Green Light সবুজ আলো

Green Light  সবুজ আলো "হে ঈমানদার লোকেরা! তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং মুসলিম না হয়ে কবরে এসো না’ (আল ইমরান-১০২)।

24/11/2024

“আপনার জন্য যা বরাদ্দ রয়েছে সেটা আপনি যেখানে থাকুন না কেন পাবেন”।

24/11/2024

“যে তার জ্ঞানের তহবিল প্রদর্শনের জন্য অন্যের কথাবার্তায় বাধা দেয়, সে নিজের অজ্ঞতার ভাণ্ডারকে কুখ্যাত করে তোলে”।

24/11/2024

“যে ব্যক্তি তোমার কাছে প্রতিবেশীর দোষ-ত্রুটি তুলে ধরনে, সে নিঃসন্দেহে তোমার দোষ-ত্রুটি অন্যদের সামনে তুলে ধরবে”।

24/11/2024

“ধৈর্য রাখো! সবকিছু সহজ হওয়ার আগে কঠিন হয়”।

শেখ সাদী (রহি:)

"আমার মা এমন কেন?" #আরিফআজাদ ০১.মায়ের নবম ফোনকল। রিংটোন বাজছে তো বাজছেই। বিরক্তি আর লজ্জায় চোখমুখঅজান্তেই কুঁচকে গেল ত...
27/04/2024

"আমার মা এমন কেন?"
#আরিফআজাদ

০১.
মায়ের নবম ফোনকল। রিংটোন বাজছে তো বাজছেই। বিরক্তি আর লজ্জায় চোখমুখ
অজান্তেই কুঁচকে গেল তারিনের। তার উর্বর মস্তিষ্কে ধরে না, মায়ের আসলে
সমস্যাটা কোথায়। ঘড়িতে এখন মাত্র রাত আটটা। এতেই সে এত হয়রান, এত
পেরেশান। অথচ কলেজের অন্য কোনো বান্ধবীর মোবাইলে মায়েদের এমন
কারফিউ জারি করা ফোনকল দেখা যাচ্ছে না। সব কিছুতে মায়ের হস্তক্ষেপ আর
ভালো লাগে না তারিনের।
বিচ্ছিন্ন সব অনুভূতি দানা বেঁধেছে মস্তিষ্কে। পাশে থাকা বন্ধুমহলের বিদ্রুপ এতে
নতুন মাত্রা যোগ করেছে।
অবশেষে দাঁত কামড়িয়ে নবম কলটা রিসিভ করল তারিন, ‘আচ্ছা সমস্যা কী
তোমার? এতবার কল দিচ্ছ কেন? আমি কি পালিয়ে যাচ্ছি কোথাও? বলেই তো
এসেছি ফ্রেন্ডদের সাথে গেট টুগেদার।' এক দমে শেষ করল তারিন।
অপর পাশে মায়ের উদ্বিগ্ন কণ্ঠ, ‘কী ব্যাপার তারিন, কতগুলো ফোন দিয়েছি
তোমাকে, দেখেছ? রাত তো অনেক হয়েছে, এবার বাসায় চলে আসো। সেই
দুপুরে গিয়েছ, এখনো কি অনুষ্ঠান শেষ হয়নি? আর দেরি না করে জলদি বাসায়
ফিরে আসো, মা।’
তারিন বিরক্তির সুরে ‘ধ্যাত' বলে ফোনটা কেটে দেয়। আটটা থেকেই আসল পার্টি
শুরু আর এখনই কিনা বন্ধু মহল থেকে বিদায় নিতে হবে। এখনো যে মন খুলে
নাচ-গান বাকি, ডিজে চালানো বাকি, ইশ! সব ছেড়ে বাসায় ফিরতে হচ্ছে। আপন
সত্তা থেকে বিচ্ছেদের পীড়া অনুভব করছে তারিন।

চলবে..............

#আমারমাএমনকেন?
আরিফ আজাদ
#মামামাএবংবাবা

https://youtu.be/rtb6C_WBGC8?si=824ud3IVf6WtpIRd

নোলক– আল মাহমুদআমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষেহেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে।নদীর কাছে গিয়েছিলাম, আছে...
15/04/2024

নোলক
– আল মাহমুদ

আমার মায়ের সোনার নোলক হারিয়ে গেল শেষে
হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে।
নদীর কাছে গিয়েছিলাম, আছে তুমার কাছে?
-হাত দিও না আমার শরীর ভরা বোয়াল মাছে।
বললো কেঁদে তিতাস নদী হরিণবেড়ের বাঁকে
শাদা পালক বকরা যেথায় পাখ ছাড়িয়ে থাকে।

জল ছাড়িয়ে দল হারিয়ে গেলাম বনের দিক
সবুজ বনের হরিৎ টিয়ে করে রে ঝিকমিক
বনের কাছে এই মিনতি, ফিরিয়ে দেবে ভাই,
আমার মায়ের গয়না নিয়ে ঘরেক যেতে চাই।

কোথায় পাবো তোমার মায়ের হারিয়ে যাওয়া ধন
আমরা তো সব পাখপাখালি বনের সাধারণ।
সবুজ চুলে ফুল পিন্দেছি নোলক পরি না তো।
ফুলের গন্ধ চাও যদি নাও, হাত পাতো হাত পাতো-
বলে পাহাড় দেখায় তাহার আহার ভরা বুক।
হাজার হরিণ পাতার ফাঁকে বাঁকিয়ে রাখে মুখ।
এলিয়ে খোঁপা রাত্রি এলেন, ফের বাড়ালাম পা
আমার মায়ের গয়না ছাড়া ঘরকে যাবো না।

আসলে সুখ কোথায়?আবুল মিয়া ফর্সা মানুষ, বউটা তাহার কালোএই কারণে বউটা বেশি ,লাগে না তার ভালো।বউটা আবার কালো হইলেও, বড় ঘরে...
11/04/2024

আসলে সুখ কোথায়?
আবুল মিয়া ফর্সা মানুষ, বউটা তাহার কালো
এই কারণে বউটা বেশি ,লাগে না তার ভালো।

বউটা আবার কালো হইলেও, বড় ঘরের বেটি
বাপের ঘরে খাইছে শুধু ,বড় মাছের পেটি।

ভালো খেয়ে বড় হওয়া ,এই বেচা*রির মুখে
স্বামীর ঘরের ভর্তা ভাজি ,পান্তা কি আর ঢোকে।

বউয়ের জ্বালা জামাই গরিব, স্বামীর বউ তার কালো
দুইজনেই কয় এমন সংসার, ভেঙ্গে দেওয়াই ভালো।

দুইজনেই ভুইলা তাদের, দুই মানিকের কথা
সোনার সংসার ভেঙ্গে দিল, এ দুই মাতা পিতা।

নিজের ভুলে পথ হারিয়ে, পথভোলা এই নারী
নিজেই নিজের ঘর ভাঙ্গিয়া, গেল বাপের বাড়ি।

ভেবেছিল ভাইয়েরা তার, আগের মতই আছে
আগের মতই বাসবে ভালো টানবে বুকের কাছে।

বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল
ভাই ভাবিদের হাতে এখন ,বিষ কাঁটা আর হূল।

কথায় কথায় কথার খুটার, হূল কাঁটা দেয় গায়
পাড়াপড়শি ও কাটা গায়ে ,লবণ দিয়ে যায়।

ভাই ভাবীদের কাছ থেকে এই, আঘাত পাওয়ার পর
বুঝতে পারে স্বামীর ঘরেই, নারীর আসল ঘর।

হেলায় হেলায় ঘর ভাঙ্গিয়া ,ঘর হারা এই নারী
চোখের জলে বক্ষ ভাসায় ,বইসা বাপের বাড়ি।

ওইদিকে তার স্বামী আবার, করছে আরেক বিয়ে
বিয়ে করে পড়ছে জ্বালায়, বাচ্চা দুটো নিয়ে।

এমনিতেই এই বাচ্চা দুটোর, মা নাই তাদের কাছে
এখন আবার সৎ মা তাদের, লেগে থাকে পাছে।

খানা খাদ্য খায় না ওরা ,সারাটা দিন ঝিমায়
এদের নিয়ে বাপটা পরছে, ফাটা বাঁশের চিপায়।

চিপায় পইরা বাপটা কান্দে, বাচ্চা বাপের দোষে
মা টা কান্দে ঘর হারাইয়া, ভাইয়ের ঘরে বসে।

এই যে এত কান্নাকাটি, এত চোখের জল
সবটা হইলো হেলায় হেলায় ,ঘর ভাঙ্গিবার ফল।

কারো বুকে ঘর ভাঙ্গিবার ,স্বপ্ন যদি জাগে
এদের একটু দেইখা নিও, ঘর ভাঙ্গিবার আগে।
(সংগৃহীত)

তুমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো,তোমার যেটুকু আছে তাই ব্যাবহার করো আর যেটুকু পারো, সেটাই করো।
14/03/2024

তুমি যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছো সেখান থেকেই শুরু করো,
তোমার যেটুকু আছে তাই ব্যাবহার করো আর যেটুকু পারো, সেটাই করো।

11/03/2024

হতাশা! আমাদের জীবনের অন্যতম অন্ধকার অধ্যায়। এই হতাশার প্রধান কারন হচ্ছে অন্যের কথা এবং তুচ্ছতাচ্ছিল্য। নিজেকে প্রস্তুত করতে হবে সকল পরিস্থিতি নিয়ন্ত্রণ‌ করার জন্য।
#হতাশা #মোটিভেশনালকথা

06/03/2024

ফ্রিজে যখন আইসক্রিমের বদলে মশলা থাকে।

True love never existed.
02/03/2024

True love never existed.

অভিজ্ঞতা। ❤️❤️
02/03/2024

অভিজ্ঞতা। ❤️❤️

Address

Bagerhat Sador
Bagerhat Town
9300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green Light সবুজ আলো posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share