PORAN VAI.02

PORAN VAI.02 কেমন আছেন সবাই?? বিনোদন নিয়ে সব সময়
(288)

08/07/2025

আজকের ফেনীর অবস্থা
বিভিন্ন নিন্ম অঞ্চলের বাড়ী ঢুবে গেছে

08/07/2025

বৃষ্টি তে বাহিরে যেতে নাহি চায় মন,
ইচ্ছে করে কফি নিয়ে
বারান্দায় থাকি সারাক্ষণ,...
আজ ২৩ শে আষাঢ়
বর্ষাকাল

07/07/2025

শরীয়তপুরে নদীর গর্ভে বিলীন হয়ে যাচ্ছে হাজারো ঘর বাড়ি,
মাথা গোঁজার ঠাঁই নেই, স্থানীয় নদীর পাড়ের মানুষের

07/07/2025

ফেসবুকের ইনকাম দিগুন হচ্ছে ডিসেম্বর থেকে,
Meta নতুন আপডেট

07/07/2025

তানজিম সাকিবের দুর্দান্ত শর্টে, বাংলাদেশের জয়

"গত পরশু মিরপুর ১ এর চেইন স্টোর আগোরা থেকে টুকিটাকি কিছু কেনাকাটার পরে রুপনগর নিজের বাসায় ফেরার পথে ইঞ্জিন চালিত একটা রি...
07/07/2025

"গত পরশু মিরপুর ১ এর চেইন স্টোর আগোরা থেকে টুকিটাকি কিছু কেনাকাটার পরে রুপনগর নিজের বাসায় ফেরার পথে ইঞ্জিন চালিত একটা রিক্সা পেয়ে ড্রাইভারকে জিজ্ঞেস করলাম সে রুপনগর আবাসিকের নয় নাম্বার রোডে যাবে কিনা, গেলে ভাড়া কত?
উল্লেখ্য এই ড্রাইভারের বাড়ি নোয়াখালী বিধায় সে তার নিজস্ব ভাষায় আমাকে বললো "আপনার 'যা খুশি দিয়েন" কথা না বাড়িয়ে উঠে পরলাম।
তখনও বুঝতে পারিনি পুরুষের বেশে তিনি একজন মহিলা ড্রাইভার। পথে তাকে জিজ্ঞেস করলাম "তুমি 'যে বড় রাস্তায় ইঞ্জিন রিক্সা চালাচ্ছো, পুলিশে ধরবে নাতো" উত্তরে সে যেটা বললো সেটা আর বলতে পারলাম না।
শুধু জিজ্ঞেস করলাম, এত সাহস পাও কোত্থেকে? তোমার বাবা কি দারোগা আছিল? হেঁসে দিয়ে বললো, আমার বাবা নয়, আমার দাদা দারোগা আছিল।
তার রেখে যাওয়া জায়গা জমি সবটাই চাচারা গ্রাস করেছে। বাধ্য হয়ে গ্রাম ছেড়ে ঢাকায় এসেছি। তবে বেঁচে থাকলে ঠিক একদিন আমাদের প্রাপ্যটা বুঝে নেব, নেবই।
তার মধ্য যে আত্মবিশ্বাস
ও মনের দৃঢ়তা খুঁজে পেয়েছি
'তা অবিশ্বাস্য।
কোন বাঙালি মেয়ের এত সাহস ও দৃঢ়তা এর আগে খুব একটা চোখে পরেনি।
তার স্বামী তাকে ছেড়ে চলে যাওয়ার পরে ছোট ছোট দু'টি ভাইবোন নিয়ে তার সংসার। জিজ্ঞেস করলাম সারাদিন রিক্সা চালিয়ে কখন রাঁধবে
আর কখনই বা খাবে? সে বললো গরীব মানুষের আবার খাওয়া, ওরা 'যা রেঁধে রাখবে তাই দিয়েই খেয়ে নিব।"

06/07/2025

৫০ বছরের মহিলা বিয়ের স্বীকৃতির দাবীতে শশুড় বাড়িতে অনশন,

06/07/2025

আমি নাকি বিরি খাই, এটা কোনো কথা,
সত্যি বলতে আমি বিরি খাই না,
আমি সিগারেট খাই

৯০ শতকের ছেলে মেয়েরাই এই নাম জানবে....🫰🌼না🤘👈কে কে খেয়েছেন
06/07/2025

৯০ শতকের ছেলে মেয়েরাই এই নাম জানবে....🫰🌼না🤘👈
কে কে খেয়েছেন

আসুন জেনে নেই সকালে খালি পেটে এক কোয়া রসুন খেলে যেসব উপকার পাওয়া যাবে-১. অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ রসুন রক্তকে পরিশুদ্ধ...
05/07/2025

আসুন জেনে নেই সকালে খালি পেটে এক কোয়া রসুন খেলে যেসব উপকার পাওয়া যাবে-

১. অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ রসুন রক্তকে পরিশুদ্ধ রাখে। রক্তে উপস্থিত শর্করার পরিমাণ নিয়ন্ত্রণেও করে রসুন।
২. সকালে খালি পেটে রসুনের কোয়া খেলে সারা রাত ধরে চলা বিপাকক্রিয়ার কাজ উন্নত হয়। এ ছাড়া শরীরের দূষিত টক্সিনও মূত্রের মাধ্যমে বেরিয়ে যেতে পারে।
৩. শীতে ঠান্ডা লাগলে খালি পেটে এক কোয়া রসুন খেলে উপকার পাওয়া যাবে। দুই সপ্তাহ সকালে রসুন খেলে ঠান্ডা লাগার প্রবণতা অনেকটা কমে।
৪. হার্টের রোগীদের ক্ষেত্রে রসুন বিশেষ কার্যকর। হৃদস্পন্দনের হার নিয়ন্ত্রণ করতে ও হৃদপেশির দেয়ালে চাপ কমাতে সাহায্য করে।
৫. রক্ত সঞ্চালন ঠিক রাখে রসুন। কমায় রক্তনালির ওপর রক্তের চাপও। তাই উচ্চ রক্তচাপের অসুখে ভুগছেন এমন রোগীর ডায়েটে রাখতে পারেন রসুন।
৬. যকৃত ও মূত্রাশয়কে নিজের কাজ করতে সাহায্য করে রসুন। এ ছাড়া পেটের নানা সমস্যাও হজমের সমস্যা মেটাতেও রসুন ভালো কাজ করে।
৭. ভাইরাস ও সংক্রমণজনিত অসুখ যেমন- ব্রংকাইটিস, নিউমোনিয়া, হাঁপানি, হুপিং কাফ ইত্যাদি প্রতিরোধে করে।
৮. স্নায়বিক চাপ কমিয়ে মানসিক চাপকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম রসুন।

05/07/2025

স্ত্রীকে উপহার দেওয়ার মতো গিফট আইটেম দেখান

04/07/2025

রাতের আন্দোলন
অনেক অনেক দাবী

Address

Journnalist Poran Mahmud
Baga Rakhalia
3711

Alerts

Be the first to know and let us send you an email when PORAN VAI.02 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to PORAN VAI.02:

Share

Category