Islamick Video

Islamick Video আল্লাহই আমার জন্য যথেষ্ট �

সব কিছু যদি ফুলের মতো সুন্দর হতো
07/06/2024

সব কিছু যদি ফুলের মতো সুন্দর হতো

25/07/2023

আসসালামুয়ালাইকুম

10/07/2023

ইদানীং বাবার বয়সের লোকেরাই বেশিরভাগ লোক্যাল বাসে নারীদের হয়রানি করে। ইচ্ছা করেই গায়ে লাগতে চাই, ইচ্ছা করেই স্পর্শ করতে চাই। অথচ ঘরে আমাদের বয়সের মেয়ে আছে। দেখতে ভদ্রলোক মনে হয়।

আমাদের সমাজটা কবে এসব কুলাঙ্গার থেকে মুক্তি পাবে। কবে তাদের মনমানসিকতার পরিবর্তন হবে। মেয়ের বয়সের অন্য একটা নারীকে এই রকম খারাপ ভাবে স্পর্শ করতে চাই। তাহলে ঘরে তার মেয়ে নিরাপদ আছে কিনা সন্দেহ জাগে।

09/07/2023

প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, অতঃপর আমার কাছেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে।
(সুরা আল আনকাবুত-৫৭)
ইয়া আল্লাহ্ আপনি আমার মৃত্যুকে সহজ করে দিন। আমিন

09/07/2023

জঠিল প্রশ্নঃ হস্তমৈথুনের পর শরীর ক্লান্ত হয় কেন..?

জবাব নেন হে প্রিয়...................!
বিজ্ঞান বলছে এক ফোটা বীর্যে ৪ থেকে ৬০কোটি শুক্রাণু বা (প্রাণ) থাকে।
কোনো মানুষ যখন হস্তমৈথুন করে বীর্য বের করে তখন তার সাথে কমপক্ষে ৪কোটি প্রাণ ঝড়ে পড়ল।
আরো ভয়ংকর তথ্য হল এইঃ
একবার হস্তমৈথুন করলে যে বীর্য ও শক্তি ব্যায় হয়, তা দিয়ে বৈধ ভাবে স্ত্রীর সাথে ৭বার সহবাস করা যাবে।
তারমানে আপনি হস্তমৈথুন করে নিজেকে খুব দ্রুত গতিতে মৃত্যুর দুয়ারে দাড় করাচ্ছেন!
হে হস্তমৈথুন কারী তুমি এক মুহুর্তেই হাত মেরে কমপক্ষে ৪কোটি প্রাণকে হত্যা করলে তো তুমি ক্লান্ত কেন হবেনা..??
একটা মানুষকে মারাওতো এত সহজ নয়,সেখানে ৪কোটিকে একমুহুু হত্যা করে ক্লান্ত হবেনা কেনো..?
আমি তোমার ঘুমন্ত হৃদয় জাগাতে এই পোস্টি করেছি মাইন্ড করবেনা।
হস্তমৈথুনের ক্ষতিকর বিষয়ে হয়ত এর আগে অনেকবার পড়েছো। কিন্তু আমি হস্তমৈথুনের মুল ক্ষতিকর বিষয়টি তোমার চোখের সামনে রাখলাম।

___ফিরে এসো হে যুবক যুবতি___
তোমার রব তোমাদের বলছেঃ
তোমরা দারিদ্র্যের ভয়ে তোমাদের সন্তানদের হত্যা করো না। আমিই তোমাদেরকে এবং তাদেরকে রিজিক প্রদান করি। এবং প্রকাশ্য ও অপ্রকাশ্য নোংরামির কাছেও যেও না। আল্লাহ যার জীবনকে নিরাপদ করেছেন, তাকে ন্যায়সঙ্গত কারণ ব্যতীত হত্যা করো না। আল্লাহতায়ালা তোমাদেরকে এ ব্যাপারে ওসিয়ত করছেন, যেনো তোমরা অনুধাবন করতে পার। ’
-সূরা আনআম : ১৫২

আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন আমিন।

09/07/2023

হে আমাদের রব, আমাদেরকে পরিপূর্ণ ধৈর্য দান করুন এবং মুসলিম হিসাবে আমাদেরকে মৃত্যু দান করুন।

সূরা আল আ'রাফ-১২৬।

09/07/2023

❝রাসূলুল্লাহ (সাঃ) বলেনঃ কোন বস্তুকে কুলক্ষণ মনে করা ‘শিরক’, কোন বস্তুকে কুলক্ষন ভাবা শিরক।❞
🍁~সুনানে আবু দাউদ:৩৯১০»»📚

09/07/2023

প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, অতঃপর আমার কাছেই তোমাদেরকে ফিরিয়ে আনা হবে।
(সুরা আল আনকাবুত-৫৭)

09/07/2023

❝যে কপাল দিয়ে আল্লাহকে সিজদাহ্ দেয়,
সে কপাল জা'হা'ন্না'মে'র আ'গু'নে পুড়বেনা ❞

[বুখারী-৫০৬]

08/07/2023

Address

Bagerhat Town

Alerts

Be the first to know and let us send you an email when Islamick Video posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share