বাগেরহাট টাইমস Bagerhat Times

বাগেরহাট টাইমস Bagerhat Times Newspaper, Media / News Company.

খান জাহান আলী রোড (আমলাপাড়া স্কুলের পশ্চিম পাশে) শালতলা, বাগেরহাট, বাংলাদেশ.বাগেরহাটের সংক্ষিপ্ত সংবাদ (৩০.৮.২৫)
30/08/2025

খান জাহান আলী রোড (আমলাপাড়া স্কুলের পশ্চিম পাশে) শালতলা, বাগেরহাট, বাংলাদেশ.
বাগেরহাটের সংক্ষিপ্ত সংবাদ (৩০.৮.২৫)

খান জাহান আলী রোড আমলাপাড়া স্কুলের পশ্চিম পাশে)শালতলা,বাগেরহাট, বাংলাদেশ. (২৭.৮.২৫)বিশেষ প্রতিবেদন: গতকাল    রামপাল উপজ...
27/08/2025

খান জাহান আলী রোড আমলাপাড়া স্কুলের পশ্চিম পাশে)শালতলা,বাগেরহাট, বাংলাদেশ. (২৭.৮.২৫)
বিশেষ প্রতিবেদন: গতকাল রামপাল উপজেলা বিএনপির সম্মেলন ২০২৫ অনুষ্ঠিত হলো.
গতকাল মঙ্গলবার ২৬.৮.২৫ তারিখ সকালে বাগেরহাটের রামপাল উপজেলা বিএনপির সম্মেলন ২০২৫অনুষ্ঠিত‌
হলো.দির্ঘ দুই যুগ পর
সকালে রামপালের শ্রিফলতলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০ টায় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে যার উদ্বোধন করেন বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক জনাব ইন্জিনিয়ার আকরাম হোসেন তালিম.এই সময় ওখানে আরো উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সমন্বায়ক ও সাবেক সভাপতি জনাব এম এ সালাম, কৃষিবিদ শামীমুর রহমান শামীম সহ বাগেরহাট জেলা বিএনপির ও রামপাল উপজেলা বিএনপির নেতা কর্মীরা.পরে বেলা ২ টায় অনুষ্ঠিত হয় সভাপতি, সম্পাদক, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করার জন্য ভোট গ্ৰহন.যেখানে হাফিজুর রহমান তুহিন সভাপতি নির্বাচিত হন
আর সম্পাদক নির্বাচিত হন আলতাফ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন মাছুদুর রহমান পিয়াল ও আল আমিন হাওলাদার.উল্লেখ্য ওখানে ১০ টি ইউনিয়নের মোট ৭১০ জন কাউন্সিলর ভোট প্রদান করেন.
( লেখা ও ছবি :সাংবাদিক চান্নু ভাই ,বাগেরহাট টাইমস Bagerhat Times

খান জাহান আলী রোড (আমলাপাড়া স্কুলের পশ্চিম পাশে) শালতলা, বাগেরহাট, বাংলাদেশ.বাগেরহাটের সংক্ষিপ্ত সংবাদ (২৬.৮.২৫)
25/08/2025

খান জাহান আলী রোড (আমলাপাড়া স্কুলের পশ্চিম পাশে) শালতলা, বাগেরহাট, বাংলাদেশ.
বাগেরহাটের সংক্ষিপ্ত সংবাদ (২৬.৮.২৫)

25/08/2025

আমি চান্নু ভাই
বাগেরহাট টাইমস
Bagerhat Times আপনাদের বিনোদনের জন্য নিয়ে এলাম আমার কন্ঠে গাওয়া শ্রীকান্ত আচার্য দাদার একটি জনপ্রিয় গান" ওগো আবার নতুন করে ভুলে যাওয়া নাম ধরে ডেকোনা". গানটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি.আর মনে আছে তো আমার ইউটিউব চ্যানেল" Singer Channu Bagerhat".

খান জাহান আলী রোড (আমলাপাড়া স্কুলের পশ্চিম পাশে) শালতলা, বাগেরহাট, বাংলাদেশ.বিশেষ প্রতিবেদন:বাগেরহাটে ৪ টি আসন পূর্নবহা...
25/08/2025

খান জাহান আলী রোড (আমলাপাড়া স্কুলের পশ্চিম পাশে) শালতলা, বাগেরহাট, বাংলাদেশ.
বিশেষ প্রতিবেদন:
বাগেরহাটে ৪ টি আসন পূর্নবহালের দাবিতে বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে গতকাল রোববার ২৪.৮.২৫ তারিখ হরতাল, অবরোধ, অবস্থান কর্মসূচি পালিত হলো.
বাগেরহাটের ৪ টি আসন পূর্নবহালের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গতকাল রোববার ২৪.৮.২৫ তারিখ সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত বাগেরহাটের সদর উপজেলা সহ মোট ৯ টি উপজেলায় কোন প্রকার সংঘাত, অপ্রীতিকর ঘটনা ছাড়াই হরতাল, অবরোধ, অবস্থান কর্মসূচি সুন্দর ভাবে পালিত হয়েছে. গতকাল রবিবার ২৪.৮.২৫ তারিখ সকালে বাগেরহাট শহরে সরেজমিনে তদন্তে যেয়ে দেখা গেছে যে বাগেরহাটের ৪ টি আসন পূর্নবহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা হরতাল , অবরোধের কারণে সকাল থেকেই বাগেরহাটের অধিকাংশদোকানপাট,তরিতরকারি,মাছ বাজার অধিকাংশ ই বন্ধ ছিল, রাস্তায় অটোবাইক , অটোরিকশাচলাচল ও খুব একটা দেখা যাইনি.যা বিকাল ৪ টা পর্যন্ত্য অব্যাহত থাকে.অপরদিকে বাগেরহাট বাস স্ট্যান্ড এ
সর্বদলীয় সম্মিলিত কমিটির সদস্যরা রাস্তায় বেঞ্চ রেখে বাগেরহাট - রূপসা, পিরোজপুর - খুলনা গামী গাড়ী গুলোর চলাচল বন্ধ করে দিয়ে হরতাল, অবরোধ ও অবস্থান কর্মসূচির শুভ সূচনা করেন. পরে হরতালের সমর্থনে বাগেরহাটের ভি আই পি মোড়ে ও রাস্তায় বেঞ্চ রেখে বাগেরহাট বাস মালিক সমিতির সভাপতি সরদার লিয়াকত হোসেন এর নেতৃত্বে সকাল ৮ টায় বিএনপির নেতা কর্মিরা ভি আই পি রোডের ট্রাক,অটোবাইক, প্রাইভেট গাড়ি চলাচল বন্ধ করে দেয়. ঐ সময় রাস্তায় গাড়ি চলাচল বন্ধ হয়ে গেলে রাস্তায় অনেককেই ক্রিকেট খেলতে দেখা গেছে.পাশাপাশি বাগেরহাট - রূপসা রোডেরকাছে অবস্থিত বাগেরহাট জেলা দায়রা জজ আদালতের গেটের সামনে রাস্তা পারাপারের ওভার ব্রীজের নিচে অধ্যাপক হাদিউজ্জামান হিরো,আইয়ুব আলী মোল্লা বাবু, শাহেদ আলী রবি,এ্যাডভোকেট হিরক মিনার উপস্থিতিতে নেতা কর্মীরা হরতাল ও অবরোধ কর্মসূচি তে অংশগ্রহণ করেন.দুপুরে বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও বর্তমান সমন্মায়ক জনাব এম এ সালাম নেতা কর্মীদের সঙ্গে
নিয়ে ঐ ওভার ব্রীজের কাছে উপস্থিত হন এবং হরতাল ও অবরোধের কর্মসূচি তে অংশগ্রহণ করেন .ঐ সময় ওখানে সরদার লিয়াকত হোসেন, জেলা বিএনপির যুগ্ন আহ্বায়ক নেয়ামুল নাসির আলাপ ওখানে উপস্থিত হন.ওখানে নেতা কর্মীরা বিকাল চারটা পর্যন্ত অবস্থান করেন. একসময় ওখানে যুবদল নেতা সুজন মোল্লাও হাজির হন.অপরদিকে বাগেরহাট কাটাখালী বাসস্ট্যান্ড এর গোল চত্বরে ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি জনাব কামরুল ইসলাম গোরা উপজেলার অন্যান্য বিএনপি ও অন্য দলের নেতৃবৃন্দ দের নিয়ে হরতাল ও অবরোধ কর্মসূচি তে অংশগ্রহণ করেন.পরে ঐ একই জায়গায় বিএনপির সাবেক সাংসদ জনাব মুজিবুর রহমান, কৃষিবিদ শামীমুর রহমান শামীম ভাই, সাবেক চেয়ারম্যান ফকির তরিকুল ইসলাম হরতাল ও অবরোধ কর্মসূচি তে অংশগ্রহণ করেন.এছাড়া ও মংলা, মোরেলগঞ্জ,শরনখোলা,
রামপাল উপজেলার
সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতৃবৃন্দ হরতাল ও অবরোধ কর্মসূচিতে অংশগ্রহণ করেন .
( ছবি ও লেখা : চান্নু ভাই সম্পাদক, বাগেরহাট টাইমস Bagerhat Times.
সাবেক সাংস্কৃতিক সম্পাদক ( সাংস্কৃতিক বিষয়ক মুখপাত্র ) ও ২ বারের ডটমুন্ড ইউনিভার্সিটির ছাত্র সংসদের সাবেক সদস্য ডটমুন্ড, জার্মানি.১৯৮২ সাল থেকে বাগেরহাট জেলা বিএনপির রাজনীতির সাথে জড়িত.
২০১৮ সালের ফ্রেরুয়ারি থেকে ২০১৯ সালের ফ্রেরুয়ারি পর্যন্ত্য সংসদ নির্বাচন কালীন বিএনপির ঢাকার পল্টনের কেন্দ্রীয় রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত থাকার অভিজ্ঞতা.

খান জাহান আলী রোড (আমলাপাড়া স্কুলের পশ্চিমপাশে)শালতলা,বাগেরহাট, বাংলাদেশ.(বাগেরহাটের সংক্ষিপ্ত সংবাদ ২৪.৮.২৫).
23/08/2025

খান জাহান আলী রোড (আমলাপাড়া স্কুলের পশ্চিমপাশে)শালতলা,
বাগেরহাট, বাংলাদেশ.
(বাগেরহাটের সংক্ষিপ্ত সংবাদ ২৪.৮.২৫).

খান জাহান আলী রোড (আমলাপাড়া স্কুলের পশ্চিম পাশে )শালতলা, বাগেরহাট ,বাংলাদেশ.বিশেষ প্রতিবেদন:বাগেরহাটে সর্বদলীয় সম্মিলি...
22/08/2025

খান জাহান আলী রোড (আমলাপাড়া স্কুলের পশ্চিম পাশে )শালতলা, বাগেরহাট ,বাংলাদেশ.
বিশেষ প্রতিবেদন:
বাগেরহাটে সর্বদলীয় সম্মিলিত কমিটির পূর্ব ঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার ২১.৮.২৫ তারিখ অবরোধ, বিক্ষোভ সমাবেশ, অবস্থান কর্মসূচি পালিত হয়েছে.
গতকাল বৃহস্পতিবার ২১.৮.২৫ তারিখ বাগেরহাটের সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকা
অবরোধ, বিক্ষোভ সমাবেশ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে.গতকাল
ফকিরহাট উপজেলার
নোয়াপাড়া বাসস্ট্যান্ড থেকে সকাল ৯ টায় যার শুভসূচনা হয় .ঐ সময় ওখান থেকে খুলনা, মংলা, ঢাকাগামী বাস ট্রাক ও প্রাইভেট গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়.যেখানে উপস্থিত ছিলেন বাগেরহাটের জেলা বিএনপির আহ্বায়ক জনাব ইন্জিনিয়ার আকরাম হোসেন তালিম, বিএনপির সমন্বায়ক ও সাবেক সভাপতি জনাব এম এ সালাম, জামায়াতের নেতা এডভোকেট মাওলানা ওয়াদুদ, নাসির আহমেদ মালেক, সরদার লিয়াকত হোসেন, মাহাবুবুর রহমান টুটুল, কামরুল ইসলাম গোরা , মোজাফফর রহমান আলম,সহ জেলা বিএনপির ও সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা কর্মীরা.পরে ওখানে অবস্থিত নেতা কর্মীরা কাটাখালী বাসস্ট্যান্ড এ জমায়েত হয়ে অবরোধ , অবস্থান কর্মসূচির পাশাপাশি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন.সবশেষে
বেলা ১ টার আগে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতা কর্মীরা
কাটাখালী বাসস্ট্যান্ড এ এক বিক্ষোভ মিছিল আয়োজনের পাশাপাশি এক বিক্ষোভ সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করেন যেখানে থেকে সর্বদলীয় সম্মিলিত কমিটির আহ্বায়ক জনাব ইন্জিনিয়ার আকরাম হোসেন তালিম পরবর্তী কর্মসূচি পালনের অংশ হিসেবে আগামী ২৪ শে আগস্ট এর অবরোধ ও অবস্থান কর্মসূচির ঘোষণা দেন এবং গতকালকের অবরোধ, বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন.উক্ত আলোচনা সভায় কৃষিবিদ শামীমুর রহমান শামীম, বাগেরহাট জেলা জামায়াতের আমির জনাব মওলানা মোঃ রেজাউল করিম,পল্টু ভাই, শৈবাল,সাবেক চেয়ারম্যান জনাবতরিকুলইসলাম,মনিরুল ইসলাম , রামপাল উপজেলা বিএনপির সভাপতি জনাব তুহিন সহ সর্বদলীয় সম্মিলিত কমিটির অসংখ্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন.আর উক্ত আলোচনা সভার সঞ্চালনা র দায়িত্বে ছিলেন এডভোকেট মাওলানা ওয়াদুদ.
উল্লেখ্য গত মাসের শেষের দিকে বাংলাদেশ নির্বাচন কমিশন এক বিজ্ঞপ্তিতে বাগেরহাটের রামপাল ও মংলার বাগেরহাটের ৩নং সাংসদিয় আসনটি বাদ দেওয়ার ঘোষণা দেন. যার প্রতিবাদে বাগেরহাটের সব দল মত নির্বিশেষে সকল রাজনৈতিক দলের নেতাকর্মীরা সহ স্থানীয় জনতা এই সিদ্ধান্তের বিরুদ্ধে সেই থেকে বিভিন্ন প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল ,মশাল মিছিল, স্মারকলিপি প্রদান এ অংশ গ্ৰহন করছেন.
( ছবি ও লেখা: সাংবাদিক চান্নু ভাই ,বাগেরহাট টাইমসBagerhat Times)

19/08/2025

আমি চান্নু ভাই বাগেরহাট টাইমসBagerhat Times এবার আপনাদের বিনোদনের জন্য নিয়ে এলাম আমার কন্ঠে গাওয়া
সিনেমার গান " অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন"(সিনেমা " ভালোবাসি তোমাকে)
খালেদ হাসান মিলু ও কনক চাঁপা, আবার ইমরান ও ন্যানসি (সিনেমা: নিয়তি) ও গেয়েছেন. গানটি অতিসম্প্রতি বাগেরহাটের
এক সুদর্শন গায়ক ও গেয়েছেন স্টার মেকারে.তাহলে শুনুন গান টি.গানটি শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি.

19/08/2025

আমি চান্নু ভাই বাগেরহাট টাইমসBagerhat Times আপনাদের বিনোদনের জন্য আমি এবার ১ টি মায়ের গান " মায়ের এক মুঠো দুধের দাম কাটিয়া গায়ের চাম"দিচ্ছি গান টি শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি.এই গানটি করে আমি স্টার মেকারের দৈনিক চার্টে প্রথম হয়েছিলাম.আমার গান ইউটিউব এ ও শোনা যাবে ( Singer Channu Bagerhat) এ প্রবেশ করলে.তবে ওখানে আমার এক টি গান শেষ হবার পর পরের গাছ ঠুকতে হবে না ইলে ইউটিউব অন্যান্য ভিডিও দেখানো শুরু করবে.

খান জাহান আলী রোড (আমলাপাড়া স্কুলের পশ্চিম পাশে) শালতলা বাগেরহাট, বাংলাদেশ.(১৯.৮.২৫)
19/08/2025

খান জাহান আলী রোড (আমলাপাড়া স্কুলের পশ্চিম পাশে) শালতলা বাগেরহাট, বাংলাদেশ.
(১৯.৮.২৫)

খান জাহান আলী রোড ( আমলা পাড়া স্কুলের পশ্চিম পাশে)শালতলা, বাগেরহাট,বাংলাদেশ. সংক্ষিপ্ত সংবাদ.(১৯.৮.২৫)
18/08/2025

খান জাহান আলী রোড ( আমলা পাড়া স্কুলের পশ্চিম পাশে)শালতলা, বাগেরহাট,বাংলাদেশ. সংক্ষিপ্ত সংবাদ.(১৯.৮.২৫)

খান জাহান আলী রোড (আমলাপাড়া স্কুলের পশ্চিম পাশে)শালতলা, বাগেরহাট ,বাংলাদেশ.বিশেষ প্রতিবেদন:বাগেরহাটে অনুষ্ঠিত হলো জেলা ...
17/08/2025

খান জাহান আলী রোড (আমলাপাড়া স্কুলের পশ্চিম পাশে)শালতলা, বাগেরহাট ,বাংলাদেশ.
বিশেষ প্রতিবেদন:
বাগেরহাটে অনুষ্ঠিত হলো জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা ( আগস্ট ২০২৫)
আজ রবিবার ১৭.৮.২৫ তারিখ সকাল ১০ - ৩০ মিনিটে বাগেরহাটের মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো এ মাসের ( আগস্ট ২৫) উন্নয়ন সমন্বয় কমিটির সভা যেখানে সভাপতিত্ব করেন বাগেরহাটের মাননীয় জেলা প্রশাসক জনাব আহমেদ কামরুল হাসান.উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জনাব আরিফুল ইসলাম,
বাগেরহাট জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জনাব ভাস্কর দেবনাথ, বাগেরহাটের সিভিল সার্জন জনাব ডা: এ এস এম মাহাবুব আলম,ডা: মোহাম্মদ ফখরুল হাসান
উপ পরিচালক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বাগেরহাট, বাগেরহাটের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তড়িৎ চন্দ্র শীল,জেলা তথ্য অফিসের সহকারী পরিচালক জনাব মইনুল ইসলাম, জেলা ক্রিড়া অফিসার জনাব হুসাইন আহম্মেদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জনাব সাইদুর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব শারমিন আক্তার , বাগেরহাটের বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা বৃন্দ, বাগেরহাটের বিভিন্ন সরকারি অফিসের উধ্বতন কর্মকর্তা বৃন্দ, সাংবাদিক কামরুজ্জামান, চান্নু ভাই প্রমূখ.
উক্ত সভার শুরুতে এই আগস্ট মাসের আলোচনা র বিষয়াদির সার সংক্ষেপ উল্লেখ করা হয়.এরপর একে একে বাগেরহাটে
অবস্থিত বিভিন্ন সরকারি অফিসের এ মাসের গৃহীত কার্যক্রম,এর অগ্ৰগতি , অসমাপ্ত কাজের বিবরনি তুলে ধরা হয় যেখানে বাগেরহাটের বিভিন্ন অফিসের উধ্বতন কর্মকর্তা বৃন্দ যার যার অফিসের পক্ষে নিজ নিজ অফিসের গৃহীত কার্যাবলীর বিভিন্ন বিষয় বা কার্য বিবরণী তুলে ধরেন.সবশেষে আজকের সভার মাননীয় সভাপতি মহোদয়ের সমাপনী বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে শেষ হয় আজকের
বাগেরহাট জেলার উন্নয়ন সমন্বয় কমিটির সভা.
( লেখা ও ছবি :সাংবাদিক চান্নু ভাই,
* সাবেক গায়ক
(২০০৯ - ২০১৮) দলছুট বাগেরহাট.বাগেরহাটের বিভিন্ন স্টেজে ৪০/৫০ বারের বেশি গান পরিবেশনা কারি)
* সাবেক আহ্বায়ক শালতলা ক্লাব বাগেরহাট.
* সাবেক প্রতিষ্ঠাকালীন সভাপতি Rotaract Club of Bagerhat.
* সাবেক মালিক, সভাপতি, ট্রেইনার শালতলা বয়েজ ক্লাব( ফুটবল ও ক্রিকেট) বাগেরহাট.
* সাবেক পরিচালক দাবা
বিভাগ যুব কেন্দ্র ও ব্যায়ামাগার, বাগেরহাট.
* সাবেক গোলরক্ষক বাগেরহাট জেলা ওয়াটার পোলো দল.
* সাবেক সাংস্কৃতিক সম্পাদক ( সাংস্কৃতিক বিষয়ক মুখপাত্র) ও ২ বারের ডটমুন্ড ইউনিভার্সিটির ছাত্র সংসদের সাবেক সদস্য
ও ডটমুন্ড ইউনিভার্সিটির পরিসংখ্যান বিভাগের ছাত্র উপদেষ্টা/ পরামর্শ দাতা কমিটির( Fachschafsrat
( FSR) ২ সেমিস্টারের সাবেক সদস্য ও ঐ ইউনিভার্সিটির সিনেটের
ছাত্রকমিটির ২সেমিস্টারের সহযোগি সদশ্য.
* ইউটিউব ( YouTube) এ আমার কন্ঠে গাওয়া বিভিন্ন গানের শিল্পী বা গায়কের গান শোনা যাবে এখানে( YouTube এ (SingerChannuBagerhat) এ প্রবেশ করলে .বর্তমানে মোট ৫৪ টি (৫ ভাষায়) আমার কন্ঠের গান দিয়েছি ভবিষ্যতে ওখানে আরো গান দেওয়ার ইচ্ছা রাখি.সবাইকে ধন্যবাদ জানাচ্ছি .গান ভালো লাগলে পেজটি লাইক ও ফলো করবেন.ধন্যবাদ.

Address

Khan Jahan Ali Road(west Side Of Amlapara High School) Saltala, Bagerhat
Bagerhat Town
9300

Website

বাগেরহাট টাইমস Bagerhat Times

Alerts

Be the first to know and let us send you an email when বাগেরহাট টাইমস Bagerhat Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category