04/09/2025
বাগেরহাট জেলার সংসদীয় আসন সংখ্যা ৪ থেকে কমিয়ে ৩ করার প্রস্তাব দিলে স্থানীয় রাজনৈতিক নেতারা এবং জনগণ আপত্তি জানিয়ে যুক্তি দেন, শরণখোলা, মোরেলগঞ্জ ও মোংলার মতো দূরবর্তী ও নদীবেষ্টিত উপজেলাগুলো একত্র করলে একজন সংসদ সদস্যের পক্ষে নিয়মিত যাতায়াত ও জনগণের সঙ্গে যোগাযোগ রাখা কঠিন হবে।
নির্বাচন কমিশনের শুনানিতে এই ভৌগোলিক বাস্তবতাকেই প্রধান যুক্তি হিসেবে তোলা হয়। এরপর যদি শধু ভৌগলিক অবস্থান বিবেচনা করে আসনগুলো এভাবে পরিকল্পনা করা হয়, তাহলে ফের কেন আপত্তি?
১. সদর–মোল্লাহাট–চিতলমারী
২. ফকিরহাট–রামপাল–মোংলা
৩. কচুয়া–মোরেলগঞ্জ–শরণখোলা