
09/01/2025
আমি যাকে একবার মোনের ভিতর জায়গা দেই, তাকে কখনো ভুলতে পারিনা💔
যোগাযোগ বন্ধ করে দিছি ঠিক, তবে মোনের অনেক টা জায়গা জুড়ে তুই আছিস, থাকবি।
তুই আমাকে ভুলে গেলেও আমি তোকে সবসময় মনে করি💔💔 স্কুল জীবন এ তোর মতো কোনো বন্ধু পাইনি,তবে শেষ সময় তোর মতো বন্ধু পেয়ে অনেক লাকি মনে হতো নিজেকে, তবে আমি আবার ও প্রমান পেয়েছি আমার কপাল এ বন্ধু নামক সেই আপনজন কপালে নেই 💔💔