বাগেরহাট টাইমস Bagerhat Times

বাগেরহাট টাইমস Bagerhat Times Newspaper, Media / News Company.

আমি চান্নুভাই, সম্পাদক বাগেরহাট টাইমস Bagerhat Times ও রস হাট (ফেসবুকে দেখুন) খান জাহান আলী রোড (আমলা পাড়া স্কুলের পশ্চ...
09/07/2025

আমি চান্নুভাই, সম্পাদক বাগেরহাট টাইমস Bagerhat Times ও রস হাট (ফেসবুকে দেখুন) খান জাহান আলী রোড (আমলা পাড়া স্কুলের পশ্চিম পাশে) শালতলা,বাগেরহাট, বাংলাদেশ এবার আবার একটু নিজের সম্মন্ধে লিখছি.আমি গান গাওয়া, লেখা, নাটকেরscript লেখার পাশাপাশি একটু
ছবি ও আঁকি.বিশেষ করে কার্টুন ( রস হাটের সব কার্টুন আমার নিজের আঁকা),সেনারি,প্রর্টেট ও আঁকি অল্প স্বল্প.গত কয়েক দিনে আমার আঁকা ৩ টি ছবি London Art Galleryতে ( ওদের ফেসবুক পেজ এ ) দিয়েছে.উল্লেখ্য আমি
London art gallery সদশ্য সেই২০২২সালথেকে .আগে প্রায়ই ওখানে ছবি দিতাম.এখন সময় স্বল্প তার কারনে এখন আর তেমন একটা ছবি দেওয়া হয় না .
আমি এ পর্যন্ত্য ১০০ বেশি ছবি এঁকেছি.করনার সময়
World Health organisation ( WHO) ফেসবুক পেজে আমার করনার উপর আকা ছবি ওরা ওদের পেজ এ মাঝে মাঝে দিয়ে দিত.আমি ফেসবুকের আরো কয়েকটি কার্টুন গ্ৰুপের সাথে জড়িত আছি.তবে সময়ের অভাবে ওদের পেজ এ ছবি বা কার্টুন জমা দেওয়া হয়ে উঠে না.পড়ার জন্য ধন্যবাদ.

বিশেষ প্রতিবেদন: আবারো বৃষ্টিতে ডুবলো বাগেরহাটের রাস্তাঘাট. বাগেরহাটে গত কয়েক দিন ধরে মৌসুমি বায়ুর প্রভাবেথেমে থেমে বৃ...
09/07/2025

বিশেষ প্রতিবেদন: আবারো বৃষ্টিতে ডুবলো বাগেরহাটের রাস্তাঘাট.
বাগেরহাটে গত কয়েক দিন ধরে মৌসুমি বায়ুর প্রভাবে
থেমে থেমে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে.আজ বুধবার ৯.৭.২৫ তারিখ দুপুর ১২ টা থেকে প্রচুর বৃষ্টিপাতের ফলে পানির তলে ডুবলো
বেশ কিছু রাস্তা ,সদর মডেল থানা, স্কুল .বিঘ্নিত হলো বেশ কিছু এলাকায়পথচারীদের চলাচল.
( লেখা ও ছবি: চান্নু ভাই, সম্পাদক ,বাগেরহাট টাইমস BagerhatTimes ও রস হাট (ফেসবুকে দেখুন)সাবেক আহ্বায়ক, শালতলা ক্লাব, মালিক, সভাপতি,ট্রেইনার ,শালতলা বয়েজ ক্লাব(ফুটবল ও ক্রিকেট), সাবেক প্রতিষ্ঠাকালীন সভাপতি,Rotaract Club of Bagerhat.সাবেক গায়ক দলছুট বাগেরহাট
( ২০০৯ - ২০১৮ ).

খান জাহান আলী রোড (আমলা পাড়া স্কুলের পশ্চিম পাশে) শালতলা, বাগেরহাট ,বাংলাদেশ.বাগেরহাটের সংক্ষিপ্ত সংবাদ ( ৬.৭.২৫).
05/07/2025

খান জাহান আলী রোড (আমলা পাড়া স্কুলের পশ্চিম পাশে) শালতলা, বাগেরহাট ,বাংলাদেশ.
বাগেরহাটের সংক্ষিপ্ত সংবাদ ( ৬.৭.২৫).

খান জাহান আলী রোড আমলা পাড়া স্কুলের পশ্চিম পাশে শালতলা বাগেরহাট , বাংলাদেশ.(  দেশী,বিদেশি,খেলাধুলার সংক্ষিপ্ত সংবাদ)৩০....
29/06/2025

খান জাহান আলী রোড আমলা পাড়া স্কুলের পশ্চিম পাশে শালতলা বাগেরহাট , বাংলাদেশ.
( দেশী,বিদেশি,খেলাধুলার সংক্ষিপ্ত সংবাদ)৩০.৬.২৫.
চান্নু ভাই, বাগেরহাট.

বিশেষ প্রতিবেদন: বাগেরহাটে জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাটের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো " মাদক দ্র...
28/06/2025

বিশেষ প্রতিবেদন:
বাগেরহাটে জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাটের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো " মাদক দ্রব্যের অপব্যাবহার ও অবৈধ পাচার বিরোধীআন্তর্জাতিক দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে" উৎসববন্ধন কর্মসূচী".
গত বৃহস্পতিবার ২৬.৬.২৫ তারিখ সকালে বাগেরহাট জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাটের যৌথ আয়োজনে অনুষ্ঠিত হলো
" মাদক দ্রব্যের অপব্যাবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫উদযাপন উপলক্ষে" উৎসব বন্ধন কর্মসূচী" .যার প্রধান
শ্লোগান ছিল "জীবনকে
ভালো বাসুন, মাদক থেকে দূরে থাকুন". সকাল ১১ টায় বাগেরহাট জেলা প্রশাসক মহোদয়ের অফিসের সামনে থেকে এক বর্নাঠ্য র্্যালীরমাধ্যমে যার উদ্বোধন করা হয়.যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মামুনুর রহমান.ওখানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার জনাব ডা: সাজ্জাদুর রহমান, মোঃ বুলু শেখ, সহকারী পরিচালক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,জেলা কার্যালয়, বাগেরহাট, বাগেরহাটের মাননীয় পুলিশ সুপার মহোদয়ের অফিসের প্রতিনিধিজনাবআলাউদ্দিন,বাগেরহাট জেলা শিশু একাডেমীর কর্মকর্তা জনাব আসাদুর রহমান, বাগেরহাট জেলা শিক্ষা অফিসার জনাব সায়েদুর রহমান সহ বিভিন্ন এনজিও অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, বিভিন্ন স্কুলের শিক্ষক, ছাত্র ছাত্রী বৃন্দ ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বাগেরহাট জেলা অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ.পরে রেলিটি জেলা প্রশাসক মহোদয়ের অফিস চত্বর পেরিয়ে রুপসা বাগেরহাট রাস্তায় কিছু দুর যেয়ে আবার অফিসের সামনে ফিরে আসে এবং জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে দিবসটি উৎযাপন উপলক্ষে শুরু হয় যৌথভাবে আয়োজিত এক আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান.যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ মামুনুর রহমান আর সভাপতিত্ব করেন জনাব বুলু শেখ.উক্ত আলোচনা সভায় উপরে উল্লেখিত ব্যাক্তিগন ছাড়াও বিভিন্ন এনজিও অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, সাংবাদিক বৃন্দ, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাগেরহাটের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ ওবিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন.সভার শুরু তে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়.পরে শুরু হয় বাগেরহাটের মাদক দ্রব্য ব্যাবহারের ক্ষতিকর দিক বা কুফল ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ এর উপর মুল আলোচনা সভা.যেখানে বক্তারা বাগেরহাটের মাদক দ্রব্য নিয়ন্ত্রণের জন্য মাদক সেবীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনার পাশাপাশি মাদক ব্যবসায়ী দের ধরার জন্য অভিযান
পরিচালনার অনুরোধ জানান.এছাড়াও এব্যাপারে জনসচেতনতা বৃদ্ধি,স্কুল কলেজে মাদক বিরোধী সেমিনার আয়োজনের ও অনুরোধ জানান.পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেবিজয়ী দের মাঝে পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয় বাগেরহাটে মাদক দ্রব্যের অপব্যাবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫
এর বাগেরহাটের কর্মসূচী.
উল্লেখ্য উক্ত অনুষ্ঠানে সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাগেরহাটের ক্রিড়া অফিসার জনাব হুসাইনআহম্মদ.

বাগেরহাটে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে   পালিত হলো "বিশ্বপরিবেশ দিবস ২০২৫"আজ বুধবার ২৫.৬.২৫ তারিখ সকাল ৯...
25/06/2025

বাগেরহাটে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে পালিত হলো "বিশ্বপরিবেশ দিবস ২০২৫"
আজ বুধবার ২৫.৬.২৫ তারিখ সকাল ৯ -৩০ মিনিটে " প্লাস্টিক দুষন আর নয় ,বন্দ করার এখনই সময়" এই শ্লোগান কে প্রতিপাদ্য করে বাগেরহাট জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে বাগেরহাটের মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের অফিসের সামনে থেকে এক বর্নাঠ্য র্্যালী ও পায়রা অবমুক্ত করে দিবসটির শুভ সূচনা করা হয় .র্র্যালীটি জেলা প্রশাসক মহোদয়ের অফিস চত্বর পেরিয়ে রুপসা বাগেরহাট রোড কিছুটা প্রদক্ষিন করে আবারো জেলা প্রশাসক মহোদয়ের অফিস চত্বরে ফিরে আসে . যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ মামুনুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) জনাব শামীম হোসেন, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জনাবআসাদুররহমান,
সিভিল সার্জন অফিসের
মেডিকেল অফিসার ড. শেখরিয়াদুজ জামান, বাগেরহাট জেলা শিশু একাডেমীর শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান, যদুনাথ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ঝুমা মন্ডল, বাগেরহাটের বিভিন্ন এনজিও অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ .পরে জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান.
যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ মামুনুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল)জনাব শামীম হোসেন, বাগেরহাট জেলা প্রশাসনের মাননীয় এনডিসি জনাব তারেক রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আশরাফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আদনান জুলফিকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তড়িৎ চন্দ্র শীল,জেলা শিক্ষা অফিসার জনাব সায়েদুর রহমান,ড.শেখ রিয়াদুজ জামান,যদুনাথ
স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ঝুমা মন্ডল, বাগেরহাটের বিভিন্ন এনজিও অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, বাগেরহাট জেলা মহিলা দলের নেতৃবৃন্দ,সাংবাদিক বৃন্দ.উক্ত আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়. পরে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব আসাদুর রহমান প্রধান বক্তা হিসেবে পরিবেশের উপর প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব তুলে ধরেন.এ ছাড়াও ওখানে উপস্থিত বক্তারা সবাই মুলত: প্লাস্টিক পণ্যের ক্ষতিকর দিক তুলে ধরেন এবং এই পন্য বর্জনের আহ্বান জানান.বিশেষ করে মাইক্রো প্লাস্টিকের ভয়াবহতা বা ক্ষতিকর দিক নিয়ে আলোকপাত করেন বাগেরহাট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার জনাব ড.শেখ রিয়াদুজ জামান . উনি মানব জীবনের উপর মাইক্রো প্লাস্টিকের ক্ষতিকর দিক গুলো যে গুলো মানব জীবনের উপর প্রভাব ফেলে তা তুলে ধরেন যে গুলো ছিল মানুষের হরমোনেরপরিবর্তন ,বন্ধ্যাত্ব,ডায়াবিটিস,ক্যানসার,মানুষের আচরণের পরিবর্তন প্রভৃতি. উক্ত আলোচনা সভার বক্তারা সকলেই প্লাস্টিক পন্যের ব্যাবহার বন্দে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানোর পাশাপাশি প্লাস্টিকের পন্যের ব্যাবহার বন্দে মাটির তৈরি হাঁড়ি পাতিল ব্যাবহার ও বাজার সদয় করতে কাপড়ের তৈরি ব্যাগ ব্যাবহারের পরামর্শ দেন.
সবশেষে পরিবেশের উপর
চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়.উক্ত অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনাব দেলোয়ার হোসেন, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর বাগেরহাট.উল্লেখ্য বাংলা দেশে সব সময় ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় তবে এবার ঐ দিন টি সরকারি ছুটি থাকায় আজ ২৫ শে জুন সারা বাংলা দেশে দিবসটি পালিত হচ্ছে.
(লেখা ও ছবি: চান্নু ভাই, সম্পাদক, বাগেরহাট টাইমস Bagerhat Times ও রস হাট( ফেসবুকে দেখুন) সাবেক সাংস্কৃতিক
সম্পাদক ( সাংস্কৃতিক বিষয়ক মূখপাত্র)(Kultur Referent des AStA der Universität Dortmund) ও ২ বারের ছাত্র সংসদের সাবেক সদশ্য ডটমুন্ড ইউনিভার্সিটির ছাত্র সংসদ, জার্মানি)

22/06/2025

আমি চান্নুভাই সম্পাদক বাগেরহাটটাইমস
Bagerhat Timesও
রস হাট ( শালতলা বাগেরহাট, বাংলাদেশ.এবার আমার কন্ঠে গাওয়া আপনাদের জন্য কলকাতার শ্যামল মিত্রের একটি জনপ্রিয় গান" আহা ঐ আঁকাবাঁকা যে পথ" দিচ্ছি.
গানটি হেডফোন, এয়ারফোন দিয়ে শুনলে ভালো শোনাবে.
সকলকে ধন্যবাদ.

20/06/2025

Address

Khan Jahan Ali Road(west Side Of Amlapara High School) Saltala, Bagerhat
Bagerhat Town
9300

Website

বাগেরহাট টাইমস Bagerhat Times

Alerts

Be the first to know and let us send you an email when বাগেরহাট টাইমস Bagerhat Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category