It's Moni

It's Moni Welcome to my page
like and follow please

03/06/2025

মেয়েরা পুরুষের চরিত্র এক নিমিষেই বুঝে ফেলতে পারে। চোখের ভাষা, মিথ্যা মায়া, কথা বলার ধরন, ব্যবহারের ভেতরের ফাঁকি সব। এটা আল্লাহ প্রদত্ত তাদের বিশেষ গুণ।

কিন্তু তবুও তারা চুপ থাকে কেনো জানেন?

কারণ তারা চিন্তা করে আর ভাবতে থাকে...
একদিন সব ঠিক হয়ে যাবে... একদিন সে আমাকে বুঝবে, সম্মান করবে, ভালোবাসবে।
তার মন, তার ভালোবাসা, তার যত্ন সবই একদিন কেবল আমার জন্যই থাকবে।

তাই তারা মিথ্যে কথা সহ্য করে, প্রতারণা বুঝেও মুখ খোলে না, মায়ার অভিনয় টের পেয়েও চোখ বন্ধ করে রাখে।
কারণ তারা শুধু বাস্তব দেখে না, ভবিষ্যতের আশা ধরে রাখে।

তারা নিজের সবটুকু নিঃশেষ করে দেয় এই একটাই বিশ্বাসে।
একদিন না একদিন সে বদলাবে… আমার ভালোবাসা সে অনুভব করবেই।

এটাই একজন নারীর সবচেয়ে বড় শক্তি—আর সবচেয়ে বড় দুর্বলতা।

আরেকজন ঠ'কে যাওয়া নারী!কিছু  মানুষ এমনে এফোর্ট দিয়েও চিট করে।আসলে সবকিছুই ন-জ-র বলে উড়িয়ে দিয়েন না !যার  চরিত্রের স...
03/06/2025

আরেকজন ঠ'কে যাওয়া নারী!
কিছু মানুষ এমনে এফোর্ট দিয়েও চিট করে।
আসলে সবকিছুই ন-জ-র বলে উড়িয়ে দিয়েন না !

যার চরিত্রের সমস্যা ওর সামনে প্রিন্সেস ডায়নার মতো সুন্দরী বসিয়ে রাখলেও আরেকজন লাগবেই 🙂

02/06/2025

কাউকে অবহেলা করার সুন্দর একটা কৌশল হলো
ব্যস্ততা দেখানো !!
রিলেশনশিপে ব্যস্ততা শব্দটির কোনো স্থান নেই !!
সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও,,
তোমার খোঁজ খবর নিবে !!
কী করছ কেমন আছ খাবার খেয়েছ কী না !!
তোমার শরীল সুস্থ আছে কী না ইত্যাদি !!
কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা,,
অবসর পেলেও তোমাকে কাছে সে ব্যস্ততা দেখাবে !!
কেউ যদি তোমাকে বলে কথা বলার সময় পাইনি !!
তাহলে সেটা বিশ্বাস করো না !!
সময় ঠিকই পেয়েছিলো !!
কিন্তু মানুষটা তোমার জন্য সময় ব্যয় করতে চায়নি !!
সোজা কথা হলো:-
মানুষ কেবল সেটার জন্য মূল্যবান সময় ব্যয় করে !!
যেটা বেশি ইম্পরট্যান্ট !!
এটা প্রায়োরিটির উপর নির্ভর করে !!
কেউ যখন তোমাকে বলে আমি খুব ব্যস্ত ছিলাম !!
একটুও সময় পাইনি !!
তাহলে বুঝে নিবা সেই মানুষটার কাছে,,
তুমি এখন আর ইম্পরট্যান্ট কেউ নও
যার জন্য সে সময় ব্যয় করবে !!
ব্যস্ততা বলতে আসলে কিছুই নেই !!
দুজন মানুষ যদি একে অপরকে মনে প্রাণে ভালোবাসে,,
তাহলে তারা অবশ্যই সময় বের করে নিবে !!
একটু খানি কথা বলার জন্য মনটা অবশ্যই আনচান করবে !!

একটু খানি কথা বলার জন্য বেকুল হয়ে পরবে !!
তোমার সাথে কথা না বলতে পারলে অনেক রাগ করবে !!
তোমার কন্ঠ শুনার সাথে তার রাগটা পানি হয়ে যাবে !!
খেয়াল করে দেখো !!
I'm busy but I miss u,
কথাটা টেক্সট করতে এক মিনিটও লাগেনা !!
ক্লাসের সময় ফোন লুকিয়ে বলা যায় !!

অফিস টাইমে এক মিনিটের জন্য ওয়াশরুমে গিয়ে বলা যায় !! খাওয়ার সময় অন্য হাতে ফোন নিয়ে বলা যায় !!
রাস্তায় চলাফেরার সময় টেক্সট করা তো খুব সহজ ব্যাপার !!

ছোট্ট একটা মেসেজ দেওয়ার এত সময় থাকলেও কেউ যদি তোমাকে ব্যস্ততার অজুহাত দেখায় !!
তাহলে ভেবে নিও তুমি ভুল মানুষকে বেছে নিয়েছো !!
তোমার উচিত রিলেশন ব্রেকআপ করে ফেলা !!
যে মানুষটা তোমাকে একটুও সময় দেয়না !!

সে একদিন তোমাকে ছেড়ে চলে যাবেই !!
সেই সময়টা আসার আগেই তুমি নিজ থেকে সরে যাও !!
কেউই তোমার মূল্য বুঝবে না !!
যদি তুমি নিজের মূল্য না বুঝো !!
মনে রাখবে নিজের মূল্য বুঝা সব চেয়ে জরুরী

02/06/2025

🌑
রাগী মেয়েরা কখনোই দীর্ঘসময় টিকতে পারে না।
তাদের রাগ🔥 যেমন দগদগে আগুনের মতো, তেমনি অভিমানও হয় নিঃশব্দ এক বিষের মতো 🖤
তারা কাছের মানুষের আঘাত💔 সহজে সয়ে নিতে পারে না। ভিতরে ভিতরে কেঁপে ওঠে, কিন্তু মুখে বলে না কিছুই,,,,,

চোখের কোণে জমে থাকা কান্না গুলো 😞
একসময় আর বাঁধ মানে না-চুপিসারে গড়িয়ে পড়ে একটার পর একটা অশ্রুকণা 🥲

নিজেকেই অজান্তে ভেঙে ফেলে, তবুও কারও চোখে পড়ে না সেই ভাঙনের চিহ্ন।

কেউ বুঝতে পারে না, কেউ জানতে চায় না,,,

ধীরে ধীরে তারা নিঃশব্দ হতে শিখে যায় রাগ - অভিমান, কষ্ট-সব চেপে রেখে 🌫️

একসময় কেবল একটা শরীর বেঁচে থাকে, যার ভিতরটা অনেক আগেই থেমে গেছে 🕯️

তখন লোকে অবাক হয়ে বলে-

"তুই তো অনেক চুপচাপ হয়ে গেছিস, আগে তো কত প্রাণবন্ত ছিলি!"

কিন্তু কেউ বোঝে না,
সেই প্রাণটাই তো হারিয়ে গেছে বহু আগেই - চুপ করে, নিঃশব্দে 😶‍🌫️

30/05/2025

জানেন আপনাকে আমি ভিসন ভালোবাসি
আপনি এমন করলে আমার অনেক কষ্ট হয়,,,
মনে হয় দম বন্ধ হয়ে যাবে.....
কি যানি হারিয়ে গেছে খুব একা লাগে অস্থিরতা যেন কাটে ই না
এভাবে আর পারছি আমি🥹

24/05/2025

ইচ্ছে করে যারা হারায় তারা একদিন পাওয়ার জন্য ছটফট করবে ব্যাবধান সময়ের

24/05/2025

নিজ হাতে তালা মারার পর যারা আবার টান দিয়ে দেখে, তারা আসলে কাউকে বিশ্বাস করে না.!🙂

♥️🥰♥️🥰♥️
24/05/2025

♥️🥰♥️🥰♥️

23/05/2025

ভাগ্যবান তো সেই নারী যে এই
নকল পৃথিবীতে সত্যিকারের
একজন বিশ্বস্ত পুরুষ খুজে
পায়-)😊🖤

23/05/2025

রাগী মেয়েরা খুব বেশিদিন বাঁচেনা। তাদের রাগ যেমন তীব্র, তাদের অভিমানটাও বড্ড তীব্র হয়। তারা খুব আপন মানুষের কাছ থেকে পাওয়া আঘাত সহজে সইতে পারেনা। বাধাহীনভাবে গড়িয়ে পড়ে অজস্র অশ্রুকণা। ভেতরে ভেতরে দুমড়েমুচড়ে গুড়িয়ে যায় নিজের অজান্তেই। কেউ জানেনা, কেউ দেখেনা, আবার কেউ বোঝেও না। ধীরে ধীরে নিশ্চুপ হতে শুরু করে রাগী মেয়েগুলো। তারপর একসময় রক্তমাংসে গড়া দেহের মাঝে পড়ে থাকে মৃতের ন্যায়।

লোকে দেখে বলে- "তুমি বড্ড শান্ত হয়ে গেছো, আগে তো বেশ চঞ্চল ছিলে।" কিন্তু কেউ বোঝেনা, মেয়েটার চঞ্চল প্রাণ শ্বাস হারিয়েছে বহু আগেই।

02/10/2024

বাচ্চারা
সবাই কে শুভ সকাল 🥰

Address

Morrelgonj
Bagerhat Town
522

Website

Alerts

Be the first to know and let us send you an email when It's Moni posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category