Bagerhat Crush Confession

Bagerhat Crush Confession The page helps you to confession your feelings for you crush / Lover without mentioning your identity. Please Follow our rules which are posted on the pin.

 প্রিয় সিয়াম।"ভালোবেসেছিলাম নিঃশব্দে,তোর চোখে চোখ রেখে কিছু না বলেই সব বলে দিতে চেয়েছিলাম।কিন্তু তুই বুঝিসনি… বা বুঝেও...
07/08/2025



প্রিয় সিয়াম।
"ভালোবেসেছিলাম নিঃশব্দে,
তোর চোখে চোখ রেখে কিছু না বলেই সব বলে দিতে চেয়েছিলাম।
কিন্তু তুই বুঝিসনি… বা বুঝেও চুপ ছিলি।

আমি তোর পাশে ছিলাম, আছি, কিন্তু তুই কখনোই আমার ছিলি না।
ভালোবাসা পেয়েছি, শুধু স্বীকৃতি পাইনি।
হয়তো তুই আমার কপালে ছিলি না—
তবুও আজো তোকে নিয়েই সব স্বপ্ন দেখি।

ভালোবাসা যদি শুধু পাওয়াতেই সীমাবদ্ধ থাকতো,
তাহলে আমি তো হারিয়ে যেতাম অনেক আগেই।
কিন্তু আমি এখনো ভালোবাসি…
হয়তো এটাই আমার ‘না-পাওয়া’র আসল জয়।"

07/08/2025



Removed ✅

07/08/2025

তুমি আমার সেই মায়া যা তোমার বান্ধবী কে দেখলেই কেটে যায়
🙂😁

 From: porichito kauTo : nondini –  🌸প্রিয়কোথায় থাকো সেটাও না…তবুও, প্রতিদিন একবার হলেও তোমায় দেখা যেন একটা অভ্যাস হয...
07/08/2025



From: porichito kau
To : nondini

– 🌸
প্রিয়
কোথায় থাকো সেটাও না…
তবুও, প্রতিদিন একবার হলেও তোমায় দেখা যেন একটা অভ্যাস হয়ে গেছে।

তুমি হেঁটে যাও রাস্তার পাশে, অথবা ভিড়ের মধ্যে –
চুলগুলো খোলা থাকে হালকা বাতাসে,
আর যখন হাসো, তোমার চোখে একটা আলো জ্বলে ওঠে,
যেটা কোনো লাইট নয় — একদম ভেতরের সৌন্দর্য।

আমি শুধু চুপচাপ তাকিয়ে থাকি,
শুধু মনে মনে বলি, "তুমি জানো না… কিন্তু তুমি কারো পুরো জগৎ।"

তুমি হয়তো কোনোদিন জানবে না,
তবুও, এই না বলা ভালোবাসা,
এই একতরফা অনুভবটাই এখন আমার সবচেয়ে আপন।

06/08/2025

ভুল মানুষের প্রেমে পরার থেকে,
একসাথে সবার প্রেমে পরা অনেক ভালো🙂

 সাল ২০১০ আমি, ফয়সাল বিন ফিরোজ, তখন আমি ছোট—ঠিক ক’তটা ছোট, তা এখন আর মনে নেই, এক দুপুরে, ক্লাস শেষে ক্লান্ত শরীরে ঘরে ফি...
06/08/2025


সাল ২০১০
আমি, ফয়সাল বিন ফিরোজ,

তখন আমি ছোট—ঠিক ক’তটা ছোট, তা এখন আর মনে নেই, এক দুপুরে, ক্লাস শেষে ক্লান্ত শরীরে ঘরে ফিরে দেখি আমার ব্যাগে এক অচেনা জিনিস—একখানা ডায়রি।

সাদা, মলিন কিছুটা। প্রথমে মনে হয়েছিল হয়তো কারো ভুলবশত এসে গেছে, ছিল শুধু প্রথম পাতায় লেখা কয়েকটি কথা:

"আমি তাব্বাসুম ফেরদাউস সিফা। ঠিকানা: সালতলা, বাগেরহাট

তারপর শুরু হয় এক অন্য জগতের আবিষ্কার। ডায়রির প্রতিটি পাতামনে আছে, আমি ক্যাডেট স্কুলে পড়তাম, বয়সের ছাপ তখনও মুখে স্থায়ীয় ছিল এক অজানা প্রেমিকার হৃদয়ভাঙা আকুতি, তার একতরফা ভালোবাসার নীরব বয়ান। তার ভাষা ছিল সাহসী, অথচ নরম। তার প্রেম ছিল অব্যক্ত, অথচ প্রবল। কখনও মনে হতো, আমি যেন সেই চিঠিগুলোর একজন প্রাপক—যাকে সে কখনও খুঁজে পায়নি।

কে সিফা?
কাকে সে ভালোবাসত?
ডায়রিটা আমার কাছে এল কীভাবে?

এই প্রশ্নগুলোর উত্তর ছিল না, আজও নেই।

সপ্তম শ্রেণিতে উঠতেই ডায়রিটা হারিয়ে যায়। মনে আছে, আমি প্রতিদিন খুঁজেছি—বিছানার নিচে, বইয়ের তাকে, আলমারির পেছনে, । কোথাও নেই।

এক বছর পর, হঠাৎ একদিন পড়ার টেবিলে দেখি ডায়রিটা পড়ে আছে, যেন কখনো হারায়নি। আমি ভেবেছিলাম, হয়তো মা তুলে রেখেছিল, কিন্তু জিজ্ঞেস করতেই বললেন—“আমি তো জানিই না এমন কিছু ছিল তোমার।”

আমি বুঝতে পারলাম, এ ডায়রি শুধুই কাগজ আর কালি নয়। যেন কারও অবচেতনের সুর, যা সময়ের নিয়ম মানে না।

ডায়রিটা আমি যত্ন করে রেখে দিই। সময় গড়িয়ে যায়। আমি আলিম পরীক্ষা দিই, জীবন পাল্টাতে থাকে, কিন্তু ডায়রির সেই চেনা ঘ্রাণ ভুলে যাইনি।

কিন্তু… আবার হারিয়ে যায় সেটি। এবারে সত্যি হারিয়ে যায়।

আমি বড় হই, ব্যবসাহী জীবন—সবকিছু গুছিয়ে নিতে নিতে ভুলে যাই ডায়রির কথা।

ঠিক গতকাল রাতে, দীর্ঘ এক কর্মব্যস্ত দিন শেষে বাসায় ফিরে দেখি… আমার সেই পুরনো পড়ার টেবিলে ডায়রি রাখা। ধুলোমলিন নয়, ঠিক যেমন ছিল ১৫ বছর আগে। যেন সময় তার গায়ে একটুও আঁচড় কাটতে পারেনি।

আজ ডায়রিটির বয়স পনেরো বছর।

পনেরো বছর আগে কারো হৃদয়ের কান্না আমার হাতে এসে ধরা দিয়েছিল। কে সে? কাকে সে ভালোবেসেছিল? পেয়েছিল কি তার প্রিয়জনকে? আজ সে কোথায়?

আমি জানি না।

শুধু জানি, তার লেখা শব্দগুলো আমার হৃদয়ে গেঁথে আছে। আমি এখন নিজেকে এক প্রহরীর মতো মনে করি—যে অচেনা এক প্রেমিকার স্মৃতিকে আগলে রেখেছে, যার নাম আমি জানি, কিন্তু পরিচয় জানি না।

--

আজও আমি জানি না ডায়রিটা আমার কাছে এসেছিলো কিভাবে।

কোনো বন্ধু? কোনো ভুল? নাকি… ওন্যকিছু ?

শুধু এটুকু জানি, কিছু প্রশ্নের উত্তর হয় না, কিছু ভালোবাসা পূর্ণতা পায় না, আর কিছু ডায়রি… শুধু পড়ে থাকে, সময়ের অতল গহ্বরে, একটি চিরন্তন রহস্য হয়ে।

 From: Friend list er kewTo: Shohag HowladarSchool :Rangdia School and College Class:SSC batch 2k25প্রিয় সোহাগ আমি নিজের...
06/08/2025



From: Friend list er kew
To: Shohag Howladar

School :Rangdia School and College
Class:SSC batch 2k25

প্রিয় সোহাগ আমি নিজের অজান্তেই তোমাকে ভালোবেসে ফেলেছি,আমি জানি তুমি Play boy but কি করবো বলো তোমার মায়াভরা চোখ যে আমাকে মাতাল করে ফেলেছে,,,,,
তোমার হাসি আমাকে পাগল করে ফেলেছে
তুমি তেমন একটা পোস্ট করো না তবে যা করো তাতেই আমার হৃদয় কেড়ে নিয়েছো, তুমি কি আমার সপ্নের রাজকুমার হবে? তোমার ওই মায়াবী মুখ আর মাতাল করা চোখ দেখে আমার পুরো পৃথিবী থমকে গেছে, ভালোবাসা কি জিনিস আমি আগে জানতাম না তোমাকে দেখার পর আমার সেই অনুভূতি হয়েছে যা আগে হয় নি
তোমাকে পাওয়া যন্ত্রণা আমার মনের ঘরে ঘুর্ণিঝড় সৃষ্টি করেছে ।
নিস্তব্ধ আকাশের দিকে তাকিয়ে নিজেকে বলি একই আকাশে নিচে দুইজন থাকি।

তোমার প্রতি আমার ভালোবাসা অপরিবর্তিত থাকবে।
ইতি: তোমার প্রিয়দর্শিনী 🩷🌸

06/08/2025

মন মেজাজ ভালো নাই
I Love you 🤧

 From: Unknown To: Kazi Eran Islamতোমার কথায় একরকমের মায়া আছে।প্রতিটি শব্দ, প্রতিটি উচ্চারণে যেন মন ছুঁয়ে যাওয়া এক অনুভব...
06/08/2025



From: Unknown
To: Kazi Eran Islam

তোমার কথায় একরকমের মায়া আছে।
প্রতিটি শব্দ, প্রতিটি উচ্চারণে যেন মন ছুঁয়ে যাওয়া এক অনুভব।
তোমার বাচনভঙ্গি, কথার ছন্দ—এসব কেমন করে যে এতটা আপন হয়ে গেল বুঝে উঠতে পারিনি।

তুমি জানো না, আমি কতবার তোমার বলা কথাগুলো মনে মনে রিহার্স করি—
তোমার শব্দচয়নই যেন আমার পৃথিবী সাজায়।
তোমাকে ভালোবেসে ফেলেছি, শব্দের গভীরতায়, তোমার অসম্ভব সরলতায়।

তোমার অজান্তেই আমার মন তুমিময় হয়ে গেছে।
জানি না, তুমি কবে জানতে পারো,
তবে এই পেইজের কনফেশন হোক তোমার জন্য এক চিরন্তন চিঠি—
তোমাকে ভালোবাসি। সত্যি। নিঃশব্দে, নিঃস্বার্থে, নির্ভয়ে।
এক শ্রোতা, যার মন তুমি না জেনেই জিতে নিয়েছো। তুমি না চাইলে দূরেই থেকে যাব ঠিকানায় দূরত্বই লেখা থাকবে।
ভালো থেকো
একজন নিঃস্বার্থ অনুরাগিণী

 From : ( an unknown girl, to a boy who doesn’t even know she exists... yet)To : "চুপচাপ একটা ভালো লাগা" (Department of ...
06/08/2025



From : ( an unknown girl, to a boy who doesn’t even know she exists... yet)

To : "চুপচাপ একটা ভালো লাগা"

(Department of English PC college)

তুমি আমায় চেনো না।
হয়তো চোখেও পড়নি কোনোদিন।
তবুও আমি তোমায় দেখেছি — অনেকবার। বারান্দার কোণ থেকে, ক্যান্টিনের ভিড়ে, লাইব্রেরির সিঁড়িতে বসে, কিংবা হঠাৎ করেই করিডোরে হেঁটে যেতে যেতে।

তোমার হেঁটে যাওয়ার ভঙ্গিটা খুব অদ্ভুতভাবে মনে থেকে যায়,
আর তোমার চোখ… যেন কিছু একটা বলে ফেলে, আবার চুপ করে যায়।
তুমি হয়তো কোনোদিনই বুঝবে না,
তোমার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় আমি ঠিক কতবার নিজেকে সামলে নিই —
চাইলেই কথাটা বলে ফেলতে পারি, তবুও বলি না।

আমার কাছে তুমি কোনও celebrity না, না-ই বা hero,
তবুও কেমন যেন একটা টান কাজ করে…
যেমন পুরনো গান শুনলে মন কেমন করে উঠে,
তেমনই তোমাকে দেখলেই একটা অজানা ভালো লাগা মন জুড়ে বসে।

আমি জানি, আমরা একে-অপরকে চিনি না।
শুধু এটুকুই জানি যে তুমি আমাদের কলেজের English Department -এর student ।
তবে আমি প্রার্থনা করি — কখনো যদি চোখাচোখি হয়,
তুমি একবার হলেও থেমে তাকাও আমার দিকে।
হয়তো তুমিও খুঁজে পাবে সেই চেনা অচেনার মিষ্টি অস্থিরতা।

আমি চাই না তুমি আজই কিছু জানো, বা কিছু বলো।
শুধু এটাই চাই — তুমি জানো,
ক্যাম্পাসের কোথাও একজন আছে,
যে নিরবে, নিভৃতে তোমাকে মনে রাখে।
আর মন থেকে প্রার্থনা করে…
একদিন হয়তো, তোমার আমার পথটা এক হবে।

ইতি,
অচেনা মেয়ে — হয়তো একদিন চেনা হবে। 💌

 From- আমি To- Tandra Dasসকালে ঘুম থেকে উঠে Facebook এ ঢুকে, তোমার story টা সামনে আসলো। হঠাৎ চোখ পরলো তোমার মুখের টোল টা...
06/08/2025



From- আমি
To- Tandra Das

সকালে ঘুম থেকে উঠে Facebook এ ঢুকে, তোমার story টা সামনে আসলো। হঠাৎ চোখ পরলো তোমার মুখের টোল টার দিকে। সেই যে তাকালাম আর চোখ ফেরাতে পারলাম না। তাকিয়েই রইলাম অপলক দৃষ্টিতে। আমি ওই টোল এর মায়ায় আটকে গেছি খুব বাজেভাবে। সবকিছুর মাঝে তুমি কিভাবে যেনো চোখে আটকে গিয়েছিলা। অপরুপ সুন্দরী তুমি, মুক্তোঝড়া হাসি, এসবের প্রেমে পড়ে গেছি। অনেক বার কথা বলার চেষ্টা করছি , কিন্তু কোন রিপ্লাই পাইনি।
ভালো লাগলে Admin এর সাথে কথা বলে আমার সম্পর্কে খোঁজ নিও। অপেক্ষায় থাকলাম....
ভালো থেকো প্রিয়।

Address

Bagerhat Town

Telephone

+8801951472728

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bagerhat Crush Confession posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bagerhat Crush Confession:

Share