28/10/2025
যারা বুঝে না বুঝে ব্যবহার করে বলেন যে এই হইল সেই হইলো। আবার অনেকে প্রোডাক্ট না কিনেও অনেক কথা শুনিয়ে যান কমেন্টে কিংবা ইনবক্সে। আবার কেউ কেউ অন্য কোথাও থেকে প্রোডাক্ট কিনেও আমাদেরকে অনেক কিছু বলে যান। আবার কেউ কেউ আমার ভয়েস ওয়ালা অন্য কোন পেইজের ফে*ক প্রোডাক্ট নিয়েও প্র*তা*রি"ত হয়ে আমাকে কথা শুনিয়ে যান। তাদের বলি আমার প্রোডাক্ট বিক্রির জন্য এই একটাই পেজ অন্য কোন পেইজে ভয়েস কিংবা ভিডিও দিয়ে আমি কোন প্রডাক্ট সেল করি না। সুতরাং যারা না বুঝে কিংবা বি*ভ্রা*ন্ত হয়ে এই ধরনের মন্তব্য করছেন তাদেরকে বলি একই প্রোডাক্ট একেবার নিয়ে ব্যবহার করার পর আর একজন নিচ্ছে আরেকজনের দেখে আরেকজন নিচ্ছে এমনও একই জায়গায় ৪-৫ জন প্রোডাক্ট নেয় আপুরা। একই বাড়িতে ডাবল প্রোডাক্ট যায় কিংবা পরিচিতদের মধ্যে আত্মীয়দের মধ্যে প্রোডাক্ট যায় আপুরা। অবশ্যই প্রোডাক্ট ভালোর জন্যেই ফলাফল পেয়ে দ্বিতীয় জন অর্ডার করে।সুতরাং প্রোডাক্ট এ কোন প্রবলেম নেই। নিয়ম লিখে দেয়া হয় নিয়মটা সুন্দর মত ঠান্ডা মাথায় ফলো করবেন কোন সমস্যা হবে না স্কিন একদম ফ্রেশ হয়ে যাবে ইনশাল্লাহ। নিয়ম পড়ে কিছু না বুঝলে অধৈর্য না হয়ে তাড়াহুড়া না করে অবশ্যই ইনবক্সে যোগাযোগ করে বুঝে নিয়ে তারপর ব্যবহার করবেন। অনেকেই না বুঝেই এতগুলো কথা শুনিয়ে দেন। অবশ্যই ইনবক্সে ফিল্টার ছাড়া ছবি দিবেন এবং বুঝে নিবেন যে আপনাকে কি করতে হবে। আপনার স্কিনের জন্য কোন কাজটা করলে ভালো হবে। যখন বুঝতে পারছেন না তখন বুঝে নিবেন কিভাবে করলে ভালো হবে।একটু যদি ধৈর্য ধরে নিয়মটা পড়ে নেন ইনবক্সে শুনে নেন বুঝে নেন তাহলেই কিন্তু আর কোন রকমের কোন ১৯,২০ হয় না। 19-20 হলেও কিন্তু সমস্যা না যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলেও কিন্তু সমাধান হয়ে যায় দ্রুত। কিন্তু সমাধান চাওয়ার আগেই অনেকে হতাশ হয়ে যান। দয়া করে এটা দেখুন গতকাল যে রিভিউ টা দিয়েছিলাম সেই আপু থেকেই মূলত উনার চাচীর জন্য যে প্রোডাক্ট নিচ্ছে বললাম ওনার চাচির জন্য আবার প্রোডাক্ট পাঠানো হয়েছে। সম্ভব হলে পরবর্তীতে চাচীর ফটো আবার দিয়ে দিব। সুতরাং নিয়ম পড়ে নিবেন বুঝে নিবেন কি যেন না বুঝলে আমাদের সাথে যোগাযোগ করবেন। তারপর ঠান্ডা মাথায় শান্ত ভাবে নিয়মটাকে ফলো করবেন স্কিন একদম ফ্রেশ হয়ে যাবে ইনশাল্লাহ ❤️❤️❤️
তাড়াহুড়াও ভালো না,অধৈর্য ও ভালো না।
তাই ধৈর্য ধরে যোগাযোগ করে কাজ করুন ভালো ফলাফল পান।
অনেক অনেক ভালোবাসা আপুদের জন্য ❤️❤️❤️