azira entrtenment

azira entrtenment digital creator

❤️ মিষ্টি মোড়কে ভয়ংকর ফাঁদ: লাভ বোম্বিংয়ের গল্প২৮ বছর সংসার করার পর এক পরিচিত নারী ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন। কারণ? তি...
09/07/2025

❤️ মিষ্টি মোড়কে ভয়ংকর ফাঁদ: লাভ বোম্বিংয়ের গল্প

২৮ বছর সংসার করার পর এক পরিচিত নারী ডিভোর্সের সিদ্ধান্ত নিয়েছেন। কারণ? তিনি বুঝতে পেরেছেন, তিনি ছিলেন লাভ বোম্বিং-এর শিকার।

শব্দটা শুনতে যতটা রোমান্টিক, বাস্তবতা কিন্তু ঠিক উল্টো এ এক ভয়ংকর মানসিক ফাঁদ।

লাভ বোম্বিং কী?

লাভ বোম্বিং কোনো নিছক ভালোবাসা বা যত্ন নয়। এটি একটি মনস্তাত্ত্বিক কৌশল যেখানে কাউকে অতিরিক্ত ভালোবাসা, প্রশংসা, উপহার আর মনোযোগে ভাসিয়ে দিয়ে ধীরে ধীরে তার মানসিক নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা হয়।

প্রথম ধাপ: আবেগে ভাসিয়ে দেওয়া

ভাবুন তো, আপনার জীবনে এমন কেউ এসেছে যে হঠাৎ করেই আপনাকে বলে "তুমিই আমার সব!"
প্রতিদিন আপনার প্রশংসা, উপহার, আদর-যত্ন আর অতিরিক্ত মনোযোগে ভরিয়ে দিচ্ছে।
আপনি ভাবছেন, "এই তো, এমন কাউকেই তো আমি খুঁজছিলাম!"
এটাই হচ্ছে লাভ বোম্বিংয়ের প্রথম ধাপ অসাধারণ মুগ্ধতা আর মানসিক আসক্তি তৈরি করা।

মুখোশ খোলার পর...

কিন্তু এই স্বপ্নজাল চিরকাল টেকে না।
আপনি যখন তার প্রতি সম্পূর্ণ মানসিকভাবে নির্ভরশীল হয়ে যাবেন, তখন আচমকাই সে বদলে যাবে।
দূরে সরে যাবে, যোগাযোগ কমাবে, বিরক্তি দেখাবে, আপনাকেই ভুলের দায় দেবে।

আপনি নিজেকে প্রশ্ন করবেন "আমি কি কিছু ভুল করলাম?"
আস্তে আস্তে আত্মবিশ্বাস হারিয়ে ফেলবেন, নিজের উপর সন্দেহ তৈরি হবে।

এটা নিছক প্রেম নয়, একধরনের নিয়ন্ত্রণ

লাভ বোম্বিং হলো নিয়ন্ত্রণের অস্ত্র যার মাধ্যমে একজন মানুষকে ধীরে ধীরে মানসিকভাবে দুর্বল করে তোলা হয়।
তাদের লক্ষ্য, আপনাকে নিজের উপর থেকে বিচ্যুত করে ফেলা—যাতে আপনি কেবল তাদের কথাই মানেন, তাদের দিকেই চেয়ে থাকেন।

কীভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন?

আজকের দিনে লাভ বোম্বিং-এর মতো কৌশল অনেক সম্পর্কের ভিত নষ্ট করছে।

তাই মনে রাখুন
👉 যে ভালোবাসা হঠাৎ বিস্ফোরিত হয়, তা হঠাৎ করেই নিভে যেতে পারে।
👉 ধীরে ধীরে গড়ে ওঠা সম্পর্কই হয় স্থায়ী এবং গভীর।
👉 অতিরিক্ত যত্ন বা প্রশংসায় চোখ বুঁজে বিশ্বাস না করে, বরং নিজেকে প্রশ্ন করুন—"এই যত্নটা কি সত্যি? নাকি এর পেছনে আছে কোনো উদ্দেশ্য?"

সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার অনুভূতি, আত্মসম্মান আর মানসিক সুস্থতার যত্ন নেওয়া।

আপনিও কি এই লাভ বোম্বিং-এর শিকার হচ্ছেন সামাজিক মাধ্যমে, সম্পর্কের নামে কিংবা সমাজের কারো দ্বারা?

👉 সচেতন হোন।
👉 প্রয়োজনে পেশাদার সাহায্য নিন।
👉 এবং নিজের মূল্য নিজেই নির্ধারণ করুন।

ভালোবাসা কোনো ফাঁদ নয়, হোক সত্যিকারের নিরাপত্তা ও সম্মানের জায়গা।

People use us according to their needs and we think they love us This is the destructive chapter of life.
16/06/2025

People use us according to their needs and we think they love us This is the destructive chapter of life.

একজনের অনুপস্থিতি অন্য একজনকে দিয়ে পুষিয়ে নেওয়া লোকজন কখনো অপেক্ষার মর্ম বুঝবে নাশুভ রাত্রি সবাইকে
13/06/2025

একজনের অনুপস্থিতি অন্য একজনকে দিয়ে পুষিয়ে নেওয়া লোকজন কখনো অপেক্ষার মর্ম বুঝবে না
শুভ রাত্রি সবাইকে

With Emu Jahan – I'm on a streak! I've been a top fan for 4 months in a row. 🎉
10/01/2025

With Emu Jahan – I'm on a streak! I've been a top fan for 4 months in a row. 🎉

I have sunk into some darkness again
08/01/2025

I have sunk into some darkness again

নিরব থেকে দেখতে চাইলাম তুমি কাকে চাও? আমায় নাকি দূরত্ব —তুমিও বুঝিয়ে দিলে তোমার দূরত্ব চাই।আমিও নিরব থেকে তোমার দূরত্বের...
30/12/2024

নিরব থেকে দেখতে চাইলাম তুমি কাকে চাও?
আমায় নাকি দূরত্ব —
তুমিও বুঝিয়ে দিলে তোমার দূরত্ব চাই।
আমিও নিরব থেকে তোমার দূরত্বের পথ মসৃণ করলাম।

দূরত্বে থাকার ইচ্ছেয় তুমিও অজুহাতের পথে হাঁটলে—
খুঁজে পেলে নিরবতার অজুহাত —
হ্যাঁ,নিরবতার অজুহাত__দূরত্ব তোমায় টানছে খুব।
তোমার অজুহাত পোক্ত করতে নিরবতার ঘরে ঠাঁই নিলাম।

তুমি দূরত্বেই থাকো যেমন থাকে সকালের সূর্য আর রাতের চাঁদ,বলব না দূরত্ব কমাও—
বলব তুমি ক্ষণে ক্ষণে দূরত্ব বাড়াও যতটা দূরত্বে আমার হৃদয় পোড়ার বিদঘুটে গন্ধ তোমার নাকে না পৌঁছোয়।

অনিহার দৃষ্টিতে আমার সীমানা ছুঁয়ো না।
হ্যাঁ,সীমানা ছুঁয়ো না—
এইযে বারণ করলাম এটা পালনে কাটিয়ে দিও অনন্তকাল, আমার থেকে দূরত্বে থাকতে বারণ হোক তোমার প্রধানস্ত্র।

__দূরত্ব যখন প্রয়োজন অজুহাত তখন প্রধানঅস্ত্র

কিছু প্রশ্নের উত্তর জানা থাকলে ও মাঝে মধ্যে উত্তর দিতে হয় না। সব প্রশ্নের উত্তর দেয়া লাগে না,সময়ের উপর ছেড়ে দেওয়া উচিৎ। ...
28/12/2024

কিছু প্রশ্নের উত্তর জানা থাকলে ও মাঝে মধ্যে উত্তর দিতে হয় না। সব প্রশ্নের উত্তর দেয়া লাগে না,সময়ের উপর ছেড়ে দেওয়া উচিৎ। সময় একদিন ঠিকই জবাব দিয়ে দিবে।

আমি মানুষের সাথে যতোই হাসিখুশি তে কথা বলি না কেন...!!"
আমার আত্মসম্মানে আঘাত করে,,
ঐদিকে আমি ফিরে ও তাকাই না।
সেটা যেকোনো কাছের সম্পর্ক হোক,
চুপচাপ দূরে সরে যাই ।
It's not my pride, it's my personality.

____________AZIRA___________

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, ত...
27/12/2024

জীবনের কঠিন সময়গুলোতে নিজেকে গোপন রাখাই ভালো। নিজের দুঃখ কষ্ট কাউকে না দেখানোই উত্তম।
জীবনে যদি কখনও খুব খারাপ সময় আসে, তাহলে নিজের দুঃখ কষ্টগুলো নিজের মাঝে এমন ভাবে আড়াল করে রেখো যেনো তোমার গা ঘেঁষে বসে থাকা মানুষটিও টের না পায় গোপনে তুমি ভেঙে গেছো খুব। পুড়ে ছারখার হয়ে গেছে মনের বন। আকস্মিক ঝড়ে, ঝরে গেছে জীবন বৃক্ষের সব কয়টি সবুজ পাতা। শক্ত হও। নিজেকে নিজেকে বুঝাও যে এত সামান্য বাতাসে ঝরে যেতে নেই, ভেঙে যেতে নেই অমন হাল্কা আঘাতে।
কান্না পেলে একা একা গোপনে কাঁদো, তবুও নিজের দুঃখের ক্ষতগুলো কাউকে দেখাতে যাবে না। মনে রেখো, যে নিজের জন্য আলো হতে পারে না, পৃথিবীর সমস্ত আলো মিলেও তাকে পথ দেখাতে পারে না।
জানোই তো মানুষ বড় নিষ্ঠুর ও নির্দ্বয়। ভেঙে যাওয়া মৌচাক দেখলে ঢিল মেরে আরও বেশী ভেঙে দিয়ে পৈশাচিক আনন্দ পায়....

এই যে দেখো সারাক্ষণ ফিটফাট হাসিখুশি মানুষটা, এ আমার আসল রূপ নয়। কখনো এ মনটা দেখেছো? দেখোনি তো! বিষাদে ভরা এ মনটা ভেঙ্গে ...
24/12/2024

এই যে দেখো সারাক্ষণ ফিটফাট হাসিখুশি মানুষটা, এ আমার আসল রূপ নয়। কখনো এ মনটা দেখেছো? দেখোনি তো! বিষাদে ভরা এ মনটা ভেঙ্গে চুরমার হয়ে আছে! হুটহাট মন খারাপ, ভালোবেসে বিতৃষ্ণা হয়ে যাওয়া হৃদয়টা, বিষন্নতা, একাকিত্ব আঁকড়ে ধরে দিব্যি মুখে হাসি নিয়ে বেঁচে আছি। এই হাসি ছাড়া আমার আর কে আছে?

হয়তো ভাবছো, বেশ তো আছি।
তোমায় ছাড়া ভালো থাকা যায়? মানুষের মৌলিক চাহিদা পূরণ না হলে, মানুষ আর মানুষ থাকে কই? ভালোবেসে অপবাদ, অপমান, আর অবহেলা ছাড়া আর কি পেয়েছি? তোমায় পাইনি তো!

সারাক্ষণ কবিতায় হাবুডুবু খাই, ক্ষণে ক্ষণে বিলাপ করতে থাকি, বিরহ অনলে রোজ পুড়তে থাকি, এসব তো তুমি দেখো না। দেখবে কী করে? তুমি তো মনটা দেখোনি, দেখার চেষ্টাও করোনি কখনো।

ভালোবেসে কেউ দুঃখ পায় না।
দুঃখ পায় ভালোবাসা না পেলে, ভালোবেসে ছলনার শিকার হলে! এই যে দেখো তোমার দেয়া দুঃখে আমি নিজের সাথেই উপহাস করি। এই ভেবে যে, তুমি তো দুঃখ দিবে বলেই কাছে ডেকেছিলে।

এই যে দেখো সারাক্ষণ কবিতায় বিরহ নিয়ে বাঁচি। এখন এই কবিতা ছাড়া জীবনে কী আছে আর? কত কথা জমে জমে আজ ব্যথাহীন হৃদয়। যদি সব বলে দিতাম তোমায়, তবে আমার আর অবশিষ্ট থাকতো কই? কিছু দুঃখ সঞ্চয় করে রেখেছি মনে। অসময়ে দুঃখের ঝুলি খুলে, সেই অবশিষ্ট দুঃখ পেয়েই তোমায় ভুলে যাওয়ার চেষ্টা করবো বলে!

লেখায়:✍️

অন্য কেউ তোমাকে কষ্ট দিতে পারে কেবল তোমার নিজস্ব চিন্তার মাধ্যমেই। মানে ,অন্যের জীবনে তুমি কতটুকু প্রভাব ফেলবে তা তোমার ...
18/12/2024

অন্য কেউ তোমাকে কষ্ট দিতে পারে কেবল তোমার নিজস্ব চিন্তার মাধ্যমেই। মানে ,অন্যের জীবনে তুমি কতটুকু প্রভাব ফেলবে তা তোমার উপরই নির্ভর করে, 🌿🧷

সম্পর্কে দিনরাত এক করে সময় দেয়া মানুষটা যদি হুট করে বদলে যায়, তখন নিশ্চিত হয়ে নিন সে দোটানায় ভুগছে! আপনার সাথে সম্পর্ক র...
17/12/2024

সম্পর্কে দিনরাত এক করে সময় দেয়া মানুষটা যদি হুট করে বদলে যায়, তখন নিশ্চিত হয়ে নিন সে দোটানায় ভুগছে! আপনার সাথে সম্পর্ক রাখবে কি রাখবে না, তা নিয়ে সে দ্বিধাদ্বন্দে ভুগছে।

প্রতিটা সম্পর্কেই মানুষ কোনো না কোনো উদ্দেশ্য নিয়ে জড়ায়। আর যখন তার চাওয়ার ঠিক বিপরীত কিছু ঘটে, তখন সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়। আর সম্পর্ক থেকে সহজে বেরিয়ে আসার উপায় হচ্ছে, এড়িয়ে চলা।

যে মানুষটা সম্পর্কের শুরুতে সবচেয়ে বেশি সিরিয়াস থাকে, সেই মানুষটা হুট করে বদলে গেলে বুঝে নিতে হবে, তার প্রয়োজন ফুরিয়ে এসেছে। মানুষ যখন প্রয়োজনে সম্পর্কে জড়ায়, তখন সে অনুভূতির মূল্য দেয় না। স্রেফ প্রয়োজনে সীমাবদ্ধ হয়ে গেলে, মানুষ আর সম্পর্ক দেখে না, অপর পাশের মানুষটার অসহায়ত্ব দেখে না। অপর পাশের মানুষটা যতই গভীর হয়ে যাক না কেন, যেকোনো মূল্যেই হোক সে নিজেকে সরিয়ে নিবেই।

এরা সম্পর্কে জড়ায় ঠিক এভাবেই। নিজের দিকটা ঠিকঠাক সামলে রেখে, তারপর এরা সাবধানে পা ফেলে। সম্পর্কে বিচ্ছেদ, প্রতারণা, রাগ- অভিমান; যা কিছুই হয়ে যাক না কেন, তাতে তাদের কিচ্ছু যায় আসে না। এরা প্রয়োজনে আসে, আবার প্রয়োজন ফুরালে হাওয়ায় মিশে যায়!

এরা মানুষের মনোযোগ, ভালোবাসা, আবেগ-অনুভূতি, বিশ্বাস অর্জন করে, গা ঢাকা দেয়! এরা আসেই ক্ষণিকের ভালো লাগা, মোহ, সাময়িক আনন্দ কিংবা অবসরের বিনোদন নিতে। সম্পর্কের শুরুতে আবেগ দেখালেও সুযোগ বুঝে চলে যাওয়ার আগে এরা বাস্তবতা শিখিয়ে যায়! এরা ভালো রাখতে আসে না, ভালো থাকতে আসে। আর যখনই ভালো থাকতে পারে না, তখনই নিজেকে সরিয়ে নিতে আর দু'বার ভাবে না। আর যেটা সারাজীবন একটা মানুষকে মানসিক যন্ত্রণা দিতে থাকে!
azira entrtenment

বিশ্বাস করেন একটা মানসিক ভালো সম্পর্ক আপনাকে পৃথিবীতে বাঁচার জন্য চমৎকার ভালো লাগার মতন আজীবন ভালো অনুভূতি উপহার দিতে পা...
16/12/2024

বিশ্বাস করেন একটা মানসিক ভালো সম্পর্ক আপনাকে পৃথিবীতে বাঁচার জন্য চমৎকার ভালো লাগার মতন আজীবন ভালো অনুভূতি উপহার দিতে পারবে তার জন্য সে সম্পর্ককে নিয়ে কেবল মাত্র হাইড এন্ড সিঁক গেইম খেলা বন্ধ করতে হবে,মাইন্ড গেম ও ম্যানুপুলেশনের জাল থেকে সে সম্পর্কটাকে দূর রাখতে হবে..!
আপনার ইগো সবার সাথে দেখালে ও এমন কারো সাথে দেখাবেন না,যে মানুষটার জন্য আপনার মুখে হাসি ফুটে,পৃথিবীতে বাঁচা সহজ না কিন্তু এই কঠিন পৃথিবীতে যদি কেউ একজন থাকে সারাদিন ব্যস্ততা শেষে তার সাথে কথা বল্লে আপনার ক্লান্তি দূর হয়,সে মানুষটাকে আপনি গ্রহন করতে শিখুন..!
আপনার জীবনে যদি সত্যিই এমন কেউ আসে,আর মানুষটা যদি আপনাকে শর্তহীন ভাবে গ্রহন করে থাকে আপনি তার জন্য বৃক্ষ হয়ে দাঁড়ান..!
আমাদের দিন শেষে এক্টা বিছানা লাগে,
নিজের ক্লান্তি ঢেলে যেখানে আমরা আবার সতেজ হয়ে উঠি,তেমনি একজন মানুষ আমাদের থাকতে হয়,যে মানুষটার সাথে মানসিক সম্পর্ক থাকা মানে আপনি নিজেকে হিল করতে পারবেন,তার জন্য আপনি মানসিক শান্তি ফিল করতে পারবেন আর যদি মানুষটাকে পেয়ে থাকেন তবে আগলে রাখুন তাকে আপনার ব্যলেন্স হিসেবে..!
£$√..... azira entrtenment

Address

Dhaka . Badda
Badda

Alerts

Be the first to know and let us send you an email when azira entrtenment posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share