Be Human Be Kind Always

Be Human Be Kind Always There is no limit to human dreams, Promise of goodness, Human being Life is beautiful always!

সৌন্দর্য সবসময় সত্য নয়,কিন্তু সত্য সবসময় সুন্দর।
24/07/2025

সৌন্দর্য সবসময় সত্য নয়,কিন্তু সত্য সবসময় সুন্দর।

26/11/2024

পরিস্থিতি যেমনই হোক কখনও ভে'ঙ্গে পড়বেন না, ঘুমিয়ে পড়বেন।

25/11/2024

বয়স বাড়ার সাথে সাথে দায়িত্ব ও টেনশন বাড়ছে।শুধু ভালথাকা কমে যাচ্ছে।

24/11/2024

সফলতার জন্য অনেক পরিশ্রম করতে হবে কারণ পরিশ্রম হল সৌভাগ্যের প্রসূতি প্রবাদ আছে, 'পরিশ্রম সাফল্যের চাবিকাঠি'।

24/11/2024

কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে অহংকার করে, নিজেকে বড়ো ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব চিরদিন থাকে না।

16/11/2024

রাজনীতি হচ্ছে একটা খেলা বুদ্ধিমানরা খেলে
অল্প শিক্ষিতরা চর্চা করে আর মূর্খরা ঝগড়া ও মারামারি করে।

09/11/2024

অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায়..
না থাকলে আপনজনও পরিচয় দিতে লজ্জা পায়..
মতামত কি ✏️

05/11/2024
একজন বাংলাদেশী নাগরিকের কমপক্ষে ৪ টি ডুকোমেন্ট থাকতে পারে-১) পাসপোর্ট   ২) জাতীয় পরিচয়পত্র (এনআইডি)৩) জন্ম নিবন্ধন কার্ড...
05/11/2024

একজন বাংলাদেশী নাগরিকের কমপক্ষে ৪ টি ডুকোমেন্ট থাকতে পারে-

১) পাসপোর্ট ২) জাতীয় পরিচয়পত্র (এনআইডি)
৩) জন্ম নিবন্ধন কার্ড ৪) একাডেমিক সার্টিফিকেট

কিন্তু পরিতাপের বিষয় হলো, দেশের সিংহভাগ মানুষের এই ৪টি ডকুমেন্টের তথ্য কোথাও না কোথাও ভুল অথবা একটা আরেকটার সাথে ম্যাচ করেনা।

এসব ভুলের পেছনে বেশীরভাগই দায়ী সংশ্লিষ্ট কাজে নিযুক্ত টাইপরাইটার বা কম্পিউটার অপারেটর। ব্যক্তির পক্ষ থেকেও ভুল হয়ে থাকে; বেখেয়ালির জন্য।

ভুল হওয়া সহজ কিন্তু সংশোধন করতে বিস্তর কাঠখড় পোহাতে হয়, ফিন্যান্সিয়াল ব্যাপারতো আছেই।

জমি কেনার আগে অবশ্যই যে বিষয়গুলো যাচাই-বাছাই করবেন:I. প্রথমেই , জমির তফসিল অর্থাৎ জমির মৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বর  এ...
02/11/2024

জমি কেনার আগে অবশ্যই যে বিষয়গুলো যাচাই-বাছাই করবেন:

I. প্রথমেই , জমির তফসিল অর্থাৎ জমির মৌজা, খতিয়ান নম্বর, দাগ নম্বর এবং উক্ত দাগে জমির মোট পরিমাণ সম্পর্কে জানতে হবে।

II. যার কাছ থেকে জমি কিনবেন তার কাছ থেকে ঐ জমি সংক্রান্ত সকল কাগজপত্রের ফটোকপি চেয়ে নিন, যেমন- সি.এস খতিয়ান, এস.এ খতিয়ান , আর.এস খতিয়ান, বি.এস/ঢাকা সিটি জরীপের খতিয়ানসহ সর্বশেষ পর্যন্ত যে সকল বেচাকেনা হয়েছে সেগুলোর বায়া দলিল(chain of title), নামজরী খতিয়ান এবং হাল সনের খাজনার দাখিলাসহ সংশ্লিষ্ট সকল কাগজপত্র।

III. যার কাছ থেকে জমি কিনবেন সে যদি ক্রয়সূত্রে ভূমির মালিক হয়ে থাকলে তার ক্রয় দলিল বা বায়া দলিল রেকর্ডের সঙ্গে মিল করে বিক্রেতার মালিকানা নিশ্চিত করতে হবে এবং সে যদি উত্তরাধিকার সূত্রে ভুমির মালিক হয়ে থাকে সেক্ষেত্রে সর্বশেষ জরিপের খতিয়ান বিক্রেতা বা তিনি যার মাধ্যমে প্রাপ্ত তাঁর নামে অস্তিত্ব (যোগসূত্র) মিলিয়ে দেখতে হবে।

IV. উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি বিক্রেতার শরিকদের সঙ্গে বিক্রেতার সম্পত্তি ভাগাভাগির বণ্টননামা (ফরায়েজ) দেখে নিতে হবে। বিক্রেতা যদি বলেন যে আপোষমুলে বণ্টন হয়েছে, কিন্তু রেজিস্ট্রি হয়নি, তবে ফারায়েজ অনুযায়ী বিক্রেতা যেটুকু অংশের দাবিদার শুধু সেটুকু কিনাই নিরাপদ হবে।

V. উক্ত জমিটি নিয়ে কোন মামলা বিচারাধীন আছে কিনা কিংবা কোন প্রকার মামলা নিস্পত্তি হয়েছে কিনা এবং ব্যাংক কিংবা অন্য কোন প্রতিষ্ঠানে জমিটি বন্ধক/ দায়বদ্ধতা আছে কিনা।

VI. যাচাই করতে হবে জমিটি খাস, পরিত্যক্ত, শত্রু স¤পত্তি কিনা বা সরকার কোন কারনে অধিগ্রহণ করেছে কিনা সে বিষয়ে উপজেলা ভূমি অফিস বা জেলা প্রশাসকের কার্যালয়ের এল এ শাখা থেকে জেনে নিতে হবে।

VII. জমির মালিক নাবালক বা অপ্রকৃতিস্থ কিনা লক্ষ্য রাখতে হবে। নাবালক হলে আদালতের মাধ্যমে অভিভাবক নিযুক্ত করে বিক্রয়ের অনুমতি নিতে হবে।

VIII. সর্বশেষ নামজারি পরচা ডিসিআর খাজনা দাখিল (রসিদ) যাচাই করে দেখতে হবে।

IX. জমির মালিকানা স্বত্ব সঠিক পাওয়ার পর আপনাকে সি.এস/আর.এস/বি.এস/ঢাকা সিটি জরীপের নকশা নিয়ে সরেজমিনে গিয়ে দেখতে হবে নকশা অনুযায়ী ঐ জমিটি সেই দাগের কিনা এবং সাব–রেজিস্ট্রারের অফিসে তল্লাশি দিয়ে জমির সর্বশেষ বেচাকেনার তথ্য জেনে নেওয়া যেতে পারে।

X. এরপর বিক্রয়ের জন্য নির্দিষ্ট জমিটি বর্তমানে কে দখলে আছে, কিনতে গেলে কোন কারনে ভোগ দখলে বাধাগ্রস্থ হবে কিন।

11/10/2024

জীবনে Reset বলে কোনো শব্দ নাই, থাকলে বেশ ভালো হতো। যা কিছু ঘটে যায় তা আর মুছে ফেলা যায় না। হয়তো ভুলে থাকার চেষ্টা করা যায় বা শুধরে নেয়া যেতে পারে। মুছে ফেলা যাবে না কিছুই। সেজন্যই একটা কথা আছে "ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না"।

24/09/2024

মূর্খের সবচেয়ে বড় সমস্যা হলো সব জায়গায়ই সে নিজেকে যোগ্য মনে করে। আর অন্যকেও সে নিজের মতো মূর্খই মনে করে।

Address

Bagerhat Town

Website

Alerts

Be the first to know and let us send you an email when Be Human Be Kind Always posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share