Minto দৃষ্টিভঙ্গি ঠিক করো ,জীবন পাল্টে যাবে ইনশাআল্লাহ।
(3)

16/07/2025

মানুষ ঠকায়,
আর সৃষ্টি কর্তা জিতিয়ে দেন।
আলহামদুলিল্লাহ

16/07/2025

একটি শোক সংবাদ।
ডেমা উত্তরপাড়া নিবাসি (তরফদার বাড়ি)
জামাল মিস্ত্রি।
মৃত রাজ্জাক তরফদারের ভাগিনা ইন্তেকাল করেছেন। মহান আল্লাহ তার ভুলগুলো ক্ষমা করুন। আমিন।

উনার জন্যই রক্ত চেয়েছিলাম আপনাদের কাছে। আল্লাহ তাআলা উনাকে দুনিয়ার মায়া ত্যাগ করে নিয়ে গিয়েছেন দোয়া করবেন।

14/07/2025

যাদের জীবিকা শুধু রাজনীতি। তাদের মূল পেশা দুর্নীতি।

14/07/2025

একজন মুমূর্ষ রোগীর জন্য চার ব্যাগ রক্তের প্রয়োজন। রক্তের গ্রুপ (A+)রোগী ক্যান্সারে আক্রান্ত, আজকে থেকে শুরু করে প্রতিদিন এক ব্যাগ করে রক্ত লাগবে
রক্ত দেওয়ার স্থান, বাগেরহাট সদর হাসপাতাল ।
রোগীর নাম, জামাল মোল্লা ডেমা তরফদার বাড়ি।

যোগাযোগের নাম্বার।
01905011045

13/07/2025

স্বাধীনতা আজ ঘুমিয়ে আছে,
হয়তো চাঁদা দে, নয়তো জীবন দে..!😭😭😭

কোন দলের প্রতি ভরসা রাখবেন আগামীর নির্বাচনে? আসুন জরিপ হয়ে যাক।
11/07/2025

কোন দলের প্রতি ভরসা রাখবেন আগামীর নির্বাচনে? আসুন জরিপ হয়ে যাক।

09/07/2025

পাথরে আঘাত করলে নিজে ব্যথা পেতে হয়।
মনটাকে পাথরের মত করার চেষ্টা করতেছি।

09/07/2025

০২. সূরা বাকারা ২৬৭.
হে বিশ্বাসীগণ! তোমরা যা উপার্জন করো আর জমিন থেকে যা উৎপাদিত হয়, তা থেকে ভালো অংশ আল্লাহর পথে ব্যায় করো। বেছে বেছে খারাপ জিনিসগুলো দান করতে যেও না। কারণ যে-জিনিস তোমরা গ্রহণ করতে চাইবে না, তা কখনো দান করতে চাওয়া উচিত নয়। তোমাদের জানা থাকা উচিত, নিশ্চই আল্লাহ অভাবমুক্ত, সর্বোত্তম প্রশংসায় প্রশংসিত।

07/07/2025

শারীরিকভাবে খুবই অসুস্থ দোয়া চাই।

06/07/2025

কেন্দ্রীয় নির্বাহি পরিষদের সাবেক সদস্য মাওলানা রফিউদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন।

إنا لله وإنا إليه راجعون.

06/07/2025

০২. সূরা বাকারা ১৯৩.
জুলুম উৎপীড়নের অবসান ও আল্লাহর ধর্মবিধান প্রীতিষ্ঠিত না হওয়া পর্যন্ত যুদ্ধ করো। তবে যদি তারা (যুদ্ধ ও উৎপীড়ন থেকে) বিরত হয়, তবে তোমরাও সংযত হও। জালেম ছাড়া অন্য করো ওপর হাত তুলবে না।

Address

Bagerhat Town

Telephone

+8801724974205

Website

Alerts

Be the first to know and let us send you an email when Minto posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Minto:

Share