03/06/2025
মেয়েরা পুরুষের চরিত্র এক নিমিষেই বুঝে ফেলতে পারে। চোখের ভাষা, মিথ্যা মায়া, কথা বলার ধরন, ব্যবহারের ভেতরের ফাঁকি সব। এটা আল্লাহ প্রদত্ত তাদের বিশেষ গুণ।
কিন্তু তবুও তারা চুপ থাকে কেনো জানেন?
কারণ তারা চিন্তা করে আর ভাবতে থাকে...
একদিন সব ঠিক হয়ে যাবে... একদিন সে আমাকে বুঝবে, সম্মান করবে, ভালোবাসবে।
তার মন, তার ভালোবাসা, তার যত্ন সবই একদিন কেবল আমার জন্যই থাকবে।
তাই তারা মিথ্যে কথা সহ্য করে, প্রতারণা বুঝেও মুখ খোলে না, মায়ার অভিনয় টের পেয়েও চোখ বন্ধ করে রাখে।
কারণ তারা শুধু বাস্তব দেখে না, ভবিষ্যতের আশা ধরে রাখে।
তারা নিজের সবটুকু নিঃশেষ করে দেয় এই একটাই বিশ্বাসে।
একদিন না একদিন সে বদলাবে… আমার ভালোবাসা সে অনুভব করবেই।
এটাই একজন নারীর সবচেয়ে বড় শক্তি—আর সবচেয়ে বড় দুর্বলতা।