24/09/2025
'সম্পর্ক' শেষ হয়ে যাওয়ার পরে আপনি আস্তে আস্তে ফিল করবেন আপনাকে আসলে 'ঠকানো হয়েছে!'
একদিন,দুই দিন না, বহুউউউ দিন ধরে ঠকানো হয়েছে। আপনি এতোই 'অন্ধ' ছিলেন যে, আপনি কিচ্ছু দেখেন নাই! কিচ্ছু বুঝেন নাই! খুউউউব ভালোবাসলে এই এক ঝামেলা, চোখে কিচ্ছু ধরা পড়েনা! শুধুই মনে হয় 'ওর মতো ভালো মানুষ আর নাই!'
আপনি যতোদিনে বুঝবেন,ততোদিন আপনাকে ঠকানো মানুষ টা আপনাকে ছেড়ে সুখেই আছে! কষ্টে থাকবেন আপনি একাই!
এরপরেই আপনার 'কষ্ট" টা বেড়ে যাবে! একটু পর পর আপনার দীর্ঘনিঃশ্বাস বের হবে! আপনি শুধু ভাবতে থাকবেন 'ও কি সব সময় আমার সাথে মিথ্যা ই বলে গেলো? আমাকে এতোই বোকা বানিয়ে রেখেছিলো!'
আপনি বারবার নিজেকেই প্রশ্ন করবেন, 'আমাকে কেনো ঠকালো? আমি তো ওরে ভালোবাসতাম! ঠকানোর জন্য ও আমাকেই পেলো? আমি ওর অভিনয় টা একটুও বুঝলাম না?! আমি এতো বোকা?'
আপনার সেই মানুষ টার প্রতি রাগ জিদ কিচ্ছু কাজ করবেনা আর! আপনি শুধু নিজের চোখ, কান কেই অবিশ্বাস করবেন! এতো সুনিপুণ ভাবে আপনাকে ঠকানো হয়েছে, আপনি টের ই পান নাই! মানুষ এত্ত সুন্দর অভিনয় করতে পারে?!
চরম শত্রু ঠকালেও গায়ে লাগেনা,কিন্তু সবচেয়ে কাছের মানুষ যাকে ভেবেছেন;সে ঠকালে সেইটা মেনে নেওয়া যায়না। নিজেকে খুব অসহায় লাগে, দিন দুনিয়া অন্ধকার হয়ে যায়!