Ferdaus Ahmed Sayed

Ferdaus Ahmed Sayed নতুন নতুন ইসলামিক ওয়াজ গজল এবং ভালো পোস্ট পেতে পেজটিতে লাইক দিয়ে পাশে থাকবেন

ইন্নালিল্লাহরংপুর সিও বাজার গ্যাস পাম্প বাস্ট হয়ে  উরে গেলো ভয়ংকর দূর্ঘটনা ২০ টার মতো গাড়ি পুড়ে ছাই অনেক   মানুষ আহত কয়ে...
19/07/2025

ইন্নালিল্লাহ
রংপুর সিও বাজার গ্যাস পাম্প বাস্ট হয়ে উরে গেলো ভয়ংকর দূর্ঘটনা ২০ টার মতো গাড়ি পুড়ে ছাই অনেক মানুষ আহত কয়েক জনের মৃত্যু.. আল্লাহ তুমি রহম করো।

❤️❤️
31/05/2025

❤️❤️

খুনীদের চেহারা শেষ বয়সে ফেরাউন এর মত হয়ে যায়
30/05/2025

খুনীদের চেহারা শেষ বয়সে ফেরাউন এর মত হয়ে যায়

26/05/2025
ঐ যে  লাল ছকে ছোট্ট বিন্দুটি দেখা যাচ্ছে এটাই হলো পৃথিবী। এটার আবার তিন ভাগ জল আর একভাগ স্থল। ঐ স্থলের বাস করা  ছেলেটা প...
06/04/2025

ঐ যে লাল ছকে ছোট্ট বিন্দুটি দেখা যাচ্ছে এটাই হলো পৃথিবী। এটার আবার তিন ভাগ জল আর একভাগ স্থল। ঐ স্থলের বাস করা ছেলেটা প্রেমিকার উপর রাগ করে ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করে । জমি নিয়ে বিরোধ । মাত্র দশ হাজার টাকার জন্য ছোট ভাই গলা কেটে হত্যা করছে বড় ভাইকে। এখানে পানি নিয়ে অনেক দরবার। সেচ মৌসুমে বাধ আটকে মরুভুমি করা হয় একটা এলাকা। এখানে আমেরিকা নামের একটা দেশ আছে। বিরাট তালেবর। প্রযুক্তির আশির্বাদে চীন দেশ চলে গেছে তাদের দোরগোড়ায়। এখানে রাজা আছে, মহারাজা আছে, স্বৈরাচার আছে।

সূর্য পরিবারের অন্যতম ছোট গ্রহ পৃথিবী। মাত্র ছয় বিলিয়ন কিলোমিটার দুর থেকে যেটা একটা কলমের নিবের থেকেও ছোট। সেখানকার এক কোনে বসে আমাদের কি টাকার গরম। আভিজাত্যের অহংকার। ক্ষমতার দাপট । হিংসা, হানাহানি, ধর্মের বিভেদের রক্তক্ষয়। অথচ কি ক্ষুদ্রই না আমাদের অস্তিত্ব। হয়ত আরেকটু দুরে গেলে নাই হয়ে যাব।

মহাকাশ,,, আল্লাহু আকবার

কেউ হয়তো বলবেন লাখ টাকা দিলেওএমন বিছানায় ঘুমাবেন না,কিন্তু এক মিনিটের জন্য ভাবুন কর্মেরফলে আপনার আমার কবরের বিছানা যদিএম...
14/02/2025

কেউ হয়তো বলবেন লাখ টাকা দিলেও
এমন বিছানায় ঘুমাবেন না,
কিন্তু এক মিনিটের জন্য ভাবুন কর্মের
ফলে আপনার আমার কবরের বিছানা যদি
এমন হয়??🙂

আল্লাহ আমাদের সবাই কে হেফাজত করুন,আল্লাহ এবং রাসূল (সাঃ) এর কথা মতো সঠিক দিনের ওপর চলতে পারি সেই তৌফিক দান করুক।
আমিন।।🤲

চাচা...,প্যাকেট এতো সাজানো কেনো,😊আর মাঝখানের বিস্কুট গুলা কোথায়..!!🥲😭
03/02/2025

চাচা...,প্যাকেট এতো সাজানো কেনো,😊
আর মাঝখানের বিস্কুট গুলা কোথায়..!!🥲😭

26/01/2025

নতুন আলোচনা হাঃ মাওঃ ফেরদৌস আহমদ সাঈদ রংপুর

রাজনীতির সাথে কুরআনের সম্পর্ক:-------------------------------------------সমাজ ও রাষ্ট্রে যদি জুলুম ও দুঃশাসন মুক্ত ন্যায়...
14/01/2025

রাজনীতির সাথে কুরআনের সম্পর্ক:
-------------------------------------------
সমাজ ও রাষ্ট্রে যদি জুলুম ও দুঃশাসন মুক্ত ন্যায় ও ইনসাফ ভিত্তিক সুশাসন প্রতিষ্ঠা করা রাজনীতির উদ্দেশ্যে হয় তাহলে বলতে হবে কুরআনের সাথে রাজনীতির গভীর সম্পর্ক সম্পর্ক রয়েছে। কেননা রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে আল্লাহ তা'য়ালা কুরআনে নির্দেশ দিয়েছেন। কুরআনের ভাষায়,
إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ.
নিশ্চয় আল্লাহ তা'য়ালা ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠা করতে নির্দেশ দিয়েছেন। (সূরা নাহল ১৬/৯০)

মহান আল্লাহ তা'য়ালা বলেন,
إِنَّا أَنْزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ لِتَحْكُمَ بَيْنَ النَّاسِ بِمَا أَرَاكَ اللَّهُ.
(হে নবী) নিশ্চয় আমি তোমার প্রতি যথাযথভাবে কিতাব (আল কুরআন) নাযিল করেছি, যাতে তুমি মানুষের মধ্যে শাসনকার্য পরিচালনা কর সে অনুযায়ী যা আল্লাহ তোমাকে দেখিয়েছেন। (সূরা নিসা ৪/১০৫)

মুমিনগণ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হলে তাদের করণীয় কি, সে বিষয়ে মহান আল্লাহ তা'য়ালা বলেন,
الَّذِينَ إِنْ مَكَّنَّاهُمْ فِي الْأَرْضِ أَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِ ۗ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ.
তারা এমন যাদেরকে আমি পৃথিবীর বুকে রাষ্ট্র ক্ষমতা দান করলে তারা সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে এবং সৎকাজের আদেশ দেবে ও অসৎকাজ থেকে নিষেধ করবে; আর সব কাজের পরিণাম আল্লাহরই অধিকারে। (সূরা হজ্জ ২২/৪১)

যদি রাষ্ট্র ক্ষমতা থেকে কুরআনকে বিচ্ছিন্ন করা হয়, সেক্ষেত্রে কুরআনকেই আঁকড়ে ধরতে হবে এবং নিজের জীবন বাজি রেখে হলেও কুরানের শাসনব্যবস্থা কায়েম করার জন্য রাজনৈতিক কর্ম তৎপরতা চালিয়ে যেতে হবে। হযরত মু'আয বিন জাবাল (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ (ﷺ) কে বলতে শুনেছি, তিনি বলেছেন,
أَلَا إِنَّ رَحَى الْإِسْلَامِ دَائِرَةٌ ، فَدُورُوا مَعَ الْكِتَابِ حَيْثُ دَارَ، أَلَا إِنَّ الْكِتَابَ وَالسُّلْطَانَ سَيَفْتَرِقَانِ، فَلَا تُفَارِقُوا الْكِتَابَ، أَلَا إِنَّهُ سَيَكُونُ عَلَيْكُمْ أُمَرَاءُ يَقْضُونَ لِأَنْفُسِهِمْ مَا لَا يَقْضُونَ لَكُمْ، إِنْ عَصَيْتُمُوهُمْ قَتَلُوكُمْ، وَإِنْ أَطَعْتُمُوهُمْ أَضَلُّوكُمْ .قَالُوا: يَا رَسُولَ اللهِ، كَيْفَ نَصْنَعُ؟ قَالَ: كَمَا صَنَعَ أَصْحَابُ عِيسَى ابْنِ مَرْيَمَ، نُشِرُوا بِالْمَنَاشِيرَ، وَحُمِلُوا عَلَى الْخَشَب

Address

Badarganj

Alerts

Be the first to know and let us send you an email when Ferdaus Ahmed Sayed posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ferdaus Ahmed Sayed:

Share