Jannat Makeup & Beauty

Jannat Makeup & Beauty Video Creator,Personal Blog

এবারের প্রোডাক্ট সেম কোয়ালিটি পাবেন।জাস্ট কালার একটু চেঞ্জ হয়েছে। অর্ডার করতে এক্ষুনি ইনবক্স করুন।
14/07/2025

এবারের প্রোডাক্ট সেম কোয়ালিটি পাবেন।জাস্ট কালার একটু চেঞ্জ হয়েছে। অর্ডার করতে এক্ষুনি ইনবক্স করুন।

13/07/2025

আসসালামু আলাইকুম সবাইকে।
আজকে আমার শরীরটা অনেক খারাপ। হঠাৎ করেই। ইনবক্সে হয়তো বেশি কথা বলতে পারবোনা কারো সাথে। হয়তো অনেক ইনবক্স বাকি থেকে থাকবে দেখা। যাদের কোনো প্রশ্ন আছে প্রশ্ন করে রাখতে পারেন আমি একটু ভালো লাগলে আপনাদের উত্তর দিয়ে দিব। আর যারা অর্ডার করতে চান তারা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে রাখুন আমি চেষ্টা করবো প্রোডাক্টগুলো পাঠানোর।
অগ্রিম ধন্যবাদ সবাইকে।

আসসালামু আলাইকুম সবাইকে। যারা যারা মেস্তার প্রোডাক্ট চেয়েছিলেন তাদের জন্য এই লেখা।মেসতার প্রোডাক্টটা অনেকদিন ধরেই টেস্ট...
12/07/2025

আসসালামু আলাইকুম সবাইকে।
যারা যারা মেস্তার প্রোডাক্ট চেয়েছিলেন তাদের জন্য এই লেখা।মেসতার প্রোডাক্টটা অনেকদিন ধরেই টেস্ট করছিলাম। আমার কাছে মনে হচ্ছে ফাইনাল হয়েছে। তো আমি পাঁচজন আপু কিংবা ভাইয়াকে চাচ্ছি। যারা কিনা আমাকে এই প্রোডাক্ট ব্যবহার করে রিভিউ দিবে। মানে হচ্ছে আমি পাঁচজনকে ফ্রি মেস্তার প্রোডাক্ট পাঠাবো। আপনারা আমাকে প্রোডাক্ট ব্যবহারের আগে একটা ছবি দিবেন। এবং ইউজের পরে একটা ছবি দিতে হবে। যে ছবি আমি পেইজে শেয়ার করবো রিভিউ হিসেবে। যারা যারা রাজি আছেন দ্রুত দ্রুত ইনবক্স করে দিন। আমি তাদের মেসতার প্রোডাক্ট পাঠাবো এবং রিভিউ পাওয়ার পর মেস্তার প্রোডাক্টটা সবার জন্য উন্মুক্ত করে দিবো ইন শা আল্লাহ।

আরো একটা রিভিউ ❤️❤️❤️
10/07/2025

আরো একটা রিভিউ ❤️❤️❤️

আরো কিছু রিভিউ ❤️❤️❤️
07/07/2025

আরো কিছু রিভিউ ❤️❤️❤️


রিভিউ তো অনেক পাই কিন্তু এডিট করে পোস্ট করার সময় পাইনা। তো আজকে আবার দিয়ে দিলাম এক আপুর রিভিউ। যারা যারা প্রোডাক্ট এখন...
06/07/2025

রিভিউ তো অনেক পাই কিন্তু এডিট করে পোস্ট করার সময় পাইনা। তো আজকে আবার দিয়ে দিলাম এক আপুর রিভিউ। যারা যারা প্রোডাক্ট এখনো নেননি আশা করি তারা সবাই বুঝতে পারবেন যে আসলেই প্রোডাক্ট কেমন।
সবার জন্য শুভকামনা। সারা বাংলাদেশের তিল আঁচিল স্কিন ট্যাগ মিলিয়ার সমস্যার সমাধান করব ইনশাল্লাহ।❤️❤️❤️

03/07/2025

আসসালামু আলাইকুম সবাইকে।
দয়া করে কেউ ধীরে ধীরে কথায় লম্বা ভয়েস দিয়েন না ইনবক্সে প্লীজ।

আরো কিছু আপুর রিভিউ ❤️❤️❤️   #তিলদূরকরুনঘরেবসেই
30/06/2025

আরো কিছু আপুর রিভিউ ❤️❤️❤️

#তিলদূরকরুনঘরেবসেই

কিছু আপুর রিভিউ ছিল অনেকদিন ধরেই সেগুলো আজকে শেয়ার করলাম। ধীরে ধীরে আরো অনেক রিভিউ আছে সেগুলো শেয়ার করবো।তিলের সমস্যা ...
29/06/2025

কিছু আপুর রিভিউ ছিল অনেকদিন ধরেই সেগুলো আজকে শেয়ার করলাম। ধীরে ধীরে আরো অনেক রিভিউ আছে সেগুলো শেয়ার করবো।
তিলের সমস্যা বর্তমানে বাংলাদেশে অনেক। সবার উচিত সানস্ক্রিন ইউজ করা রোদে গেলে কিংবা মোবাইল ইউজ করার সময়। তবে যাদের এই সমস্যাগুলো হয়ে গেছে তাদের স্কিন যেন ভালো হয়ে যায় তার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি আমার মে*ডি*সিন আর ক্রিম এর মাধ্যমে। আর যাদের এখনো তিল হয়নি তাদের বলবো সানস্ক্রিন ইউজ করবেন রোদে গেলে কিংবা মোবাইল ইউজ করলে।
আর আমার মে*ডি*সিন ক্রিম ব্যবহার করে যাদের তেল চলে যাচ্ছে তাদের বলবো দয়া করে সানস্ক্রিন ক্রিম ইউজ করবেন। তাতে করে প্রথমবার যে কারণে তিল হয়েছিল দ্বিতীয়বার আর তা হবে না।
সবার স্কিন সুন্দর হোক আমরা সবাইকে সুন্দর সুন্দর দেখতে চাই ❤️❤️❤️

সবার শুধু রিভিউ চাই।তো এই নেন রিভিউ। অনেককেই বলেছিলাম যে আপু একটু রিভিউ দেন তো অনেকেই ফেস দেখাতে চাচ্ছিল না। তাই রিভিউ শ...
28/06/2025

সবার শুধু রিভিউ চাই।তো এই নেন রিভিউ। অনেককেই বলেছিলাম যে আপু একটু রিভিউ দেন তো অনেকেই ফেস দেখাতে চাচ্ছিল না। তাই রিভিউ শেয়ার করতে পারেনি সবার সাথে। তারপর এই আপু নিজ ইচ্ছাতেই খুশিতে রিভিউ দিয়েছে আজকেই। তো আমি আপনাদের সাথে শেয়ার করছি। নতুন হাতে তুলেছিল সে। মানে জীবনের প্রথম সে নিজে নিজে তিল তুলে ছিল।তাই একটু আঁকাবাঁকা হয়েছিল যদিও তিল তোলাটা।কিন্তু তারপরও খুব সুন্দর ভাবে স্কিনটা ফ্রেশ হয়ে গেছে মাত্র কয়েক দিনেই।
অনেকেই মনে করে যে আমি আমি তো কখনো এভাবে তিল তুলিনি তো আমি কি পারবো কোন ক্ষ*তি হবে নাতো??! এই আপু হচ্ছে তাদের জন্য অনুপ্রেরণা। খুবই অল্প বয়স।ছোট্ট একটা মানুষ। কিন্তু তারপরও ঘরে বসে জীবনের প্রথমবার তিল তুলেই বাজিমাত করে ফেলেছে। সেটার প্রমাণ আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে কত সুন্দর হয়েছে স্কিন টা ওনার।মাশাল্লাহ ❤️❤️❤️
মাশাল্লাহ বলেন সবাই নজর লাগায়েন না😎😎😎❤️😘যাদের মনে সংকোচ ছিল,স*ন্দে*হ ছিল যে দিল যায় কিনা আসলেই। আশা করি তারা প্রমাণ পেয়ে গেছেন। যে শুধু যাই না কিন্তু এতটা ফ্রেশও হতে পারে।
সো দ্রুত দ্রুত এখন অর্ডার করে দেন এবং নিজেদেরও তিল তুলে নিজেদেরকেও এরকমই সুন্দর করে নিন। আর সুন্দর চেহারার জামাই নিয়ে সুন্দর চেহারার বউ নিয়ে হানিমুনে চলে যান। সুন্দর সুন্দর সেলফি তুলে আমাকে পাঠান।অবশ্যই তিল তোলার আগের ছবিও পাঠাবেন। শুধু নিজেদের কথা ভাববেন না একটু আমাদের কথাও ভাববেন। অনেক আপুরা এবং ভাইয়ারাও আমার প্রোডাক্ট নিতে চায় কিন্তু ভ*য়ে নেয় না। কারণ ইতোমধ্যেই তারা অনেক জায়গা থেকে ধোঁ*কা খেয়েছে। তাই আপনারা সুন্দর সুন্দর রিভিউ দিন। তাদের স্কিন ঠিক করতে তাদেরকে সাহস দিন।যাতে তারা আপনাদের মত সুন্দর চেহারা পেয়ে সুন্দর সুন্দর বিয়ে করতে পারে এবং তারা সুন্দর জামাই নিয়ে সুন্দর বউ নিয়ে হানিমুনে গিয়ে সুন্দর সুন্দর সেলফি তুলে আমাকে দিতে পারে। যাতে আরো আরো মানুষ সুন্দর হয়ে যায় এবং আরো আরো বিয়ে করে।আরো আরো যেন সবাই দাওয়াত খেতে পারে আরো আরো মানুষ যেন হানিমুনে যেতে পারে।আরো আরো আপুরা ভাইয়ারা যেন অনেক বেশি ঘুরাঘুরি করতে পারে।আরো আরো যেন সেলফি তুলে আমাকে দিতে পারে তাতে করে আরো আরো যেন পোস্ট আমি করতে পারি আরো আরো মানুষ যেন প্রোডাক্ট কেনে আরও মানুষ যেন সুন্দর হয়। আরো আরো মানুষ যেন বিয়ে করে আরো যেন দাওয়াত খাওয়া যায়। আরো হানিমুনে যায় আরো যেন সেলফি দেয় আরো যেন আমার সেল হয় আরো যেন সবাই সুন্দর হয় আরো যেন দাওয়াত খাওয়া যায় আরো যেন মানুষ হানিমুনে যায়। আবারো যেন আমাকে সেলফি পাঠায় এভাবে যেন সারা বাংলাদেশ প্রচার প্রসার হয়ে যায় এবং সারা বাংলাদেশের সবাই যেন তিল দূর করে সুন্দর সুন্দরী হয়ে যায়।
আবার যেন সুন্দর সুন্দর সেলফি তুলে আমাকে পাঠায়😂😂😂😂😂😂😂
আস্তাগফিরুল্লাহ।

কিছু মানুষের মাথায় কতোটা গো*ব*র।কোন একটা কাস্টমারকে গিয়ে মানুষ এত বিরক্ত করে??? একজন পুরুষ মানুষ মহিলা মানুষের ইনবক্সে...
23/06/2025

কিছু মানুষের মাথায় কতোটা গো*ব*র।কোন একটা কাস্টমারকে গিয়ে মানুষ এত বিরক্ত করে??? একজন পুরুষ মানুষ মহিলা মানুষের ইনবক্সে গিয়ে তার ছবি চাচ্ছে। যেখানে আমি আমার কোন কাস্টমারের ফেস অনুমতি ছাড়া শেয়ার করি না। সেখানে সে ইনবক্সে গিয়ে মহিলা কাস্টমারের ছবি চাচ্ছে।আমি এই জন্যই রিভিউ কারো সাথে শেয়ার করতে চাই না।
মানুষের ফেক রিভিউ দেখে দেখে ভীমরতি ধরছে এদের। এক হাজার রিভিউ কেনা যায় এক হাজার টাকা দিয়ে। বাট যখন আমার বেশ কিছু রিভিউ পাইছে রিয়েল রিয়েল। সেগুলোর মধ্যে গিয়ে বিনা কারণে হাহা রিয়াক্ট দিচ্ছে।রিপ্লাই দিচ্ছে কি সব বলে বলে।ইনবক্সে গিয়ে গুতাগুতি করতেছে এগুলা কিরে ভাই। এত সুন্দর করে কাট ছাড়া ভিডিও তো পৃথিবীতে কেউ বানায়া দেয় না। এত কৌতূহল??? এত কৌতুহল থাকলে ভাই প্রোডাক্ট নিয়ে ব্যবহার করে দেখেন। আবার একজন জিজ্ঞাসা করতেছে এগুলো কি আপনাদের লোক আপনাদের আইডি। কারণ তার কথার উত্তর দেয় নাই সে? আরেক আইডি সে খুঁজে পাই নাই। আরে ভাইয়া আমাদের আইডি যদি হবে তাহলে খুজে পাবেন না কেন আমরা তো রেগুলার বসে বসে বলব খুব ভাল খুব ভাল খুব ভাল খুব ভাল খুব ভাল। এই ধরনের বোকামি কোন সুস্থ সবল মানুষ করে???!!! আল্লাহর ওয়াস্তে আপনারা ভিডিও দেখেন ইউটিউব চ্যানেলে ভিডিও আছে ফেসবুকে ভিডিও আছে দেখে ভরসা হলে অর্ডার দেন না হলে আপাতত বাদ রাখেন যেদিন ভরসা হবে সেদিন অর্ডার দিয়েন দয়া করে কাস্টমারদের বিরক্ত করবেন না প্লিজ। আর আমি নেক্সট টাইম নাম সহকারে রিভিউ কাউকে কখনো সেন্ড করতেছি না।


Jannat Makeup & Beauty

Address

Badda

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannat Makeup & Beauty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jannat Makeup & Beauty:

Share

Category