Tanne's Kitchen & vlog

Tanne's Kitchen & vlog আসসালামু আলাইকুম 🥰আমার ভালো লাগা থেকে ই এখানে কাজ করা🥰
আমি কুমিল্লার মেয়ে😘
(18)

মাহতাব আর বেঁচে নেই😭 এই মাত্র নিউজে দেখলাম।।
24/07/2025

মাহতাব আর বেঁচে নেই😭 এই মাত্র নিউজে দেখলাম।।

  আমি মাইলস্টোনের হায়দার আলী ভবনের একজন শিক্ষিকা।আপনাদের কে দুইহাত জোর করে বলছি ভুল তথ্য ছড়াবেন না।আমিও আগুনের মধ্যে আটক...
23/07/2025


আমি মাইলস্টোনের হায়দার আলী ভবনের একজন শিক্ষিকা।আপনাদের কে দুইহাত জোর করে বলছি ভুল তথ্য ছড়াবেন না।আমিও আগুনের মধ্যে আটকা পড়েছিলাম আমার চেয়ে বেশি আপনারা ফেসবুকবাসী জানবেন না তাইনা?

স্কুল ছুটি হয় দুপুর ১ টায়, আমি ঠিক তার এক থেকে দুই মিনিটে স্কাই সেকশনে ঢুকে দেখি ওখানে শুধু একটা বাচ্চা দাঁড়ানো।কেউ ছিলোনা সবাই চলে গেছিলো।আপনারা জানেন না ছুটির সময় হলে বাচ্চারা তিন চার মিনিট আগে থেকেই কিভাবে ব্যাগ কাঁধে নিয়ে ব্যস্ত হয়ে পড়ে বাসায় যাওয়ার জন্য এবং আমি চলে আসার পর অভিভাবক আসেনি বলে আবার স্কাই এ কিছু বাচ্চা ঢুকেছিলো তাদেরকেও আমাদের আরেকজন টিচার ক্লাস থেকে নিয়ে অন্য সেকশনে বসায়।

এরপরেও আবার কয়েকজন(৫ -৬ জন) ঢুকেছিলো তাদেরকেই আমরা হারিয়ে ফেলেছি।বা যারা করিডোরে,দোলনায় খেলছিলো বা সিঁড়িঘরে ছোটাছুটি করছিলো।বা ওই মুহুর্তে ওই জায়গায় কাকতালীয় ভাবে ছিলো।(এদের সংখ্যা অনিশ্চিত)

এরপর আসেন এ ওখানে বাচ্চার সংখ্যা (৮-১০) স্কাই এর চেয়ে বেশি ছিলো।আমার ধারনা মাহরীন মিস,মাসুকা মিস ও মাহ্ফুজা মিস ওখান থেকেই বাচ্চা বের করার চেষ্টা করছিলো।এবং তাদের বের করতে করতে নিজেরা ঝলসে যায়। যারমধ্যে মাহরীন মিস এবং মাসুকা মিস কে আমরা হারিয়ে ফেলেছি।মাহফুজা মিসের অবস্থা এখন গুরুতর উনি
লা/ই/ফ সাপোর্টে আছেন।উনার জন্য আপনারা দোয়া করবেন।

cloud এর পাশের রুম এখানে কিছু বাচ্চা ইন/জি/উরড্ কেউ মা/রা যায় নি।

mayna এর পাশে এই ক্লাসের একটা বাচ্চা আর নেই।

doyel এর পাশে এবং এখানেও সবাই সেফ আছে।

দ্বিতীয় তলার বাচ্চারদের ও ঘটনা একই।দুইটা ক্লাসরুম একটা টিচার্স রুম পুড়েছে। ওখানেও ১৫-২০ জন ছিলো।

হায়দার আলী ভবনের মুখে, দোলনায় এবং করিডোরের হাঁটাহাঁটি করা বাচ্চার সংখ্যা এভাবে বলতে পারা যায় না।অনুমান ও করা কঠিন।তারমধ্যে অনেকের শরীর পুড়ে ছাই হয়ে গেছে যে লা/শগুলো খুঁজে পাওয়া যাচ্ছে না।
এরমধ্যে আছে ওখানকার আয়া রাও।এখান থেকেই বেশিরভাগ আহত।আহ/তের সংখ্যাও ঠিকভাবে বলা যায় না।

তাই ভুল তথ্য ছড়াবেন না।আপনারা যত মৃ/তের সংখ্যা বলছেন সেটা একেবারে সম্ভব না।তারমধ্য আমরা যারা দুই কর্নারে ছিলাম তারা তো অক্ষত অবস্থায় ফিরে এসছি।

আর লা/শ গুম করার কথা যারা বললেন,আপনাদের কতখানি মাথায় সমস্যা আমার জানা নেই। কারন একটা বাচ্চা যাকে আমরা বাঁচাতে পারিনি তার লা/শটাতো অন্তত আমরা তার বাবা মায়ের কাছে পৌঁছানোর সর্বাত্মক চেষ্টা টা করবো। তাইনা?আমরা টিচার, রাজনীতিবিদ নই।

আপনাদের কোনো ধারণা নেই এই শিক্ষক শিক্ষিকাগুলো কিভাবে বাচ্চাদেরকে সারাদিন আগলে রাখে।ছুটি হওয়ার সময় মাহরীন মিস গেটের সামনে দাঁড়িয়ে থাকে প্রতদিন বাচ্চাদেরকে অভিভাবকদের হাতে বুঝিয়ে দেয়। যতক্ষণ একটা বাচ্চারও অভিভাবক থাকে উনি গেট থেকে নড়েন না।

তাই হাত জোর করে বলছি।ভুল তথ্য ছড়াবেন না।মানুষের ইমোশন নিয়ে খেলবেন না।

নিহ/তের সংখ্যা সামনে বাড়বে আপনাদের বাড়াতে হবেনা,আসেন আমরা প্রার্থনা করি প্রতিটা ফুলের জন্য যারা অকালে ঝড়ে গেলো।আমাদের শিক্ষক শিক্ষিকা স্টাফ আর ছোট ছোট বাচ্চা গুলোর জন্য আসেন আজ প্রার্থনা করি।

Copy
Purnima Das

আমি ভিডিও গুলো দেখছি আর ভাবছি সবকিছু কল্পনা হতো😪 এমন কিছুই ঘটে নি হতো😪 এত এত মায়ের আহা’জারি, নিজেকে সামলানোর মত না, সবার...
22/07/2025

আমি ভিডিও গুলো দেখছি আর ভাবছি সবকিছু কল্পনা হতো😪 এমন কিছুই ঘটে নি হতো😪 এত এত মায়ের আহা’জারি, নিজেকে সামলানোর মত না, সবার ই একই অবস্থা আমি জানি।। কত মা য়ের বু’ক খালি হয়ে গেছে,, শুধু ভাবছি আর ১০ টা মিনিট পর এমন টা হতো, সব বাচ্চা গুলো স্কুল থেকে নিরা'পদে বের হয়ে যেত,,

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!দূ*র্ঘ'টনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে ...
22/07/2025

যতবার পড়েছি মুগ্ধ হয়েছি, বন্ধুত্বতো এমনি হয়!

দূ*র্ঘ'টনার পর বেঁচে যাওয়া একজন ছাত্র তার আ*হত বন্ধুকে ক্লাসরুম থেকে ফিরিয়ে আনতে গিয়েছিল।

ফা*য়া*র ব্রিগেডের অফিসার বাধা দিয়ে বললেন, "এর কোনো লাভ নেই! তোমার বন্ধু অবশ্যই মা* রা যাবে"।

কিন্তু ছাত্র'টি তখনও গিয়ে তার বন্ধুকে একা একা ফিরিয়ে আনল।

মৃ*তদে*হ দেখে ফা*য়া*র ব্রিগেডের অফিসার বলে, "আমি তোমাকে বলেছিলাম এর কোন মূল্য নেই। সে মা*রা গেছে"।

ছাত্র'টি উত্তর দেয়: 'না স্যার, এটা সত্যিই মূল্যবান ছিল। যখন আমি তার কাছে গেলাম, সে তখনও জীবিত ছিলো - আমার বন্ধু আমাকে দেখে, হাসল এবং তার শেষ কথাটা বলল:

"আমি জানতাম তুমি আসবে"!
💔💙🤲

সংগৃহিত

21/07/2025

১০ মিনিট পর পর যে বিমান যাচ্ছে মাথার উপর দিয়ে, দুপুরের পর থেকে সেটার সাউন্ড ভয়ং কর ও আ তং কের মনে হচ্ছে, , 😪😪 সারা নিউজফিডে শুধু হা'হা'কার,, হে আল্লাহ তুমি রহম কর।।

21/07/2025

এই শোক কিভাবে কাটিয়ে উঠবে তাদের বাবা-মা😪😪 আল্লাহ তুমি সাহায্যকারী

🚫 ছেলের জ্বর ১০২, সবাই আমার ছেলের জন্য প্লিজ দোয়া করবেন😇সারারাত ঘুম নাই, সকালে উঠে চা খাব না বলে অনেক বার রান্না ঘর থেকে...
21/07/2025

🚫 ছেলের জ্বর ১০২, সবাই আমার ছেলের জন্য প্লিজ দোয়া করবেন😇
সারারাত ঘুম নাই, সকালে উঠে চা খাব না বলে অনেক বার রান্না ঘর থেকে বের হয়ে আসছি, তারপর দেখলাম কাজ ই করতে পারছি না তাই বাধ্য হয়ে দুপুর বেলা চা খাচ্ছি, না হয় যে রান্না ও করতে পারব না ঘুমের জন্য 😪😪

আসসালামু আলাইকুম😘😘😘
19/07/2025

আসসালামু আলাইকুম😘😘😘

গরুর মাংস আলু দিয়ে 😋😋
18/07/2025

গরুর মাংস আলু দিয়ে 😋😋

২ কুসুমের দেশী মুরগীর ডিম🤩🤩
13/07/2025

২ কুসুমের দেশী মুরগীর ডিম🤩🤩

শ্বশুর বাড়িতে গিয়ে দেখি এগুলো অনেক সুন্দর ভাবে হয়ে আছে, তাই লোভ সামলাতে না পেরে অনেক গুলো উঠাই নিয়ে আসছি🫣🫣  আপনারা ই বলে...
13/07/2025

শ্বশুর বাড়িতে গিয়ে দেখি এগুলো অনেক সুন্দর ভাবে হয়ে আছে, তাই লোভ সামলাতে না পেরে অনেক গুলো উঠাই নিয়ে আসছি🫣🫣
আপনারা ই বলেন সুন্দর না??

বিয়ের পর প্রথম এভাবে মেহেদী দেওয়া,, হাতে মেহেদী দিয়ে আমি কতবার যে নিজেই নিজের হাত দেখি,, মেহেদী এত্ত ভালো লাগে আমার।। 🥰🥰
12/07/2025

বিয়ের পর প্রথম এভাবে মেহেদী দেওয়া,, হাতে মেহেদী দিয়ে আমি কতবার যে নিজেই নিজের হাত দেখি,, মেহেদী এত্ত ভালো লাগে আমার।।
🥰🥰

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Tanne's Kitchen & vlog posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tanne's Kitchen & vlog:

Share