ঠাকুরমল্লিক, জাহাঙ্গীর নগর, বাবুগঞ্জ, বরিশাল

  • Home
  • Bangladesh
  • Babuganj
  • ঠাকুরমল্লিক, জাহাঙ্গীর নগর, বাবুগঞ্জ, বরিশাল

ঠাকুরমল্লিক, জাহাঙ্গীর নগর, বাবুগঞ্জ, বরিশাল বরিশালের প্রকৃতি, জীব ও বৈচিত্র্যের কথা, ছবি প্রচারিত হবে এই পেইজে, তাই লাইক দিন পেইজটিতে।

31/10/2024

মুঠোফোনের দুর্বল নেটওয়ার্ক এবং ইন্টারনেটের গতি কম থাকায় দুর্ভোগ পোহাতে হতো ঠাকুরমল্লিক, ইসলামপুর, জাহাপুর- এই তিন গ্রামের মানুষের। যার ফলে দীর্ঘদিন ধরে কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিতদের দুর্ভোগ লাঘবে এগিয়ে এসেছে মোবাইল অপারেটর গ্রামীণফোন। আমাদের ঠাকুরমল্লিক গ্রামের সেলিম বিশ্বাসের বাড়ির সামনে বসানো হয়েছে এই টাওয়ারটি। ধন্যবাদ গ্রামীনফোন টেলিকমকে এই মহতী উদ্যোগ নেয়ার জন্য।

ছবিটা তুলতে গিয়ে হাত কেঁপেছে। ওর বয়স মাত্র ১৬ বছর। বুলেট কেড়ে নিয়েছে পা।এমন অনেক মানুষের ত্যাগের ওপর দাঁড়িয়ে আছে নতুন বা...
11/09/2024

ছবিটা তুলতে গিয়ে হাত কেঁপেছে। ওর বয়স মাত্র ১৬ বছর। বুলেট কেড়ে নিয়েছে পা।এমন অনেক মানুষের ত্যাগের ওপর দাঁড়িয়ে আছে নতুন বাংলাদেশের স্বপ্ন। শুধু শাসক বদল নয়, বদলে যাক প্রাণের এই দেশটা...স্বার্থক হোক ছাত্র-জনতার বিজয়।

29/07/2024

সব ধরনের ব্যথা-বেদনায় পড়বেন👇👇

সুরা বনি ইসরাইলের ১০৫ নম্বর আয়াত- 'ওয়া বিল হাক্কি আনযালনা-হু ওয়াবিল হাক্কি নাযালা, ওয়া মা- আরসালনা-কা ইল্লা মুবাশশিরাঁও ওয়া নাযীরা।'

শরীরে যেকোনো ধরনের ব্যথা-বেদনা অনুভূত হলে সংশ্লিষ্ট স্থানে হাত রেখে এই আয়াতখানা তিন বার তেলাওয়াত করে মালিশ করতে করতে ফুঁ দেবে। ইনশা আল্লাহ খুব দ্রুত আরোগ্য মিলবে।

06/07/2024

পেইজটি লাইক করুন 👍👍👇👇 ♥️❤️

পরিবারের প্রিয়জনদের কবরটিও নদীগর্ভে বিলীন হওয়ার পর্যায়ে 😭😭😭
28/05/2024

পরিবারের প্রিয়জনদের কবরটিও নদীগর্ভে
বিলীন হওয়ার পর্যায়ে 😭😭😭

🌳গ্রামের সবুজ নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যাবে যে কারও। গ্রামের মায়ামাখা দৃশ্যগুলো চিত্তে অনেক শান্তি দ...
20/05/2024

🌳গ্রামের সবুজ নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যাবে যে কারও। গ্রামের মায়ামাখা দৃশ্যগুলো চিত্তে অনেক শান্তি দেয় 🇧🇩🌱🌴।

মাগো কত করেছি দুষ্টমি"শুনিনি তোমার কথা,তাই বুঝি তুমি চলে গেলে''মোরে করে একেলা।মাগো তোমার মত কেউ ডাকে না খোঁকা-খোঁকা,গল্প...
19/05/2024

মাগো কত করেছি দুষ্টমি"শুনিনি তোমার কথা,
তাই বুঝি তুমি চলে গেলে''মোরে করে একেলা।
মাগো তোমার মত কেউ ডাকে না খোঁকা-খোঁকা,
গল্প-ছড়া কেউ শুনাই না "দেখাই না চাঁদ-তারা৷

মাগো,তুমি যেদিন চলে গেলে অভিমানটি করে,
নতুন মাকে-বাবা আবার আনলো তুলে ঘরে-
নেয় না কোলে,দেয় না খেতে তোমার মতো করে,
তুমি বুঝি রাগ করেছো তাই আসো না ফিরে।

দ্যাখো-মা,তোমার মতো বাবাও এখন রাগ করেছে,
আমার খোঁজ রাখে না,সদাই-খেলনা এনে দেয় না,
বলো না মা,আমি কি এমন দোষ করেছি-এতই যদি
রাগ করো,তবে আমিও চলে যাব কোথাও রাগ করে।

সেদিন আমার মতো তুমিও খুঁজে-বেড়াবে কাঁদবে,
আমিও তোমার মত লুকাবো গিয়ে মাটির ঘরে'তে।
এখন যেমন তুমি দেখেও আসছো না কাছে একটুও;
আমিও তেমন করে দূর যাব''আর আসব না কখনও ।
©️

17/05/2024
 #গ্রাম বাংলা ফটো           # #গ্রাম বাংলা        #গ্রামবাংলা   #প্রাকৃতিক দৃশ্য।  # #প্রাকৃতিক দৃশ্য   #মানুষ  #গ্রাম  ...
13/05/2024

#গ্রাম বাংলা ফটো # #গ্রাম বাংলা #গ্রামবাংলা #প্রাকৃতিক দৃশ্য। # #প্রাকৃতিক দৃশ্য #মানুষ #গ্রাম #গ্রাম বাংলা #প্রকৃতি

 #গ্রাম বাংলা ফটো           # #গ্রাম বাংলা        #গ্রামবাংলা   #প্রাকৃতিক দৃশ্য।  # #প্রাকৃতিক দৃশ্য   #মানুষ  #গ্রাম  ...
13/05/2024

#গ্রাম বাংলা ফটো # #গ্রাম বাংলা #গ্রামবাংলা #প্রাকৃতিক দৃশ্য। # #প্রাকৃতিক দৃশ্য #মানুষ #গ্রাম #গ্রাম বাংলা #প্রকৃতি

11/05/2024

বেশির ভাগ স্বামীরা ব্যাংকিং লেনদেনে স্ত্রীকে নমিনি করেন! কিন্তু স্ত্রীদের স্বামীকে নমিনি করার হার খুবই কম!

কোন পথে হাঁটছে আমাদের উঠতি প্রজন্ম! ভয়াবহ ধস নামার বেশি বাকি নেই সমাজে।  ডিজিটাল নেশায় মত্ত ওদের মত তরুণ প্রজন্ম। সামাজি...
07/05/2024

কোন পথে হাঁটছে আমাদের উঠতি প্রজন্ম! ভয়াবহ ধস নামার বেশি বাকি নেই সমাজে। ডিজিটাল নেশায় মত্ত ওদের মত তরুণ প্রজন্ম। সামাজিক অবক্ষয়ের মাত্রা দিনে দিনে বেড়েছে বহুগুণ। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দিন ও হেদায়েত দান করুন।

Address

Thakurmallik
Babuganj
8214

Alerts

Be the first to know and let us send you an email when ঠাকুরমল্লিক, জাহাঙ্গীর নগর, বাবুগঞ্জ, বরিশাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share