Bcs,Bank and Others Job preparation.

Bcs,Bank and Others Job preparation. জ্ঞান ও নির্ভুল তথ্যের সাথে থেকে সর্বোচ্চ জ্ঞান অর্জন ই আমাদের লক্ষ্য।।

20/07/2025

💥 ব্রেকিং নিউজ:
৪৮তম স্পেশাল বিসিএসের ফলাফল প্রকাশিত!
মোট উত্তীর্ণ: ৫২০৬ জন [MBBS⎯৪৬৯৫ জন এবং BDS⎯৫১১ জন]

20/07/2025

Boat journey with fresh environment.

15/07/2025

৯১. মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেন কখন?
উত্তরঃ ১৯৭১ সালের ১৭ এপ্রিল
৯২. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তরঃ ২ ডিসেম্বর ১৯৯৭
৯৩. বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোনটি?
উত্তরঃ মদিনা সনদ।
৯৪. বেল্ট এন্ড রোড ইনিশিয়েটিভ কোন দেশের উদ্যোগ?
উত্তরঃ চীন
৯৫. ভারতের বৈদেশিক গোয়েন্দা সংস্থার নাম কি?
উত্তরঃ RAW
৯৬. বিশ্বের সবচেয়ে বেশি পারমাণবিক বোমা রয়েছে কোন দেশের কাছে?
উত্তরঃ রাশিয়া।
৯৭. সার্কের সদর দপ্তর কোথায়?
উত্তরঃ কাঠমুন্ডু।
৯৮. টাঙ্গুয়ার হাওর কোথায় অবস্থিত?
উত্তরঃ সুনামগঞ্জ।
৯৯. কোন দেশটি বাংলা ভাষাকে দ্বিতীয় ভাষার মর্যাদা দিয়েছে?
উত্তরঃ সিয়েরা লিয়ন।
১০০. বাংলাদেশ রেলওয়ে সর্ববৃহৎ কারখানা কোথায়?
উত্তরঃ সৈয়দপুর

15/07/2025

#সাম্প্রতিক_সাধারণ_জ্ঞান

◾কপ-৩০ সম্মেলন হবে: ব্রাজিল
◾৫১তম জি-৭ সম্মেলন হয়: আলবার্টা, কানাডা
◾৭ম বাংলাদেশি এভারেস্ট জয়ী: ইকরামুল শাকিল
◾হিমালয় "অন্নপূর্ণা চূড়ায়" ১ম বাংলাদেশি: বাবর আলী
◾৩০তম গ্যাসক্ষেত্র: মাদারগঞ্জ, জামালপুর
◾মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ: ১৩০তম
◾বিশ্ব শান্তি সূচকে বাংলাদেশ: ১২৩তম
◾মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ: ১৪৯তম
◾বর্তমানে মাথাপিছু আয়: ২৮২০ মার্কিন ডলার
◾৫৪তম বাজেটের আকার: ৭,৮৯,৯৯৯ কোটি টাকা
◾বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরে: ৫.৫%
◾মূল্যস্ফীতি: ৬.৫%
◾দেশে প্রথম মনোরেল হচ্ছে: চট্টগ্রামে (দৈর্ঘ্য: ৫৪ কি.মি.)
◾সি টু সামিট: একটি পর্বত অভিযানের নাম
◾ইলন মাস্কের রাজনৈতিক দল: দ্য আমেরিকা পার্টি
◾দেশে সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ হচ্ছে: সোনাগাজী, ফেনী।
সংগৃহীত

14/07/2025

সাম্প্রতিক সাধারণ জ্ঞান
পত্রিকার পাতা [০৪ জুলাই ২০২৫]
বাংলাদেশ + আন্তর্জাতিক + বিজ্ঞান

✍️ বাংলাদেশের 'রুটির ঝুড়ি' বলা হয় কোন জেলা কে?
উত্তরঃ দিনাজপুর।

✍️ দেশের প্রধান ইলিশ আহরণ কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ চাঁদপুর।

✍️ বাংলাদেশ নারী ফুটবল দল প্রথম এশিয়া কাপ ফুটবল খেলবে কত সালে?
উত্তরঃ ২০২৬ সালে [অস্ট্রেলিয়ায়]।

✍️ জিএইউ গম-১' কোন বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত?
উত্তরঃ গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়

✍️ বিশ্বে প্রথমবার তালেবান সরকারকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় কোন দেশ?
উত্তরঃ রাশিয়া।

✍️ ডোনাল্ড ট্রাম্পের আলোচিত 'বিগ বিউটিফুল বিল' প্রতিনিধি পরিষদে পাস হয়?
উত্তরঃ ৩ জুলাই, ২০২৫।

✍️ আন্তর্জাতিক মান সংস্থা [ISO]-এর বর্তমান সদস্য রাষ্ট্র কতটি?
উত্তরঃ ১৭৪টি।

✍️ দেশে বর্তমানে বিমা কোম্পানি রয়েছে কয়টি?
উত্তরঃ ৮২টি।

✍️ দ্বিতীয়বারের মতো দেশসেরা বৈজ্ঞানিক জার্নাল হিসেবে স্বীকৃতি পেয়েছে কোনটি?
উত্তরঃ জার্নাল অব অ্যাডভান্সড ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল রিসার্চ [জাভার]।

✍️ 'আব্রাহাম অ্যাকর্ডস' কী?
উত্তরঃ মধ্যপ্রাচ্য শান্তি চুক্তি।

✍️ ইরানের শেষ রাজা ছিলেন?
উত্তরঃ মোহাম্মদ রেজা পাহলভি।

✍️ 'State of Resistance: Politics, Identity and Culture in Modern Iran' গ্রন্থের লেখক কে?
উত্তরঃ আসসাল রাদ।

✍️ ২০২৭ সালের নারী বিশ্বকাপ কোন দেশে অনুষ্ঠিত হবে?
উত্তরঃ ব্রাজিলে।

✍️ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য মতে, বাংলাদেশ মানব উন্নয়ন সূচকে কততম?
উত্তরঃ ১৩৮ তম।

✍️ সম্প্রতি বাংলাদেশে আলোচিত নির্বাচন পদ্ধতির নাম কী?
উত্তরঃ আনুপাতিক নির্বাচন ব্যবস্থা [PR]।

✍️ বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয়?
উত্তরঃ ৪ ফেব্রুয়ারি, ২০১৬।
Collected

14/07/2025

১. ChatGPT এর নির্মাতা প্রতিষ্ঠান - OpenAI

২. বিশ্বের প্রথম AI শিশুর নাম - Tong Tong

৩. প্রকৃতিকে ব্যক্তি হিসেবে আইনিভাবে স্বীকৃতি দেওয়া ১ম দেশ - নিউজিল্যান্ড

৪. মাতৃভাষা হিসেবে বিশ্বের শীর্ষ ভাষা - মান্দারিন

৫. সম্প্রতি বিজ্ঞানীদের সন্ধান পাওয়া নতুন রঙের নাম- ওলোও

12/07/2025

🔴 গুরুত্বপূর্ণ সাম্প্রতিক তথ্য 🔴

১) বর্তমান মাথাপিছু আয়- ২৮২০ মার্কিন ডলার।

২) ৫৪তম বাজেটের আকার- ৭ লাখ ৮৯ হাজার ৯৯৯ কোটি টাকা।

৩) বাজেটে জিডিপি প্রবৃদ্ধি ধরা হয়েছে- ৫.২৫%

৪) মূল্যস্ফীতিঃ ৬.৫%।

৫) সাম্প্রতিক ড. মুহাম্মদ ইউনুস ডক্টরেট ডিগ্রি পান- জাপানের সোকা বিশ্ববিদ্যালয় থেকে।

৬) সাম্প্রতিক "কিং চার্লস হারমনি পুরষ্কার"২০২৫ পান- ড.মুহাম্মদ ইউনুস।।

৭) দেশের প্রথম মনোরেল নির্মিত হচ্ছে- চট্টগ্রামে।

৮) মনোরেলের দৈর্ঘ্য- ৫৪ কি.মি.

৯) বর্তমানে গ্যাসক্ষেত্র- ৩০টি

১০) সর্বশেষ ৩০-তম গ্যাসক্ষেত্র আবিষ্কৃত হয়েছে- মাদারগঞ্জ, জামালপুরে।

১১) দেশের ৫৫ তম নদী বন্দর ও দ্বিতীয় উপকূলীয় বন্দর - হাতিয়া, নোয়াখালী।

১২) মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশের অবস্হান- ১৪৯তম।

১৩) ৫১ তম জি-৭ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে- আলবার্টা, কানাড়ায়।

১৪) কপ-৩০ সম্মেলন অনুষ্ঠিত হবে- ব্রাজিলে।

১৫) সপ্তম বাংলাদেশি হিসেবে এভারেস্ট জয় করেন- ইকরামুল হাসান বিজয়।

১৬) হিমালয় পর্বতের "অন্নপূর্ণা চূড়ায়" আহরণকারী ১ম বাংলাদেশি- বাবর আলী।

১৭) দেশে প্রথমবারের মতো গুগল পে চালু হয়েছে - ২৪ জুন ২০২৫

১৮) ইলন মাস্কের ঘোষিত নতুন রাজনৈতিক দলের নাম - দ্যা আমেরিকা পার্টি।

১৯) দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মিত হচ্ছে- সোনাগাজী, ফেনী।

২০) থ্রি-জিরো তত্ত্বের উদ্ভাবক- ড. মুহাম্মদ ইউনুস।

২১) জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রর নাম - শ্রাবণ বিদ্রোহ।

২২) বিশ্ব জনসংখ্যা দিবস - ১১ জুলাই।

২৩) ফিফার ক্লাব বিশ্বকাপের আয়োজক দেশ - যুক্তরাষ্ট্র
Collected

12/07/2025

সাম্প্রতিক আপডেটঃ
==============
★ইলিশ উৎপাদনে বিশ্বে-১ম
★পাট উৎপাদনে বিশ্বে, তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে-২য়,
★ধান উৎপাদনে বিশ্বে,জাতিসংঘে শান্তিরক্ষী প্রেরণে-৩য়,
★মাতৃভাষার দিক দিয়ে বাংলা-৫ম,
★প্রবাসী শ্রমিক প্রেরণে বিশ্বে বাংলাদেশ -৬ষ্ঠ,
★ভাষাভাষীর দিক দিয়ে বাংলা-৭ম,
★রেমিট্যান্স প্রাপ্তিতে বাংলাদেশ -৮ম,
★দেশে সরকারি ইপিজেড -৮টি,
(প্রস্তাবিত ১টি)
★চা উৎপাদনে বিশ্বে-৯ম,
★দেশে বিদেশী বানিজ্যিক ব্যাংক-৯টি,
★দেশে স্থলবন্দর -২৫টি,
★দেশে গ্যাসক্ষেত্র- ৩০ টি,
★বেসরকারি বানিজ্যিক ব্যাংক- ৪৩টি,
★দেশে রেলপথ আছে- ৪৯টি জেলায়,
★দেশে ক্ষুদ্র নৃ গোষ্ঠী -৫০টি,
★মোট নদীবন্দর -৫৪টি,
★নিবন্ধিত রাজনৈতিক দল, পাবলিক বিশ্ববিদ্যাল-৫৫টি,
★নিবন্ধিত জি আই পন্য-৫৭টি,
(সনদপ্রাপ্ত জি আই পন্য- ৫৫টি)
★দেশে মোট তফসিলী ব্যাংক-৬২টি,
★দেশে নিবন্ধিত চা বাগান আছে- ১৭০টি।
©

পড়া শেষে Done লিখুন।

Address

Bagerhat Town

Alerts

Be the first to know and let us send you an email when Bcs,Bank and Others Job preparation. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bcs,Bank and Others Job preparation.:

Share