
27/07/2023
وَعَسَىٰ أَنْ تَكْرَهُوا شَيْئًا وَهُوَ خَيْرٌ لَكُمْ ۖ وَعَسَىٰ أَنْ تُحِبُّوا شَيْئًا وَهُوَ شَرٌّ لَكُمْ ۗ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ
তোমাদের কাছে হয়তো কোন একটা বিষয় পছন্দসই নয়, অথচ তা তোমাদের জন্য কল্যাণকর। আর হয়তোবা কোন একটি বিষয় তোমাদের কাছে পছন্দনীয় অথচ তোমাদের জন্যে অকল্যাণকর। বস্তুতঃ আল্লাহই জানেন, তোমরা জান না।
(সূরাঃ আল বাকারা, আয়াতঃ ২১৬)
আমরা অনেক সময় কিছু বিষয়ের প্রতি অসন্তুষ্ট থাকি এবং বলে থাকি যে এটা আমার জীবনে কেনো আসলো, এটা কেনো আল্লাহ আমাকে দিলো, আমার সাথে এমনটা কেনো হলো! এমন অনেক বিষয়ে আমরা প্রশ্ন তুলি... আসলে এটা আমাদের উচিত নয় কারন আল্লাহ যখন যা দেন আমাদের কল্যানের জন্যই দেন কিন্তু আমরা বুঝি না কারন আমাদের জ্ঞান কম আল্লাহ সর্ব জ্ঞানী। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। আমিন। যা পেয়েছি তাতেই আলহামদুলিল্লাহ