সেলিমাবাদ সংবাদ SNUD

সেলিমাবাদ সংবাদ  SNUD This is my new page.

25/07/2025

শুভ সকাল বন্ধুরা

24/07/2025

19th International Human Rights summit 2025 | আজ এবং আগামীকাল সারাদিন United Nations Headquarters এ থাকব | সবাইকে ধন্যবাদ

24/07/2025

ইসরায়েলি অবরোধের মুখে গাজায় তীব্র খাদ্য সংকটের মধ্যেই এসব হত্যাকাণ্ড চালানো হয়েছে

24/07/2025

গতকাল যারা ঘুম থেকে উঠেই স্কুলে চলে এসেছিল, তারা এখন এমন ঘুমে আছে যেই ঘুম কখনো ভাঙবে না । জীবন তো এমনিতেই অনিশ্চিত, কিন্তু যদি আপনার জন্ম হয় বাংলাদেশে — তাহলে এই অনিশ্চয়তাই যেন নিয়তি হয়ে দাঁড়ায়।

23/07/2025

নির্মল আকাশ

23/07/2025
22/07/2025

শিক্ষার্থীদের আইডি কার্ডের যেটা বর্তমানের সবচেয়ে জরুরী সেটা হচ্ছে ফোন নাম্বার বড় বড় অক্ষরে লিখতে হবে আর আইডি কার্ড টা হবে ওয়াটারপ্রুফ ফায়ার প্রুফ বুঝতে পারছেন কেন বলছি কথা বর্তমান দেশের যে অবস্থা সেই কারণেই এই ব্যবস্থার কথা বলছি আইডি কার্ড টা জাস্ট কাজ করবে লোকেশন ট্রাকার এর মতন যেখানেই আইডি কার্ড টা থাকবে বোঝা যাবে যে লোকটা ওখানে আছে ট্রাকিং করা যায় যাকে বলে ডিজিটাল আইডি কার্ড এটা কিন্তু বেশি খরচ দেন না আমাদের বাইকে একটা জিনিস লাগানো যায় যে কেউ কোন জায়গায় বাইকটা নিয়ে গেলে কোন জায়গায় আছে

22/07/2025

'আমরা এদেশে আর থাকব না। এদেশের পলিটিশিয়ানরা দেশটাকে পলিউট করে ফেলেছে।'

যে বাবা একথা বলেছেন তার বাচ্চাকে এদেশের অব্যবস্থাপনার কারণে জীবন্ত পুড়ে মরতে হয়েছে।

হাত পুড়ে যাবে বলে যে বাচ্চাগুলোকে চুলার কাছে যেতে দেওয়া হয় না, সেই বাচ্চাগুলোকে চোখের সামনে পুড়ে মরতে দেখার পর, সবার মনের কথাই এটা।

দুর্ঘটনার নামে চালিয়ে দেওয়া এই মার্ডারগুলো চলতে থাকবে, কিন্তু এর পেছনে অব্যবস্থাপনার জন্য দায়ী যারা, তাদের কোনো বিচার হবে না।

কারণ, তারা এগুলোকে দুর্ঘটনা বলে সমাজে প্রতিষ্ঠিত করে দিয়েছেন...

তারা যা বলবেন, আমাদের তা মেনে নিতে হবে। এই দেশটা তাদের।

এই দেশ আমাদের না।

22/07/2025

মহাকাশে যাওয়ার জন্য যে ড্রেস ব্যবহার করা হয় আগুন প্রতিরোধক সেই ড্রেস গুলা দিয়া ফায়ার সার্ভিসদের জন্য একটা জামা বানিয়ে দিলে খুব ভালো হয় কারণ আগুন লাগার পর ওখানে কেউ যেতে পারে না কাছাকাছি

22/07/2025

দুই উপদেষ্টা যাওয়ার মিনিট পাঁচেক পরেই ঘটনাস্থলে গিয়েছিলেন প্রেস সচিবও

Address

Bagerhat Town

Telephone

+8801926172375

Website

Alerts

Be the first to know and let us send you an email when সেলিমাবাদ সংবাদ SNUD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share