বাড়ি পেইজে মেসেজ করুন।

এতদিনে মনের মত কিছু খুঁজে পেলেন । তাই না ❓কটন জামদানি ওড়না গুলো যেকোনো সাধারণ কামিজ  বা কূর্তির  সৌন্দর্য বাড়িয়ে দেয়...
25/06/2024

এতদিনে মনের মত কিছু খুঁজে পেলেন । তাই না ❓

কটন জামদানি ওড়না গুলো যেকোনো সাধারণ কামিজ বা কূর্তির সৌন্দর্য বাড়িয়ে দেয় বহুগুণ । এগুলো শতভাগ কটন হওয়াতে অনেক বেশি আরামদায়ক ।

👉 অনেক আপুরাই হিজাব হিসেবেও কিন্তু ওড়না গুলো নিচ্ছেন ।

👉 ছবিতে যে কামিজের কাপড় দেখতে পাচ্ছেন সেগুলো কিন্তু সেলের জন্য নয়। একটা সিম্পল কামিজের উপর জামদানি ওড়নাগুলো কতটা সুন্দর লাগে সেটা বোঝানোর জন্য কামিজের ছবি দেয়া হয়েছে । শুধু ওড়না গুলোর প্রাইস জানতে আমাদের পেজে ইনবক্স করুন অথবা কমেন্ট করুন প্লিজ।🙏

( টাঙ্গাইল তাঁতের শাড়ি, থ্রিপিস, পাঞ্জাবি পিস, ওড়না পাইকারি অথবা খুচরা নিতে আমাদের পেজ ভিজিট করুন। আমরা সরাসরি টাঙ্গাইল থেকে তাঁতপন্য পাইকারি ও খুচরা সেল করে থাকি ) ।

যেকোনো প্রয়োজনে : 01745-721668

এই গরমের সবচেয়ে আরামদায়ক কাপর হচ্ছে সুতি লোন কাপর। এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির লোন। পাকিস্তানি লোন। মার্কেটে এর প্রাই...
25/06/2024

এই গরমের সবচেয়ে আরামদায়ক কাপর হচ্ছে সুতি লোন কাপর।

এগুলো খুবই প্রিমিয়াম কোয়ালিটির লোন।
পাকিস্তানি লোন। মার্কেটে এর প্রাইজ ১৮০০ টাকা বা তার বেশি। কিন্তু আমাদের কাছে পাবেন একদম ন্যায্য মূল্যে।
তাছাড়া রয়েছে পাইকারি নিয়ে ব্যবসা করার সুযোগ। মাত্র ৬ পিছ নিয়ে শুরু করতে পারেন আপনার ব্যবসা।

অর্ডার করতে এখুনি পিরান-বাড়ি পেইজে মেসেজ করুন।
যোগাযোগ:- 01745-721668

Exclusive Cotton handloom jamdani two pcs
19/06/2024

Exclusive Cotton handloom jamdani two pcs

গরম পরেছে কিন্তু তাই বলে কি প্রয়োজনে বাইরেযাবো না❓ প্রয়োজন কখনো কারন মানে না । কটন জামদানি থ্রিপিস যারা খুঁজছিলেন তাদে...
05/06/2024

গরম পরেছে কিন্তু তাই বলে কি প্রয়োজনে বাইরে
যাবো না❓

প্রয়োজন কখনো কারন মানে না । কটন জামদানি থ্রিপিস যারা খুঁজছিলেন তাদের জন্য।

তাঁত কটন এই থ্রিপিস গুলো অনেক বেশি আরামদায়ক । এই গরমেও আপনি পাবেন ঠান্ডা ঠান্ডা কুল কুল
অনুভূতি ‼️

( সরাসরি টাঙ্গাইল থেকে তাঁতের শাড়ি থ্রিপিস ও পাঞ্জাবি পিস পাইকারি ও খুচরা সেল করে থাকি ) ।

যেকোনো প্রয়োজনে : 01745-721668

Address

Ati

Website

http://www.piranbari.com/

Alerts

Be the first to know and let us send you an email when পিরান-বাড়ি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to পিরান-বাড়ি:

Share