Hasib Chowdhury

Hasib Chowdhury Assalamu -Oylaikum,This is Hasib Chowdhury , Iam a Bangladeshi blogger and content creatur.

02/03/2025

যে ব্যক্তি কোনো সিয়াম পালনকারীকে ইফতার করাবে, তার জন্য সিয়াম পালনকারীর সমপরিমাণ সাওয়াব থাকবে। কিন্তু এর ফলে সিয়াম পালনকারীর সাওয়াব থেকে বিন্দুমাত্র কমানো হবে না।

[তিরমিযী, হাদীস: ৮০৭]

life is beautiful
07/02/2025

life is beautiful

বরেন্দ্র জাদুঘর
07/02/2025

বরেন্দ্র জাদুঘর

যখন কেউ বলে যে স্কাউটিং করে কী লাভ শুধু শুধু  এইসব করিস এইগুলা করে কিছু করতে পারবি তখন আমার একটাই উওর থাকে যে কেনো পরিস্...
07/02/2025

যখন কেউ বলে যে স্কাউটিং করে কী লাভ শুধু শুধু এইসব করিস এইগুলা করে কিছু করতে পারবি তখন আমার একটাই উওর থাকে যে কেনো পরিস্থিতিতে মানুষের পাশে থাকতে পারি এটাই আমারদের পাওয়া।

পুঠিয়া রাজবাড়ী, রাজশাহীতে একদিন
07/02/2025

পুঠিয়া রাজবাড়ী, রাজশাহীতে একদিন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একদিন
07/02/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একদিন

Always look back & thank Allah,Look forward & trust him
07/02/2025

Always look back & thank Allah,
Look forward & trust him

25/12/2024

আমরা কৃষি জমিতে সবাই বিভিন্ন রকম সার ব্যবহার করি। কিন্তু কোন সার ফসলের জন্য কি কাজ করে তা আমরা অনেকে জানি আবার জানি না, এমনকি জানার চেষ্টাও করিনা। কিন্তু ভাল ফসল উৎপাদনের জন্য এটা জানা খুবই জরুরী।

#ইউরিয়াঃ

ইউরিয়া সার গাছের ডালপালা, কান্ড ও পত্রের বৃদ্ধি সাধন করে। এই সার গাছপালাকে গাঢ় সবুজ রং প্রদান করে। এর নাইট্রোজেন পাতার সবুজ কণিকা বা ক্লোরফিলের একটি অবিচ্ছেদ্য অংশ এবং উদ্ভিদের প্রোটিন উৎপাদনে সহায়তা করে।

#টিএসপিঃ

টিএসপি, ডিএপি বা ফসফেট জাতীয় সারের ফসফরাস গাছের প্রথম পর্যায়ের বৃদ্ধি ত্বরান্বিত করে। এছাড়া উদ্ভিদের জীবকোষের বিভাজনে অংশগ্রহণ করে এবং গাছের মূল বা শিকড়ের গঠন ও বৃদ্ধিতে সহায়তা করে। তাছাড়া সময় মতো গাছকে ফুল ও ফলে শোভিত করে এবং ফলের পরিপক্কতা ত্বরান্বিত করে।

#পটাশঃ

এমপি সার বা পটাশ সারের পটাশিয়াম পাতার ক্লোরফিল তৈরির অবিচ্ছেদ্য অংশ যা শর্করা প্রস্তুতিতে সহায়তা এবং সেগুলির দেহাভ্যন্তরে চলাচলের পথ সুগম করে। এই সার নাইট্রোজেনের কার্যকারিতার পরিপূরক এবং পোকামাকড় ও রোগবালাই থেকে গাছকে রক্ষা করে। এই সার গাছের খরা সহিঞ্চুতা বাড়ায়, গাছকে মজবুত করে।

#জিপসামঃ

জিপসাম সারের মধ্যে থাকা সালফার নাইট্রোজেন আত্মকরণে সহায়তা করে। এই সার প্রোটিন প্রস্তুতিতে অংশ গ্রহণ করে, তেল উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করে এবং সালফার ভিটামিন ও কো-এনজাইমের উপাদান তৈরিতে ব্যবহৃত হয়।

#জিংক_সালফেটঃ

জিংক সালফেটের জিংক প্রোটিন প্রস্তুতিতে সহায়তা করে এবং হরমোনের কার্যকারিতার জন্য সহায়তা করে।

#বোরাক্সঃ

বোরাক্সের বোরন ফলের বিকৃতি রোধ করে এবং ফুল ফল ধারণে সাহায্য করে।

Address

Badda

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hasib Chowdhury posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share