Shawon Sheikh

Shawon Sheikh আসসালামু আলাইকুম। নতুন ভিডিও পেতে চোখ রাখুন Shawon Sheikh পেজে। (পেত্তাপুর, কচুয়া, বাগেরহাট)
(37)

04/09/2025

বাগেরহাট জেলার সংসদীয় আসন সংখ্যা ৪ থেকে কমিয়ে ৩ করার প্রস্তাব দিলে স্থানীয় রাজনৈতিক নেতারা এবং জনগণ আপত্তি জানিয়ে যুক্তি দেন, শরণখোলা, মোরেলগঞ্জ ও মোংলার মতো দূরবর্তী ও নদীবেষ্টিত উপজেলাগুলো একত্র করলে একজন সংসদ সদস্যের পক্ষে নিয়মিত যাতায়াত ও জনগণের সঙ্গে যোগাযোগ রাখা কঠিন হবে।

নির্বাচন কমিশনের শুনানিতে এই ভৌগোলিক বাস্তবতাকেই প্রধান যুক্তি হিসেবে তোলা হয়। এরপর যদি শধু ভৌগলিক অবস্থান বিবেচনা করে আসনগুলো এভাবে পরিকল্পনা করা হয়, তাহলে ফের কেন আপত্তি?

১. সদর–মোল্লাহাট–চিতলমারী
২. ফকিরহাট–রামপাল–মোংলা
৩. কচুয়া–মোরেলগঞ্জ–শরণখোলা

এটা মানা গেলো না,,,নিন্দা জানাচ্ছি,,, বাগেরহাটের পেত্তাপুর সদর থেকে,,
04/09/2025

এটা মানা গেলো না,,,
নিন্দা জানাচ্ছি,,,
বাগেরহাটের পেত্তাপুর সদর থেকে,,

একটা আপু লিখেছিলো ..আমি কোনো ভুল করলে আমার হাজবেন্ড আমাকে একটা ঘরে নিয়ে যেয়ে শাসন করে, ধমক দেয়, বুঝিয়ে বলে! একদিন আমি...
03/09/2025

একটা আপু লিখেছিলো ..
আমি কোনো ভুল করলে আমার হাজবেন্ড আমাকে একটা ঘরে নিয়ে যেয়ে শাসন করে, ধমক দেয়, বুঝিয়ে বলে! একদিন আমি ওকে জিঙ্গাসা করলাম তুমি সবার আড়ালে কেন আমাকে শাসন করো!
সবার সামনে কেন করো নাহ! ও বললো নিজের স্ত্রী কে কখনো অন্যের সামনে শাসন করতে হয় নাহ হোক সেটা আমার পরিবার বা তোমার পরিবার! কারো সামনেই নাহ!
তা যত বড়ই ভুল হোক নাহ কেনো! আমি যদি তোমার পরিবারের সামনে তোমাকে শাসন করি তাহলে তারা তোমাকে কথা শুনাবে! আর যদি আমার পরিবারের সামনে তোমাকে করি তাহলে তোমাকে তারা শাসন করার সুযোগ পাবে!

তোমাকে শাসন করার অধিকার শুধু আমার অন্য কারো নাহ!

লেখা : সংগৃহীত

#সীরাহ

03/09/2025

নিজেকে এগিয়ে নিয়ে যান।
তবে মানুষকে ঠকিয়ে নয়, মনে রাখবেন মানুষের দীর্ঘশ্বাস খুবই ভয়ংকর।

02/09/2025

জীবিত থাকাটাই একটা এচিভমেন্ট, আমরা বেঁচে থাকার জন্য স্ট্রাগল করি!

💜💜❤️❤️🫶
01/09/2025

💜💜❤️❤️🫶

01/09/2025

জীবন সুন্দর আসলেই,, যদি বাস্তবতার সম্মুখীন হতে না হয়।

১০০টি কালো পিঁপড়ার সাথে ১০০টি লাল পিঁপড়াকে একটি বয়ামের ভিতরে রেখে দিলে, অস্বাভাবিক কিছুই ঘটবে না!কিন্তু, বয়ামটিকে ঝাঁকিয়...
01/09/2025

১০০টি কালো পিঁপড়ার সাথে ১০০টি লাল পিঁপড়াকে একটি বয়ামের ভিতরে রেখে দিলে, অস্বাভাবিক কিছুই ঘটবে না!
কিন্তু, বয়ামটিকে ঝাঁকিয়ে দিতেই, পিঁপড়াগুলো এক দল আরেক দলকে মেরে ফেলতে শুরু করবে! লাল পিঁপড়ারা ধারণা করবে, কালো পিঁপড়াগুলো তাদের শত্রু এবং কালো পিঁপড়ারা মনে করতে আরম্ভ করবে, লাল পিঁপড়াগুলো তাদের শত্রু! অথচ, প্রকৃত শত্রু হচ্ছে বয়ামটিকে যে ঝাঁকিয়ে দিয়েছিল, সে।
মানব সমাজেও ঠিক এটিই ঘটে! পেছন থেকে উস্কানি দিয়ে দুই পক্ষের মধ্যে গ্যাঞ্জাম বাধিয়ে সুবিধা নেয় তৃতীয় কোনো পক্ষ।
তাই, পরস্পরকে মারতে ছোটার আগে, আমাদের অন্তত একবার ভেবে দেখা উচিত, বয়ামটি ঝাঁকাচ্ছে কে!

তুমি যদি কাউকে ৫০ হাজার টাকা বেতনে চাকরি দাও।তাকে শেখাও, প্রশিক্ষণ দাও।একদিন সে ১ লক্ষ টাকার চাকরিতে চলে যায়।তাহলে বলো –...
01/09/2025

তুমি যদি কাউকে ৫০ হাজার টাকা বেতনে চাকরি দাও।
তাকে শেখাও, প্রশিক্ষণ দাও।
একদিন সে ১ লক্ষ টাকার চাকরিতে চলে যায়।
তাহলে বলো – আলহামদুলিল্লাহ, তার জন্য ভালো হলো।

সে হয়তো তার সন্তানদের ভালো স্কুলে পড়াতে পারবে।
একটা ছোট গাড়ি কিনতে পারবে।
হয়তো ভবিষ্যতে একটা ঘরও বানাতে পারবে।

এইভাবে, ৩০ বছরে সে অতিরিক্ত ১ কোটি ৮০ লাখ টাকা আয় করবে।
যার শুরুটা হয়েছিল তোমার দেওয়া সেই প্রথম সুযোগ দিয়ে।

যদি তোমার নিয়ত থাকে কাউকে সাহায্য করা, তাকে এগিয়ে নেওয়া।
তাহলে এই অতিরিক্ত ১ কোটি ৮০ লাখই হবে তোমার জন্য সাদকায়ে জারিয়া, আল্লাহর নিকট।

তাই কেউ চলে গেলে মন খারাপ করো না।
বলো না, “আমি এত কিছু করলাম, তারপরও চলে গেল…”

মানুষ তোমার সম্পদ নয়।
তারা আল্লাহর বান্দা — তুমি শুধু ছিলে তাদের রিজিক পৌঁছানোর একটি মাধ্যম।

তোমার নিয়তটাই সবচেয়ে বড় বিষয়।

#সংগৃহীত

01/09/2025

বন্ধু তোমায় মিস করি
বুকটা করে চিন চিন
রোদ থাকলেও দেখা কইরো
মুখে দিয়া সান স্ক্রিন 😊

আইলাবিউ

যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়াটাই হচ্ছে বাস্তব,, আর বাস্তবতাকে স্বীকার করে চলার নামেই হচ্ছে জীবন।
01/09/2025

যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেওয়াটাই হচ্ছে বাস্তব,, আর বাস্তবতাকে স্বীকার করে চলার নামেই হচ্ছে জীবন।

01/09/2025

একটা খারাপ মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে। এটা একটা আনন্দের বিষয়। সারাজীবন অমানুষটা থেকে গেলে কী ভয়ংকর ব্যাপার ঘটত, চিন্তা করা যায় !

Address

Bagerhat Town

Telephone

+12365488999

Website

Alerts

Be the first to know and let us send you an email when Shawon Sheikh posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share