
25/04/2024
তুমি বেকার 😢?
তোমার ২০ হাজার টাকা দিয়ে মোবাইল কেনার সময় টাকা আছে।
কিন্তু ৯০০০ থেকে ১০০০০ টাকা কোর্স ফি দিয়ে ফ্রিল্যান্সিং সেক্টরে কাজ শেখার টাকা হয় না।
তুমি বেকার🥲?
তোমার দিনের পর দিন এমবি কিনে টিকটক দেখে টাকা খরচ করার টাকা হচ্ছে।
কিন্তু সময়টাকে অনলাইনে কাজে লাগানোর সময় হয় না।
তুমি বেকার🥲?
তোমার মোবাইলটা গেম খেলে নষ্ট করে ঠিক করার সময় টাকা নষ্ট করতে ভালো লাগছে কিন্তু মোবাইল দিয়ে ইনকাম করতে ভালো লাগেনা।
আসলে আমরা শুধু সময়টাকে নষ্ট করতে পারি কিন্তু সময়টাকে কাজে লাগাতে পারি না।
আসুন সময়টাকে নষ্ট না করে অনলাইনে কাজ করে নিজেকে গড়ে তুলি এবং বেকারত্ব দূর করি। ভাই এই সমাজে বেকারত্বের কোন দাম নেই।
বাবা মার বসয় হয়েছে পাশে দাড়াও 😊💸