Content Gurl

Content Gurl I’m Sweety and I’m super excited to welcome you to "Content Gurl" Page. Think of me as your guide in this journey. I am here to make your experience amazing.

I'm Providing You Digital Solutions to make ur business more successful. Stay with Content Gurl.

15/08/2024

মৌমিতাকে গ্যাং রে' ই 'প করার সময় যে দুইজন দুপাশ থেকে ওর হাত ধরে রেখেছিলো তাদের মধ্যে একজন মৌমিতারই ফিমেল কলিগ।
এগুলো ও কি সহ্য করা যায়?🥲🥲🥲

Salman Mohammad Muqtadir  Bro👌
14/08/2024

Salman Mohammad Muqtadir Bro👌

প্লিজ মামা প্লিজ...🥲
09/08/2024

প্লিজ মামা প্লিজ...🥲

স্বাধীন দেশে উড়বে শুধু স্বাধীন পতাকা🇧🇩🇧🇩💓🫰We are succeed....! 💪Alhamdulillah!
05/08/2024

স্বাধীন দেশে উড়বে শুধু স্বাধীন পতাকা🇧🇩🇧🇩💓🫰

We are succeed....! 💪
Alhamdulillah!

16/07/2024

ঝর্ণা ধারা😍😍😍😍
প্রকৃতির সৌন্দর্য কতই না সুন্দর!😇

কথা ঠিক কিনা কন?😁🤣😂
12/07/2024

কথা ঠিক কিনা কন?😁🤣😂

বাংলাদেশের ৭টি রহস্যময় স্থান এর মদ্ধে অন্যতম একটি হলো "বগা লেক"চলুন এই বগা লেকের বেপারে অমিমাংশিত কিছু তথ্য জানি:-😊বগা ...
11/07/2024

বাংলাদেশের ৭টি রহস্যময় স্থান এর মদ্ধে অন্যতম একটি হলো "বগা লেক"
চলুন এই বগা লেকের বেপারে অমিমাংশিত কিছু তথ্য জানি:-😊

বগা লেক (Boga Lake) যা সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় ২৭০০ ফুট উঁচু পাহাড়ে প্রাকৃতিক ভাবে সৃষ্ট একটি লেক। ভূ-তত্ত্ববিদগণের মতে প্রায় দুই হাজার বছর আগে প্রাকৃতিক ভাবে পাহাড়ের চূড়ায় এই লেক তৈরি হয়। মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ কিংবা মহাশূন্য থেকে উল্কাপিণ্ডের পতনের ফলে সৃষ্টি হয়েছে। কেওকারাডাং এর কোল ঘেঁষে বান্দারবান শহর থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে এবং রুমা উপজেলা সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে বগা লেক এর অবস্থান। পাহাড়ের উপরে প্রায় ১৫ একর জায়গা জুড়ে এই লেকের অবস্থান।

বগালেককে অনেকে ড্রাগনলেকও বলে থাকে। সকাল, সন্ধ্যা বা রাতে প্রতি বেলায়ই বগা লেক নতুন রূপে ধরা দেয়। বগা-লেকের জন্ম ইতিহাস নিয়ে স্থানীয় পাহাড়ি গ্রাম-গুলোয় একটি মজার লোককথা প্রচলিত আছে, সেটি অনেকটা এরকম – “অনেক অনেক দিন আগে একটি চোঙা আকৃতির পাহাড় ছিল। দুর্গম পাহাড় ঘন অরণ্যে ঢাকা। পাহাড়ের কোলে বাস করত নানা নৃগোষ্ঠীর মানুষ- ম্রো, বম, তঞ্চঙ্গ্যা, ত্রিপুরা প্রভৃতি। সেই পাহাড়ের কাছাকাছি গ্রামগুলো থেকে প্রায়ই গবাদিপশু আর ছোট শিশুরা সেই পাহাড়টিতে হারিয়ে যেতো। অতিষ্ঠ গ্রামবাসীদের মধ্যে থেকে সাহসী যুবকদের দল এর কারণ অনুসন্ধানে গিয়ে দেখতে পায়, সেই পাহাড়ের চূড়ার গর্তে এক ভয়ঙ্কর দর্শন বগা বাস করে। বম ভাষায় বগা মানে ড্রাগন। তারা কয়েকজন মিলে ড্রাগনটিকে আক্রমণ করে হত্যা করে ফেলে। ড্রাগনটির মৃত্যুর সাথে সাথে ড্রাগনের গুহা থেকে ভয়ঙ্কর গর্জনের সঙ্গে আগুন বেরিয়ে এসে পুড়ে দেয় আশপাশ। নিমিষেই সেই পাহাড়ের চূড়ায় মনোরম একটি পাহাড়ি লেকের জন্ম হয়। আর সেই গর্তটি এখন বাদুড় গুহা নামে পরিচিত।

এই লেকের তিন দিকই পাহাড়বেষ্টিত। এই শৃঙ্গগুলো আবার সর্বোচ্চ ৪৬ মিটার উঁচু বাঁশঝাড়ে আবৃত। এর গভীরতা হচ্ছে ৩৮ মিটার (১২৫ ফুট)। এটি সম্পূর্ণ আবদ্ধ একটি লেক। এখান থেকে পানি বের হতে পারে না, আবার কোনো পানি ঢুকতেও পারে না। এর আশেপাশে পানির কোনো দৃশ্যমান উৎসও নেই।

অসম্ভব সুন্দর ও রহস্যে ঘেরা এই লেকটি চাইলে হতে পারে আপনার ও পছন্দের লিস্ট এর একটি অন্যতম স্থান ঘোরার জন্য😊
বগা-লেক যাবার সেরা সময় শীত কাল, তবে এডভেঞ্চার প্রিয় মানুষরা বর্ষায় যেতে পারেন সম্পূর্ণ সবুজ তাজা পাহাড় পেতে। ঢাকা থেকে বান্দরবান হয়ে রুমা বাজার থেকে বগা লেকে যাওয়া যায়।

What is your opinion on this Unique look...?😃😄Most Unique Dupatta For Haldi Ever(Full of Flowers)🥰😍❤️‍🔥😍😍Radhika Merchan...
09/07/2024

What is your opinion on this Unique look...?😃😄

Most Unique Dupatta For Haldi Ever(Full of Flowers)🥰😍❤️‍🔥😍😍

Radhika Merchant's Haldi Ceremony Look😊

এই বন্যা যেনো শিশুদের জন্য কাল হয়ে দাড়িয়েছে।বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় ৭ লাখ ৭২ হাজারের বেশি শিশু ক্ষত...
04/07/2024

এই বন্যা যেনো শিশুদের জন্য কাল হয়ে দাড়িয়েছে।

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যায় ৭ লাখ ৭২ হাজারের বেশি শিশু ক্ষতিগ্রস্ত হয়েছে ঢাকা, ২১ জুন ২০২৪ – “বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলের ভয়াবহ বন্যা পরিস্থিতি নিয়ে ইউনিসেফ গভীরভাবে উদ্বিগ্ন। আকস্মিক এই বন্যায় ইতোমধ্যে ২০ লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যাদের মধ্যে ৭ লাখ ৭২ হাজারের বেশি শিশু।

যাদের ঠিক যতটুকু সামর্থ্য আছে উচিৎ এই কঠিন সময়ে ব্যাক্তিগত ক্যাম্পিং এর মাধ্যমে তাদের কাছ পর্যন্ত পৌছে যাওয়া এবং প্রাথমিক চিকিৎসা ও মৌলিক চাহিদার ব্যবস্থা করা।

প্রাকৃতিক দুর্যোগের সাথে লড়াই করে বাচতে হলে সবার আগে মানুষকেই মানুষের পাশে দাড়াতে হবে, এই দুর্যোগের সময় উচ্চবিত্ত দের উচিৎ নিম্নবিত্ত বা বিপদগ্রস্ত মানুষদের পাশে দাড়ানো এবং আর্থিকভাবে সহায়তা করে চিকিৎসা, খাবার ও একটা আশ্রয়স্থল এর বন্দবস্ত করে দেয়া।

বন্যায় বিপদগ্রস্ত মানুষদের জন্য আমরা সকলে মন থেকে দোয়া করব যেনো এই বিপদ থেকে আমাদের দেশ ও বিপদগ্রস্ত জেলা/অঞ্চল গুলো দ্রুত মুক্তি পেতে পারেন!

#বন্যা #প্রাকৃতিক_দুর্যোগ

আচ্ছা কোক না পান করলে কি হয়????।।।।সামান্য একটা পানীয় কে অসামান্য করে তুলেছি, আর সেটাই একটা দেশের সমগ্র জাতিকে ধ্বংস করে...
11/06/2024

আচ্ছা কোক না পান করলে কি হয়????




সামান্য একটা পানীয় কে অসামান্য করে তুলেছি, আর সেটাই একটা দেশের সমগ্র জাতিকে ধ্বংস করে দিচ্ছে...এতে কি আমরা খুশি?

কোকা কোলার এক একটা স্টেইন যেনো ফিলিস্তিনের নিষ্পাপ ফেরেশতা বাচ্চার গুলোর রক্তের ছাপ💔🇪🇭
সহজ ভাবে একটু চিন্তা করে দেখুন তো এত পিছনের ইতিহাসে না গিয়ে বা কিভাবে আবিস্কার, কিভাবে প্ল্যান আগাচ্ছে ইসরাইলী রা, কতটা ক্ষতি আরো সামনে এগিয়ে আসছে ফিলিস্তিন এর জন্য এসব না ঘাটিয়ে চলুন একে অপর কে একটা অতি সহজ প্রশ্ন করি,

কোকা কোলা না পান করলে আপনার আর আমার ঠিক কি যায় আসবে????
আর যদি পান করি তাহলে ঠিক কি উপকার হবে মুসলিম জাতির জন্য বা ধরুন সমগ্র জাতির জন্য?

আমি জানি আপনারা একটু চুপ হয়ে যাবেন কারন কোকা কোলার মত একটা সামান্য পানীয় যা শরীরে খারাপ ছাড়া ভাল করেনা মেডিক্যাল সাইন্স এর ভাষাতেও তবুও আমরা কোন ঝোকে পান করি?
আপনি চাইলেই এই কোকা কোলার বিকল্প হিসেবে আমাদের দেশীয় মোজো বা অন্যান্য পানীয় পান করতে পারেন। কিন্তু, আমরা এখনো এটাই পান করি কারন আমরা ফিলিস্তিন এ নয় বাংলাদেশে বাস করি যেই দেশের সবাই এখনো সুরক্ষিত আছে, নিজের উপর দিয়ে বিপদ না গেলে যা হয় আর কি।

মুসলিম জন্মগত ভাবে হলেই হবে না, মুসলিম কাজে ও কর্মেও হতে হবে, মুসলিম মুসলিম ভাই ভাই, এক মুসলিম এর জন্য আরেক মুসলিম এর সমবেদনা কাজ করতে হবে এবং বিপদে লড়াই করতে হবে।

লড়াই এর ভাষা টা হতে পারে "জিহাদ" নয়ত "ভাষা" নয়ত "বয়কট".....

নব্বই শতকের যারা যারা আছেন তারা এর মদ্ধে কোন স্মৃতির সাথে সম্পৃক্ত বা পরিচিত নয় বলুন তো????😊এমন একজন কেও খুজে পাওয়া যাবে...
09/06/2024

নব্বই শতকের যারা যারা আছেন তারা এর মদ্ধে কোন স্মৃতির সাথে সম্পৃক্ত বা পরিচিত নয় বলুন তো????😊

এমন একজন কেও খুজে পাওয়া যাবে না। কারন টা হলো নব্বই শতক এর সময়কাল টাতে মানুষ শেষ, সহজ ও সরল প্রজন্মের ছিল। আমরা নব্বই শতকের মানুষ গুলো মায়ের হাতে দিন শেষে মাঠে খেলতে খেলতে মাগরিবের আজান দেয়ার পর ও বাড়ি না ফেরার কারনে যেমন লাঠির বাড়ি খেয়েছি, তেমন এইযে বউ চোর, কলা পাতার আংটি, দড়ি লাফ, মাটির হান্ডি-পাতিল, গাছের ডালের সাথে দোল খাওয়া, ঘর বানানো এমন যে আরো কত কত খেলা খেলেছি তার হিসাব নেই। আমাদের সময় জীবন টা কারিগরি ও বাস্তবিক ছিল খুব। আমরা সারাদিন খুটিনাটি এটা সেটা করে বেড়িয়েছি নিজেকে ব্যস্ত ও আনন্দময় রাখার জন্য। তখন আধুনিক প্রযুক্তি মানে ফোন এর দরকার হয় নি, এমনকি ছিল না বলেই হয়ত আমরাই শেষ সহজ, সরল প্রজন্ম হিসেবে গন্য হই এখন।

আধুনিকতা কেনো সকল কিছুর ই ভাল ও খারাপ দিক থাকে।
মতামত আপনার, আপনি ভাল দিক টা গ্রহন করবেন নাকি খারাপ দিক টা। ফেসবুক তৈরি করা হয়েছে বিশ্বব্যাপি এক দেশ থেকে আরেক দেশের মানুষদের সাথে সম্পর্ক স্থাপন এর জন্য ও যোগাযোগ কে আরো সহজ করে তোলার জন্য, কিন্তু এটাকে মৌলিক চাহিদার উপরে যদি রাখতে যান তাহলে সমস্যা টা আপনার, আধুনিক প্রযুক্তির নয়।

আসুন প্রযুক্তির সঠিক ও উপযুক্ত ব্যবহার করতে শিখি...
নিজেদের সাথে সন্তানদের সম্পর্ক আরো সুন্দর করে তুলি তাদের কে সময় দেয়ার মাধ্যমে। কাজ শেষে স্বামী- স্ত্রী কে সময় দিন, সংসার নিয়ে আলোচনা করুন কথা বলুন ভবিষ্যৎ নিয়ে পরিকল্পনা করুন নিজেদের দাম্পত্য জীবন টাকে কিভাবে আরো মিষ্টি করে তোলা যায় সেটার জন্য একে অপর কে ভালবাসুন।

Address

Badda

Telephone

+8801621775751

Website

Alerts

Be the first to know and let us send you an email when Content Gurl posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Content Gurl:

Share