তালহা ডিপার্টমেন্টাল স্টোর এন্ড ক্যাফে

  • Home
  • Bangladesh
  • Bagerhat Town
  • তালহা ডিপার্টমেন্টাল স্টোর এন্ড ক্যাফে

তালহা ডিপার্টমেন্টাল স্টোর এন্ড ক্যাফে "হে ঈমানদার লোকেরা! তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং মুসলিম না হয়ে কবরে এসো না’ (আল ইমরান-১০২)।

পি.সি. কলেজের সামনে আমাদের কাছে পাবেন সকল সার্ভিস একসাথে।রং চা, মাসালা চা, দুধ চা, ব্লাক কফি, দুধ কফিএছাড়াও গৃহস্থালির ...
25/11/2025

পি.সি. কলেজের সামনে আমাদের কাছে পাবেন সকল সার্ভিস একসাথে।
রং চা,
মাসালা চা,
দুধ চা,
ব্লাক কফি,
দুধ কফি

এছাড়াও গৃহস্থালির নিত্য প্রয়োজনীয় পণ্যের সমাহার।

ভিতরে রয়েছে বসার ব্যবস্থা। একবার ঘুরে আসতে পারেন।

#বাগেরহাট, বাগেরহাট, খুলনা

বাগেরহাটের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান পি. সি. কলেজের মেইন গেটের সামনে আমাদের প্রতিষ্ঠান। আমাদের প্রধান লক্ষ্য, বাগেরহাট ...
16/11/2025

বাগেরহাটের সর্ববৃহৎ শিক্ষা প্রতিষ্ঠান পি. সি. কলেজের মেইন গেটের সামনে আমাদের প্রতিষ্ঠান। আমাদের প্রধান লক্ষ্য, বাগেরহাট বাসীদের কম খরচে সেরা সার্ভিস প্রদান করা। এরই লক্ষ্যে আমরা ছোট পরিসরে হলেও এক দোকানে মুদি, মনোহারি, স্টেশনারী এবং স্পোর্টস আইটেম সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের সংযোজন করেছি।
আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য। এখন পর্যন্ত আমাদের কার্যক্রম শুধুমাত্র অফলাইনে সীমাবদ্ধ আছে। ইংশাআল্লাহ অচিরেই অফলাইন এবং অনলাইন কার্যক্রম শুরু করা হবে।

👑 বগুড়ার শাহী দই: এক রাজকীয় স্বাদের ঐতিহ্য! 😋বাংলাদেশের ঐতিহ্যবাহী স্বাদের কথা বললেই সবার আগে মনে আসে বগুড়ার সেই বিখ্য...
01/11/2025

👑 বগুড়ার শাহী দই: এক রাজকীয় স্বাদের ঐতিহ্য! 😋
বাংলাদেশের ঐতিহ্যবাহী স্বাদের কথা বললেই সবার আগে মনে আসে বগুড়ার সেই বিখ্যাত দইয়ের নাম! কিন্তু এই দইয়ের মধ্যেও যাঁর কদর সবচেয়ে বেশি, সে হলো শাহী দই! ✨
শাহী দই কেন সেরা?
👑 রাজকীয় স্বাদ: ঘন দুধ, নিখুঁত মিষ্টতা, আর মুখে লেগে থাকার মতো মসৃণ টেক্সচার—সব মিলিয়ে এক অসাধারণ অভিজ্ঞতা! সাধারণ দইয়ের চেয়ে এটি আরও বেশি প্রিমিয়াম এবং সুস্বাদু।
🍶 ঘন সরের আবরণ: ওপরের দিকে একটি হালকা সরের স্তর থাকে, যা এর স্বাদকে আরও সমৃদ্ধ করে তোলে।
🏺 ঐতিহ্যবাহী প্রস্তুত প্রণালী: প্রায় আড়াইশো বছরের পুরনো, ঐতিহ্যবাহী পদ্ধতি মেনে মাটির পাত্রে এই দই তৈরি হয়। এই বিশেষ প্রক্রিয়াই এর অতুলনীয় স্বাদ ও গন্ধের রহস্য।
🎉 যেকোনো অনুষ্ঠানের সেরা আকর্ষণ: বিয়ে, জন্মদিন, বা যেকোনো শুভ অনুষ্ঠানে অতিথি আপ্যায়নে এই শাহী দই না থাকলে যেন চলেই না!
ইতিহাসের কথা:
বগুড়ার শেরপুর উপজেলা থেকে শুরু হওয়া এই দইয়ের খ্যাতি এখন দেশ ছাড়িয়ে বিদেশেও! এর স্বাদে মুগ্ধ হয়েছিলেন তৎকালীন ব্রিটিশ গভর্নর স্যার জন এন্ডারসন থেকে শুরু করে অনেকেই। এই দই শুধু একটি মিষ্টান্ন নয়, এটি বগুড়ার সংস্কৃতির একটি অংশ। (সূত্র: প্রায় আড়াইশো বছরের পুরোনো ইতিহাস)
আপনার কাছে আমার প্রশ্ন:
আপনি কি কখনো বগুড়ার শাহী দই খেয়েছেন? আপনার প্রিয় দইয়ের দোকানের নাম কী? কমেন্টে জানাতে ভুলবেন না! 👇

বাগেরহাটে আমাদের সার্ভিস অ্যাভেইলেবল।

#বগুড়ারদই #শাহীদই #ঐতিহ্যবাহীমিষ্টান্ন #বাংলাদেশেরঐতিহ্য #মিষ্টিদই

24/11/2024

“আপনার জন্য যা বরাদ্দ রয়েছে সেটা আপনি যেখানে থাকুন না কেন পাবেন”।

24/11/2024

“যে তার জ্ঞানের তহবিল প্রদর্শনের জন্য অন্যের কথাবার্তায় বাধা দেয়, সে নিজের অজ্ঞতার ভাণ্ডারকে কুখ্যাত করে তোলে”।

24/11/2024

“যে ব্যক্তি তোমার কাছে প্রতিবেশীর দোষ-ত্রুটি তুলে ধরনে, সে নিঃসন্দেহে তোমার দোষ-ত্রুটি অন্যদের সামনে তুলে ধরবে”।

Address

Bagerhat Sador
Bagerhat Town
9300

Website

Alerts

Be the first to know and let us send you an email when তালহা ডিপার্টমেন্টাল স্টোর এন্ড ক্যাফে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share