The Daily shatgombuj

The Daily shatgombuj Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from The Daily shatgombuj, Media/News Company, Bagerhat Town.

22/06/2023
সদ্য সমাপ্ত এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী অনেকের হাতে রয়েছে এখন প্রচুর সময়। তাদের এই সময়টা অর্থবহ করতে আস-সুন্নাহ...
02/06/2023

সদ্য সমাপ্ত এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী অনেকের হাতে রয়েছে এখন প্রচুর সময়। তাদের এই সময়টা অর্থবহ করতে আস-সুন্নাহ ফাউন্ডেশন আয়োজন করছে ‘মৌলিক ইসলামী জ্ঞানের পাঠ ও প্রতিযোগিতা-২০২৩’।

দৈনন্দিন জীবনে ইসলাম পালনের জন্য প্রয়োজনীয় দীনি জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলমানের ওপর ফরয। অথচ অনেকেরই ফরয পরিমাণ জ্ঞানের ঘাটতি থেকে যায়। এই পাঠ ও প্রতিযোগিতায় আন্তরিকভাবে অংশগ্রহণ করলে একান্ত প্রয়োজনীয় দীনি ইলমের অনেকখানিই অর্জিত হবে ইন-শা-আল্লাহ।

🟩 এই প্রতিযোগিতা এবছর এসএসসি ও দাখিল পরীক্ষায় অংশগ্রহণকারী ছেলে-মেয়ে সবার জন্য উন্মুক্ত। নিবন্ধনের প্রয়োজন নেই।

🟩 সিলেবাস:
✅ ঈমান সম্পর্কিত ১০০ টি প্রশ্নোত্তর;
✅ কুরআন কারীমের শেষ ১০ টি সূরা;
✅ জীবনঘনিষ্ঠ ২০ টি হাদীস;
✅ নিয়মিত আমলযোগ্য ৩০ টি দোয়া ও যিকর;
✅ সীরাত সম্পর্কিত ১০০ টি প্রশ্নোত্তর;
✅ ফিকহ ও মাসায়েল সম্পর্কিত ১০০ টি প্রশ্নোত্তর।

উপর্যুক্ত বিষয়সমূহ অধ্যয়নের জন্য আস-সুন্নাহ ফাউন্ডেশন কর্তৃক প্রস্তুতকৃত সিলেবাসের পিডিএফ ফাইল উন্মুক্ত করা হলো। প্রতিযোগিতার প্রশ্ন এই সিলেবাস থেকে করা হবে এবং এই সিলেবাসের আলোকে উত্তর দিতে হবে।

🟩 প্রতিযোগিতার সময়:
✅ প্রথম পর্বের পরীক্ষা: ২৩ জুন, শুক্রবার, সকাল ৮ টা।
✅ দ্বিতীয় ধাপের পরীক্ষা: ২৫ জুন, রবিবার, সকাল ৮ টা; (আস-সুন্নাহ ফাউন্ডেশনের আফতাবনগর, ঢাকা অফিসে)

🟩 প্রতিযোগিতার ধরন:
✅ মোট ২ পর্বে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
✅ প্রথম ধাপে উপর্যুক্ত সিলেবাস থেকে গুগল ফরমের মাধ্যমে ১৫০ নম্বরের (১৫০˟১) পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার দিন নির্দিষ্ট সময়ে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পেজসহ অন্যান্য পেজে গুগল ফরম উন্মুক্ত করা হবে। এই ধাপে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ১০০ জনকে চূড়ান্ত ধাপের জন্য নির্বাচিত করা হবে।
✅চূড়ান্ত ধাপে ১০০ নম্বরের (সরাসরি) মৌখিক পরীক্ষা নেওয়া হবে।

🟩 পুরস্কার:
চূড়ান্ত ধাপে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণকারীদের সবাইকে পুরস্কৃত করা হবে।

✅ প্রথম পুরস্কার: নগদ ২০ হাজার টাকা (৫ জন)
✅ দ্বিতীয় পুরস্কার: নগদ ১০ হাজার টাকা (১০ জন)
✅ তৃতীয় পুরস্কার: ৫০০ টাকার রকমারি কুপন অথবা সমমূল্যের বই (চূড়ান্ত ধাপে উত্তীর্ণ সবার জন্য)
✅ বিশেষ পুরস্কার: প্রথম পর্বে সর্বোচ্চ নম্বর প্রাপ্ত ৫০০ জন ‘নসীহা ও উচ্চশিক্ষা বিষয়ক দিক-নির্দেশনা’ প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ পাবেন। যেখানে উপস্থিত থাকবেন শায়খ আহমাদুল্লাহ-সহ বরেণ্য ইসলামিক

দ্যা ডেইলি ষাটগম্বুজ
২ জুন ২০২৩

ছুটিতে বিদেশ যাচ্ছেন হারুন——————————————তের দিনের ছুটিতে বিদেশ যাচ্ছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম...
02/06/2023

ছুটিতে বিদেশ যাচ্ছেন হারুন
——————————————
তের দিনের ছুটিতে বিদেশ যাচ্ছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ। এ সংক্রান্ত এক আদেশে বলা হয়েছে, জনাব মোহাম্মদ হারুন অর রশীদ, বিপিএম বার, পিপিএম বার, অতিরিক্ত পুলিশ কমিশনার, গোয়েন্দা বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ, ঢাকা এর অনুকূলে নিজ এবং স্ত্রীর চিকিৎসা গ্রহণের উদ্দেশ্যে সস্ত্রীক সিঙ্গাপুর গমনের অনুমতি এবং এতদুদ্দেশ্যে ৩-৬-২০২৩ তারিখ অথবা ছুটি ভোগের তারিখ হতে তের দিনের বহিঃ বাংলাদেশ ছুটি (অর্জিত) মন্জুর করা হলো। শর্ত অনুযায়ী সরকার এ ভ্রমণের কোনো ব্যয় বহন করবে না।
————
দ্যা ডেইলি ষাটগম্বুজ
জুন ২, ২০২৩

Address

Bagerhat Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when The Daily shatgombuj posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share