25/08/2025
খান জাহান আলী রোড (আমলাপাড়া স্কুলের পশ্চিম পাশে) শালতলা, বাগেরহাট, বাংলাদেশ.
বিশেষ প্রতিবেদন:
বাগেরহাটে ৪ টি আসন পূর্নবহালের দাবিতে বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে গতকাল রোববার ২৪.৮.২৫ তারিখ হরতাল, অবরোধ, অবস্থান কর্মসূচি পালিত হলো.
বাগেরহাটের ৪ টি আসন পূর্নবহালের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গতকাল রোববার ২৪.৮.২৫ তারিখ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বাগেরহাটের সদর উপজেলা সহ মোট ৯ টি উপজেলায় কোন প্রকার সংঘাত, অপ্রীতিকর ঘটনা ছাড়াই হরতাল, অবরোধ, অবস্থান কর্মসূচি সুন্দর ভাবে পালিত হয়েছে. গতকাল রবিবার ২৪.৮.২৫ তারিখ সকালে বাগেরহাট শহরে সরেজমিনে তদন্তে যেয়ে দেখা গেছে যে বাগেরহাটের ৪ টি আসন পূর্নবহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা হরতাল , অবরোধের কারণে সকাল থেকেই বাগেরহাটের অধিকাংশদোকানপাট,তরিতরকারি,মাছ বাজার অধিকাংশ ই বন্ধ ছিল, রাস্তায় অটোবাইক , অটোরিকশাচলাচল ও খুব একটা দেখা যাইনি.যা বিকাল ৪ টা পর্যন্ত্য অব্যাহত থাকে.অপরদিকে বাগেরহাট বাস স্ট্যান্ড এ
সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্যরা রাস্তায় বেঞ্চ রেখে বাগেরহাট - রূপসা, পিরোজপুর - খুলনা গামী গাড়ী গুলোর চলাচল বন্ধ করে দিয়ে হরতাল, অবরোধ ও অবস্থান কর্মসূচির শুভ সূচনা করেন. পরে হরতালের সমর্থনে বাগেরহাটের ভি আই পি মোড়ে ও রাস্তায় বেঞ্চ রেখে বাগেরহাট বাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত হোসেন এর নেতৃত্বে সকাল ৮ টায় বিএনপির নেতা কর্মিরা ভি আই পি রোডের ট্রাক,অটোবাইক, প্রাইভেট গাড়ি চলাচল বন্ধ করে দেয়. ঐ সময় রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গেলে রাস্তায় অনেককেই ক্রিকেট খেলতে দেখা গেছে.পাশাপাশি বাগেরহাট - রূপসা রোডেরকাছে অবস্থিত বাগেরহাট জেলা দায়রা জজ আদালতের গেটের সামনে রাস্তা পারাপারের ওভার ব্রীজের নিচে অধ্যাপক হাদিউজ্জামান হিরো,আইয়ুব আলী মোল্লা বাবু, শাহেদ আলী রবি,এ্যাডভোকেট হিরক মিনার উপস্থিতিতে নেতা কর্মীরা হরতাল ও অবরোধ কর্মসূচি তে অংশগ্রহণ করেন.দুপুরে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্মায়ক জনাব এম এ সালাম নেতা কর্মীদের সঙ্গে
নিয়ে ঐ ওভার ব্রীজের কাছে উপস্থিত হন এবং হরতাল ও অবরোধের কর্মসূচি তে অংশগ্রহণ করেন .ঐ সময় ওখানে সরদার লিয়াকত হোসেন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক নেয়ামুল নাসির আলাপ ওখানে উপস্থিত হন.ওখানে নেতা কর্মীরা বিকাল চারটা পর্যন্ত অবস্থান করেন. একসময় ওখানে যুবদল নেতা সুজন মোল্লাও হাজির হন.অপরদিকে বাগেরহাট কাটাখালী বাসস্ট্যান্ড এর গোল চত্বরে ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি জনাব কামরুল ইসলাম গোরা উপজেলার অন্যান্য বিএনপি ও অন্য দলের নেতৃবৃন্দ দের নিয়ে হরতাল ও অবরোধ কর্মসূচি তে অংশগ্রহণ করেন.পরে ঐ একই জায়গায় বিএনপির সাবেক সাংসদ জনাব মুজিবুর রহমান, কৃষিবিদ শামীমুর রহমান শামীম ভাই, সাবেক চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম হরতাল ও অবরোধ কর্মসূচি তে অংশগ্রহণ করেন.এছাড়া ও মংলা, মোরেলগঞ্জ,শরনখোলা,
রামপাল উপজেলার
সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ হরতাল ও অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেন .
( ছবি ও লেখা : চান্নু ভাই সম্পাদক, বাগেরহাট টাইমস Bagerhat Times.
সাবেক সাংস্কৃতিক সম্পাদক ( সাংস্কৃতিক বিষয়ক মুখপাত্র ) ও ২ বারের ডটমুন্ড ইউনিভার্সিটির ছাত্র সংসদের সাবেক সদস্য ডটমুন্ড, জার্মানি.১৯৮২ সাল থেকে বাগেরহাট জেলা বিএনপির রাজনীতির সাথে জড়িত.
২০১৮ সালের ফ্রেরুয়ারি থেকে ২০১৯ সালের ফ্রেরুয়ারি পর্যন্ত্য সংসদ নির্বাচন কালীন বিএনপির ঢাকার পল্টনের কেন্দ্রীয় রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকার অভিজ্ঞতা.