13/06/2025
"একটা নৌকা দেখলাম ভেসে যাচ্ছে, ফিরে আর আসেনি।
ঘাটে রোজ অপেক্ষা করি যদি ফিরে আসে আর আমি দেখতে না পাই?
ধরেই তো নিবো ফিরে আসেনি!! তাই রোজ নিয়ম করে পানির স্রোতের দিকে তাকিয়ে থাকি। একদিন ঠিক বুঝিয়ে নিবো- অপেক্ষা তো কেবল বাহানা; আমি তো পানির স্রোত দেখতে -
ভালোবাসি।" 🖤