04/08/2025
হঠাৎ করেই আজকের সারাদিন অসুস্থ্য।
ইনবক্সে বা ফোনে কারোর কোন রিপ্লাই দিতে পারিনি। আমি অত্যন্ত দুঃখিত। কে কি জানতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন ইনবক্সে বলে রাখুন। আমি একটু সুস্থ হলেই রিপ্লাই দিয়ে পাঠিয়ে দিব।
দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হই।
অনেকেই প্রোডাক্ট নিয়ে হয়তো নিয়মে কোথাও কিছু বুঝতে পারছেন না। তার জন্য ইনবক্স করেছেন কিন্তু রিপ্লাই পাননি আজকে সারা দিনে। দয়া করে মনে কষ্ট নিবেন না,আমি আজকে সারাদিনই অসুস্থ। একটু সুস্থ হলেই আমি আপনাদেরকে প্রোডাক্ট ব্যবহারের নিয়ম বুঝিয়ে দেব। কিংবা আপনারা ব্যবহার বিধি একবারের পর দ্বিতীয়বার মাথা ঠান্ডা করে আবার পড়ুন বুঝতে পারবেন। আর বুঝতে না পারলে ইউজ না করে একটু ওয়েট করুন এক থেকে দুই দিন আমি আপনাদের বুঝিয়ে দিবো। তার ইনবক্সে অনেক ম্যাসেজ জমা হয়ে গেছে। একে একে সবাইকে রিপ্লাই দিবে ইনশাল্লাহ ❤️