21/08/2025
ডলফিনকে ঘিরে জেসিকার ফ্যাক নিউজ কাহিনি!
জেসিকা এবং ডলফিনের ফ্যাক নিউজ” হলো একটি ভাইরাল কাহিনি, যেখানে সোশ্যাল মিডিয়ার গুজব ও ভুয়া তথ্য কীভাবে মুহূর্তেই ছড়িয়ে পড়ে, সেটাই তুলে ধরা হয়েছে। জেসিকা নামের এক তরুণী ও একটি ডলফিনকে ঘিরে তৈরি হওয়া মিথ্যা খবর মানুষের কৌতূহল, হাস্যরস আর বিভ্রান্তি একসঙ্গে তৈরি করেছে। এই ফ্যাক নিউজ শুধু অনলাইনে আলোড়নই তোলে না, বরং ভুয়া তথ্যের বিপজ্জনক প্রভাব সম্পর্কেও ভাবতে বাধ্য করে।
#জেসিকা #ডলফিন #জেসিকা_ডলফিন_গল্প #জেসিকাডলফিনভাইরাল