10/09/2025
Early morning thoughts:
আল্লাহর রহমতে আপনি privileged family-তে জন্ম নিয়েছেন, কখনো মাথার উপরে ছাদ, টেবিলে খাবার, পরনের কাপড়ের অভাব হয়নি। একজন মানুষের basic needs যেগুলো সেগুলোর জন্য কখনও struggle দুরের কথা ভাবতেও হয়নি। তাই বলে আপনি কিভাবে সেই মানুষগুলোকে অপমান করতে পারেন যাদের মাথার ঘাম পায়ে ফেলে জীবন চালাতে হয়। কোনদিন ভেবে দেখেছেন যদি আপনি আপনার বাবা-মায়ের ঘরে জন্ম না নিয়ে একজন দিনমজুরের ঘরে জন্ম নিতেন!!!??? Life আসলে fare না, but atleast we can be kind. আর কোনভাবে কাউকে সাহায্য করতে না পারলেও অন্তত ভালো ব্যবহার তো করাই যায়। একটা কথা আমি বিশ্বাস করি, আল্লাহ চাইলে এক সেকেন্ডে রাজা থেকে ভিখারি করতে পারেন আবার ভিখারি থেকে রাজাও করতে পারেন। এই দুনিয়ায় অহংকার করার অধিকার কারও নেই আল্লাহ ছাড়া। আর আল্লাহ অহংকারিদের অপছন্দ করেন।