easynews24.net

easynews24.net unveil the truth is the motto of easynews24.com

08/10/2024
08/09/2024

রবীন্দ্রনাথ ঠাকুর ওনার লেভেলে থাকুকনা। আমাদের দেশের জাতীয় সংগীত পরিবর্তন করলে কি ওনার কোন কিছু কমে যাবে? যাবে না। শুধু বাংলা না, আমরা বাংলাদেশ আছে এইরকম একটা জাতীয় সংগীত চাই। বাংলা তো ভাগ হয়ে গেছে। আমাদের সংগীতে পশ্চিম বঙ্গ থাকার দরকার কি?

28/08/2024

সাংবাদিকদের আসিফ নজরুল বলেছেন, ‘এটা (মামলা) তো আওয়ামী লীগই শুরু করেছিল। ঠিক না? আমিনুল যিনি ফুটবলার… সাকিব তো আর বাংলাদেশ রাষ্ট্রের জন্য কিছু আনেনি। সাকিব নিজে অনেক কিছু অর্জন করেছে। আমিনুল তো বাংলাদেশ রাষ্ট্রের জন্য পুরস্কার বয়ে এনেছিল। এনেছিল না? জাতীয় দলের অধিনায়ক ছিল। আমিনুলকে যেভাবে অত্যাচার করা হয়েছিল, তখন কি আপনারা প্রশ্ন করেছিলেন? আমিনুলকে তো জেলে ভরা হয়েছিল। সাকিবের বিরুদ্ধে (এখনো) শুধু মামলা হয়েছে।

24/08/2024

আমরা সবাই বাবর হব স্লোগানে স্লোগানে মুখরিত ঢাকা বিশ্ববিদ্যালয় এর মাস্টারদা সূর্যসেন হল।।

"আমরা সবাই বাবর হব
সেভেন সিস্টার স্বাধীন করব।"

"বন্যায় যদি মানুষ মরে
সেভেন সিস্টার থাকবে নারে"

মাস্টারদা সূর্যসেন সূর্যসেন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়।।
,

বাঁধ খুললো কেন? - এই প্রশ্নের চেয়ে জরুরী প্রশ্ন হওয়া উচিত, বাঁধ দিলো কেন?অনেকে বলছে, যে বাঁধ না খুললে ভারতের ত্রিপুরা ডু...
23/08/2024

বাঁধ খুললো কেন? - এই প্রশ্নের চেয়ে জরুরী প্রশ্ন হওয়া উচিত, বাঁধ দিলো কেন?

অনেকে বলছে, যে বাঁধ না খুললে ভারতের ত্রিপুরা ডুবে যেতো, তারা বাধ্য হয়ে ছেড়েছে। পরে বাঁধ অটো ভেঙেই যেতো। তখন আরো বেশী ক্ষতি হত। তাই এখানে আসলে ভারতের দোষ নেই। চলুন এই কথাটার ফাঁকটা বুঝার চেষ্টা করি একটু।

নদী চলবে নদীর মত। এতে তারা বাঁধ দিল কেনো শুরুতেই? কারণ তারা বাংলাদেশকে পানি বঞ্চিত করে রেখেছিল এতদিন। নদীকে নদীর মত চলতে দিলে, নদীর গভীরতা এবং প্রশস্ততা ঠিক থাকতো। হঠাৎ বেশী পানি আসলেও নদী তা সহ্য করতে পারতো। পানি সহজে সমুদ্রে পৌছতো।

কিন্তু বাঁধ দেয়ার কারণে, বাংলাদেশের নদীগুলো শুঁকিয়ে খালের মত হয়ে গিয়োছে। পলি জমে অগভীর হয়ে গিয়েছে, জায়গায় জায়গায় চর জন্মেছে। এখন হঠাৎ পানি ছেড়ে দিলে এই অগভীর এবং চিকন নদীগুলো সেই পানি ধারণ করতে না পেরে আশেপাশের সব ডুবিয়ে দেয়। এবার বুঝেছেন আসল কাহিনী?

কোন লোক এখন ভারতের সাফাই গাইতে আসলে, বা কোন ধানাই পানই করলে, যেমন ভারতের তো উপায় ছিল না, তাই বাধ্য হয়ে বাঁধ ছেড়েছে, ওরে চটকনা মেরে বলবেন, তাহলে বাঁধটা শুরুতে দিয়েছিল কেনো?

- Ibnus Saeed

Abrar Fahad ভাই,ঐ পোস্টটা যদি ২০১৯ সালের না হয়ে ২০২৪ সালের হতো তাহলে হয়তো বেঁচে যেতে তার প্রান ।পরিক্ষা দিয়ে ,ভালো রেজাল...
23/08/2024

Abrar Fahad ভাই,
ঐ পোস্টটা যদি ২০১৯ সালের না হয়ে ২০২৪ সালের হতো তাহলে হয়তো বেঁচে যেতে তার প্রান ।পরিক্ষা দিয়ে ,ভালো রেজাল্ট করে জেনেটিক ইন্জিনিয়ার হওয়ার সপ্নটা বেঁচে যেত ।ভালো রান্না জানা একটা বউ খুঁজে বিয়ে করার সপ্নটা বেঁচে যেতো ।আজ তার সেই পোস্ট টা সত্যি হলো ।কিন্তু তা সবাই দেখলো শুধু সেই দেখল না ।এমন কঠিন মৃত্যু আবরার ফাহাদ ভাইয়ের ।ভিডিও ভুটেজটা মস্তিষ্কের স্নায়ুকোষ দূর্বল করে ফেলে ।প্রত্যেকটা মানুষের জ্ঞান বিবেক আত্মচিৎকার করে উঠে ।তা কি সেই খুনির সাথে হয় নি ?
এতগুলো মানুষের ভালোবাসা পেয়েছেন আপনি ,অথচ আপনি নিজেও জানেন না।
এই ফুটেজটা আমায় কাদিয়ে ছিলো 🥹

https://www.facebook.com/ConfidencesBD/videos/3110279129047327/?mibextid=l2hJJHjNVOBSwHk4

After more than five hours in the operating room, Shojon, wounded by a bullet, was allowed just a few minutes with his e...
17/08/2024

After more than five hours in the operating room, Shojon, wounded by a bullet, was allowed just a few minutes with his elder brother, Anik.
"Has Hasina resigned?" Shojon asked.
As older brothers do, Anik chided him gently, "Forget about that for now."

When they met again an hour later by Shojon's hospital bed, he repeated the question. This time, Anik reassured him, "Yes, Hasina has left. She fled to India."
Shojon smiled and replied, "Alhamdulillah." That was his final smile.

https://www.tbsnews.net/bangladesh/shojon-smiled-he-died-he-knew-dictator-was-gone-918286

কোকের সাম্প্রতিক বিজ্ঞাপনটাকে ওয়ার প্রপাগ্যান্ডা বললে ভুল হবে না। এই বিজ্ঞাপনে বলা হয়েছে, "ফিল,। ইস ৩-এ নাকি কোকের ফ্যাক...
13/06/2024

কোকের সাম্প্রতিক বিজ্ঞাপনটাকে ওয়ার প্রপাগ্যান্ডা বললে ভুল হবে না। এই বিজ্ঞাপনে বলা হয়েছে, "ফিল,। ইস ৩-এ নাকি কোকের ফ্যাক্টরি আছে। তারা যে কথাটা এড়িয়ে গেছে তা হলো,
দখল করা মাটিতে কোকের ফ্যাক্টরি আছে। [১]
১৯৬৭ থেকে ১৯৯১ পর্যন্ত আরব লীগ আনুষ্ঠানিকভাবে কোকা কোলা বয়কট করেছিল, কারণ তারা দখল করা জমিতে বটলিং প্ল্যান্ট বানিয়েছে। [২]
(কেউ প্রশ্ন করতে পারেন ৯১ এর পর কী হয়েছে? কোক ভালো হয়ে গেছে? উত্তর হলো, না হয়নি। কোক আগের মতোই আছে। বরং আরব শাসকরা আস্তে আস্তে সব লজ্জা হারিয়ে ফেলেছে। )
দখল করা ভূমিতে অপারেট করার কারণে কোকা কোলা-কে ব্ল্যাকলিস্ট করেছে খোদ জাতিসঙ্ঘ। জাতিসঙ্ঘের মানবাধিকার কাউন্সিলের উদ্যোগে "ঐ দেশটাতে" অপারেট করা বেশ কিছু কর্পোরেশনকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। কারণ তারা দখলদারিত্বকে সমর্থন করছে। [৩]
খোদ জাতিসঙ্ঘের মতো একটা বায়াসড প্রতিষ্ঠানও ইমপ্লিসিটলি স্বীকার করছে যে কোকা কোলা সরাসরি দখলদারিত্ব, ঘৃণা ও নিয়মতান্ত্রিক হত্যা যজ্ঞ থেকে প্রফিট করছে। আর আমাদের দেশের কলাবিজ্ঞানী অ্যাডমেকাররা এসে বাঙ্গালিকে হাইকোর্ট দেখাচ্ছে।
"ঐ দেশটার" সমর্থনে কোকের এমন অপকর্মের তালিকা অনেক দীর্ঘ। কোকের সাম্প্রতিক বিজ্ঞাপনে শুধু এই সব বাস্তবতা আড়ালই করা হয়নি, বরং "ফিল,। ইস ৩-এ ফ্যাক্টরি আছে' বলার মাধ্যমে দখলদারিত্বের সাফাই ও গাওয়া হয়েছে।
যে রাজনৈতিক মতবাদ ও আন্দোলনের প্রেক্ষিতে আমাদের ভূমি দখল করে "ঐ দেশটা" তৈরি হয়েছিল, কোক কয়েক দশক ধরে সেই মতবাদকে সমর্থন দিয়ে আসছে।

কোকা কোলা সরাসরি দখলদারিত্ব, বৈষম্য, যুলুম এবং গণ।। হ৩্যা থেকে প্রফিট করছে। এবং আবার বড় গলায় প্রপাগ্যান্ডা ছড়াচ্ছে। এটা চরম ঔদ্ধত্য, এবং মুসলিম উম্মাহ এবং বাংলার মুসলিম কওমের প্রতি জঘন্য তাচ্ছিল্যের মনোভাবের প্রকাশ।
এই কুরবানীর ঈদে কোক বয়কট করুন।
এই বয়কটের পক্ষে প্রচারনা চালান, অনলাইন ও অফলাইনে।

(সকল তথ্যসূত্র কমেন্টে দেয়া হলো
ইমেজ ক্রেডিট: মু সা ফি র)

লেখা: Asif adnan

https://easynews24.net/post-details.php?articleID=3281&article=%E0%A6%86%E0%A6%9C%20%E0%A6%AD%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B2...
25/03/2023

https://easynews24.net/post-details.php?articleID=3281&article=%E0%A6%86%E0%A6%9C%20%E0%A6%AD%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B2%20%E0%A7%A8%E0%A7%AB%20%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%9A,%20%E0%A6%97%E0%A6%A3%E0%A6%B9%E0%A6%A4%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%BE%20%E0%A6%A6%E0%A6%BF%E0%A6%AC%E0%A6%B8%E0%A5%A4

আজ ভয়াল ২৫ মার্চ, গণহত্যা দিবস। বাঙালি জাতির জীবনে ১৯৭১ সালের এইদিন শেষে এক বিভীষিকাময় ভয়াল রাত নেমে এসেছিল। এদিন ...

24/03/2023

রেশম সুতা উৎপাদন।

Address

Badda

Alerts

Be the first to know and let us send you an email when easynews24.net posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to easynews24.net:

Share