Jannat Makeup & Beauty

Jannat Makeup & Beauty Video Creator,Personal Blog

04/08/2025

হঠাৎ করেই আজকের সারাদিন অসুস্থ্য।
ইনবক্সে বা ফোনে কারোর কোন রিপ্লাই দিতে পারিনি। আমি অত্যন্ত দুঃখিত। কে কি জানতে চাচ্ছেন বা নিতে চাচ্ছেন ইনবক্সে বলে রাখুন। আমি একটু সুস্থ হলেই রিপ্লাই দিয়ে পাঠিয়ে দিব।
দোয়া করবেন যেন দ্রুত সুস্থ হই।

অনেকেই প্রোডাক্ট নিয়ে হয়তো নিয়মে কোথাও কিছু বুঝতে পারছেন না। তার জন্য ইনবক্স করেছেন কিন্তু রিপ্লাই পাননি আজকে সারা দিনে। দয়া করে মনে কষ্ট নিবেন না,আমি আজকে সারাদিনই অসুস্থ। একটু সুস্থ হলেই আমি আপনাদেরকে প্রোডাক্ট ব্যবহারের নিয়ম বুঝিয়ে দেব। কিংবা আপনারা ব্যবহার বিধি একবারের পর দ্বিতীয়বার মাথা ঠান্ডা করে আবার পড়ুন বুঝতে পারবেন। আর বুঝতে না পারলে ইউজ না করে একটু ওয়েট করুন এক থেকে দুই দিন আমি আপনাদের বুঝিয়ে দিবো। তার ইনবক্সে অনেক ম্যাসেজ জমা হয়ে গেছে। একে একে সবাইকে রিপ্লাই দিবে ইনশাল্লাহ ❤️

03/08/2025

এক আপু জানতে চাচ্ছেন যে,ফেসওয়াশ টা যে দিয়েছি ওইটা কোথায় লাগাবে 😴😴😴

সাধারণত বিস্কুট আমার পছন্দ না। কিন্তু আজকে কেন যেন এগুলোকে বিস্কুট মনে করে খেতে গিয়েছিলাম। বাকিটা ইতিহাস 😂😂😂
02/08/2025

সাধারণত বিস্কুট আমার পছন্দ না। কিন্তু আজকে কেন যেন এগুলোকে বিস্কুট মনে করে খেতে গিয়েছিলাম। বাকিটা ইতিহাস 😂😂😂

ইহা একটি আঁচিল। অনেক বছর ধরে ছিল এটা। দুই দিন আগে একটুখানি মেডিসিন ২ মিনিট লাগিয়ে রেখে জাস্ট ধুয়ে ফেলেছিলাম স্কিন। আজক...
30/07/2025

ইহা একটি আঁচিল। অনেক বছর ধরে ছিল এটা। দুই দিন আগে একটুখানি মেডিসিন ২ মিনিট লাগিয়ে রেখে জাস্ট ধুয়ে ফেলেছিলাম স্কিন। আজকে এটি একাই পড়ে গেছে।
Bravo 😎❤️

মেসতার প্রোডাক্টের রিভিউ চলে এসেছে। এক আপুকে দিয়েছিলাম তার আম্মুর জন্য। ১ ক্রিম তার নাকিবা মা চাচীরা চারজনে ইউজ করেছে ত...
29/07/2025

মেসতার প্রোডাক্টের রিভিউ চলে এসেছে। এক আপুকে দিয়েছিলাম তার আম্মুর জন্য। ১ ক্রিম তার নাকিবা মা চাচীরা চারজনে ইউজ করেছে তাপমাত্রার ৭ করে। বাকি ফটোগুলো এখনো পায়নি তবে যেটা পেয়েছি সেটা শেয়ার করলাম বাকিগুলো পরে শেয়ার করবো। তো প্রমাণিত মেসতার প্রোডাক্ট 100% কাজ করছে।সুতরাং যারা যারা অর্ডার করতে চেয়েছিলেন দ্রুত দ্রুত অর্ডার করে দিতে পারেন।
এন্ড থ্যাংকস আপুকে এত সুন্দর একটা রিভিউ শেয়ার করার জন্য।

আরো একটি সুন্দর রিভিউ। ভালো ভালো স্কিন দেখতে কি যে ভালো লাগে। থ্যাংকস চিংগাম আপুকে এত সুন্দর করে রিভিউ দেয়ার জন্য। ছবিগ...
20/07/2025

আরো একটি সুন্দর রিভিউ। ভালো ভালো স্কিন দেখতে কি যে ভালো লাগে। থ্যাংকস চিংগাম আপুকে এত সুন্দর করে রিভিউ দেয়ার জন্য। ছবিগুলো তিনিই এডিট করে দিয়েছেন। তার চোখে নাকে মুখে গাড়ি বাড়ি। আরো না জানি কতো কিছু।ওনার মনের গাড়ির আশা পূরণ হোক। আমিন ❤️
আর যারা যারা স্কিন সুন্দর করতে চান তিল দূর করে এক্ষুনি ইনবক্স করুন। ভ*য়কে এবার জয় করার পালা। নিজেই ঘরে বসে তুলে ফেলেন তিল আঁচিল স্কিন ট্যাগ মিলিয়া।

মেসতার প্রডাক্ট টেস্টের জন্য পাঠানো হয়েছে। এখানে কেউ আছেন আগের কাস্টমার কেউ আছেন কখনোই আমার কাছ থেকে প্রোডাক্ট নেননি।সো...
19/07/2025

মেসতার প্রডাক্ট টেস্টের জন্য পাঠানো হয়েছে। এখানে কেউ আছেন আগের কাস্টমার কেউ আছেন কখনোই আমার কাছ থেকে প্রোডাক্ট নেননি।সো দেখা যাক কি রেজাল্ট আসে। আশা করছি খুব ভালো একটা রেজাল্ট আসবে ইনশাল্লাহ।ভালো রেজাল্ট আসলে খুব শীঘ্রই সবার জন্য উন্মুক্ত করবো মেসতার প্রোডাক্ট ❤️
ব্যবহারের পর ওনাদের ছবি কয়েকদিন পরে আবার শেয়ার করবো❤️❤️❤️

কেউ রিভিউ দিলে ভালো লাগে। যদিও সময়ের অভাবে শেয়ার করতে পারি না এখনো অনেক রিভিউ পড়ে আছে। শেয়ার করবো আস্তে আস্তে। যারা ...
19/07/2025

কেউ রিভিউ দিলে ভালো লাগে। যদিও সময়ের অভাবে শেয়ার করতে পারি না এখনো অনেক রিভিউ পড়ে আছে। শেয়ার করবো আস্তে আস্তে। যারা যারা এখনো নেননি দ্রুত দ্রুত নিয়ে নিতে পারেন।কেনো না অফার চলছে আবারো।😎❤️❤️
অর্ডার করতে এক্ষুনি ইনবক্স করুন ❤️

19/07/2025

তিল তোলার মেডিসিন ক্রিম ফুল সেট নিলে ডেলিভারি চার্জ ফ্রি! তো এক কাস্টমার জানতে চাচ্ছে ডেলিভারি চার্জ ফ্রি কেন???
আপনারাই বলেন কি উত্তর দিব??!?!?😂😂😂

এবারের প্রোডাক্ট সেম কোয়ালিটি পাবেন।জাস্ট কালার একটু চেঞ্জ হয়েছে। অর্ডার করতে এক্ষুনি ইনবক্স করুন।
14/07/2025

এবারের প্রোডাক্ট সেম কোয়ালিটি পাবেন।জাস্ট কালার একটু চেঞ্জ হয়েছে। অর্ডার করতে এক্ষুনি ইনবক্স করুন।

13/07/2025

আসসালামু আলাইকুম সবাইকে।
আজকে আমার শরীরটা অনেক খারাপ। হঠাৎ করেই। ইনবক্সে হয়তো বেশি কথা বলতে পারবোনা কারো সাথে। হয়তো অনেক ইনবক্স বাকি থেকে থাকবে দেখা। যাদের কোনো প্রশ্ন আছে প্রশ্ন করে রাখতে পারেন আমি একটু ভালো লাগলে আপনাদের উত্তর দিয়ে দিব। আর যারা অর্ডার করতে চান তারা নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে রাখুন আমি চেষ্টা করবো প্রোডাক্টগুলো পাঠানোর।
অগ্রিম ধন্যবাদ সবাইকে।

Address

Tangail, Dhaka Division
Badda
1900

Website

Alerts

Be the first to know and let us send you an email when Jannat Makeup & Beauty posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Jannat Makeup & Beauty:

Share

Category