25/06/2025
বাগেরহাটে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে পালিত হলো "বিশ্বপরিবেশ দিবস ২০২৫"
আজ বুধবার ২৫.৬.২৫ তারিখ সকাল ৯ -৩০ মিনিটে " প্লাস্টিক দুষন আর নয় ,বন্দ করার এখনই সময়" এই শ্লোগান কে প্রতিপাদ্য করে বাগেরহাট জেলা প্রশাসন ও জেলা পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজনে বাগেরহাটের মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের অফিসের সামনে থেকে এক বর্নাঠ্য র্্যালী ও পায়রা অবমুক্ত করে দিবসটির শুভ সূচনা করা হয় .র্র্যালীটি জেলা প্রশাসক মহোদয়ের অফিস চত্বর পেরিয়ে রুপসা বাগেরহাট রোড কিছুটা প্রদক্ষিন করে আবারো জেলা প্রশাসক মহোদয়ের অফিস চত্বরে ফিরে আসে . যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ মামুনুর রহমান, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) জনাব শামীম হোসেন, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জনাবআসাদুররহমান,
সিভিল সার্জন অফিসের
মেডিকেল অফিসার ড. শেখরিয়াদুজ জামান, বাগেরহাট জেলা শিশু একাডেমীর শিশু বিষয়ক কর্মকর্তা শেখ আসাদুর রহমান, যদুনাথ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ঝুমা মন্ডল, বাগেরহাটের বিভিন্ন এনজিও অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ .পরে জেলা প্রশাসক মহোদয়ের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান.
যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক জনাব মোঃ মামুনুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল)জনাব শামীম হোসেন, বাগেরহাট জেলা প্রশাসনের মাননীয় এনডিসি জনাব তারেক রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আশরাফুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আদনান জুলফিকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব তড়িৎ চন্দ্র শীল,জেলা শিক্ষা অফিসার জনাব সায়েদুর রহমান,ড.শেখ রিয়াদুজ জামান,যদুনাথ
স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক ঝুমা মন্ডল, বাগেরহাটের বিভিন্ন এনজিও অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ, বাগেরহাট জেলা মহিলা দলের নেতৃবৃন্দ,সাংবাদিক বৃন্দ.উক্ত আলোচনা সভার শুরুতে কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ করা হয়. পরে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জনাব আসাদুর রহমান প্রধান বক্তা হিসেবে পরিবেশের উপর প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব তুলে ধরেন.এ ছাড়াও ওখানে উপস্থিত বক্তারা সবাই মুলত: প্লাস্টিক পণ্যের ক্ষতিকর দিক তুলে ধরেন এবং এই পন্য বর্জনের আহ্বান জানান.বিশেষ করে মাইক্রো প্লাস্টিকের ভয়াবহতা বা ক্ষতিকর দিক নিয়ে আলোকপাত করেন বাগেরহাট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার জনাব ড.শেখ রিয়াদুজ জামান . উনি মানব জীবনের উপর মাইক্রো প্লাস্টিকের ক্ষতিকর দিক গুলো যে গুলো মানব জীবনের উপর প্রভাব ফেলে তা তুলে ধরেন যে গুলো ছিল মানুষের হরমোনেরপরিবর্তন ,বন্ধ্যাত্ব,ডায়াবিটিস,ক্যানসার,মানুষের আচরণের পরিবর্তন প্রভৃতি. উক্ত আলোচনা সভার বক্তারা সকলেই প্লাস্টিক পন্যের ব্যাবহার বন্দে জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানোর পাশাপাশি প্লাস্টিকের পন্যের ব্যাবহার বন্দে মাটির তৈরি হাঁড়ি পাতিল ব্যাবহার ও বাজার সদয় করতে কাপড়ের তৈরি ব্যাগ ব্যাবহারের পরামর্শ দেন.
সবশেষে পরিবেশের উপর
চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়.উক্ত অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনার দায়িত্বে ছিলেন জনাব দেলোয়ার হোসেন, সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তর বাগেরহাট.উল্লেখ্য বাংলা দেশে সব সময় ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় তবে এবার ঐ দিন টি সরকারি ছুটি থাকায় আজ ২৫ শে জুন সারা বাংলা দেশে দিবসটি পালিত হচ্ছে.
(লেখা ও ছবি: চান্নু ভাই, সম্পাদক, বাগেরহাট টাইমস Bagerhat Times ও রস হাট( ফেসবুকে দেখুন) সাবেক সাংস্কৃতিক
সম্পাদক ( সাংস্কৃতিক বিষয়ক মূখপাত্র)(Kultur Referent des AStA der Universität Dortmund) ও ২ বারের ছাত্র সংসদের সাবেক সদশ্য ডটমুন্ড ইউনিভার্সিটির ছাত্র সংসদ, জার্মানি)