Shawon Sheikh

Shawon Sheikh আসসালামু আলাইকুম। নতুন ভিডিও পেতে চোখ রাখুন Shawon Sheikh পেজে। (পেত্তাপুর, কচুয়া, বাগেরহাট)
(38)

🕌 সিংগাই মসজিদ – ষাট গম্বুজের ছায়ায় হারিয়ে যাওয়া এক স্থাপত্য!ষাট গম্বুজ মসজিদের পাশে, খান জাহান আলীর ঐতিহাসিক নগরীর এক ক...
14/07/2025

🕌 সিংগাই মসজিদ – ষাট গম্বুজের ছায়ায় হারিয়ে যাওয়া এক স্থাপত্য!

ষাট গম্বুজ মসজিদের পাশে, খান জাহান আলীর ঐতিহাসিক নগরীর এক কোণে অবস্থিত একটি কম পরিচিত কিন্তু অত্যন্ত মূল্যবান নিদর্শন — সিংগাই মসজিদ। প্রাকৃতিক সৌন্দর্য আর ইতিহাসের নিরব সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে এই মসজিদটি।

📍 অবস্থান:

সিংগাই মসজিদটি অবস্থিত বাগেরহাট জেলার সদর উপজেলার খানজাহান আলী (রহ.) কমপ্লেক্স এলাকায়। এটি ষাট গম্বুজ মসজিদ থেকে উত্তর-পূর্ব দিকে, মাত্র ৫-৭ মিনিট হাঁটার দূরত্বে।

🕰️ ইতিহাস:

এই মসজিদটি নির্মিত হয় পঞ্চদশ শতকে, খান জাহান আলী (রহ.)-এর সময়কালে। ধারণা করা হয়, এটি ছিল একটি পাড়া-মসজিদ, যেখানে এলাকার বাসিন্দারা নিয়মিত নামাজ আদায় করতেন। এটি খান জাহান আলীর পরিকল্পিত ইসলামিক শহরগঠনের অংশ ছিল।

🧱 নির্মাণশৈলী ও বৈশিষ্ট্য:

মসজিদটি সম্পূর্ণভাবে পোড়ামাটির ইট দিয়ে নির্মিত।

মোট ৩টি গম্বুজ রয়েছে — মধ্যেরটি অপেক্ষাকৃত বড়, এবং পাশের দুটি ছোট।

পূর্ব দেয়ালে রয়েছে ৩টি প্রবেশপথ এবং পশ্চিম দেয়ালে ৩টি মিহরাব।

দেয়ালে এখনও কিছু টেরাকোটা অলংকরণ ও স্থাপত্যশৈলীর নিদর্শন দেখা যায়।

দেয়ালগুলি খুবই মোটা এবং জানালাগুলো ছোট, যা মসজিদকে গ্রীষ্মে শীতল রাখে।

✨ বিশেষ বৈশিষ্ট্য:

এটি মাটির স্তরের তুলনায় খানিকটা উঁচু ভিত্তির ওপর নির্মিত।

ভিতরের স্থাপত্যে ষাট গম্বুজ মসজিদের ছোঁয়া থাকলেও, এটি অনেক সহজ-সরল এবং নিরিবিলি।

পর্যটকদের ভিড় কম থাকায়, মসজিদের পাশে দাঁড়িয়ে প্রকৃতির নীরবতা উপভোগ করা যায়।

---

এইরকম একটি নিরিবিলি কিন্তু ঐতিহাসিক মসজিদ আজও আমাদের ইতিহাসের জীবন্ত দলিল। তুমি যদি ষাট গম্বুজ দেখতে যাও, তাহলে সিংগাই মসজিদ ঘুরে না আসলে তোমার ভ্রমণ অসম্পূর্ণই থেকে যাবে!

#মসজিদ

বেকাররা হচ্ছে এই দেশে ব্যাবসার অন্যতম লাভজনক প্রোডাক্ট।সরকারি চাকুরী?। নিয়োগ হবে ৫ টা। এপ্লাই করে ২ লাখ। এপ্লাই ফি ৩০০! ...
14/07/2025

বেকাররা হচ্ছে এই দেশে ব্যাবসার অন্যতম লাভজনক প্রোডাক্ট।

সরকারি চাকুরী?। নিয়োগ হবে ৫ টা। এপ্লাই করে ২ লাখ। এপ্লাই ফি ৩০০! কোটি কোটি টাকার বানিজ্য। দেখা যায় অনেক সময় গোপনে টাকা পয়সার বিনিময়ে নিয়োগ অলরেডি ফাইনাল। তারপরেও ফরমালিটি মেনটেইন করতে সার্কুলার দেয়৷ বছরে কোটি কোটি টাকা পরিক্ষা ফি পকেটে ভরে।

প্রাইভেট জব? অমুক বড় ভাই, তমুক বড় ভাই। সিভি নিয়ে ঘুরায়। শেষমেশ দেখা যায় কিছু চা পানি নাস্তার টাকা না দিলে চাকুরী হচ্ছে না। এইচ আর ডিপার্টমেন্ট। নিজেদের পরিচিত সিভিগুলো বেছে নিবে। চা নাস্তার খরচ দিলেই হয়ে যাবে চাকুরী।

ভাবছেন ফেয়ার নিয়োগে চাকুরী করবেন। এপ্লাই করবেন কই? বিডি জবস? তারাও সিস্টেম করেছে সাবস্ক্রাইব করতে হবে। মাসে মাসে টাকা দিবেন। তা না হলে সিভি ভিউ হবে না। কখনো কখনো তারা নিজেরাই ফেইক নিয়োগ বিজ্ঞপ্তি তৈরি করে। আপনাকে আকর্ষন করার জন্য। ১০০ এপ্লাই করবেন। ভিউ হবে ২ টা। কেউ ডাকবেও না।

অমুক তমুককে টাকা দিবেন। বলবে দুবাই পাঠাবে। ইতালি পাঠাবে। তারপর জাহাজের তেলের ড্রামে করে পাড়ী দিবেন মৃত্যুর উদ্দেশ্যে!

রাস্তাঘাটে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি। গেলে দেখবেন। একদম চাকুরী হাতে নিয়ে বসে আছে। আজকেই প্রায় জয়েন করিয়ে ফেলে। শুধু একটাই শর্ত! ট্রেনিং বাবদ কিছু টাকা দিতে হবে। টাকা দিবেন। অমুক দিনে বিসমিল্লাহ বলে জয়েন করতে যাবেন। গিয়ে দেখবেন আর অফিস ই নাই।

সবাই জানে সে বেকার। তার একটা চাকুরী লাগবেই লাগবে। না খেয়ে মরছে। এখন যা চাইবে তাই দিবে। এই যে মানুষগুলো জীবন যু*দ্ধ করছে। একটু খেয়ে পড়ে বাঁচার জন্য হন্নে হয়ে শুন্য পকেটে ঘুরছে, এই মানুষগুলোর বেকারত্বের সুযোগ নিয়ে যে ব্ল্যাক মেইলিং অথবা টাউট বিজনেস করে যাচ্ছেন, আপনারা কি আদৌ ভালো আছেন এই পাপের টাকায়?

- সংগৃহীত!

নির্বাচন পদ্ধতি নিয়ে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয়:_________________________________________________________________প...
14/07/2025

নির্বাচন পদ্ধতি নিয়ে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত বিষয়:
_________________________________________________________________
প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন (PR) ও ফাস্ট পাস্ট দ্য পোস্ট (FPTP)
পদ্ধতির মধ্যে পার্থক্য

13/07/2025

“যা তুমি দেখাও, তার চেয়ে বেশি তোমার থাকা উচিত। যা তুমি জানো, তার তুলনায় কম কথা বলা উচিত।”

– উইলিয়াম শেকসপিয়র

দারুল উলুম মসজিদ,খুলনা | চমকপ্রদ ,আকর্ষণীয় একটি প্রবিত্র স্থাপনা |
13/07/2025

দারুল উলুম মসজিদ,খুলনা | চমকপ্রদ ,আকর্ষণীয় একটি প্রবিত্র স্থাপনা |

13/07/2025

নিজ জেলার একজন বিখ্যাত ব্যক্তির নাম বলেন দেখি..
যাকে বাংলাদেশের পুরো মানুষ চিনে🙂

ক্রিকেট 🏏 ফুটবল ⚽️ হকি 🏑 সব জায়গায় আজকে শুধুই বাংলাদেশের জয়জয়কার ❤️🇧🇩What a day for Bangladesh sports 🔥
13/07/2025

ক্রিকেট 🏏 ফুটবল ⚽️ হকি 🏑 সব জায়গায় আজকে শুধুই বাংলাদেশের জয়জয়কার ❤️🇧🇩
What a day for Bangladesh sports 🔥

আমার চোখে আজকের সেরা শামীম♥ব্যাটিংয়ে এসে সেরা ব্যাটিংফিল্ডিংয়ে এসে মেন্ডিসকে রান আউট ♥
13/07/2025

আমার চোখে আজকের সেরা শামীম♥
ব্যাটিংয়ে এসে সেরা ব্যাটিং
ফিল্ডিংয়ে এসে মেন্ডিসকে রান আউট ♥

আজ সকালে বাগেরহাট নতুন কোর্টের সামনে হাইওয়ে রোডের মাঝখানে ভয়াভয় খাদে পরে গ্যাস সিলিন্ডার বোঝাইকৃত ট্রাক আটকে জায় এবং সকা...
13/07/2025

আজ সকালে বাগেরহাট নতুন কোর্টের সামনে হাইওয়ে রোডের মাঝখানে ভয়াভয় খাদে পরে গ্যাস সিলিন্ডার বোঝাইকৃত ট্রাক আটকে জায় এবং সকাল থেকে বিকাল পর্যন্ত ৮ ঘন্টা ব্যাপি সকলের চেষ্টা প্রচেষ্টায় ট্রাকটি উদ্ধার হয়, সিলিন্ডার বোঝাই কৃত ট্রাকটি যখন উঠানোর চেষ্টা করা হয় তখন, ট্রাকটি কয়েকবার উল্টে যাওয়ার মতো সম্ভাবনা দেখা যায় এবং আল্লাহ মাফ করুক যদি ট্রাকটি কোনো ভাবেই উল্টেই যেতো তাহলে আজকে বাগেরহাটে বড় ধরনের দূর্ঘটনা ও প্রান নাশের আশঙ্কা হইতো।
পরিশেষে, বাগেরহাটের আনাচে-কানাচে রাস্তা ঘাটের যে বেহাল দশা ও হাইওয়ে রোডের মাঝখানে ভয়াবহ খাদ, এটা আমাদের বাগেরহাটের জন্য বড়ই লজ্জাজনক।😢

বাগেরহাট দশানীতে ট্রাকের চাকা ডেবে রাস্তা ব্লক হয়ে আছে📍
13/07/2025

বাগেরহাট দশানীতে ট্রাকের চাকা ডেবে রাস্তা ব্লক হয়ে আছে📍

13/07/2025

মন দিয়ে পড়ো।
সুন্দর করে এক্সামগুলো শেষ করো❤️

একবার ভাবুন তো, এটা আপনার বুকের উপর পরলে কি হবে!😊💔
12/07/2025

একবার ভাবুন তো, এটা আপনার বুকের উপর পরলে কি হবে!😊💔

Address

Bagerhat Town

Telephone

+12365488999

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shawon Sheikh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share